SSC Bangla 2nd Paper Model Test 03

এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩ (২০২৫) PDF

Advertisements

SSC Bangla 2nd Paper Model Test 03 pdf download: পরিক্ষার আগে SSC Bangla 2nd Paper Model Test 03 পরিক্ষা দিয়ে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে প্রস্তুতি নেও। এই মডেল টেস্ট পরিক্ষা দিয়ে নিজেকে সবার থেকে একধাপ এগিয়ে নিয়ে যাও। তাহলে চলো, শুরু করি।


SSC Bangla 2nd Paper Model Test 03 (2025)

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর:

(ক) বিশ্ববিদ্যালয়;
(খ) জাতীয় সংগীত।

২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ:

Advertisements

(ক) মনে কর তুমি রিমন। তোমার বিদ্যালয়ে খ্যাতিমান কবি বা সাহিত্যিকের আগমন উপলক্ষে একটি অভিনন্দনপত্র রচনা কর।

অথবা, (খ) মনে কর, তোমার নাম রায়হান কবির। তোমার বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়, তোমার উপজেলায় ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের একটি বিজ্ঞাপন ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। উক্ত পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখ।

৩। (ক) সারাংশ লেখ:

মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া-পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে!

অথবা, (খ) সারমর্ম লেখ:

আসিতেছে শুভদিন
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি, শাবল-গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি;
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর:

(ক) বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
(খ) যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে। যে জাতি জীবনহারা অচল অসাড় পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।

৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর:

(ক) মনে কর, তুমি আহনাফ। তুমি ফেনী জেলার অধিবাসী। সাম্প্রতিক বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত তোমার এলাকার রাস্তাঘাটের বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি কর।

অথবা, (খ) মনে কর, তুমি ইমন। তুমি গাজীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। তোমার বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন তৈরি কর।

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর:

(ক) ক্রিকেটে বাংলাদেশ;
(খ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
(গ) অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ।

বহুনির্বাচনী প্রশ্ন

১. কীসের ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে?

K ধ্বনি ভেদে
L উচ্চারণ ভেদে
M জনগোষ্ঠী ভেদে
N কোনোটিই নয়

২. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ ‘গৌড়ীয় ব্যাকরণ’ কত সালে প্রকাশিত হয়?

K ১৭৪৩ সালে
L ১৭৭৮ সালে
M ১৮০১ সালে
N ১৮৩৩ সালে

৩. উক্তি ও যতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

K ধ্বনিতত্ত্বে
L রূপতত্ত্বে
M বাক্যতত্ত্বে
N অর্থতত্ত্বে

৪. কোন শতকে চলিত রীতির নতুন নাম হয় ‘প্রমিত রীতি’?

K বিশ শতকে
L একুশ শতকে
M উনিশ শতকে
N ষোলো শতকে

৫. দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয়-

K আলাজিভ
M মুখবিবর
L মূর্ধা
N শক্ততালু

৬. নিচের কোনটির স্বতন্ত্র ব্যবহার নেই?

K কারবর্ণের
L অনুবর্ণের
M যুক্তবর্ণের
N সংখ্যাবর্ণের

৭. ‘বিজ্ঞ’ শব্দে ‘জ্ঞ’ কোন কোন বর্ণের মিলিত রূপ?

K জ + ঞ
L ঞ + জ
M ঞ + ছ
N ষ+ণ

৮ . ন, র, ল, স এই বর্ণগুলোকে কী বলে?

K দন্ত্য ব্যঞ্জন
L দন্তমূলীয় ব্যঞ্জন
M মূর্ধন্য ব্যঞ্জন
N তালব্য ব্যঞ্জন

৯. ‘ঋণ’-এর উচ্চারণ কোনটি?

K রিন্
L রিণ
M ঋণ
N ঋন


আরো পড়ুন:


১০. ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে তাকে কী বলে?

K উপসর্গ
L প্রত্যয়
M নির্দেশ
N বিভক্তি

১১. “ছেলেরা ক্রিকেট খেলে।” এই বাক্যের অলগ্ন পদ কোনটি?

K ছেলেরা
L ক্রিকেট
M খেলে
N সবকয়টি

১২. ‘পরাবাস্তব’ শব্দের ‘পরা’ কী অর্থ প্রকাশ করে?

K বিপরীত
L সম্পূর্ণ
M বিরুদ্ধ
N অতিশয়

১৩. ‘সর্বজনীন’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

K সর্বজন + ঈন
L সর্বজন + ইন
M সর্ব + জনীন
N সর্ব + জনিন

১৪. পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?

K সমানাধিকার
L ব্যাধিকরণ
M ব্যতিহার
N অলুক

১৫. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি?

K একাদশ
L কুলটা
M গবাক্ষ
N সঞ্চয়

১৬. বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি?

K হায় হায়
L ভালো ভালো
M মজার মজার
N ঘুম ঘুম

১৭. ‘অক’ প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় ‘অক’-এর স্থলে কী হয়?

K -একা
L ওকা
M-ইকা
N-আকা

১৮. ‘আঁতেল’ শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?

K ওলন্দাজ
L ফরাসি
M ফারসি
N পর্তুগিজ

১৯. ‘অপরাজেয় বাংলা’ বিশেষ্যের উদাহরণ? শব্দটি কোন

K গুণ-বিশেষ্য
L সমষ্টিবিশেষ্য
M স্থাননাম
N সৃষ্টিনাম

২০. পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে কী বলে?

K অনির্দিষ্ট সর্বনাম
L সাপেক্ষ সর্বনাম
M প্রশ্নবাচক সর্বনাম
N নির্দেশক সর্বনাম

২১. “মিছিলটি সামনে এগিয়ে যায়”-বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

K ধরনবাচক
L কালবাচক
M স্থানবাচক
N নেতিবাচক
N নেতিবাচক

২২. বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে কয় শ্রেণিতে ভাগ করা যায়?

K দুই ভাগে
L তিন ভাগে
M চার ভাগে
N পাঁচ ভাগে

২৩. নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে?

K বিশেষ্য
L সর্বনাম
M বিশেষণ
N সবগুলোই

২৪. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে কোন বিভক্তি হয়?

K-তে
L-কে
M-রে
N -এ

২৫. “খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে”- বাক্যটি কোন কালের উদাহরণ?

K সাধারণ অতীত
L ঘটমান অতীত
M পুরাঘটিত অতীত
N নিত্য অতীত

২৬. সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি?

K দুইটি
L তিনটি
M চারটি
N পাঁচটি

২৭. বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়?

K বিশেষ্য বর্গ
L বিশেষণ বর্গ
M ক্রিয়াবিশেষণ বর্গ
N ক্রিয়া বর্গ

২৮. “রাজীব বাংলা ব্যাকরণে ভালো”- এই বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক?

K অপাদান
L অধিকরণ
M কর্ম
N সম্বন্ধ

২৯. দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?

K কমা
L কোলন
M সেমিকোলন
N বিকল্পচিহ্ন

৩০. নিচের কোনটি ‘সপ্তমে চড়া’ বান্ধারার সঠিক অর্থ প্রকাশ করে?

K অপ্রত্যাশিত বিপদ
L প্রচণ্ড উত্তেজনা
M অসাবধান
N বেহিসেবি


এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩ (২০২৫) PDF | SSC Bangla 2nd Paper Model Test 03 pdf question download.

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top