SSC History Test Paper PDF Download: আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম SSC History Test Paper PDF উত্তরসহ। এই টেস্ট পেপারে আছে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্নত্তোর ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন। টেস্ট পেপারে থাকে সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমাহার, এগুলো ভালো করে অনুশীলন করলে ভালো ফলাফল অজুন করতে পারবে। SSC History Test Paper PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূণ সৃজনশীল দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
SSC History Test Paper PDF 2025
১। সুদীপ বাংলাদেশের নাগরিক। গত বছর সে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য একটি দেশে যায়। অতীতে সেই দেশের একটি বণিক সংঘ বাণিজ্য করার জন্য ভারতীয় উপমহাদেশে গিয়েছিল। এ বণিক সংঘ অপ্রতিরোধ্য গতিতে বাণিজ্য করার নামে ভারত উপমহাদেশে তাদের রাজত্ব কায়েম করেছিল।
ক. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
খ. দ্বৈতশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের শাসনের যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার বর্ণনা দাও।
ঘ. এক সময় উক্ত বণিক দলের সাথে ভারতীয় উপমহাদেশের ফরাসি বণিকদের সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায়।- বিশ্লেষণ কর।
২। এক সময় বাংলায় ফকির-সন্ন্যাসীগণ ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে চাইলে অষ্টাদশ শতকে ইংরেজগণ তাদের উপর বিভিন্ন অত্যাচার নিপীড়ন করে। তাদের চলাচলে বাধা দিরে তারা বিদ্রোহী হয়ে উঠে। তখন তারা ইংরেজদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে।
ক. ‘দ্য স্পিরিট অব ইসলাম’ বইটির লেখক কে?
খ. হিন্দু সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল?
গ. উদ্দীপকে ব্রিটিশ শাসনামলে কোন আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়েছে? উক্ত আন্দোলনটি কেন হয়েছিল? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত আন্দোলনের অবসানের পিছনের কারণগুলো চিহ্নিত করে বিশ্লেষণ কর।
৩। কাশিপুর ইউনিয়নটি নদীর তীরবর্তী। গত বন্যায় এর ফসল ও রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আয়তনে বড় হওয়ায় ত্রাণ তৎপরতাসহ এর উন্নয়ন কর্মকাণ্ডে অসুবিধা সৃষ্টি হচ্ছিল। উক্ত সমস্যা সমাধানের জন্য কাশিপুর ইউনিয়নটিকে দুটি আলাদা ইউনিটে ভাগ করা হয়।
ক. সিপাহি বিদ্রোহের সূচনা হয় কখন?
খ. খিলাফত বা অসহযোগ আন্দোলন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বঙ্গভঙ্গের কোন কারণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত কারণটিই কি বঙ্গভঙ্গের একমাত্র কারণ বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
৪। দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ লালবাগ দুর্গে গেলেন। সেখানে তারা পরিবিবির মাজার, দরবার হল, কারুকার্য খচিত ফটক, জাদুঘর ইত্যাদি স্থাপনা দেখতে পেলেন। জাদুঘরে রক্ষিত বিভিন্ন দলিলপত্র, সুবাদার শায়েস্তা খানের ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন স্থানে সাইনবোর্ডে উল্লিখিত ঐতিহাসিক বর্ণনা থেকে তারা মুঘল আমল সম্পর্কে জানতে পারলেন। (SSC History Test Paper PDF)
ক. আধুনিক ইতিহাসের জনক কে?
খ. ‘নিরপেক্ষতা ইতিহাসের বৈশিষ্ট্য’- বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীরা লালবাগ কেল্লায় কোন ধরনের উপাদান দেখতে পেল? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত উপাদানগুলো কীভাবে শিক্ষার্থীদের মুঘল আমল সম্পর্কে জানতে সাহায্য করেছে? বিশ্লেষণ কর।
৫। মালিহা টিভিতে একটি প্রামাণ্য অনুষ্ঠান দেখছিল। সেখানে দেখানো হচ্ছিল, পুরাতত্ত্ব বিভাগের একদল লোক বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ খুঁজতে মাটি খুড়তে গিয়ে একটি প্রাচীন সভ্যতা আবিষ্কার করেন। একই সময় অন্য আরেক দলের প্রচেষ্টায় অন্যস্থানে আরেকটি প্রাচীন সভ্যতা খুঁজে পায়।
ক. রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
খ. মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মালিহার দেখা প্রমাণ্য চিত্রে কোন সভ্যতা আবিষ্কারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত সভ্যতার শিল্পের সমৃদ্ধির সাথে ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির সম্পর্ক ছিল? যুক্তিসহ বিশ্লেষণ কর।
৬। সামেনগাঁ অঞ্চলের রাজা বৌদ্ধ হলেও সকল ধর্মাবলম্বী প্রজাদের প্রতি ছিল তার সমান পৃষ্ঠপোষকতা। তিনি একটি হিন্দু মন্দিরের জন্য করমুক্ত ভূমি দান করেছিলেন। কারণ তিনি অন্যান্য ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন না।
ক. শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?
