SSC Finance and Banking Model Test 2025 pdf download: আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে তৈরিকৃত SSC Finance and Banking Model Test। এই মডেল টেস্টে পরিক্ষা দিয়ে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের কর। তাহলে চলো, শুরু করি।
SSC Finance and Banking Model Test 2025
সৃজনশীল অংশ (SSC Finance and Banking Model Test)
১। জনাব জহিরুল রংপুরের সেন্ট্রালরোডের একজন পাইকারি কাপড় বিক্রেতা। তিনি ঈদ উপলক্ষে পাবনা থেকে শাড়ি, কাপড় ও থ্রি-পিস ক্রয় করে বিক্রি করেন। এছাড়াও তিনি নগদ অর্থে শীতবস্ত্র ক্রয় করে তা বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। এ বছর তিনি একটি স্থানীয় এতিমখানায় এতিম বাচ্চাদের জন্য বেশ কিছু কাপড় ও নগদ অর্থ সাহায্য দিয়েছেন।
ক. আয় সিদ্ধান্তের অপর নাম কী?
খ. তারল্য বনাম মুনাফা নীতিটি ব্যাখ্যা কর।
গ. জনাব জহিরুলের ব্যবসায়ে অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়? বর্ণনা কর।
ঘ. জনাব জহিরুলের মতো ব্যবসায়ীদের সহায়তাই উল্লিখিত এতিমখানাটির অর্থায়নের মূল উৎস- মূল্যায়ন কর।
২। জনাব আতিক মাহবুব দিনাজপুরের মারজান অ্যান্ড কোং এর আর্থিক ব্যবস্থাপক। তিনি ধারে ১,০০,০০০ টাকার কাঁচামাল একটি বিলের মাধ্যমে ক্রয় করেন। তিনি একটি নতুন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। যাতে খরচ পড়বে ১২,০০,০০০ টাকা।
ক. সঞ্চিতি তহবিল কী?
খ. বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব আতিক মাহবুবের অর্থায়নটি অর্থায়নের কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. জনাব আতিক মাহবুবের সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত- বিশ্লেষণ কর।
৩। মি. ইশরাক ৬ বছর পর ২০ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার লক্ষ্য নিয়ে স্বপ্ন ব্যাংকের স্থায়ী হিসাবে ১০ লক্ষ টাকা জমা রাখেন। উক্ত আমানতের বিপরীতে ব্যাংক তাকে ৯% হারে ত্রৈমাসিক মুনাফা প্রদানে সম্মত হয়।
ক. অর্থের সময়মূল্যের মূল কারণ কী?
খ. যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কী বিবেচনা করতে হয়? ব্যাখ্যা কর।
গ. স্বপ্ন ব্যাংকের প্রকৃত মুনাফা হার নির্ণয় কর।
ঘ. নির্দিষ্ট মেয়াদ শেষে মি. ইশরাক কি গাড়ি ক্রয়ে সক্ষম হবেন? মতামত দাও। 8
৪। সাদমান সাহেব অবসরকালীন প্রাপ্ত অর্থ ৯% সুদে প্রাপ্তি অ্যান্ড কোং এর জামানতহীন ডিবেঞ্চারে বিনিয়োগ করেন। কিছুদিন পর তিনি ব্যবসায় করার জন্য ডিবেঞ্চারগুলো বাজারমূল্যে বিক্রয় করে ক্ষতিগ্রস্ত হন। তিনি উক্ত টাকা আপন ও অর্জন নামক দুটি প্রকল্পে বিনিয়োগ করতে চান। আপন প্রকল্পের বিগত ৫ বছরের আয়ের হার ২০%, ৫%, ১৫%, ৩০% এবং ২৫%। অপরদিকে, অর্জন প্রকল্পের গড় আয় ১৩% এবং আদর্শ বিচ্যুতি ১৫%।
ক. তারল্য ঝুঁকি কী?
খ. আর্থিক ঝুঁকি বলতে কী বোঝায়?
গ. মি. সাদমান প্রাথমিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন তা ব্যাখ্যা কর।
ঘ. মি. সাদমানের জন্য কোন প্রকল্পটিতে বিনিয়োগ লাভজনক? কেন?
৫। জনাব সজিব ব্যবসায় করার সিদ্ধান্ত নিলেন। তিনি আয় ব্যয় প্রাক্কলন করে দেখলেন যে, প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১ কোটি টাকা। প্রকল্পটির মেয়াদকাল ৫ বছর। ৫ বছরের করপূর্ব আয় যথাক্রমে ১২ লক্ষ, ১৫ লক্ষ, ১৮ লক্ষ, ২০ লক্ষ, ও ২২ লক্ষ টাকা। প্রকল্পের কর হার ৩০%।
ক. মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কোনটি?
