এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৫

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৫ – জেনে নিন

Advertisements

বাংলাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীদের মধ্যে অনেক টেনশন কাজ করে । অনেকেই ফলাফল কিভাবে দেখবে তা নিয়ে বেশ চিন্তায় পরে যায় —কোন নিয়মে দেখা সহজ হবে , কোন ওয়েবসাইট সঠিক, বা এসএমএস কিভাবে আর কোন নাম্বারে পাঠাতে হবে? আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে ২০২৫ সালের এসএসসি রেজাল্ট চেক করার সম্পূর্ণ নিয়মগুলো খুব সহজভাবে জানবো।

এসএসসি রেজাল্ট দেখার পদ্ধতি:

১. অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করা।
২. এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানা।
৩. বোর্ড অনুযায়ী নির্দিষ্ট ওয়েবসাইট হতে ।

ওয়েবসাইটে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম:

আপনার মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটার দিয়েই সহজে রেজাল্ট দেখে নিতে পারেন । নিচে ধাপে ধাপে সম্পূর্ণ কার্যাবলী দেখানো হলো :

পদ্ধতি ১:

ওয়েবসাইটে এসএসসি রেজাল্ট চেক
  • Examination হিসেবে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করুন।
  • Year: “2025” নির্বাচন করুন।
  • Board: আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন (যেমন: Dhaka, Rajshahi ইত্যাদি) সেটি সিলেক্ট করুন।
  • Roll নম্বর দিন।
  • Registration নম্বর দিন।
  • নিচের ক্যাপচা কোডটি পূরণ করে “Submit” চাপুন।

পদ্ধতি ২:

এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম
  • ভিজিট করুন: https://eboardresults.com/v2/home
  • “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করুন।
  • Year: “2025” দিন।
  • Board: আপনার বোর্ড সিলেক্ট করুন।
  • Result Type: “Individual Result” সিলেক্ট করুন।
  • Roll নম্বর দিন।
  • Registration নম্বর (ঐচ্ছিক) দিন।
  • Captcha পূরণ করে “Get Result” এ ক্লিক করুন।
  • এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম:

যাদের ইন্টারনেট নেই বা সার্ভারে সমস্যা হচ্ছে, তারা খুব সহজেই এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারেন।

Advertisements

এসএমএস পাঠানোর নিয়ম:

SSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2025
পাঠাতে হবে এই নাম্বারে: 16222

উদাহরণ:

SSC DHA 123456 2025 → Send to 16222
বি.দ্র: প্রতিটি SMS এর জন্য খরচ হবে প্রায় ২.৫০ টাকা (ভ্যাট সহ)।

আরো দেখুনঃ এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র হিসাবের বইসমূহ নোট/গাইড PDF Download

শেষ কথা ,

এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার জন্য উপরে উল্লেখ করা পদ্ধতিগুলো অনুসরণ করলেই আপনি খুব সহজে ও দ্রুত ফলাফল জানতে পারবেন। যেকোনো সমস্যা হলে আপনার সংশ্লিষ্ট বোর্ডের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন অথবা নির্ভরযোগ্য সূত্রে গুগল সার্চ ব্যবহার করুন।

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top