SSC Chemistry Test Paper PDF

এসএসসি রসায়ন টেস্ট পেপার ২০২৫ (PDF)

Advertisements

SSC Chemistry Test Paper PDF 2025: আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন সিলেবাসের আলোকে তৈরিকৃত SSC Chemistry Test Paper PDF ২০২৫। টেস্ট পেপারের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন গুলো বেশি করে অনুশীলন করলে পরিক্ষায় ভালো ফলাফল অজুন করতে পারবে। তাহলে চলো, শুরু করি।


SSC Chemistry Test Paper PDF 2025

১। ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে A গ্যাস এবং B যৌগ উৎপন্ন করে। আবার B যৌগটিকে ক্লোরিনের সাথে উত্তপ্ত করলে C যৌগ উৎপন্ন হয়।

ক. সোডা অ্যাস কী?
খ. NH, ক্ষারধর্মী কেন- ব্যাখ্যা কর।
গ. STP তে গ্যাসটির 50 লিটারের ভর নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের C যৌগটির মাধ্যমে কাপড়ের দাগ উঠানোর কৌশল বিশ্লেষণ কর।

২। একটি বিকারে 4.2 g বেকিং সোডা নিয়ে 250 mL দ্রবণ তৈরি করা হলো। অন্য একটি বিকারে 300 mL 0.1 M HCI দ্রবণ প্রস্তুত করা হলো।

Advertisements

ক. ব্যাপন কাকে বলে?
খ. সিলিকার গঠন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রথম দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় কর।
ঘ. উক্ত দুটি বিকারের দ্রবণ মিশ্রিত করার পর কোনটি লিমিটিং বিক্রিয়ক হিসেবে থাকবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

৩। একটি যৌগে C = 40%, H = 6.67% এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত। যৌগটির আণবিক ভর 60।

ক. যোজনী ইলেকট্রন কাকে বলে?
খ. রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের যৌগটি হতে ক্লোরোফরম প্রস্তুত করা যাবে কিনা বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।

৪।
(ⅰ) মলিবডেনাইট (MoS2) মলিবডেনাম (Mo) ধাতুর একটি আকরিক।
(ii) A হালকা সবুজ বর্ণের কেলাসাকার কঠিন পদার্থ যা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে সবুজ অধঃক্ষেপ তৈরি করে।

ক. আইসোটোপ কাকে বলে?
খ. অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড বারবার পরিবর্তন করতে হয় কেন?
গ. মলিবডেনাইট থেকে মলিবডেনাম ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. A যৌগে বিদ্যমান ধাতুটির নিষ্কাশন পদ্ধতি প্রয়োজনীয় চিত্রসহ ব্যাখ্যা কর।

৫। অ্যালকোহল শ্রেণির একটি যৌগের 12 g কে বিশ্লেষণ করে 7.2 g C ও 1.6 g H পাওয়া গেল।

ক. জারণ সংখ্যা কাকে বলে?
খ. তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ- 57.34 kJ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের যৌগটির আণবিক ভর 60 হলে আণবিক সংকেত নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের যৌগ থেকে জৈব এসিড এবং অ্যালকিন প্রস্তুত করা সম্ভব- সমীকরণসহ বিশ্লেষণ কর।

৬। A= তিন কার্বনবিশিষ্ট অ্যালকিন।

ক. পাতন কী?
খ.অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের A যৌগটি অসম্পৃক্ত যৌগ- সমীকরণসহ লিখ।
ঘ. উদ্দীপকের A যৌগ থেকে জৈব এসিড প্রস্তুত করা সম্ভব কিনা? সমীকরণসহ বিশ্লেষণ কর।

৭।
(i) H2O
(ii) বিগলিত NaCl
(iii) গাঢ় NaCl দ্রবণ

ক. ইলেকট্রোপ্লেটিং কাকে বলে?
খ. রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।
গ. অম্লীয় মাধ্যমে । নং যৌগের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সমীকরণসহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ii ও iii নং যৌগদ্বয়ের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে একই উৎপাদ পাওয়া যাবে কী-বিশ্লেষণ কর।


আরো পড়ুন:


৮। আমাদের অতিপরিচিত দুটি আকরিক হলো-

(i) বক্সাইট
(ii) হেমাটাইট

ক.ঊর্ধ্বপাতন কাকে বলে?
খ. ঘনীভবন পলিমারকরণ ও সংযোজন পলিমারকরণের মধ্যে ২টি পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের (i) নং আকরিক থেকে মৌলটির নিষ্কাশন প্রক্রিয়া সমীকরণসহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের আকরিকদ্বয়ের মৌলদ্বয়কে যদি খোলা বাতাসে রাখা হয় তবে একটি মৌল ক্ষয়প্রাপ্ত হলেও অন্যটি হয় না- সমীকরণসহ বিশ্লেষণ কর।

৯। চুনাপাথর ও লঘু নাইট্রিক এসিডের বিক্রিয়ায় ‘x’ গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন এ গ্যাসের জলীয় দ্রবণ পানির খরতা সৃষ্টির জন্য দায়ী।

ক. আকরিক কী?
খ. সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়- ব্যাখ্যা কর।
গ. গাঢ় নাইট্রিক এসিডের সাথে Cu এর বিক্রিয়াটি জারণ-বিজারণ বিক্রিয়া- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ‘x’ গ্যাসের জলীয় দ্রবণ পানির খরতা সৃষ্টির জন্য দায়ী- ব্যাখ্যা কর।

১০। A ও B দুটি মৌল যা বায়ুর উপাদান হিসেবে থাকে। মৌল দুটি পরস্পরের সাথে যুক্ত হয়ে যথাক্রমে x ও y দুটি যৌগ তৈরি করে যাদের আণবিক ভর যথাক্রমে 30 এবং 44। (SSC Chemistry Test Paper PDF)

ক. পোলারিটি কী?
খ. Zn মৌলটি d-block ভুক্ত হলেও অবস্থান্তর মৌল নয় কেন?
গ. Y যৌগটির 100 g এ মোট অণুর সংখ্যা কত হবে?
ঘ. Y যৌগের বন্ধন সৃষ্টিতে স্বাভাবিক নিয়মের কোন ব্যতিক্রম দেখা যায় কিনা? উপযুক্ত ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা কর।

১১। P, Q এবং R তিনটি ধাতুর আকরিকসমূহ যথাক্রমে বক্সাইট, হেমাটাইট এবং চালকোসাইট। [P, Q এবং R মৌল তিনটি হচ্ছে প্রতীকী]

ক. লা-শাতেলিয়ে নীতিটি লিখ।
খ. উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়?
গ. P মৌলের আকরিক থেকে কীভাবে বিশুদ্ধ অ্যালুমিনা পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. Q ও R এর আকরিকের ধাতব আয়নের সাথে কষ্টিক সোডার জলীয় দ্রবণের বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন বর্ণের অধঃক্ষেপ তৈরি করে- বিশ্লেষণ কর।


SSC Chemistry Test Paper PDF 2025 | এসএসসি রসায়ন টেস্ট পেপার ২০২৫ pdf question download

SSC Chemistry Test Paper PDF 2025 | এসএসসি রসায়ন টেস্ট পেপার ২০২৫ pdf answer download (উত্তরপত্র সংগ্রহ করা হয়েছে ISONH গ্রুপ থেকে)

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top