এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ উত্তরসহ পিডিএফ ডাউনলোড করুন। এসএসসি ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো হিসাববিজ্ঞান । প্রতিবছর এই বিষয়ে অনেক শিক্ষার্থী ফেল করে, তাই আমরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট ২০২৫। এই মডেল টেস্ট পরিক্ষা দিয়ে তোমরা নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করে, নতুন করে প্রস্তুতি নিতে পারবে। এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট টি তৈরি করা হয়েছে সৃজনশীল প্রশ্ন ৭০ নাম্বার ও বহুনির্বাচনী প্রশ্ন ৩০ নাম্বার সম্পূর্ণ বোর্ড পরিক্ষার অনুরূপ প্রশ্নপত্র। তাহলে চলো, আর দেরি না করে শুরু করি।
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট ২০২৫
সৃজনশীল অংশ (এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট ২০২৫)
ক’বিভাগ
১। উর্মিলা ট্রেডার্সের ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের রেওয়ামিলটি নিম্নরূপ-

সমন্বয়সমূহ: (১) মজুদ পণ্য (৩১-১২-২০২৩) ৪০,০০০ টাকা; (২) বকেয়া বেতন ৩,০০০ টাকা; (৩) যন্ত্রপাতির ওপর ৫% হারে অবচয় ধরতে হবে; (৪) ঋণের ওপর ১০% হারে সুদ বকেয়া রয়েছে।
ক. উর্মিলা ট্রেডার্সের বিক্রীত পণ্যের ব্যয় নিরূপণ কর।
খ. মোট মুনাফা ৩৫,০০০ টাকা ধরে উর্মিলা ট্রেডার্সের নিট মুনাফা/ক্ষতি নির্ণয় কর।
গ. উর্মিলা ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
২। শৈলী এন্টারপ্রাইজের ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি নিম্নরূপ:

সমন্বয়সমূহ: (১) সমাপনী মজুদ ১২,৩০০ টাকা; (২) পণ্য ক্রয় ২,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি; (৩) শৈলি এন্টারপ্রাইজের স্বত্বাধিকার ১,০০০ টাকার পণ্য উত্তোলন করেছেন, যা হিসাবভুক্ত হয়নি; (৪) দেনাদারের উপর ৪% হারে কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এবং ২% হারে বাট্টা সঞ্চিতি রাখা প্রয়োজন; (৫) বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য পরিশোধ করা হয়েছে।
ক. নিট দেনাদারের পরিমাণ নির্ণয় কর।
খ. উপরিউক্ত তথ্যের আলোকে যথাযথ ছকে শৈলি এন্টারপ্রাইজের মোট মুনাফা/ক্ষতি নির্ণয় কর।
গ. বছর শেষে শৈলি এন্টারপ্রাইজের মোট মুনাফা ৫৭,৫০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত কর।
খ বিভাগ
৩। ২০২৪ সালের মার্চ মাসে সোনিয়া ট্রেডার্সের ব্যবসায়ে নিলেক্ত ঘটনাগুলো সংঘটিত হয়:
মার্চ ১ ঋণ গ্রহণ ২,০০,০০০ টাকা।
“ ৭ অফিসের জন্য আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা।
“ ১০ ধারে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।
“ ১৫ ধারে পণ্য বিক্রয় ১,০০,০০০ টাকা।
“ ২০ অফিস ভাড়া প্রদান ২০,০০০ টাকা।
“ ২৫ বেতন পরিশোধ ১০,০০০ টাকা।
“ ৩০ নগদে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।
ক. উপরিউক্ত তথ্য অবলম্বনে মার্চ মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. উপরিউক্ত তথ্যের আলোকে লেনদেন সংশ্লিষ্ট হিসাবসমূহের কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় কর।
গ. সোনিয়া ট্রেডার্সের লেনদেনগুলোর আলোকে দেখাও যে, A=L+E8
৪। মেসার্স রনি ট্রেডার্সের ২০২৪ সালের জুন মাসে নিােক্ত লেনদেন সংঘটিত হয়:
মে ১ মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসায়ের আলমারি ক্রয় ৪০,০০০ টাকা।
“ ৫ বেতন পরিশোধ ৫,০০০ টাকা।
“ ৮ চেকে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।
“ ১০ রবিনের নিকট থেকে ৫% বাট্টায় ১৫,০০০ টাকার পণ্য ক্রয়। চালান নং-১২৪।
“ ১৫ নগদ উত্তোলন ৩,০০০ টাকা।
