সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩ PDF Download: এই পিডিএফ ফাইলে পাবেন সর্বশেষ সাধারণ জ্ঞান সম্পর্কিত তথ্য, যা পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপকারী। গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে সহজেই তোমার সাধারণ জ্ঞান বাড়ান এবং পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুত হোন। তাহলে চলো, শুরু করি। [তারিখ: ১১/৪/২০২৫]
সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩ PDF
১। বাংলাদেশের জাতীয় সংগীত এর রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
২। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।
৩। রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি?
উত্তর: সার্বভৌমত্ব।
৪। সংবিধানের দ্বাদশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: সংসদীয় গণতন্ত্র।
৫। কার্ল মার্কস-এর তত্ত্ব কোনটি?
উত্তর: উদ্বৃত্ত মূল্যতত্ত্ব।
৬। Suicide গ্রন্থটি কার লেখা?
উত্তর: এমিল ডুর্খেইম।
৭। ‘বিজু’ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত কোন নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব?
উত্তর: চাকমা।
৮। কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।
৯। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে কোন উপাদান তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর: শিক্ষা।
১০। কোন যুগ প্রাচীন ভারতে স্বর্ণযুগ হিসেবে পরিচিত? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩)
উত্তর: মৌর্য যুগ।
১১। ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ স্থাপিত হয়?
উত্তর: লর্ড ডালহৌসী।
১২। দেবগিরি শহরে রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লির কোন শাসক?
উত্তর: সুলতান মুহম্মদ বিন তুঘলক।
১৩। পানিপথের যুদ্ধে বাবর কোন শাসককে পরাজিত করেন?
উত্তর: ইব্রাহীম লোদী।
১৪। ‘ওজোন হোল’ বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তর: স্ট্রাটোস্ফিয়ারে।
১৫। কর্কটক্রান্তি রেখা নিচের কোন জেলার ওপর দিয়ে গেছে?
উত্তর: রাঙ্গামাটি।
১৬। বাংলাদেশের জলবিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কাপ্তাই।
১৭। প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন
উত্তর: ফিনিশীয়রা।
১৮। বাংলাদেশের মন্ত্রিপরিষদ কার কাছে তাদের কার্যক্রমের জন্য দায়ী?
উত্তর: জাতীয় সংসদের কাছে।
১৯। ‘ওয়াই ম্যাক্স’ কী?
উত্তর: তারবিহীন ইন্টারনেট টেকনোলজী।
২০। ২০২৪ সালের অলিম্পিক গেমস-এ কোন দেশ সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছে?
উত্তর: যুক্তরাষ্ট্র।
২১। বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭২।
২২। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
২৩। আমলাতন্ত্রের প্রবক্তা কে? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩)
উত্তর: ম্যাক্স ওয়েবার।
২৪। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা।
২৫। কোন আইনের জন্য ১৭৭৩ সাল বিখ্যাত ছিল?
উত্তর: রেগুলেটিং এ্যাক্ট।
২৬। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি?
উত্তর: ভুটান।
২৭। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়?
উত্তর: মৌসুমি বায়ু ঋতুতে।
২৮। ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন দুটি সক্রিয় প্লেটের সীমানার কাছে অবস্থিত?
উত্তর: ভারতীয় ও বার্মা প্লেট।
২৯। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি?-
উত্তর: ২১ জুন।
৩০। অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: মুন্সীগঞ্জ।
৩১। আমাদের দেশে সংবিধানের যে সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়
উত্তর: পঞ্চদশ সংশোধনী।
৩২। মুক্তিযুদ্ধের ওপর ‘September on Jessore Road’ কবিতাটি কার লেখা?
উত্তর: এলেন গিন্সবার্গ।
৩৩। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
উত্তর: অ্যাটর্নি জেনারেল।
৩৪। গ্রামীণ সমাজসেবা কর্মসূচি শুরু হয়
উত্তর: ১৯৭৪ সালে।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩
৩৫। ভারতে মোগল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাবর।
৩৬। ‘দিওয়ানুল বারীদ’ বলতে কী বোঝায়?
উত্তর: ডাক বিভাগ।
৩৭। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা-
উত্তর: ৫০।
৩৮। Stop Genocide এর নির্মাতা-
উত্তর: জহির রায়হান।
৩৯। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন?
উত্তর: এ. কে. ফজলুল হক।
৪০। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?
উত্তর: ১৭ বার।
৪১। ‘আত্মঘাতী বাঙালী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: নীরদ চন্দ্র চৌধুরী।
৪২। বলশেভিক বিপ্লব সংঘটিত হয়-
উত্তর: ১৯১৭ সালে।
৪৩। ‘কারবালা’ শব্দের অর্থ কী?
উত্তর: বাগান।
৪৪। কোন দার্শনিক নোবেল পুরস্কার প্রত্যাখান করেন?
উত্তর: জ্য পল সার্তে।
৪৫। বাংলাদেশ কয়টি প্রশাসনিক বিভাগে বিভক্ত?
উত্তর: ৮টি।
৪৬। বাংলাদেশের কোন জেলায় চা উৎপাদন হয় না?
উত্তর: জামালপুর।
৪৭। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর: মন্টেস্কু।
৪৮। ফকির-সন্ন্যাসী বিদ্রোহের নোত ছিলেন-
উত্তর: ফকির মজনু শাহ্।
৪৯। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার গণ টিকাদান কার্যক্রম শুরু করে কোন দেশ?