খ. বাট্টার হার কী? ব্যাখ্যা কর।
গ. জনাব সজিবের গড় মুনাফার হার নির্ণয় কর।
ঘ. পে-ব্যাক সময় নির্ণয় করে প্রকল্পটিতে বিনিয়োগের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৬। জনাব মাহি তার টাকা এমন শেয়ারে বিনিয়োগ করতে চান যেখানে তিনি কোম্পানির মালিকানা পাবেন। মুনাফাসংক্রান্ত অনিশ্চয়তা থাকলেও তিনি শেয়ারে বিনিয়োগ করেন। অপরদিকে, তার বন্ধু শিশির সাহেব এমন কিছু শেয়ারে বিনিয়োগ করেন যেখানে নির্দিষ্ট লভ্যাংশ পেলেও কোম্পানির মালিকানা পাননি। এজন্য তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছেন।
ক. সংরক্ষিত আয় কী?
খ. প্রত্যাশিত আয় বলতে কী বোঝায়?
গ. জনাব মাহি কোন শেয়ারে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. শিশির সাহেব কোম্পানির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে কি? যুক্তি দেখাও।
৭। তিস্তা একটি পুরাতন ব্যাংক। সরকারি অর্থে ব্যাংকটির কার্যাবলি পরিচালিত হয়। দেশের বিভিন্ন স্থানে অনেক শাখার মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের সেবা প্রদান করে আসছে। জনগণও ব্যাংকটিকে নিজেদের ব্যাংক মনে করতে শুরু করেন।
ক. ব্যাংক ব্যবসায় সফলতার পূর্বশর্ত কোনটি?
খ. ব্যাংকের সচ্ছলতার নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. মালিকানার ভিত্তিতে ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. ব্যাংকটির সাফল্য অর্জন সন্তোষজনক মূল্যায়ন কর।
৮। জনাব আফিফ একজন ব্যবসায়ী। ব্যবসা সম্প্রসারণ করার জন্য তিনি গোমতী ব্যাংক থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংকের ম্যানেজার তাকে গোমতী ব্যাংকে একটি হিসাব খোলার জন্য পরামর্শ দেন। কারণ ঋণের টাকা ঐ হিসাবেই জমা করা হবে। আফিফ সেখান থেকে টাকা উত্তোলন করে ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। এটি গোমতী ব্যাংকের একটি প্রধান কাজ।
ক. দ্রব্য বিনিময় প্রথা কী?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস করে- ব্যাখ্যা কর।
গ. গোমতী ব্যাংকের প্রদান কাজটির নাম উল্লেখ করে তার ধরন ব্যাখ্যা কর।
ঘ. জনাব আফিফের ঋণ গ্রহণ কার্যক্রম গোমতী ব্যাংকের আয়ের উৎস হিসেবে বিবেচিত হবে মূল্যায়ন কর।
৯। সুজানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। তার বাবা রংপুর থেকে সুজানার ব্যাংক হিসাবে টাকা জমা করে দেন। সে ডেবিট কার্ডের মাধ্যমে যেকোনো সময় প্রয়োজনীয় টাকা তুলে নেয়। টাকা উঠানোর জন্য এখন সে আর ব্যাংকে যায় না।
ক. RFCD-এর পুরো অর্থ কী?
খ. কোন ধরনের ব্যাংক হিসাব থেকে জীবন বিমার সুবিধা পাওয়া যায়? ব্যাখ্যা কর।
গ. সুজানা কোন ধরনের ব্যাংকিংয়ের সাথে জড়িত ব্যাখ্যা কর।
ঘ. ব্যাংকিং পদ্ধতিটি সুজানার শিক্ষার পথকে সুগম করছে- বিশ্লেষণ কর।
১০। জনাব মাহমুদুল অনন্যা ব্যাংকের একজন গ্রাহক। তিনি অনন্যা ব্যাংক থেকে ৫ বছরের জন্য ১,০০,০০০ টাকা ঋণ নিয়েছিলেন এবং সময়মতো পরিশোধও করেছেন। অন্য এক গ্রাহক জনাব সানজিদ দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ করেননি। ব্যাংকের একজন কর্মকর্তা খোঁজ দিয়ে জানতে পারে যে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং তার পক্ষে ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তাই ব্যাংক তার সাথে সম্পর্কের অবসান ঘটনোর সিদ্ধান্ত নিয়েছে।
ক. মুদারাবা কী?
