সাধারন জ্ঞান পর্ব ০২

সাধারন জ্ঞান পর্ব ০২ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)

Advertisements

সাধারন জ্ঞান পর্ব ০২ (PDF) – বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এটি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি জন্য এই নোটটি খুবই গুরুত্বপূর্ণ।


সাধারন জ্ঞান পর্ব ০২

১। শিক্ষা সংশ্লিষ্ট নিম্নগামী পরিস্রবণ নীতির উদ্ভাবক – লর্ড ম্যাকলে।

২। ঢাকা মহানগর যে ৪টি নদী দ্বারা বেষ্টিত- বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা।

৩। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বেগম খালেদা জিয়া।

Advertisements

৪। ১৯৭২ সালের বিজয় দিবসের ডাকটিকিটের ডিজাইনার- কে. জি. মুস্তাফা।

৫। দেশের একমাত্র উপজাতি বীরবিক্রম ইউকে (উক্য) চিং [মারমা উপজাতি)।

৬। বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলন হয়- ৪ মার্চ ১৯৭২।

৭। বাংলাদেশের প্রথম নোট ছিল- ১ টাকা ও ১০০ টাকা।

৮। দেশে যুক্তরাষ্ট্রভিত্তিক USAID-এর অর্থায়নে পরিচালিত হতো- সূর্যের হাসি।

৯। প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়কে।

১০। ‘টিয়ার্স অব ফায়ার’ হলো- মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র।

১১। রবার্ট রজার্সকর্তক বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র- দ্য কান্ট্রি মেড ফর বাংলাদেশ।

১২। গারো আধিবাসিদের প্রকৃত নাম- মান্দি।

১৩। বাংলা একাডেমি হলো- বাঙালি জাতিসত্তার প্রতীক।

১৪। নজরুল মঞ্চ অবস্থিত- বাংলা একাডেমিতে।

১৫। মোদের গরব ভাস্কর্যের স্থাপতি- অখিল পাল।

১৬। ‘বাঙালি’ নদীটি যে জেলায় অবস্থিত- বগুড়া।

১৭। গোল্ডেন জুবিলি টাওয়ার অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

১৮। এস ফোর্স ব্রিগেড এর নেতৃত্বে ছিলেন- লে. কর্নেল কে. এম সফিউল্লাহ।

১৯। সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায়- ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে।

২০। যে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম- ভিল।

২১। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস- ফেবো; প্রকাশ ১৯ ফেব্রুয়ারি ২০০৪।

২২। সাঁওতালদের প্রধান উৎসব- সোহরাই।

২৩। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- বেনাপোল।

২৪। মেট্রোরেলের অর্থায়ন করে- জাপান।

২৫। মুসা খাঁর মসজিদ অবস্থিত- ঢাবির কার্জন হলের অভ্যন্তরে।

২৬। ঢাকার কাওরান বাজারে ‘কাওরান সরাই’ নির্মাণ করেন- শেরশাহ্।

২৭। সুতিয়াখালী সোলার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত- ময়মনসিংহ।

২৮। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র যে নদীর তীরে অবস্থিত- পশুর নদী।

২৯। Black Gold হলো- তেজস্ক্রিয় খনিজ পদার্থ মিশ্রিত বালু।

৩০। হরিপুর থেকে তেল উত্তোলন শুরু হয়- ১৯৮৭ সালে।

৩১। সুন্দরবনে হরিণ দেখা যায়- ২ প্রজাতির। (সাধারন জ্ঞান পর্ব ০২)

৩২। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা- অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ।

৩৩। গ্রাম সরকার চূড়ান্তভাবে বিলুপ্ত হয়- এপ্রিল-২০০৮।

৩৪। একটি মাত্র সংসদীয় আসন- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়।

৩৫। কোর্ট অব রেকর্ড বলা হয়- সুপ্রিম কোর্টকে।

৩৬। চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়- সংবিধানের ৩৯নং অনুচ্ছেদে।

৩৭। বাংলাদেশে প্রথম বেতার উদ্বোধন করা হয়- ১৬ ডিসেম্বর ১৯৩৯।

৩৮। বাংলাদেশ ৩৩তম দেশ হিসেবে- পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করে।

৩৯। মুক্তি ও গণতন্ত্র তোরণ অবস্থিত- ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