“ ২০ ফাহিমের নিকট থেকে ৫% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয়।
“ ২৫ শর্মিলা ট্রেডার্স থেকে ২০,০০০ টাকার পণ্য ক্রয়।
“ ৩০ নগদে স্ট্যাপলার ক্রয় ২০০ টাকা।
ক. রনি ট্রেডার্সের কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।
খ. উপরিউক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত কর।
গ. ১, ৫, ৮, ১৫ ও ৩০ জুন তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও।
৫। সায়েম এন্ড সন্সের ব্যবসায়ের ২০২৪ সালের জানুয়ারি মাসের লেনদেন নিম্নরূপ:
জানু. ১ ব্যাংকে হিসাব খোলা হলো ২,০০,০০০ টাকা।
“ ৪ মালিক কর্তৃক উত্তোলন ২,০০০ টাকা।
“ ১০ জুবলী ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।
“ ১২ পণ্য ফেরত আসল ৩,০০০ টাকা।
“ ১৬ পাওনাদারকে চেকে পরিশোধ ৪,০০০ টাকা।
“ ২০ সুমন ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
“ ২৫ দেনাদারের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়।
“ ৩০ চেকের মাধ্যমে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।
ক. নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় কর।
খ. উপরিউক্ত লেনদেনের ভিত্তিতে ‘বিক্রয় হিসাব’ ও ‘ব্যাংক হিসাব’ T ছকে প্রস্তুত কর।
গ. সায়েম এন্ড সন্সের ‘দেনাদার হিসাব’ ও ‘ক্রয় হিসাব’ চলমান জের ছকে প্রস্তুত কর।
৬। জনাব হালিমের ব্যবসায় প্রতিষ্ঠানের ২০২৪ সালের এপ্রিল মাসের লেনদেনসমূহ নিম্নরূপ:
এপ্রিল ১ হাতে নগদ ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা।
“ ৫ আদিবের নিকট থেকে পাওয়া গেল ১২,০০০ টাকা।
“ ১০ পণ্য বিক্রয় ১৮,০০০ টাকা।
“ ১৫ সুবলের নিকট থেকে ২৫,০০০ টাকার পণ্য ক্রয়।
“ ২০ ঋণ গ্রহণ ৫,০০০ টাকা।
“ ২২ ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা।
“ ২৫ রনির কাছ থেকে প্রাপ্তি ৫,০০০ টাকা।
“ ২৭ যন্ত্রপাতির অবচয় ৩,০০০ টাকা।
“ ৩০ সালামকে প্রদান ৯,০০০ টাকা।
ক. উপরিউক্ত তথ্য হতে নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় কর।
খ. উপরিউক্ত তথ্য হতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
গ. উপরিউক্ত লেনদেনের ভিত্তিতে জনাব হালিমের একটি উপযুক্ত ঘরবিশিষ্ট নগদান বই প্রস্তুত কর।
৭। সোনালী এন্টারপ্রাইজের ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখের হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
মূলধন ১,৫০,০০০; অনুপার্জিত সেবা আয় ৩,০০০; আসবাবপত্র ৫০,০০০; ব্যাংক জমাতিরিক্ত ২,০০০; দালানকোঠা ৪৫,০০০; নগদ তহবিল (৩১-১২-২৩) ১০,০০০; দেনাদার ৩০,০০০; বিমা প্রিমিয়াম ৫,০০০; পাওনাদার ২৫,০০০; মজুদ পণ্য (৩১-১২-২৩) ৩৫,০০০; বেতন ১০,০০০; কমিশন প্রাপ্তি ২,০০০; প্রাপ্য বিল ৩৫,০০০; ভাড়া প্রাপ্তি ১০,০০০; প্রদেয় বিল ৩০,০০০; সাধারণ সঞ্চিতি ৫,০০০; নগদ তহবিল (১-১-২৩) ৬,০০০; মজুদ পণ্য (১-১-২৩) ৪০,০০০; ভাড়া ১০,০০০; কুঋণ সঞ্চিতি ৩,০০০;
ক. সোনালী এন্টারপ্রাইজের রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ নির্ণয় কর।
খ. উপরিউক্ত উদ্বৃত্তগুলো দ্বারা রেওয়ামিল প্রস্তুত কর।
গ. সোনালী এন্টারপ্রাইজের মূলধনজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
৮। সুমা এন্ড কোং একটি সিলিং ফ্যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ২০২৩ সালের জুন মাসে ২,০০০টি ফ্যান প্রস্তুতের ব্যয় নিম্নরূপ-
কাঁচামাল ৪,০০,০০০ টাকা; শ্রম ব্যয় ২,৪০,০০০ টাকা; কারখানা উপরিব্যয় শ্রম ব্যয়ের ৪০%; অফিস খরচ ১২,০০০ টাকা; শোরুম খরচ ২০,০০০ টাকা; টেলিফোন বিল ১০,০০০ টাকা।
ক. সুমা এন্ড কোং এর মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
খ. সুমা এন্ড কোং-এর মোট ব্যয়ের পরিমাণ কত?
