সন্ধি MCQ

৫০ টি গুরুত্বপূর্ণ সন্ধি MCQ প্রশ্ন উত্তর (PDF)

Advertisements

সন্ধি MCQ: সন্ধি হলো ব্যাকরণগত নিয়ম, যেখানে দুটি শব্দ বা ধ্বনি মিলিত হয়ে একটি নতুন ধ্বনি বা শব্দ গঠিত হয়। এটি বাংলা ও সংস্কৃত ভাষায় প্রচলিত। সন্ধি তিন প্রকার—স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। এর মাধ্যমে ভাষা আরও প্রাঞ্জল ও সুন্দর হয়।


গুরুত্বপূর্ণ সন্ধি MCQ

১। ‘কটাক্ষ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-

ক. কটু+অক্ষ

খ. কটা+অক্ষ

Advertisements

গ. কট+ক্ষ

ঘ. কট+অক্ষ

উত্তরঃ খ

২। ‘গতানুগতিক’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. গত+আনুগতিক

খ. গতা+অনুগতিক

গ. গত+অনুগতিক

ঘ. গতানু+গতিক

উত্তরঃ ঘ

৩। ‘পুরাধ্যক্ষ’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছে কোনটি?

ক. পুর+আধ্যক্ষ

খ. পুর+অধ্যক্ষ

গ. পুরা+অধ্যক্ষ

ঘ. পুরা+আধ্যক্ষ

উত্তরঃ ঘ

৪। কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক. হিমালয়

খ. অহরহ

গ. সংসার

ঘ. বনস্পতি

উত্তরঃ ক

৫। ‘বিদ্যালয়’ এর সন্ধি-বিচ্ছেদ-

ক. বিদ্যা+আলয়

খ. বিদ্য+আলয়

গ. দবদ্যা+লয়

ঘ. বিদ+আলয়

উত্তরঃ ক

৬। ‘মাত্রাধিক্য’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কী রকম?

ক. মাতৃ+আধিক্য

খ. মাত্র+অধিক্য

গ. মাত্র+আধিক্য

ঘ. মাত্রা আধিক্য

উত্তরঃ গ

৭। ‘জমানো’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-

ক. জমান+ও

খ. জমা+ন

গ. জমা+নো

ঘ. জমা+আনো

উত্তরঃ ঘ

৮। ‘রূপালি’ এর সন্ধি-বিচ্ছেদ-

ক. রূপা+আলি

খ. রূপ+আলি

গ. রূপা+লি

ঘ. রূপ+লি

উত্তরঃ ক

৯। ‘শশাঙ্ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. শশ+অঙ্ক

খ. শস+অঙ্ক

গ. শশা+অঙ্ক

ঘ. শম+অঙ্ক

উত্তরঃ ক

১০। ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. দ্বীপ+আয়ন

খ. দ্বীপ+অয়ন

গ. দ্বিপ+অনট

ঘ. দ্বীপ+অনট

উত্তরঃ ক

১১। সন্ধি শব্দের অর্থ কি?

ক. মিলন

খ. বিচ্ছেদ

গ. বন্ধুত্ব

ঘ. সংযোগ

উত্তরঃ ক

১২। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে-

ক. সন্ধি

খ. সমাস

গ. কারক

ঘ. প্রত্যয়

উত্তরঃ ক

১৩। কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়?

ক. পদে পদে মিলকে

খ. শব্দে শব্দে মিলকে

গ. ধ্বনিতে ধ্বনিতে মিলকে

ঘ. উপসর্গে শব্দে মিলকে

উত্তরঃ গ

১৪। সন্ধির প্রধান সুবিধা কি?

ক. উচ্চারণের সুবিধা

খ. লেখার সুবিধা

গ. শোনার সুবিধা

ঘ. পড়ার সুবিধা

উত্তরঃ ক

১৫। সন্ধির উদ্দেশ্য কোনটি?

