SSC Finance Final Suggestion

SSC ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন ২০২৫ | PDF Download

Advertisements

SSC Finance Final Suggestion 2025 পিডিএফ ডাউনলোড করুন। Eduquest24 ২০২৫ সালের এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষার জন্য সহজ ও সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করেছে। এই সাজেশনটি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।

সাজেশনটি এতটাই সহজ এবং ছোট যে শিক্ষার্থীরা অল্প সময়ে এটি পড়ে শেষ করতে পারবে। এতে গুরুত্বপূর্ণ টপিকগুলো স্টার (*) দিয়ে চিহ্নিত করা হয়েছে।

যদি শিক্ষার্থীরা এই সাজেশন ভালোভাবে পড়ে এবং অনুশীলন করে, তাহলে তারা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। তাই, আর দেরি না করে, এখনই সাজেশনটি পিডিএফ আকারে ডাউনলোড করে প্রস্তুতি শুরু করুন!”


SSC Finance Final Suggestion 2025 PDF




১ম অধ্যায়: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

১। অর্থায়নের ধারনা বর্ণনা করতে পারবে *
২। অর্থায়নের ক্রমবিকাশের ধারা বর্ণনা করতে পারবে
৩। অর্থায়নের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করতে পারবে *****
৪। অর্থায়েেনর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে *
৫। অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবে *****
৬। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে ***

২য় অধ্যায়: অর্থায়নের উৎস

১। অর্থায়নের উৎস ও শ্রেণিবিভাগ বিশ্লেষণ করতে পারবে ****
২। বিভিন্ন মেয়াদি অর্থায়নের সুবিধা-অসুবিধা বর্ণনা করতে পারবে ***
৩। স্বল্পমেয়াদি অর্থায়নের উতসসমূহ চিহ্নিত করতে পারবে **
৪। মধ্যমেয়াদি অর্থায়নের উতসসমূহ চিহ্নিত করতে পারবে *
৫। দীর্ঘমেয়াদি অর্থায়নের উতসসমূহ চিহ্নিত করতে পারবে ****

Advertisements

৩য অধ্যায়: শেয়ার,বন্ড ও ডিবেঞ্চার

১। শেয়ার, বন্ড ও ডিবেঞ্চারের ধারনা বর্ণনা করতে পারবে **
২। বিভিন্ন প্রকারের শেয়ারের শ্রেণিবিভাগ করতে পারবে *****
৩। বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় করতে পারবে ***
৪। বন্ড ও ডিবেঞ্চারের পার্থক্য বর্ণনা করতে পারবে *
৫। লভ্যাংশ নীতি ব্যখ্যা করতে পারবে **

৪র্থ অধ্যায়: অর্থের সময়মূল্য

১। অর্থের সময়মূল্যের ধারনা ব্যাখ্যা করতে পারবে *
২। অর্থের বর্তমানমূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে *****
৩। প্রকৃত সুদের হার নির্ণয় করার পদ্ধতির অনুশীলন করতে পারবে ***

৫ম অধ্যায়: ঝঁকি ও অনিশ্চয়তা


১। ঝুঁকি ও অনিশ্চয়তার ধারনা ব্যাখ্যা করতে পারবে
২। বিভিন্ন ধরণের ঝুঁকি ও অনিশ্চয়তার উৎস চিহ্নিত করতে পারবে ***
৩। আর্থিক সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি ও অনিশ্চয়তার প্রভাব বিশ্লেষণ করতে পারবে *
৪। ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয়ের পার্থক্য নির্ণয় করতে পারবে *
৫। আদর্শ বিচ্যুতি ব্যবহার করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যখ্যা করতে পারবে *****

আরো দেখুন :



৬ষ্ঠ অধ্যায়: মুলধনি আয়-ব্যয় প্রাক্কলন
SSC Finance Final Suggestion 2025


১। মুলধন বাজেটিং এর ধারনা ব্যাখ্যা করতে পারবে
২। মুলধন বাাজেটিং এর উদ্দেশ্য গুরুত্ব বিশ্লেষণ *
৩। মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল প্রয়োগ করতে পারবে *****
৪। মূলধন বাাজেটিং এর বিভিন্ন কৌশলের সীমাবদ্ধতাসমূহ চিহ্নিত করতে পারবে

৭ম অধ্যায়: মূলধন ব্যয়

১। মূলধন ব্যয়ের এর ধারনা ব্যাখ্যা করতে পারবে
২। মূলধন ব্যয় নির্ণয়ের তাতপর্য ব্যাখ্যা করতে পারবে
৩। মূলধন খরচ নির্ণয় করতে পারবে *****
৪। মুলধন খরচের ভিত্তিতে বিভিন্ন উৎসের মূল্যায়ন করতে পারবে

৮ম অধ্যায়: মুদ্রা,ব্যাংক ও ব্যাংকিং

১। মুদ্রা ও তার ইতিহাস ব্যাখ্যা করতে পারবে *
২। ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকারের মধ্যে যোগসূত্র নির্ণয় করতে পারবে *
৩। ব্যাংক ব্যবসায়ের ইতিহাস ও ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে *

৯ম অধ্যায়: ব্যাংকিং ব্যবসায় ও তার ধরণ


১। ব্যাংকের উদ্দেশ্যসমূহ বর্ণনা করতে পারবে ***
২। ব্যাংক ব্যবসায়ের মূলনীতিসমূহ চিহ্নিত করতে পারবে *****
৩। ব্যাংকের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করতে পারবে *****
৪। সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য নিরূপণ করতে পারবে **

১০ম অধ্যায়: বাণিজ্যিক ব্যাংক

১। বাণিজ্যিক ব্যাংকের ধারনা ও উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারবে ***
২। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি বিশ্লেষণ করতে পারবে *****
৩। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস সমূহ করতে পারবে ***
৪। বাণিজ্যিক ব্যাংকের ব্যায়ের খাত সমূহ করতে পারবে *

১১তম অধ্যায় : ব্যাংকের আমানত

১। ব্যাংকের আমানতের ধারনা ব্যাখ্যা করতে পারবে ***
২। ব্যাংকের আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারবে ****
৩। ব্যাংক হিসাবের ধরণ বিশ্লেষণ করতে পারবে *****
৪। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি অনুশীলন করতে পারবে *
৫। আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারবে *****

১২তম অধ্যায়: ব্যাংক ও গ্রাহক

১। ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ধরণ মূল্যায়ণ করতে পারবে ****
২। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়-দায়িত্ব এবং ব্যাংকের প্রতি গ্রাহকের দায়-দায়িত্ব বর্ণনা করতে পারবে *****
৩। ব্যাংক হিসাবের গোপনীয়তার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে ****

১৩তম অধ্যায়: কেন্দ্রীয় ব্যাংক

১। কেন্দ্রীয় ব্যাংকের ধারনা ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে ****
২। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি বিশ্লেষণ করতে পারবে ***
৩। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার সম্পর্ক নির্ণয় করতে পারবে *****
৪। দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পর্যালোচনা করতে পারবে ***


SSC ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন ২০২৫ | SSC Finance Final Suggestion 2025 PDF Download

SSC ফিন্যান্স ও ব্যাংকিং টেকনিক ইজি এডুকেশন সাজেশন ২০২৫ পিডিএফ ডাউনলোড | Technique Easy Education Suggestion 2025 PDF Download

10 minute school SSC Finance Final Suggestion 2025

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top