উত্তর: যুক্তরাজ্য।
৫০। ভুটানের মুদ্রার নাম কোনটি?
উত্তর: গুলট্রাম।
৫১। ‘ভারত শাসন আইন’ কবে রাজকীয় সম্মতি লাভ করে?
উত্তর: ২ আগস্ট ১৯৩৫।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩
৫২। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উত্তর: নেপাল
৫৩। পলাশীর যুদ্ধে নবাব বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারী ফরসাী সেনাপতি-
উত্তর: সিন ফ্রে।
৫৪। দেশের প্রথম ‘যুদ্ধ শিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান-
উত্তর: মেরিনা খাতুন।
৫৫। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ শহিদ হন-
উত্তর: ১৬ জুলাই ২০২৪।
৫৬। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর-
উত্তর: আহসান এইচ মনসুর।
৫৭। গণভবনকে যে নামে জাদুঘর করা হচ্ছে-
উত্তর: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
৫৮। বাংলাদেশের সংবিধানের রক্ষক-
উত্তর: সুপ্রীম কোর্ট।
আরো পড়ুন:
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০১
- ৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি: জীবনী ও নামের তালিকা
৫৯। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন-
উত্তর: মুর্শিদ কুলি খান।
৬০। ‘তমদ্দুন মজলিশ’ প্রতিষ্ঠা করেন-
উত্তর: আবুল কাসেম।
৬১। বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা রয়েছে-
উত্তর: ৪টি।
৬২। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে-
উত্তর: মৌলভীবাজার।
৬৩। বাংলাদেশের জিডিপি (GDP) তে যে খাতের অবদান সবচেয়ে বেশি-
উত্তর: সেবা।
৬৪। বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে
উত্তর: ২৮(২)।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩
৬৫। বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে-
উত্তর: ১৯৭৪ সালে।
৬৬। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়-
উত্তর: ১৯৯৮ সালে।
৬৭। ‘ম্যানিলা’ যে ফসলের উন্নত জাত-
উত্তর: তামাক।
৬৮। ওরাওঁ জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করে-
উত্তর: রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে।
৬৯। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য-
উত্তর: ৫টি।
৭০। ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে যে প্রতিষ্ঠান-
উত্তর: নিহন হিদানকিও।
৭১। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস-
উত্তর: ৩০ মার্চ।
৭২। ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ-
উত্তর: আইসল্যান্ড।
৭৩। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি শেষ হবে-
উত্তর: ২০২৬ সালে।
৭৪। ‘তাসখন্দ চুক্তি’ যে দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়-
উত্তর: পাকিস্তান ও ভারত।
৭৫। ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ যে দেশের সাথে সংশ্লিষ্ট-
উত্তর: চীন।
৭৬। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের মেয়াদ-
উত্তর: ২ বছর।
৭৭। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক যত বছরের জন্য নির্বাচিত হন-
উত্তর: ৯ বছর।
৭৮। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠীর নাম-
উত্তর: উইঘুর।
৭৯। বিশ্ব মানবাধিকার দিবস-
উত্তর: ১০ ডিসেম্বর।
৮০। আকাবা একটি-
উত্তর: সমুদ্র বন্দর।
৮১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দেশ ভিত্তিক সংস্থা-
উত্তর: জার্মানি।
৮২। জাতিসংঘের নামকরণ করেন-
উত্তর: রুজভেল্ট।
৮৩। ইনকা সভ্যতা গড়ে উঠেছিল-
উত্তর: দক্ষিণ আমেরিকায়।
৮৪। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-
উত্তর: ১৫ মার্চ।
৮৫। ‘দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’ চিত্রকর্মটি-
উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চির।
৮৬। বিশ্বের প্রথম AI শিশুর নাম-
উত্তর: Tong Tong।
৮৭। ‘স্টারলিংক’ একটি-
উত্তর: স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা।
৮৮। HMPV সর্বপ্রথম শনাক্ত হয়-
উত্তর: ২০০১ সালে, নেদারল্যান্ডসে।
৮৯। Mpox সর্বপ্রথম যে দেশে শনাক্ত হয়-
উত্তর: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
৯০। ৩১ অক্টোবর ২০২৩ বিশ্বের প্রথম দেশ হিসেবে যে দেশকে কালাজ্বর নির্মূলের স্বীকৃতি দেয়-
উত্তর: বাংলাদেশ।
৯১। শিশুদের ভিটামিন ” ক্যাপসুল দিতে হয়-
উত্তর: বছরে দুইবার।
৯২। পরম শূন্য তাপমাত্রা-
উত্তর: ০০ কেলভিন।
৯৩। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname- কে IP Address-এ অনুবাদ করেー
উত্তর: DNS Server I
৯৪। আমাজন-এর ক্লাউড প্লাটফর্ম-
উত্তর: AWS।
৯৫। Piconet হলো-
উত্তর: Bluetooth Network.
৯৬। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা-
উত্তর: ৩৩।
৯৭। টেস্টটিউব বেবির জনক রবার্ট জি এডওয়ার্ডস (যুক্তরাষ্ট্র)।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩ পিডিএফ লেকচার শীট ডাউনলোড কর।