ক. শব্দের মিলন

খ. ধ্বনিগত মাধুর্য সৃষ্টি

গ. শব্দগত মাধুর্য সৃষ্টি

ঘ. বর্ণের মিল

উত্তরঃ খ

১৬। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

ক. বিশেষ্য

খ. বিশেষণ

গ. ক্রিয়া

ঘ. অব্যয়

উত্তরঃ ঘ

১৭। ‘বক+কচ্ছপ=বকচ্ছপ’- এই রীতিতে গঠিত শব্দকে বলা হয়-

ক. সন্ধিবদ্ধ শব্দ

খ. জোড়কলম শব্দ

গ. মিশ্র শব্দ

ঘ. নিপাতনে সিদ্ধ শব্দ

উত্তরঃ ক

১৮। সন্ধি কত প্রকার?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তরঃ খ

১৯।  ‘রত্নাকর’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-

ক. রত্ন+কর

খ. রত্ন+কর

গ. রত্না+আকর

ঘ. রত্ন+আকর

উত্তরঃ ঘ

২০। ‘পাগলামি’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়-

ক. পাগল+লামি

খ. পাগল+মি

গ. পাগল+আমি

ঘ. পাগল+মি

উত্তরঃ গ

২১। ‘অভীষ্ট’ এর সন্ধি-বিচ্ছেদ কি?

ক. অভি+ইষ্ট

খ. অভি+রিষ্ট

গ. অভী+ইষ্ট

ঘ. অভি+রিষ্ঠ

উত্তরঃ ক

২২। ‘পরীক্ষা’ সন্ধি-বিচ্ছেদ কি হবে?

ক. পরী+ঈক্ষা

খ. পরি+ইক্ষা

গ. পরী+ইক্ষা

ঘ. পরি+ইক্ষা

উত্তরঃ ঘ

২৩। ‘সতীশ’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. সতি+ইশ

খ. সতীশ+অ

গ. সতি+ঈশ

ঘ. সতী+ঈশ

উত্তরঃ ঘ

২৪। সন্ধি-বিচ্ছেদ করুন: ‘সূযোদয়’

ক. সূয+দয়

খ. সূয+উদয়

গ. সূযো+উদয়

ঘ. কোনোটি নয়

উত্তরঃ খ

২৫। ‘রবীন্দ্র’ এর সন্ধি-বিচ্ছেদ কি?

ক. রবী+ন্দ্র

খ. রবি+ঈন্দ্র

গ. রবি+ঈন্দ্র

ঘ. রব+ঈন্দ্র

উত্তরঃ গ

২৬। ‘সুধীন্দ্র’ এর সন্ধি-বিচ্ছেদ কি?

ক. সুধি+ইন্দ্র

খ. সধী+ইন্দ্র

গ. সুধী+ঈন্দ্র

ঘ. সুধ+ইন্দ্র

উত্তরঃ খ

২৭। ‘উপরি+উক্ত’ মিলে কোন শব্দ গঠিত হয়?

ক. উপরিক্ত

খ. উপযুক্ত

গ. উপরুক্ত

ঘ. উপরোক্ত

উত্তরঃ খ

২৮। সন্ধি-বিচ্ছেদ কর: উপর্যুপরি

ক. উপরি+উপরি

খ. উপয+পরি

গ. উপ+যুপরি

ঘ. উপ+উপরি

উত্তরঃ ক

২৯। ‘গুরূক্তি’ এর সন্ধি-বিচ্ছেদ কি?

ক. গুরু+যুক্তি

খ. গুরূ+পরি

গ. গুরু+উক্তি

ঘ. গুরু+ঊক্তি

উত্তরঃ গ

৩০। কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ?

ক. ক্ষুৎ+আর্ত

খ. ক্ষুধা+আর্ত

গ. ক্ষুধা+ঋত

ঘ. ক্ষুধ+আর্ত

উত্তরঃ গ


আরো পড়ুন:

গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ MCQ

সমাস থেকে গুরুত্বপূর্ণ 30 টি MCQ

দ্বিরুক্ত শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী?


৩১। শীতার্ত-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. শী+তার্ত

খ. শীত+আর্ত

গ. শীত+আরত

ঘ. শীত+ঋত

উত্তরঃ ঘ

৩২। তৃষ্ণার্ত-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. তৃষ্ণা+আর্ত

খ. তৃষ্ণা+ঋত

গ. তৃষ্ণা+ষর্ত

ঘ. তৃষ্ণা+রিত

উত্তরঃ খ

৩৩। ‘অত্যধিক’ এর সন্ধি-বিচ্ছেদ করুন:

ক. অতি+ধিক

খ. অত্যা+অধিক

গ. অতি+অধিক

ঘ. অ+তাধিক

উত্তরঃ গ

৩৪। অতি+অধিক=

ক. অত্যাধিক

খ. অত্যোধিক

গ. অত্যধিক

ঘ. ওত্যোধিক

উত্তরঃ গ

৩৫। ‘অত্যন্ত’ এর সন্ধি-বিচ্ছে কোনটি?

