SSC Bangla 1st Paper Model Test 01

এসএসসি বাংলা ১ম পত্র ফাইনাল মডেল টেস্ট ০১

Advertisements

SSC Bangla 1st Paper Model Test 01 PDF Download: আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাসে নতুন মানবণ্টনের ভিত্তিতে SSC Bangla 1st Paper Model Test 01 তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে। এসএসসি পরিক্ষার আগে নিজেকে যাচাই ও নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে প্রস্তুতি নেও। তাহলে চলো, শুরু করি।


SSC Bangla 1st Paper Model Test 01 (2025)

ক অংশ-গদ্য (SSC Bangla 1st Paper Model Test 01)

১। ২০ জুলাই, ২০২৪। বাইরে থেকে ভেসে আসছে সাইরেনের শব্দ। জরুরি অবস্থা চলছে দুই দিন ধরে। ইন্টারনেট নাকি নিজে নিজে বন্ধ হয়ে গিয়েছে। টিভি চ্যানেলগুলোর খবর একটাই- সবকিছু নিয়ন্ত্রণে আছে।

ক. আলটিমেটাম শব্দের অর্থ কী?
খ. অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না- বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘একাত্তরের দিনগুলি’ রচনার সমগ্র ভাব ধারণ করে কি? মূল্যায়ন কর।

২। সম্প্রতি বাংলাদেশে লোকজ সংগীতের প্রচার ও প্রসার চোখে পড়ার মতো। এ গানের যেমন আছে সুরের বৈচিত্র্য তেমনি ভাবের নানান ব্যঞ্জনাময় প্রকাশ। বিচিত্র এ সংগীতাঙ্গন একেক অঞ্চলের একেক জাতি-গোষ্ঠীর পরিচয়কে ধারণ করে। মানবপ্রেম, কী অসাধারণ মোহনীয় ধারায় বাণীরূপ পায়।

Advertisements

ক. ভূয়োদর্শন মানে কী?
খ. Proletariat সাহিত্য বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধের সম্পূর্ণ ভাব ধারণ করে না-বিশ্লেষণ কর।

৩। আমি মেলা থেকে/তাল পাতার এক বাঁশি কিনে এনেছি
বাঁশি কই আগের মতো বাজে না/মন আমার তেমন কেন সাজে না
তবে কি ছেলেবেলা/অনেক দূরে ফেলে এসেছি।

ক. অপু ও দুর্গা কোন পরিবারের শিশু?
খ. দুর্গা পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করল কেন?
গ. উদ্দীপকটি ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের যে দিক ইঙ্গিত করে তার ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে গ্রামীণ দরিদ্র পরিবারের জীবনের দুর্দশার চিত্র অনুপস্থিত, মন্তব্যটি বিশ্লেষণ কর।

৪। অনেকেই কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা নির্যাতিত বা উপহসিত হন-তাহলে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। আর যদি প্রতিশোধ নেওয়ার সামর্থ্য না থাকে তাহলে অভিসম্পাত করেন। অনেক সময় নির্যাতিত ব্যক্তি প্রতিশোধপরায়ণতার বশে মাত্রাতিরিক্ত অন্যায় করে ফেলে। এভাবে সমাজে হত্যা, যুদ্ধ, হানাহানির সূচনা করে।

ক. মহানবির অজস্র মানবীয় গুণের মধ্যে কোনটিকে সর্বশ্রেষ্ঠ বিবেচনা করা হয়?
খ. ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই’- উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত সাধারণ মানুষের বৈশিষ্ট্যের সাথে তায়েফবাসীদের প্রতি হযরত মুহম্মদ (স.)-এর আচরণের পার্থক্য নির্ণয় কর।
ঘ. হযরত মুহম্মদ (স.)-এর চারিত্রিক মহত্ত্ব বৈশিষ্ট্যের শিক্ষা একজন সাধারণ মানুষের মহত্ত্ব অর্জনে কী ভূমিকা রাখতে পারে? মতামত দাও।

খ অংশ-কবিতা (SSC Bangla 1st Paper Model Test 01)

৫। মানুষ সৃষ্টির সেরা জীব। মানবজীবন নাতিদীর্ঘ। মানুষ স্বীয় কর্মের জন্য সাফল্য ব্যর্থতায় পর্যবসিত হয়। ভোগ-লোভ-লালসার চিন্তায় মানুষ ব্যর্থতা অর্জন করে। পক্ষান্তরে ত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করে।

ক. মিথ্যা স্বপ্ন দেখলে জীবনে কী বাড়ে?
খ. কবি মানুষের জীবনকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন কেন?
গ. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি ব্যর্থতার যে বর্ণনা দিয়েছেন উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. সাফল্য অর্জনে চাই ত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতা- উদ্দীপক ও ‘জীবন-সঙ্গীত’ কবিতা অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ কর।

৬। মায়ের দেয়া মোটা কাপড়
মাথায় তুলে নেরে ভাই
দীন দুঃখিনী মা যে আমার তার বেশি আর সাধ্য নাই।