খ. মাৎসান্যায় কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রাজার কর্মকান্ডের সাথে তোমার পঠিত কোন পাল রাজার কর্মকাণ্ডের মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত শাসকই ছিলেন পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৭। অতীতে বাংলার জনগণকে মাছে-ভাতে বাঙালি বলা হতো। ইলিশ ছিল এ অঞ্চলের সবচেয়ে প্রিয় খাবার। প্রাচীন বাংলার মানুষেরা নাচ-গান পছন্দ করত। পিঠাপুলির উৎসব, নানা ধরনের পূজা-পার্বণ, লাঠিখেলা, ঘোড়দৌড়, নৌকা বাইচ, মোরগ লড়াই ইত্যাদি নিয়ে মেতে থাকত। অভাব কী জিনিস তারা তা জানতই না। অর্থনীতি ছিল সম্পূর্ণ কৃষি নির্ভর। ধান ছিল প্রধান ফসল। ফলের মধ্যে ছিল সুপারি, নারিকেল, আম, কাঁঠাল, কলা, ডালিম, লেবু, জাম প্রভৃতি। (SSC History Test Paper PDF)
ক. প্রাচীন বাংলার মানুষের চলাচলের বাহন কী ছিল?
খ. প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে পোড়ামাটির ফলক মূর্তি আবিষ্কৃত হয়েছে? ব্যাখ্যা কর।
গ. প্রাচীন বাংলার খেলাধূলার বিবরণ দাও।
ঘ. প্রাচীন বাংলার সামাজিক জীবন ও বর্তমানকালের সামাজিক জীবনের মধ্যে কোনটিকে তুমি সঠিক জীবনযাপন মনে কর? তোমার মতামত দাও।
৮। প্রাচীন বাংলার ষোড়শ থেকে সপ্তদশ শতকের ইতিহাস সম্পর্কে ক্লাসে আলোচনা করতে গিয়ে আসিফ স্যার বলেন, ঢাকা, বগুড়া, সিলেট, বরিশাল, নোয়াখালী ইত্যাদি অঞ্চলে জমিদারগণ নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। কারণ তারা তৎকালীন সম্রাটদের অধীনতা মেনে নেননি। একজন সম্রাট জমিদারগণকে দমনের জন্য চেষ্টা করেও বারবার ব্যর্থ হন। কিন্তু এদের দমন করার জন্য একজন সম্রাটের বিশেষ নজর পড়ে। পরবর্তীতে জমিদারগণ মুঘলদের বশ্যতা স্বীকার করেন।
ক. মুঘল প্রদেশগুলো কী নামে পরিচিত ছিল?
খ. বারো ভূঁইয়া কারা? ব্যাখ্যা কর।
গ. আসিফ স্যার মধ্যযুগের কোন ঘটনা সম্পর্কে বলেছেন? বর্ণনা কর।
ঘ. পরবর্তীতে জমিদারগণ মুঘলদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হন কীভাবে? বিশ্লেষণ কর।
৯।দৃশ্যকল্প-১: অপূর্ব বাবার সাথে জাতীয় জাদুঘরে গিয়ে প্রাচীন বাংলার একটি মানচিত্র দেখতে পায়। বাবা বলেন, এই মানচিত্রে একটি উল্লেখযোগ্য জনপদ রয়েছে, সেটি গঙ্গা ভাগীরথী নদীর পূর্বতীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত।
দৃশ্যকল্প-২: বার্ষিক পরীক্ষা শেষে পলাশ মামার সাথে বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে যায়। সেখানে সে প্রাচীন বাংলার অনেক নিদর্শন দেখতে পায়। এসব নির্দেশনের মধ্যে সে পাথরের চাকতিতে খোদাই করা লিপি দেখে মুগ্ধ হয়ে যায়।
ক. জনপদ কী?