খ. কোন ধরনের ব্যাংক হিসাব থেকে জীবন বিমার সুবিধা পাওয়া যায়? ব্যাখ্যা কর।
গ. জনাব মাহমুদুল অনন্যা ব্যাংকের প্রতি কোন দায়িত্বটি পালন করেছেন? বর্ণনা কর।
ঘ. জনাব সানজিদের সাথে অনন্যা ব্যাংকের সম্পর্কের অবসান ঘটানোর যৌক্তিকতা মূল্যায়ন কর।
১১। X ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাবিবুল বাশার ব্যাংকের আয় বাড়ানোর জন্য অধিক মাত্রায় ঋণ প্রদান শুরু করেন। প্রথমদিকে ভালো মুনাফা করলেও ব্যাংকটি একসময় তারল্য সংকটে পড়ে। ব্যাংকটি আর্থিক সংকট মোকাবিলার জন্য T ব্যাংকের শরণাপন্ন হলে তাদের সহায়তায় X ব্যাংক দেউলিয়া থেকে মুক্তি পায়।
ক. বাট্টাকরণ কী?
খ. সংরক্ষিত তহবিল কী? ব্যাখ্যা কর।
গ. X ব্যাংকের সাথে । ব্যাংকের কীরূপ সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ. X ব্যাংকের শেষ আশ্রয়স্থল হিসেবে। ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর।
বহুনির্বাচনী প্রশ্ন (SSC Finance and Banking Model Test)
১. নিচের কোনটির ক্ষেত্রে চলতি মূলধন দরকার হয় না?
ক) কাঁচামাল
খ) মজুরি প্রদান
গ) মেশিন ক্রয়
ঘ) ভাড়া প্রদান
২. করপূর্ব ঋণ মূলধন ব্যয়কে সমন্বয় করার প্রয়োজন হয় কেন?
ক) কর কম করতে
খ) কর মওকুফ করতে
গ) কর বৃদ্ধি করতে
ঘ) কর ফাঁকি দিতে
৩.রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) সহায়ক ব্যাংক
গ) বিশেষ ব্যাংক
ঘ) আঞ্চলিক ব্যাংক
৪. রপ্তানি কাজে অগ্রিম টাকা পেতে পারে কোন ক্ষেত্রে?
ক) হুন্ডি
খ) চেক
গ) এলসি
ঘ) পে-অর্ডার
আরো পড়ুন:
- এসএসসি পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট
- এসএসসি পদার্থবিজ্ঞান মডেল টেস্ট
- এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
- এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট
৫. আইপিও কোন বাজারের সাথে জড়িত?
ক) মুদ্রা
খ) প্রাথমিক
গ) বন্ড
ঘ) মাধ্যমিক
৬. মূলধনি খরচ বিদ্যমান-
i. গৃহীত ঋণ
ii. বকেয়া মজুরি
iii. বন্ড
নিচের কোনটি সঠিক?
ক) iও ii খ) i ও iii গ) i, ii ও iii ঘ) ii,iii
৭. চাহিবামাত্র প্রদেয় ঋণ কোনটি?
ক) ৫% ব্যাংক ঋণ
খ) ১০% বন্ধকি ঋণ
গ) ব্যাংক ঋণ
ঘ) ব্যাংক জমাতিরিক্ত ঋণ
৮. নগদ প্রবাহ থেকে কী নির্ণয় করা হয়?
ক) শেয়ারের পরিমাণ
খ) মালামালের পরিমাণ
গ) পণ্য বিক্রয়ের পরিমাণ
ঘ) মুনাফার পরিমাণ
৯. শেয়ারবাজারে কোনটির ক্রেতা সহজে পাওয়া যায়?
ক) বোনাস শেয়ারের
(খ) ডিবেঞ্চারের
গ) বন্ডের
(ঘ) সাধারণ শেয়ারের
১০. মুদ্রার বদলে কোনটি কাজ করে?
ক) দলিল
খ) হুন্ডি
গ) স্বর্ণ
ঘ) চেক
১১. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৯৩০
খ) ১৯৬০
গ) ১৯৫০
ঘ) ১৯৩৩
১২. নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কোন ব্যাংক?
ক) সোনালী ব্যাংক
খ) জনতা ব্যাংক
গ) রূপালী ব্যাংক
ঘ) কেন্দ্রীয় ব্যাংক
১৩. অর্থের দ্রুত চক্রবৃদ্ধির ফলে কোন মূল্য হ্রাস পাবে?