৪০। বাংলাদেশ পুলিশ আইন প্রণীত হয়- ১৮৬১ সালে।

৪১। দেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ- বানৌজা পদ্মা।

৪২। বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল- ডা. সুসানে গীতি।

৪৩। ‘ব্ল‍্যাক মানডে’ সম্পর্কিত- স্টক মার্কেট।

৪৪। নিউজিল্যান্ডের নাগরিকরা পরিচিত- কিউই নামে।

৪৫। চিকনগুনিয়া রোগটির বাহক- এডিস মশা।

৪৬। যুক্তরাষ্ট্রে ইলেক্ট্রোরাল ভোটের সংখ্যা- ৫৩৮।

৪৭। দূরপ্রাচ্যের দেশ- উত্তর কোরিয়া।

৪৮। ‘Twitter’-এর প্রতিষ্ঠাতা- জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, ইভান উইলিয়ামস ও বিজ স্টোন।

৪৯। সবচেয়ে বেশি এলাকাজুড়ে যোগাযোগের পদ্ধতি- স্যাটেলাইট।

৫০। ব্যান্ডউইথ হলো- ডেটা প্রবাহের হার।

৫১। নির্বাচন কমিশনের মেয়াদ- ৫ বছর। (সাধারন জ্ঞান পর্ব ০২)

৫২। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম মাধ্যম- বিচার বিভাগ।

৫৩। বাংলাদেশের জাতীয় বৃক্ষ- আমগাছ।

৫৪। রংপুর জেলা সর্বপ্রথম সৃষ্টি হয়- ১৭৭২ সালে।

৫৫। বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ যে সেক্টরে যুদ্ধ করেছেন- ৮ নম্বর।

৫৬। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল- বৃহস্পতিবার।

৫৭। মৌলিক দর্শন শাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়- অধিবিদ্যা।

৫৮। রেনে দেকার্ত একজন- ফরাসি দার্শনিক।

৫৯। ‘আল-মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা- ইবনে খালদুন।

৬০। ইবনে খালদুন যে দেশের- তিউনিশিয়া।

৬১। মিসরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয়- হায়ারোগ্লিফিক।

৬২। সামাজিক চুক্তি মতবাদের সমর্থক হক্স, লক ও রুশো।

৬৩। আরাবাত শব্দের অর্থ- বৃক্ষলতাহীন মরুভূমি।

৬৪। মায়া সভ্যতার একটি প্রাচীন শহর- চিচেন ইৎজা।

৬৫। ‘এলাম দেখলাম জয় করলাম’ উক্তিটি করেন- জুলিয়াস সিজার।

৬৬। যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী- মেডেলিন অলব্রাইট।

৬৭। রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে, উক্তিটি করেন- অধ্যাপক গার্নার।

৬৮। মরক্কোর প্রধান সমুদ্রবন্দর হলো -ক্যাসাব্লাঙ্কা।

৬৯। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয়- মাউরি।

৭০। নাইজেরিয়ার বৃহত্তম জনগোষ্ঠী- হাউসা-ফুলানি।

৭১। আমেরিকার শ্বেতাজ ও কৃষ্ণাঙ্গ সংমিশ্রিত জাতির নাম -মিলাটো।

৭২। ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য -মোজাম্বিক, টোগো, রুয়ান্ডা ও গ্যাবন।

৭৩। ডেটন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৫ সালে।

৭৪। ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপের বাইরের দেশ -যুক্তরাষ্ট্র ও কানাডা।

৭৫। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়- ৮ মার্চ।

৭৬। তৃতীয় বিশ্ব বলতে বোঝায়- উন্নয়নশীল দেশসমূহ।


আরো পড়ুন:

সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪

সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩

সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২

সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০১


৭৭। জাপান পার্ল হারবার আক্রমণ করে- ৭ ডিসেম্বর ১৯৪১।

৭৮। হিরোশিমায় আণবিক বোমা ফেলা হয়- ৬ আগস্ট ১৯৪৫।

৭৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান সমর্থন করে- জার্মানিকে।

৮০। The Diary of Young Girl- হলো অ্যানা ফ্রাঙ্ক রচিত ওলন্দাজ ভাষায় রচিত গ্রন্থ।

৮১। দার্শনিকদের ক্ষেত্রে কালানুক্রমিক সঠিক বিন্যাস, সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল।

৮২। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্ত মৌর্য।

৮৩। ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’-গ্রন্থের রচয়িতা- অমর্ত্য সেন।

৮৪। আন্তর্জাতিক অভিবাসী দিবস- ১৮ ডিসেম্বর।

৮৫। অভিন্ন ইউরো মুদ্রা চালু করার ম্যাসট্রিট চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯২ সালে।

৮৬। ‘Roots: The Saga of An American Family বইটি লিখেন- Alex Haley ।

৮৭। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম- ড. রাজেন্দ্র প্রসাদ।

৮৮। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা- ম্যাক্স ওয়েবার।

৮৯। Impossible is a word to be found in a fool’s dictionary’-এ উক্তিটি- Napoleon।

৯০। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা- মেসোপটেমীয়।

৯১। ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়- ২৬ জানুয়ারি ১৯৫০।

৯২। বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম- সোয়াথলিং কাপ।

৯৩। ‘কায়হান’ সংবাদপত্রটির প্রকাশনা স্থান – ইরান।

৯৪। ‘আফ্রিকার গান্ধী’ বলা হয়– নেলসন ম্যান্ডেলাকে।

৯৫। কঙ্গোর রাজধানী- কিনশাসা। (সাধারন জ্ঞান পর্ব ০২)

৯৬। KLM যে দেশের বিমান সংস্থা -নেদারল্যান্ডস।

৯৭। আন্তর্জাতিক ‘হাত ধোয়া’ দিবস- ১৫ অক্টোবর।

৯৮। মাউস আবিষ্কার করেন- ডগলাস এঞ্জেলবার্ট (১৯৬৩ সালে)।

৯৯। কম্পিউটারের যন্ত্রাংশকে বলা হয়- হার্ডওয়‍্যার।

১০০। উইনস্টন চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভকরেন- সাহিত্যে।

১০১। Magna Carta ঘোষনা করা হয়েছিল কত সালে- ‘১২১৫।

১০২। ওশেনিয়া কাকে বলে?- প্রশান্ত মাহসাগরের সকল দ্বীপকে।

১০৩। কোন ব্যক্তি ইলিশ মাছের জিনোম আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন?- মো. শামসুল আলম।

১০৪। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে কোন নদী?- হাড়িয়াভাঙ্গা।

১০৫। পরিবেশের ভারসাম্য রক্ষায় কতভাগ বনভূমি প্রয়োজন? – ২৫%।

১০৬। বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে স্থাপিত হয়? – ১৯১৩।

১০৭। সমাজ সেবক হলেও সমাজ সংস্কারক নয় কে?- হাজী মুহাম্মদ মহসিন।

১০৮। কোন শহরটিকে ‘বাতাসের শহর’ বলা হয়?- শিকাগো।

১০৯। ১ টেরাবাইট (TB) সমান- ১০২৪ গিগাবাইট।

১১০। বাংলাদেশে প্রথম 3G চালু করে- টেলিটক।

১১১। স্কাইপি হলো- ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় সাইট।

১১২। ফেসবুকের সদরদপ্তর অবস্থিত- ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

১১৩। ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ শনিবার।

১১৪। দেয়াল ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। ঘণ্টা মিনিটের কাঁটার মধ্যকার কোণ- ১৮০।

১১৫। স্যুরিয়ালিজমের প্রধান শিল্পী ছিলেন- সালভাদর দালি।

১১৬। ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী- মকবুল ফিদা হোসেন।

১১৭। আলব্রেখট ড্যুরার যে দেশের শিল্পী- জার্মানি। (সাধারন জ্ঞান পর্ব ০২)

১১৮। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি- দুই মুখ।

১১৯। একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর- মাইকেল অ্যাঞ্জেলা।

১২০। সিসটিন, চ্যাপেলের ফ্রেসকো চিত্রের শিল্পী- মাইকেল অ্যাঞ্জেলা।

১২১। পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো- লাস্ট সাপার।

১২২। পিকাসোর ‘গোয়ের্নিকা’ সংরক্ষিত রয়েছে -স্পেনের মাদ্রিদে।

১২৩। লুক ইস্ট হলো- আর্ট গ্যালারি।

১২৪। কিউবিজম শিল্পের যুগল অগ্রনায়ক ব্যাক-পিকাসো।

১২৫। ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল? পর্তুগিজ।

১২৬। ম্যাক্সিম গোর্কি তার বিখ্যাত মা উপন্যাস যে ভাষায় লিখেছেন- রুশ।

১২৭। মণিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য?-সিলেট।

১২৮। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়- ১৯১২ সালে।


সাধারন জ্ঞান পর্ব ০২ (গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর) | সাধারন জ্ঞান পর্ব ০২ লেকচার শীট পিডিএফ ডাউনলোড কর। সাধারন জ্ঞান পর্ব ০২

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top