ক. বুনো পথে কারা কুয়াশা কাফন ধরে চলে?
খ. অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণই ‘পল্লিজননী’ কবিতার মাঝে ফুটে ওঠে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘পল্লিজননী’ কবিতার যে দিকটির মিল রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. দারিদ্র্য নয় বরং সন্তানবাৎসল্যই ‘পল্লিজননী’ কবিতার প্রধান দিক- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

৭। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি কী অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।

ক. জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল কী?
খ. কবি ‘সর্বত্র থাকা’ বলতে কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি কবিতার খণ্ডচিত্র মাত্র, পূর্ণচিত্র নয়- তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

গ অংশ-উপন্যাস (SSC Bangla 1st Paper Model Test 01)

৮। কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি
স্বাধীনতা দেখি

ক. কোন কথা মনে করলে যুদ্ধ করা যায় না?
খ. ‘একটা ভয়াবহ কুটিল রাত’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের কবিতাংশটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন বিশেষ দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সমগ্র দিক ধারণ করে কি? যৌক্তিক বিশ্লেষণ কর।

৯। রিফাতের আপনজন বলতে তেমন কেউ নেই। তাই তার কোনো বন্ধন নেই, নেই কোনো বাধা, যখন যা মন চায় তাই করে। সবার কাজ হাসিমুখে করে দেয়। সবাই তাকে ভালোও বাসে।

ক. বুধা দুঃখকে কী ভাবে?
খ. স্বাধীনতার স্বপ্ন বুধাকে কীভাবে এক আশ্চর্য দেশে নিয়ে যায়?
গ. উদ্দীপকের রিফাতের সাথে বুধার সাদৃশ্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের রিফাত কি বুধার চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

ঘ অংশ-নাটক (SSC Bangla 1st Paper Model Test 01)

১০। রাবেয়া মা-বাবাহারা এতিম মেয়ে, সে চাচার বাড়িতে থাকে। চাচা ও চাচি তাকে অনেক আদর করে ও তার মতামতের গুরুত্ব দেয়।

ক. বজরা কী?
খ. ‘আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না’- তাহেরা এ কথা বলেছিল কেন?
গ. উদ্দীপকের রাবেয়া তাহেরা চরিত্রের প্রতিচ্ছবি নয়- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে ‘বহিপীর’ নাটকের মূলভাব ফুটে ওঠেনি, বিশ্লেষণ কর।

১১। নদীর এ কূল ভাঙে ও কূল গড়ে
এইতো ভবের খেলা সকালবেলা আমিররে তুই ফকির সন্ধ্যাবেলা।

ক. মানসিক যন্ত্রণা কীসের চেয়ে কষ্টকর?
খ. বহিপীরকে বহিপীর বলা হয় কেন?
গ. উদ্দীপকে ‘বহিপীর’ নাটকের কোন ঘটনার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘হাশেম আলির’ চরিত্রকে ধারণ করে কি? বিশ্লেষণ কর।


আরো পড়ুন:


বহুনির্বাচনী (SSC Bangla 1st Paper Model Test 01)

১. সুভাদের গ্রামের নাম কী?

K মণিপুর
M ভবানীপুর
L চণ্ডীপুর
N মনোহরপুর

২. ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়’-এখানে ‘মনে বড়’ বলতে কী বোঝানো হয়েছে?

K আলোকিত
L সংস্কৃতিমান
M শিক্ষিত
N শৈল্পিক

৩. ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’-কে বলেছেন?

K বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
L রবীন্দ্রনাথ ঠাকুর
M প্রমথ চৌধুরী
N মোতাহের হোসেন চৌধুরী

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে-চোখ ফেটে এল জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?

৪. উদ্দীপকের ‘বাবুসাব’ ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

K ভট্টাচার্য মহাশয়
L মুখুয্যে মশায়
M অধর রায়
N দারোয়ান

৫. ঘটনায় ফুটে ওঠা দিকটি হলো-

K জাতপাতের বৈষম্য
L নবীন-প্রবীণের বিরোধ
M জীবন-জীবিকার স্বাতন্ত্র্য
N বিশ্বাস-অবিশ্বাসের বিভেদ

৬. ‘মনমাঝি তোর বৈঠা নে রে আমি আর বাইতে পারলাম না।’-এটি একটি-

K ভাটিয়ালি
L মারফতি
M মুর্শিদি
N রাখালি

৭. ‘তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত’-এখানে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কার কথা বলা হয়েছে?
K হরিহর
M অপু
L দুর্গা
N সর্বজয়া

৮. আমের গুটি ঝরে পড়ে—-

i. দুপুরের রোদে
ii. ঝড়ো হাওয়ায়
iii. পটলিদের বাগানে

নিচের কোনটি সঠিক?

K. isii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii

৯. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ?

K ইছামতী
L দৃষ্টি প্রদীপ
M আরণ্যক
N মেঘমল্লার

১০. নিচের কোন শব্দটি ‘মুসাফির’ শব্দের সমার্থক?

