এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২ পিডিএফ ডাউনলোড করুন। পরিক্ষার আগে এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২ পরিক্ষা দিয়ে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে প্রস্তুতি নেও। এই মডেল টেস্ট পরিক্ষা দিয়ে নিজেকে সবার থেকে একধাপ এগিয়ে নিয়ে যাও। তাহলে চলো, শুরু করি।
এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২ (২০২৫)
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর:
(ক) বৈশাখী মেলা;
(খ) কম্পিউটার।
২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ:
(ক) মনে কর, তুমি শাকিল। ফুলকুড়ি ইউনিয়নের বাসিন্দা। ফুলকুড়িতে পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখ।
অথবা, (খ) জুলগাঁও স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
৩। (ক) সারাংশ লেখ:
মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনে যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে-সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক, এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ কর; তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।
অথবা, (খ) সারমর্ম লেখ:
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর:
(ক) দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
(খ) ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর:
(ক) দিনাজপুর সদরে সড়কের দুরবস্থা সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন কর।
অথবা, (খ) মনে কর, তুমি তাহমিদ, একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি। ‘পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ’-এ শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি কর।
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর:
(ক) সময়ানুবর্তিাত;
(খ) মাদকাসক্তি ও এর প্রতিকার;
(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ।
বহুনির্বাচনী প্রশ্ন (এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২)
১. বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কী?
K ব্রাহ্মী
L মণিপুরি
M কুটিল
N বাংলা
২. রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি?
K প্রত্যয়
L সমাস
M বর্ণ
N উপসর্গ
৩. ‘মান রীতি’ নামে পরিচিত-
K কাব্যরীতি
L প্রমিত রীতি
M সাধু রীতি
N গদ্য রীতি
৪. ‘অনুবর্ণ’ কোনটি?
K রেফ
L এ-কার
M ঔ-কার
N আ-কার
৫. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয়-
K অর্ধ স্বরধ্বনি
L মৌলিক স্বরধ্বনি
M স্বল্প স্বরধ্বনি
N দ্বি-স্বরধ্বনি
৬. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি নেই কোন শব্দে?
K কর
L বার
M গাঢ়
N হার
৭. কোনটি বলকের উদাহরণ?
K টুকু
L ও
M এর
N গুলো
৮. ‘কদ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
K গৌণ
L ছোট
M শূন্য
N মন্দ
৯. নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
K চড়ক
L চামড়া
M গাছড়া
N অশ্বতর
আরো পড়ুন:
- এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১
- এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩
- এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২
১০. পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে কোন সমাসে?
K দ্বন্দ্ব
L কর্মধারয়
M তৎপুরুষ
N বহুব্রীহি
১১. বিসর্গসন্ধির উদাহরণ কোনটি?
K বৃহস্পতি
L একাদশ
M শঙ্কা
N তপোবন
১২. ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা কোনটি?
K তেসরা
L একাদশ
M তেহাই
N আটই
১৩. কোনটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ?
K হিমালয়
L ফুল
M জনতা
N পদ্মা
১৪. কোন বাক্যে ভাববাচক বিশেষণ আছে?
K খুব ভালো খবর
L আধা কেজি চাল
M পাথুরে মূর্তি
N কেমন গান?
১৫. কোনটি কালবাচক ক্রিয়াবিশেষণ?
K তিনি এখানে এসেছিলেন
L যথাসময়ে সে হাজির হয়
M মিছিলটি সামনে এগিয়ে যায়
N সে এখন যাবে না
১৬. কোনটি অনুসর্গের উদাহরণ?
K আপন, তুমি
L বলে, কয়ে
M নাগাদ, বনাম
N প্র, নি
১৭. যোজক কত প্রকার?
K দুই
L তিন
M চার
N পাঁচ
১৮. বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে কোন নির্দেশকটি বসে?
K খানি
L জন
M টুকু
N টা
১৯. ‘মানী’ লোকের বেলায় বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?
K মালা
L বর্গ
M সব
N রা
২০. ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?
K বর্ণ
L ক্রিয়াবিভক্তি
M ধ্বনি
N ধাতু
২১. ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি?
K আমি রোজ স্কুলে যাই
L আমি স্কুলে এসেছি
M আমি স্কুলে যাচ্ছি
N আমরা স্কুলে এসেছি
২২. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয়-
K উদ্দেশ্য
L সম্প্রসারক
M প্রসারক
N পূরক
২৩. গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
K দুই
L তিন
M চার
N পাঁচ
২৪. ‘অসহায়কে সাহায্য করো’- এই বাক্যে ‘অসহায়কে’ কোন কারক?
K অধিকরণ
L অপাদান
M কর্ম
N করণ
২৫. দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যোগ করতে হয়-
K কর্মবাচ্য থেকে কর্তাবাচ্যে পরিবর্তনের সময়
L কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের সময়
M ভাববাচ্য থেকে কর্তাবাচ্যে পরিবর্তনের সময়
N কর্তাবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের সময়
২৬. পরোক্ষ উক্তিতে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় কী অনুযায়ী?
K কর্তা
L কর্ম
M উদ্দেশ্যে
N বিধেয়
২৭. বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
K ড্যাশ
L হাইফেন
M কোলন
N ত্রিবিন্দু
২৮. ‘লিখিত আদেশ’ অর্থ বোঝাতে কোন বান্ধারাটি ব্যবহৃত হয়?
K কাগজে কলমে
L ডান হাতের ব্যাপার
M উড়োচিঠি
N কলমের এক খোঁচা
২৯. ‘কবরী’ কীসের প্রতিশব্দ?
K আকাশ
L চুল
M চোখ
N নখ
৩০. জোড় শব্দ ‘অবদান’ ও ‘অবধান’। ‘অবদান’ দ্বারা যদি কীর্তি বোঝায় তবে ‘অবধান’ দ্বারা কী বোঝায়?
K অনবরত
L মনোযোগ
M সুন্দর
N জানা
এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২ (২০২৫) | SSC Bangla 2nd Paper Model Test 02 PDF Download