খ. প্রাচীন জনপদগুলোর পরিচয় জানা প্রয়োজন কেন?
গ. দৃশ্যকল্প-১-এ অপূর্বের জাদুঘরে দেখা মানচিত্রে প্রাচীন বাংলার কোন জনপদের নির্দেশ রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২-এ যে জনপদের চিত্র ফুটে উঠেছে তা ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বিশ্লেষণ কর।
১০। বিশ্বজিৎ বাবুর মৃত্যুর পর দেশে অন্ধকার নেমে আসে। কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তিবর্গ নিজেদের রাজত্ব কায়েম করার জন্য সব সময় দূর্বলের উপর অত্যাচার করে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলে, এ অবস্থা থেকে মুক্তি পাবার জন্য এলাকার মঙ্গলকামী প্রবীণ ব্যক্তিবর্গ বিজয় বাবুকে তাদের নেতা বানান। স্বার্থন্বেষী ব্যক্তিবর্গও বিজয় বাবুর নেতৃত্ব মেনে নেয়। পরবর্তীকালে তার ছেলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন। তার আমলে প্রজারা যার যার ধর্ম নিজে পালন করতে পারত।
ক. ভুক্তি কী?
খ. শশাংককে কেন গৌররাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বিজয় বাবুর ঘটনার সাথে কোন পাল শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকের পরবর্তী বংশধরই ছিলেন তার বংশের শ্রেষ্ঠ শাসক। তোমার মতামত দাও।
১১। দৃশ্যকল্প-১: রনি ও জনি দুই ভাই। পারিবারিক ব্যবসা পরিচালনায় তার একটি ভিন্ন পন্থা অবলম্বন করে। ব্যবসা পরিচালনার দায়িত্ব থাকে রনির উপর আর আর্থিক দিক দেখাশুনা করে জনি। জনি মাসিক খরচ হিসেবে রনিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে।
দৃশ্যকল্প-২: রহমান সাহেব তার ১০০ বিঘা জমি কৃষকদের মাঝে বণ্টন করেন প্রথমে মাসিক মাসোহারা প্রদানের বিনিময়ে। কিন্তু এ ব্যবস্থা লাভজনক না হওয়ায় তিনি পরবর্তীতে পাঁচ বছরের জন্য কৃষকদের মাঝে বণ্টন করেন।
ক. পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
খ. ‘অন্ধকূপ হত্যা’- বলতে কী বোঝ?
গ. দৃশ্যকল্প ১ ব্রিটিশ শাসনামলের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এ যে ঘটনার পটভূমির প্রতিফলন ঘটেছে তা মূলত কৃষকদের শোষণ করে- বিশ্লেষণ কর।
আরো পড়ুন:
- এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার
- এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
- এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
- এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার
১২। দৃশ্য-১: খায়রুন্নেসা খাতুন তার ‘পতিভক্তি’ গ্রন্থে পরিবার ও সমাজের প্রতি নারীর করণীয় সম্পর্কে উপদেশ দিয়েছেন। তার সাথে নারীর উচ্চশিক্ষা ও আত্মাসচেতনতার গুরুত্ব নিয়ে তিনি লিখেছেন। তিনি ১৮৯৫ সালে সিরাজগঞ্জের হোসেনপুরে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানুষকে মুক্তি দেয়।
দৃশ্য-২: রিপনের গ্রাম শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে। সে তার গ্রামে একটি স্কুল স্থাপন করে। এই স্কুলে ধর্মীয় ও সামাজিক বিষয়গুলো পড়ানো হয়। সে মনে করে নতুন সমাজ গঠনে ইংরেজি ও বিজ্ঞান শিক্ষা গুরুত্বপূর্ণ।
ক. ফকির-সন্ন্যাসী কোন ধরনের আন্দোলন?
খ. সৈয়দ আমীর আলী বাঙালি মুসলমানদের কেন রাজনৈতিক সচেতন করতে চেয়েছেন?
গ. উদ্দীপকের খায়রুন্নেসার কর্মকাণ্ড পাঠ্য বইয়ের কোন নারী ব্যক্তিত্বের কর্মকাণ্ডকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকের ২য় ঘটনা রিপনের উক্ত কর্মকাণ্ড বাংলার নবজাগরণকে ত্বরান্বিত করেছিল’- তোমার মতামত দাও।
১৩। জনাব মৌমিতা ম্যাডাম দশম শ্রেণিতে ইতিহাস সম্পর্কে আলোচনায় বললেন, মানব সমাজের শুরু থেকে যাবতীয় কর্মকাণ্ড, জীবনযাত্রার অগ্রগতি ইতিহাস থেকে জানা যায়। তিনি আরও বললেন, দেশ ও জাতির অগ্রগতির জন্য ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।
ক. আধুনিক ইতিহাসের জনক কে?