গ. যদি ব্যয়ের উপর ২০% মুনাফা ধরা হয়, তাহলে প্রতিটি ফ্যানের বিক্রয়মূল্য কত?
৯। জনাব শাহীনুর মাসে ৪৫,০০০ টাকা বেতন পান। এছাড়া তিনি বাড়তি কাজ করে মাসিক ১০,০০০ টাকা উপার্জন করেন। ২০২৩ সালের ১ জানুয়ারি মাসে তার পারিবারিক আর্থিক অবস্থা নিম্নরূপ:
আসবাবপত্র ৯০,০০০ টাকা; নগদ ৬০,০০০ টাকা; বাড়িঘর ২,০০,০০০ টাকা; ব্যাংক ঋণ ৮০,০০০ টাকা; টেলিভিশন ২০,০০০ টাকা।
উক্ত বছরে তার পরিবারের অন্যান্য তথ্য কাপড় ক্রয় ৮০,০০০ টাকা; চিকিৎসা খরচ ২০,০০০ টাকা; খাদ্য ক্রয় ১,৫০,০০০ টাকা; জমি ক্রয় ৫,০০,০০০ টাকা; বাজার খরচ ৯৬,০০০ টাকা; পৌরকর পরিশোধ ৩০,০০০ টাকা; কম্পিউটার ক্রয় ৬০,০০০ টাকা; মনিহারি ক্রয় ২৫,০০০ টাকা; ছেলের স্কুলের বেতনাদি বাবদ খরচ ২০,০০০ টাকা।
ক. জনাব শাহীনুরের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর।
খ. জনাব শাহীনুরের পরিবারের প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুতের মাধ্যমে সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
গ. উপরিউক্ত তথ্যের ভিত্তিতে উক্ত পরিবারের আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় কর।
১০। সাহা এন্ড সন্সের মে ২০২৩ সালের লেনদেনসমূহ নিম্নরূপ:
মে ১ ব্যবসায়ে মূলধন আনয়ন ৩৫,০০০ টাকা।
“ ২ মনিহারি দ্রব্যাদি ক্রয় ৩,০০০ টাকা।
“ ৪ নতুন মেশিন ক্রয় ১,৫০,০০০ টাকা।
“ ৫ মেশিনের (নতুন) বহন খরচ ১,০০০ টাকা।
“ ৭ মেশিনের দৈনন্দিন মেরামত ব্যয় ৪,০০০ টাকা।
“ ১০ নতুন পণ্যের গবেষণা ব্যয় ১৫,০০০ টাকা।
“ ১২ কর্মচারীদের বেতন প্রদান ১২,০০০ টাকা।
“ ২০ যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা।
“ ৩০ যন্ত্রপাতির অবচয় ৫,০০০ টাকা।
ক. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় নির্ণয় কর।
খ. মূলধনজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. ৪ তারিখে ক্রীত মেশিনটি ১,৩০,০০০ টাকা বিক্রয় করলে মূলধনজাতীয় আয় বা ক্ষতির পরিমাণ কত হবে?
১১। ময়মনসিংহের নীলমনি ট্রেডার্সের ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ৩ টি লেনদেন নিম্নরূপ:
ফেব্রু.১০ যশোরের চন্দা ট্রেডার্সের নিকট ৬০ টাকা কেজি দরে ২০ মণ চাল বিক্রয়। বিক্রয় শর্ত ২/১০, নিট ৩০, চালান নং ১২৭
“ ১৫ ফরমায়েশ অনুযায়ী হওয়ায় ৩ বস্তা (১ বস্তা ৪০ কেজি) চাল ফেরত পাওয়া গেল।
“ ২৫ মুক্তাগাছায় মুক্ত ট্রেডার্সের নিকট ৬৫ টাকা কেজি দরে ১০ মণ চাল বিক্রয় করা হলো। বাট্টা ২%।
ক. উপরিউক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. ১০ তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত কর।
গ. ১৫ তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্রেডিট নোট প্রস্তুত কর।
আরো পড়ুন:
- SSC English 2nd Paper Model Test 02
- SSC English 2nd Paper Model Test 01
- এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩
- এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২
বহুনির্বাচনী প্রশ্ন (এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট ২০২৫)
১.হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হলো-
ক। লেনদেন লিপিবদ্ধকরণ ও শ্রেণিবদ্ধকরণ
খ। আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ
গ। প্রতারণা ও জালিয়াতি রোধ
ঘ। দৈনন্দিন ক্রয় বিক্রয় লিপিবদ্ধ করা
২.চালান হলো-
i. ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল
ii. ক্রেতার নিকট আন্তঃচালান
iii. বিক্রেতার নিকট বহিঃচালান
নিচের কোনটি সঠিক?
