SSC Bangla 2nd Paper Model Test 01

এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১ (২০২৫) PDF

Advertisements

SSC Bangla 2nd Paper Model Test 01 PDF Download: আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের জন্য SSC Bangla 2nd Paper Model Test 01 তৈরি করার। যাতে শিক্ষার্থীরা তোমরা নিজেদের ভুল ও দুর্বলতাগুলো খুঁজে বের করে প্রস্তুতি নিতে পার। আমরা এখানে বোর্ড পরিক্ষার অনুরূপ SSC Bangla 2nd Paper Model Test 01 তৈরি করেছি। এখানে সৃজনশীল ৭০ নাম্বার ও বহুনির্বাচনী ৩০ নাম্বারের একটি মডেল টেস্ট তৈরি করেছি। তাহলে চলো, শুরু করি।


SSC Bangla 2nd Paper Model Test 01 (2025)

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর:

(ক) জাতীয় পতাকা;
(খ) সুন্দরবন।

২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ:

Advertisements

(ক) মনে কর, তুমি মাবরুর/নুসাইবা। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বাসিন্দা। তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপন প্রয়োজন। এজন্য চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখ।
অথবা, (খ) মনে কর, তোমার নাম কবির/কাবেরী। গত মাসে তুমি একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছ। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।

৩। (ক) সারাংশ লেখ:

অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব পূরণের এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এ সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভকরিয়াছে।

অথবা, (খ) সারমর্ম লেখ:

ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ ক’রে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।

৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর:

(ক) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
(খ) প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর:

(ক) মনে কর, তোমার নাম পরম/পরমা। তুমি দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন লেখ।
অথবা, (খ) ‘সড়কের বেহাল দশা; যাত্রীদের দুর্ভোগ’ এই শিরোনামে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখ।

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর:

(ক) সময়ানুবর্তিতা;
(খ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ;
(গ) কৃষি উদ্যোক্তা।

বহুনির্বাচনী প্রশ্ন (SSC Bangla 2nd Paper Model Test 01)

১. বাক্যের মৌলিক উপাদান কোনটি?

K শব্দ
M ধ্বনি
L বর্ণ
N চিহ্ন

২. নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে?

K দন্ত
L আলজিভ
M ওষ্ঠ
N তালু

৩. কোনটি মৌলিক স্বরধ্বনি?

K ঔ
L ই
M ঐ
N সবকটি

৪. ‘এ’ ধ্বনির উচ্চারণ খাঁটি বাংলা শব্দে কেমন হয়?

K দীর্ঘ
L সংবৃত
M হ্রস্ব
N বিবৃত

৫. ‘শৈশব’ শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত শব্দ?

K অ
L অট
M অক
N অব

৬. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?

K গ্রামছাড়া
L গাছপাকা
M ধানক্ষেত
N গরুরগাড়ি

৭. উপমান কর্মধারয় কোনটি? সমাসের উদাহরণ

K বৌভাত
L মুখচন্দ্র
M মহানবি
N কুসুমকোমল

৮. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

K শীত + ঋত
L শীত + অর্ত
M শিত + ঋত
N শিত + অর্ত


আরো পড়ুন:


৯. অ-কারের পর উ-কার হলে উভয়ে মিলে ও-কার হয়, এর উদাহরণ নিচের কোনটি?

K সূর্যোদয়
M শুভেচ্ছা
L মহর্ষি
N মরূদ্যান

১০. কোনটি খাঁটি বাংলা নারীবাচক শব্দ?

K সন্তান
M রজকী
L নবীনা
N বৌদি

১১. ‘সপ্তদশ’ শব্দটি কোন সংখ্যাবাচক শব্দের উদাহরণ?
K সাধারণ পূরণবাচক
L তারিখ পূরণবাচক
M সংক্ষিপ্ত পূরণবাচক
N ভগ্নাংশ পূরণবাচক

১২. ‘কুড়ি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

K মুন্ডারি ভাষা
L তামিল ভাষা
M কোল ভাষা
N পর্তুগিজ ভাষা

১৩. গুণ-বিশেষ্য কোনটি?

K সাগর
L সততা
M ভোজন
N বাহিনী

১৪. নিচের কোনটি সর্বনাম শব্দের সাথে যোগ হয়?

K কারক
M প্রত্যয়
L সমাস
N বচন

১৫. ‘সবুজ মাঠের পরে আমাদের গ্রাম’ বাক্যটিতে বিশেষণ পদ কোনটি?

K মাঠের
L আমাদের
M সবুজ
N পরে

১৬. ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে কোন ধরনের সর্বনাম হয়?

K ব্যক্তিবাচক
L আত্মবাচক
M সকলবাচক
N প্রশ্নবাচক

১৭. ‘এক টাকা’ কোন বিশেষণের উদাহরণ?

K অবস্থাবাচক
L গুণবাচক
M বর্ণবাচক
N ক্রমবাচক

১৮. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?

K এগিয়ে চলা
L উদয় হওয়া
M ডিগবাজি খাওয়া
N বৃদ্ধি পাওয়া

১৯. শিক্ষক ছাত্রকে বই দিলেন- এখানে ছাত্রকে পদটি কী?

K গৌণ কর্ম
L মুখ্য কর্ম
M সরল ক্রিয়া
N সংযোগ ক্রিয়া

২০. ‘হেসে ওঠা’ কোন ক্রিয়া?

K প্রযোজক ক্রিয়া
L সংযোগ ক্রিয়া
M যৌগিক ক্রিয়া
N নাম ক্রিয়া

২১. নিচের কোনটি একপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?

K জোরে
L ভয়ে ভয়ে
M মরতে মরতে
N যায় যায়

২২. ‘তোমার মতো সবাইকে ভেবো না’- এ বাক্যে অনুসর্গ হচ্ছে
K মতো
L সবাইকে
M না
N ভেবো

২৩. ‘আমার দিকে তাকাবে না।’- এ বাক্যে অনুসর্গ কোনটি?

K এভাবে
L না
M তাকাবে
N দিকে

২৪. অনুসর্গ সাধারণত কোথায় বসে?

K শব্দের পূর্বে
L শব্দের মধ্যে
M শব্দের পরে
N বাক্যের শেষে

২৫. ‘যদি রোদ ওঠে তবে রওয়ানা দেব’।-বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?

K সাধারণ যোজক
L বিকল্প যোজক
M বিরোধ যোজক
N সাপেক্ষ যোজক

২৬. “ছি ছি! লোকটা পিছু ছাড়ছে না।” কোন আবেগ বোঝায়?

K বিস্ময়
L বিরক্তি
M সাপেক্ষ
N কারণ

২৭. ‘এক যে ছিল রাজা’- এখানে নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?

K অনির্দিষ্টতা
L নির্দিষ্টতা
M নিরর্থকভাবে
N বাহুল্য অর্থে

২৮. ই-কারান্ত শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়?

K-য়ে
L-তে
M-এ
N -এর

২৯. ‘ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়’- এই বাক্যে ‘ভেড়া দিয়ে’ কোন কারক?

K সম্বন্ধ
L কর্ম
M করণ
N কর্তা

৩০. ‘খেজুরে আলাপ’ বান্ধারাটির অর্থ কী?

K বেশি কথা বলা
L ষড়যন্ত্র করা
M কুপরামর্শ
N অকাজের কথা


এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১ (২০২৫) | SSC Bangla 2nd Paper Model Test 01 (2025) PDF Download.

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top