সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২

সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২ (২০২৫) PDF

Advertisements

সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২ PDF Download: এই পিডিএফ ফাইলে পাবেন সর্বশেষ সাধারণ জ্ঞান সম্পর্কিত তথ্য, যা পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপকারী। গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে সহজেই তোমার সাধারণ জ্ঞান বাড়ান এবং পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুত হোন। তাহলে চলো, শুরু করি। [তারিখ: ৮/৪/২০২৫]


সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২

১. বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু কোনটি?
উত্তর: যমুনা রেলসেতু

২. যমুনা রেলসেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৪.৮ কিলোমিটার

৩. জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে?
উত্তর: ১২ ফেব্রুয়ারি ২০২৫

Advertisements

৪. জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে?
উত্তর: প্রধান উপদেষ্টা

৫. প্রতিবছর ১৬ জুলাই শহিদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

৬. ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
উত্তর: ৪৯টি

৭. সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি?
উত্তর: বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

৮. জাতীয় শহিদ সেনা দিবস কবে?
উত্তর: ২৫ ফেব্রুয়ারি

৯. ‘বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩’ কার্যকর করা হয় কবে?
উত্তর: ২৭ ফেব্রুয়ারি ২০২৫

১০. মাথাপিছু GDP কত?
উত্তর: ২,৬২৫ মা.ড.

১১. মাথাপিছু আয় কত?
উত্তর: ২,৭৩৮ মা.ড.

১২. GDP’র প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৪.২২%

১৩. কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৩.৩০%

১৪. শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৩.৫১%

১৫. সেবা খাতে প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৬.৮৬%

১৬. কৃষি খাতে অবদানের হার কত?
উত্তর: ১১.১৯%

১৭. শিল্প খাতে অবদানের হার কত?
উত্তর: ৩৭.৩৭%

১৮. সেরা খাতে অবদানের হার কত? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২)
উত্তর: ৫১.৪৪%

১৯. ২৭ জানুয়ারি ২০২৬ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে?
উত্তর: যুক্তরাষ্ট্র

২০. প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি?
উত্তর: নিউজিল্যান্ড

২১. ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে ‘মানুষ’ হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: Mount Taranaki

২২. সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: আহমেদ আল-শারা

২৩. কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি DeepSeek-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ওলিয়াং ওয়েনফেং

২৪. বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্য দাতা দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র

২৫. যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে Project Waterworth নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে?
উত্তর: Meta

২৬. ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে?
উত্তর: রেখা গুপ্ত

২৭. USAID কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা?
উত্তর: যুক্তরাষ্ট্র


আরো পড়ুন:


২৮. ২৯ জানুয়ারি ২০২৫ কোন দেশ Economic Community of West African States (ECOWAS) থেকে সদস্যপদ প্রত্যাহার করে?
উত্তর: বুরকিনা ফাসোমালি, নাইজার,

২৯. ECOWAS’র বর্তমান সদস্য দেশ কত?
উত্তর: ১২টি

৩০. ১৫ ফেব্রুয়ারি ২০২৫ আফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: জোয়াও লরেঙ্কো

৩১. ২১ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের FBI’র পরিচালক হিসেবে দায়িত্ব নেন কে?
উত্তর: কাশ প্যাটেল

৩২. শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান

৩৩. কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক

৩৪. নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৪তম

৩৫. ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৫১তম

৩৬. বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
উত্তর: ৭,১৫৯ টি

৩৭. বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২)
উত্তর: ইংরেজি

৩৮. ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?
উত্তর: সপ্তম

৩৯. মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি?
উত্তর: মান্দারিন

৪০. মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত?
উত্তর: পঞ্চম

৪১. ‘আমি বাংলায় গান গাই’-এর গীতিকার কে?
উত্তর: প্রতুল মুখোপাধ্যায়

৪২. ২০২৫ সালের ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট?
উত্তর: জিমি কার্টার

৪৩. ম্রো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তর: ক্লোবং স্লা

৪৪. ‘জীবনজালের এপার-ওপার’ নামক আত্মজীবনীর লেখক কে?
উত্তর: জোবেরা রহমান লিনু

৪৫. ২০২৫ সালের একুশে পদক লাভ করেন কতও জন ব্যক্তি/দল?
উত্তর: ১৮

৪৬. ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কত জন ব্যক্তি?
উত্তর: ৭ জন

৪৭. বাংলা একাডেমির ২০২৫ সালের কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
উত্তর: কবি আল মুজাহিদী

৪৮. বাংলা একাডেমির ২০২৪ সালের সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
উত্তর: অধ্যাপক হান্স হার্ডার, কথাশিল্পী বর্ণালী সাহা

৪৯. ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে?
উত্তর: জাসপ্রীত বুমরাহ (ভারত)

৫০. ২০২৫ সালের ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তর: ফরচুন বরিশাল


সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২ PDF | সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২ (২০২৫) প্রশ্ন উত্তর pdf download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top