ক) ভবিষ্যৎ মূল্য
খ) অতীত মূল্য
গ) প্রকৃত সুদের হার
ঘ) বর্তমান মূল্য
১৪. ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
ক) সাফল্য
খ) মুনাফা অর্জন
গ) সুনাম অর্জন
ঘ) সম্পদ অর্জন
১৫. কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিকে কয় অংশে ভাগ করা যেতে পারে?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
১৬. PV-এর বাংলা অর্থ কী?
ক) ভবিষ্যৎ মূল্য
খ) বর্তমান মূল্য
গ) ঋণপত্র
ঘ) শেয়ার
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
শাউন ট্রেডার্সের মালিক বাকিতে পণ্য বিক্রয় করার জন্য ক্রেতাদের নিকট থেকে কিছু বিল পান। মেয়াদপূর্তির পূর্বের বিলের যথাযথ পক্ষ বাট্টাকরণ করে অর্থ পেতে চান।
১৭. উদ্দীপকে বর্ণিত কে বাট্টাকরণের মাধ্যমে বিলের অর্থ সংগ্রহ করতে পারে?
ক) আমদানিকারক
খ) ক্রেতা
গ) ব্যাংক
ঘ) বিক্রেতা
১৮. একটি বৈধ চেকের মেয়াদ কত দিন?
ক) ২ মাস
খ) ৩ মাস
গ) ৬ মাস
ঘ) ১ বছর
১৯. ব্যাংক আমানত সৃষ্টি করে-
i. ব্যাংক হিসাব খোলার মাধ্যমে
ii. গ্রাহকের অতিরিক্ত অর্থ সংগ্রহের মাধ্যমে
iii. ঋণ দেওয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i, ii ও iii গ) I,iii ঘ) ii,iii
২০. মুদ্রার ইতিহাস কীরূপ?
ক) ভিন্ন
খ) অভিন্ন
গ) খুবই বিচিত্র
ঘ) সাদৃশ্যপূর্ণ
২১. বিনিময় প্রথা ইংরেজি কী নামে পরিচিত?
ক) Exchange System
খ) NPV Method
গ) Trade Method
ঘ) Barter System
২২. সাধারণ শেয়ার ব্যয় ২০% এবং অগ্রাধিকার শেয়ার ব্যয় ১৫% হলে গড় মূলধনি ব্যয় কত?
ক) ২০%
খ) ১৮%
গ) ১৭.৫%
ঘ) ১৭%
২৩. কোনটিতে Equity ও ঋণের মিশ্রণ বলা হয়?
ক) ঋণপত্র
খ) বন্ড
গ) সাধারণ শেয়ার
ঘ) অগ্রাধিকার শেয়ার
২৪. কোনটি পরিমাপযোগ্য নয় কিন্তু অনুমান করা যায়?
ক) আয়
খ) ঝুঁকি
গ) ব্যয়
ঘ) অনিশ্চয়তা
২৫. ঝুঁকিযুক্ত আয় কী হিসেবে পরিচিত?
ক) ঝুঁকিবিহীন আয়খ
খ) ঝুঁকিবহুল আয়
গ) প্রকৃত আয়
ঘ) অর্জিত আয়
২৬. ঝুঁকি প্রভাব রয়েছে কোনটির ক্ষেত্রে?
ক) প্রতিষ্ঠানের উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে
খ) ব্যবসায় পরিচালনায়
গ) পণ্য সরবরাহে
ঘ) কর্মী নির্বাচনে
২৭. অর্থ লেনদেনের সবচেয়ে দ্রুত ও সরল প্রক্রিয়া কোনটি?
ক) দীর্ঘমেয়াদি ঋণ
খ) মধ্যমেয়াদি ঋণ
গ) স্বল্পমেয়াদি ঋণ
ঘ) সঞ্চিত তহবিল
২৮. সংগঠনের ভিত্তিতে ব্যবসায় কয় প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২৯. অংশীদারি ব্যবসায় অংশীদারবৃন্দ যে তহবিল বিনিয়োগ করে তাকে কী বলে?
ক) শেয়ার
খ) ঋণপত্র
গ) বিনিয়োগ
ঘ) মূলধন
৩০. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কোনটি?
ক) ঋণ
খ) অনুদান
গ) বিনিয়োগ
ঘ) রেমিটেন্স
SSC Finance and Banking Model Test 2025 | এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট ২০২৫ PDF download