K রাহী
L যাযাবর
M নিঃস্ব ব্যক্তি
N পরিব্রাজক

১১. ‘নিমগাছ’ গল্পের উপস্থাপনা কৌশল

i. নাটকীয়
ii. কাব্যধর্মী
iii. রম্য কথিকা জাতীয়

নিচের কোনটি সঠিক?

K. iii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii

১২. উপেক্ষিত জনগোষ্ঠীকে উপেক্ষা করার কারণ কী?

K অবস্থানগত স্বাতন্ত্র্য
L বিত্তবৈভবের অহংকার
M আভিজাত্যের গৌরব
N তাদের দারিদ্র্য

১৩. কবি আবদুল হাকিম-এর রচিত কাব্য নয় কোনটি?

K রক্তরাগ
L লালমতি
M কারবালা
N শহরনামা

১৪. ‘বঙ্গবাণী’ কবিতার প্রতিপাদ্য বিষয়-

i. দেশি ভাষার প্রতি মমত্ব প্রকাশ
ii. বাংলা ভাষার প্রতি মমত্ব প্রকাশ
iii. সকল ভাষার প্রতি মমত্ব প্রকাশ

নিচের কোনটি সঠিক?

K. i L. ii M. iii N. iও ii

উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও: সতত, হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ বিরলে;

১৫. উদ্দীপকের ‘সতত’ শব্দের আভিধানিক অর্থ কী?

K সর্বদা
L সততা
M সুন্দর
N পবিত্র

১৬. উদ্দীপকে যে চিত্রকল্পটি ফুটে উঠেছে-

i. ভ্রান্তির ছলনা
ii. আত্মপ্রীতি
iii. স্মৃতি রোমন্থন
নিচের কোনটি সঠিক?

K. i L. ii M. iii N. iও ii

১৭. ‘বৃত্রসংহার’ কী জাতীয় কাব্য?

K গীতিকাব্য
L কাহিনি কাব্য
M পত্রকাব্য
N মহাকাব্য

১৮. জলের জীব জল বিনা মরে গেল, কারণ-

i. জলে বিষ ছিল
ii. সব জল ধুলা ধোয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে
iii. নদী, বিলে পুকুরে জল ছিল না

নিচের কোনটি সঠিক?

K. isii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii

১৯. দুপুর-ভোরে পথের অবস্থা কেমন?

K ঝিমানো
L চঞ্চল
M কখনো নীরব কখনো সরব
N সরব

২০. ‘তা হলে শালা সোজা পথ দেখ’-এ কথায় প্রকাশ পায়-

K ঘৃণা
L নিষ্ঠুরতা
M ধৃষ্টতা
N অকৃতজ্ঞতা

২১. ‘প্রলয়শিখা’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?

K গল্প
L উপন্যাস
M প্রবন্ধ
N কাব্য

২২. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় প্রাধান্য পেয়েছে-

i. সভ্যতার বিকাশ
ii. প্রকৃতির চিরন্তনতা
iii. মৃত্যু চেতনা

নিচের কোনটি সঠিক?

K. isii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii

২৩. রুগ্ম ছেলের খেলার সঙ্গী কে?

K আজিজ
L করিম
M রহিম
N নাফিস

২৪. সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

K ১৯১৬
L ১৯১৭
M ১৯১৮
N ১৯১৯

২৫. কয়টি মশাল দিয়ে বুধা আহাদ মুন্সির বাড়িতে আগুন দিয়েছিল?

K দুইটি
L তিনটি
M চারটি
N পাঁচটি

২৬. বুধার নিকট মৃত্যু মানে কী?

K জমে শক্ত হয়ে যাওয়া
L শরীর ঠান্ডা হয়ে যাওয়া
M চোখের মণি স্থির হয়ে থাকা
N বাড়ি স্তব্ধ হয়ে থাকা

২৭. উপন্যাসের কাহিনি হতে হয়-

i. কার্যকারণ সূত্রে আবদ্ধ
ii. দীর্ঘ ও শাখা-প্রশাখাবিশিষ্ট
iii. সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ

নিচের কোনটি সঠিক?

K. ii L. iii M. iii N. i, ii ও iii

২৮. ক’দিন ধরে শরীরটা কার ভালো যাচ্ছিল না?

K হাতেম
M খোদেজা
L হাশেম
N বহিপীর

২৯. ‘না দেখলেও তার গলা অনেক শুনেছি’-কার গলা?

K হাশেমের
M বহিপীরের
L মুরিদের
N হকিকুল্লাহর

৩০. পিরের নাম বহিপীর হয়েছিল কারণ-

i. তিনি বইয়ের ভাষায় কথা বলেন
ii. পির বিদেশ থেকে এসেছেন
iii. পিরকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যেতে হয়

নিচের কোনটি সঠিক?

K. i L. ii M. iiii N. ii ও iii


এসএসসি বাংলা ১ম পত্র ফাইনাল মডেল টেস্ট ০১ | SSC Bangla 1st Paper Model Test 01 (2025) PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top