ক. অতি+অন্ত

খ. অতী+অন্ত

গ. অত্ৎ+অন্ত

ঘ. অত+অন্ত

উত্তরঃ ক

৩৬। ‘যদ্যপি’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-

ক. যদ+পি

খ. যদি+অপি

গ. যদ+অপি

ঘ. যদ্য+অপি

উত্তরঃ খ

৩৭। সন্ধি-বিচ্ছেদ করুন: ইত্যাদি।

ক. ইতি+দি

খ. ইতি+আদি

গ. ইত+তাদি

ঘ. ইতি+অদি

উত্তরঃ খ

৩৮। ‘আদ্যোপান্ত’ এর সন্ধি-বিচ্ছেদ হল-

ক. আদি+উপান্ত

খ. আদি+পান্ত

গ. আদ্য+পান্ত

ঘ. আদি+পন্ত

উত্তরঃ ক

৩৯। ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. প্রত্য+ঊয

খ. প্রত্য+উয

গ. প্রতি-উয

ঘ. প্রতি+ঊয

উত্তরঃ ঘ

৪০। ‘স্বেচ্ছা’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. সে+চ্ছা

খ. স্ব+ঈচ্ছ

গ. স্ব+ইচ্ছা

ঘ. স্বে+চ্ছা

উত্তরঃ গ

৪১। ঢাকা+ঈশ্বরী=ঢাকেশ্বরী- কোন নিয়মে এ সন্ধি হয়েছে?

ক. আ+ঈ=এ

খ. অ+ঈ=এ

গ. আ+ঈ=এ

ঘ. অ+ই=এ

উত্তরঃ ক

৪২। নিচের কোন সন্ধি-বিচ্ছেদটি সঠিক নয়?

ক. মহা+ঋষি=মহযি

খ. শীত+ঋত=শীতার্ত

গ. যথা+এষ্ট=যথেষ্ট

ঘ. যথা+উচিত=যথোচিত

উত্তরঃ গ

৪৩। ‘শুভেচ্ছা’র সন্ধি-বিচ্ছেদ-

ক. শু+বেচ্ছা

খ. শুভ+ইচ্ছা

গ. শুভ+চ্ছা

ঘ. শু+ইচ্ছা

উত্তরঃ খ

৪৪। ‘নবোঢ়া’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-

ক. নব+উঢ়া

খ. নব+ঊঢ়া

গ. নবো+উঢ়া

ঘ. নবো+ঊঢ়া

উত্তরঃ খ

৪৫। সন্ধিযোগে গঠিত শব্দ-

ক. নীলোৎপল

খ. বিপদাপন্ন

গ. ফুলেল

ঘ. পরাজয়

উত্তরঃ ক

৪৬। ‘জনৈক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-

ক. জন+ঐক

খ. জন+এক

গ. জনে+এক

ঘ. জন+অক

উত্তরঃ খ

৪৭। ‘দৈনিক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. দৈ+এক

খ. দৈ+নিক

গ. দৈঃ+এক

ঘ. দিন+এক

উত্তরঃ ঘ

৪৮। ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. মতঃ+এক

খ. মতঃ+ঐক্য

গ. মত+এক

ঘ. মত+ঐক্য

উত্তরঃ ঘ

৪৯। ‘জলৌকা’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. জল+একা

খ. জলো+ঐকা

গ. জল+ওকা

ঘ. জল+ঔকা

উত্তরঃ গ

৫০। কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক. ণিজন্ত

খ. অহরহ

গ. বিদ্যালয়

ঘ. দু:শ্চিন্তা

উত্তরঃ গ


৫০ টি গুরুত্বপূর্ণ সন্ধি MCQ প্রশ্ন উত্তর পিডিএফ লেকচার শীট ডাউনলোড

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top