খ. ইতিহাসকে লিখিত দলিল বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. ম্যাডামের বক্তব্যের আলোকে ইতিহাসের বিষয়বস্তু ব্যাখ্যা কর।
ঘ. ‘দেশ ও জাতির অগ্রগতির জন্য ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম’- উক্তিটি বিশ্লেষণ কর।
১৪। আরাফাত তার পাঠ্যবই পড়ে গঙ্গা ও ভাগিরথীর মাঝখানে অবস্থিত একটি প্রাচীন জনপদের কথা জানতে পারে। রাষ্ট্রকুটদের শিলালিপি ও কালিদাসের গ্রন্থে ও জনপদের বর্ণনা পাওয়া যায়। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে উক্ত জনপদটি অবস্থিত।
ক. প্রাচীন গৌড়রাজ্যের বর্তমান অবস্থান কোথায়?
খ. ‘বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড’-ব্যাখ্যা কর।
গ. ‘উদ্দীপকে জনপদটির অবস্থান তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘জনপদ থেকেই বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল’- কথাটির সপক্ষে যুক্তি দাও।
১৫। রনি সাহেব প্রাচীন বাংলার রাজা ছিলেন। তিনি অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিদ্বানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তিনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যের তার দান অপরিসীম। তিনি দুটি গ্রন্থও রচনা করেন। তার একটি বিরাট গ্রন্থালয় ছিল।
ক. দেব বংশের রাজধানীর নাম কী?
খ. কীভাবে মাৎস্যন্যায়-এর অবসান হলো? ব্যাখ্যা কর।
গ. রনি সাহেবের চরিত্রের সাথে প্রাচীনকালের কোন শাসকের চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. ‘সাহিত্যের বিকাশের জন্য উক্ত শাসকের অবদান ছিল অপরিসীম’ -বিশ্লেষণ কর।
১৬। তথ্য চিত্র-১: ভেলা ও ডোঙ্গা, নৌকা ও পালকি।
তথ্য চিত্র-২: দ্রব্য বিনিময়, বৈদেশিক বাণিজ্য, কড়ি মুদ্রার প্রচলন।
ক. বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন?
খ. কীভাবে বাংলা ভাষার উদ্ভব ঘটে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে তথ্য চিত্র-১-এর যাতায়াত ব্যবস্থার সঙ্গে প্রাচীন বাংলার যাতায়াত ব্যবস্থার কী অমিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, তথ্য চিত্র-২-এর ফলে বাংলার ধন-সম্পদ ও ঐশ্বর্যের প্রসার ঘটেছিল? মতামত দাও।
১৭। সুশীল ‘মধ্যযুগে বাংলার ইতিহাস’ বিষয়ক গ্রন্থটি পাঠ করতে গিয়ে অভিভূত হয়। দিল্লির দরবারে একজন ভাগ্যান্বেষী সৈনিক চাকরিপ্রার্থী হয়ে ব্যর্থ হলেও সুলতানের মনোযোগ আকৃষ্টে সক্ষম হন। তার বাংলা ও বিহার জয়ের কাহিনি আজও ইতিহাসে সমাদৃত। তিব্বত অভিযান ছিল তার জীবনের শেষ অভিযান। (SSC History Test Paper PDF)
ক. কোন যুদ্ধে মুঘলদের নিকট আফগানদের চূড়ান্ত পরাজয় ঘটে?
খ. ‘বারো ভূঁইয়া’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. পাঠ্যবইয়ে বর্ণিত কোন সেনাপতির কথা উদ্দীপকে আলোকপাত করা হয়েছে? তার বঙ্গ বিজয়ের কাহিনির বর্ণনা দাও।
ঘ. উক্ত সৈনিকের হাত ধরেই কি বাংলার তুর্কি তথা মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা হয়? পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।
SSC History Test Paper PDF 2025 | এসএসসি ইতিহাস টেস্ট পেপার ২০২৫ pdf question download
SSC History Test Paper PDF 2025 | এসএসসি ইতিহাস টেস্ট পেপার ২০২৫ pdf answer download