SSC ICT Test Paper PDF

SSC ICT Test Paper PDF 2025 Download

Advertisements

SSC ICT Test Paper PDF Download । SSC ICT পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গুরুত্বপূর্ণ MCQ, বিগত বছরের প্রশ্ন এবং উত্তর সহ একটি পূর্ণাঙ্গ PDF ডাউনলোড করুন। MCQ এবং বোর্ড প্রশ্নের বিশ্লেষণ শিক্ষার্থীকে পরিক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। চলো,শুরু করি।

SSC ICT Test Paper PDF 2025




১. নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কি?

ক) বিশ্বায়ন
(খ) আন্তর্জাতিকতা
গ)চিন্তন দক্ষতা
ঘ) যোগাযোগ

২. আধুনিক কম্পিউটারের জনক কে?

ক) স্টিভ জবস
খ) চার্লস ফ্যারাডে
গ) চার্লস ব্যাবেজ
ঘ) বিল গেটস

৩. অ্যাডা লাভলেস কত সালে জন্মগ্রহণ করেন?

ক ১৮০৫
খ ১৮১৫
গ) ১৮২৫
ঘ ১৮৩৫

৪. কালো রং এর কালার কোড কত?

ক) #EEEEEE

খ) #FFFFFF

Advertisements

গ) #000000

ঘ) #FFF000

৫. www.facebook.com চালু হয় কত সালে?

ক) ২০০১

খ) ২০০২
গ ২০০৪
ঘ) ২০০৬

৬. কোন সফটওয়্যারের ইনস্টল প্রক্রিয়া ভিন্ন রকমের?

ক)মিডিয়া প্লেয়ার
(খ) অপারেটিং সিস্টেম
গ) ব্রাউজার সফটওয়্যার
(ঘ) ফটো এডিটর

৭. অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে?

ক) C

খ) D

গ) E

ঘ) F


৮. কোনটি ব্যবহারের পূর্বে ভাইরাসমুক্ত করে নিতে হবে?

i. সিডি
ii. মেমোরি কার্ড
iii. পেন ড্রাইভ
SSC ICT Test Paper PDF 2025
নিচের কোনটি সঠিক?
ক) i

খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও ii


৯. বর্তমান পৃথিবীর অন্যতম একটি বৃহৎ ইন্ডাস্ট্রিজ—

ক) নীট শিল্প

খ) পাটজাত শিল্প

গ) কম্পিউটার গেমস

ঘ) ইলেকট্রনিক

১০. প্রেজেন্টেশনে নতুন স্লাইড সংযুক্ত করার কী-বোর্ড কমান্ড কোনটি?

ক) Shift+M

খ) Ctrl+M

গ) Ctrl+M

ঘ) Alt+M

১১. বিশ্বব্যাপী পাইরেসি নজরদারী করে কোন সংস্থা?

ক) BBS

খ) BSTI

গ)BCS

ঘ) BSA


১২. ই-বুক কত প্রকার?

ক) 3

খ) 4

গ) 5

ঘ) 6

আরো দেখুন:


১৩. কোন ধরনের কর্মক্ষেত্রে কর্মীরা ঘরে বসেই কাজ করে থাকে?

ক) ফ্রিল্যান্সিং

খ) ব্যবসা
(গ) চাকরি
(ঘ) প্রকৌশল

১৪. ডিজিটাল কনটেন্ট এর উপাদান হলো-

i. ভিডিও
ii. ছবি
iii. লিখিত তথ্য
SSC ICT Test Paper PDF 2025
নিচের কোনটি সঠিক?

ক) iও ii
খ) I ও iii

গ) ii ও iii

ঘ) I, ii ও iii


১৫. স্পেল চেকার কী?

ক) সফটওয়‍্যার
খ) হার্ডওয়্যার
গ) প্রোগ্রাম
ঘ) ঘডকুমেন্ট

১৬. কোন ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়-

ক) Open
খ) new
গ) Save
ঘ) Save As

১৭. =A1/B1 দ্বারা কি বোঝায়?

ক) উপাদানগুলোর মধ্যে ভাগফল বোঝায়
(খ) সেল রেঞ্জ বোঝায়
গ) সেলসমূহের শতাংশ প্রকাশ করে
ঘ) সেলসমূহের গুণফল নির্ণয় বোঝায়

১৮. Illustration গ্রুপের অন্তভূক্ত অপশন –

i. Word Art

ii. Picture

iii. Chart

নিচের কোনটি সঠিক ?

ক) i , ii

খ) I, iii

গ) ii, iii

ঘ) i , ii, iii

১৯. মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি?

ক) প্রিমিয়ার

খ) ফ্লাশ
গ) গ্রাফিক্স সফটওয়‍্যার
ঘ( ঘডিরেক্টর

২০. প্রেজেন্টেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য কি?

i. ছবি ব্যবহৃত হয়
ii. টেক্সট বেশি ব্যবহৃত হয়
iii. গ্রাফ ও চার্ট প্রয়োজনমতো ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

নিচের কোনটি সঠিক?


ক) i
খ) iও iii
গ) iii
ঘ)i, ii ও iii

২১. Feather এর ঘরে ১০ টাইপ করলে প্রান্তের নমনীয়তা কত হবে?

ক) ৫
খ) ১০
গ) ১৫
ঘ) ২০

২২. Crop শব্দের অর্থ কী?

ক) কেটে ফেলা
খ) ছেঁটে ফেলা
গ)  মুছে ফেলা
ঘ)সরিয়ে ফেলা

২৩. Illustrator এ Color Palate পর্দায় উপস্থাপন করার শর্টকাট কমান্ড কী?

ক) F6
খ) F8
গ) F7
ঘ) Ctrl + F8

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

একটি ডাটাবেজ টেবিল এ ১০০টি গ্রামের মানুষের রেকর্ড রয়েছে। এর মধ্যে টেপরা ইউনিয়নের ১২টি গ্রামের ডাটা রয়েছে। SSC ICT Test Paper PDF 2025

২৪. টেপরা ইউনিয়নের রেকর্ড পৃথক করতে হলে কী করতে হবে?

(ক) টেপরা গ্রামের ঘরে ইনসার্সন পয়েন্টার বসাতে হবে
খ) Blank Select করতে হবে
গ )Select All Select করতে হবে
ঘ) সকল চেক বক্সের টিক তুলে দিতে হবে

২৫. ডাটা টেবিল থেকে তৈরি করা যাবে —

i. কুয়েরি টেবিল
ii. কুয়েরির কুয়েরি টেবিল
iii. রিপোর্ট

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) i , ii

গ) ii , iii

ঘ) i , ii, iii


SSC ICT Test Paper PDF 2025 Download . এসএসসি আইসিটি টেস্ট পেপার ২০২৫ ডাউনলোড করুন

SSC ICT Test Paper PDF 2025 Download . এসএসসি আইসিটি টেস্ট পেপার ২০২৫ ডাউনলোড করুন

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top