ক। I, ii খ। I, iii গ। ii, iii ঘ। I,ii,iii
৩। ২০,০০০ টাকা দিয়ে আলমারি ক্রয় করা হলে হিসাব সমীকরণে-
i. A বৃদ্ধি পাবে
ii. L বৃদ্ধি পাবে
iii. E বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক। I, ii খ। I,iii গ। ii, iii ঘ। I,ii,iii
৪.ব্যবসায় পরিচালনার জন্য দৈনন্দিন খরচ কোন ধরনের লেনদেন?
ক। মুনাফাজাতীয় ব্যয়
খ। মুনাফাজাতীয় আয়
গ। মূলধনজাতীয় ব্যয়
ঘ।বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
৫.মূলধনের সুদ কোন ব্যয়ের অন্তর্গত?
ক। মূলধনজাতীয়
খ। মুনাফাজাতীয়
গ। পরিচালনা জাতীয়ঘ
ঘ। বিলম্বিত জাতীয়
৬.৩/১০, নিট ৩০ এটি দ্বারা নির্দেশিত হয় কোনটি?
ক। ক্রয় শর্ত
খ) বিক্রয় শর্ত
গ। আদায় শর্ত
ঘ। পরিশোধ শর্ত
৭.লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে কোন বইতে লিপিবদ্ধ করা হয়?
ক। খতিয়ান
খ। রেওয়ামিল
গ। জাবেদা
ঘ। নগদান বহি
৮.চেকে বেতন প্রদান করা হলো-এক্ষেত্রে কোন হিসাব খাতটি ডেবিট হবে?
ক। চেক হিসাব
খ) নগদ হিসাব
গ। বেতন হিসাব
ঘ। ব্যাংক হিসাব
৯.হিসাবসমূহকে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়-
i. স্থায়িভাবে
ii. সারিবদ্ধ ও শ্রেণিবদ্ধভাবে
iii. পাকাপাকিভাবে
নিচের কোনটি সঠিক?
ক। I,ii খ। I,iii গ। ii,iii ঘ। I, ii, iii
১০.খতিয়ানের জের কখন নিরূপণ করা হয়?
ক। হিসাবকালের প্রথম
খ। হিসাবকালের শেষে
গ। বছরের মাঝামাঝি
ঘ) হিসাবকালের মাঝামাঝি
১১.মাহি ট্রেডার্স পণ্য ক্রয় করেন নগদ ৪০,০০০ টাকা, পণ্য বিক্রয় নগদে ৫০,০০০ টাকা, বেতন প্রদান করেন ৪,০০০ টাকা, ঋণ গ্রহণ করা হয় ১০,০০০ টাকা। এখানে নগদান হিসাবের জের কত হবে?
ক। ১৬,০০০ টাকা
খ। ১৫,০০০ টাকা
গ। ১০,০০০ টাকা
ঘ। ৬,০০০ টাকা
১২.হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে কোনটি?
ক। জাবেদা
খ। খতিয়ান
গ। নগদান বই
ঘ। রেওয়ামিল
১৩.নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়-
i. নগদ প্রাপ্তি
ii. নগদ প্রদান
iii. সকল প্রকার লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক। I,ii খ। I,iii গ। ii, iii ঘ। I,ii,iii
১৪.যেসব ভুলের কারণে রেওয়ামিল মিলে যায় তা হলো-
i. বেদাখিলার ভুল
ii. টাকার অঙ্কের ভুল
iii. বাদ পড়ার ভুল
নিচের কোনটি সঠিক?
ক। I,ii খ। I,iii গ। ii, iii ঘ। I,ii,iii
১৫.আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য-
i. সম্পদের পরিমাণ জানা
ii. দায়-দেনার পরিমাণ জানা
iii. লাভ-ক্ষতির পরিমাণ জানা
নিচের কোনটি সঠিক?
ক। I,ii খ। I,iii গ। ii,iii ঘ। I,ii,iii
১৬.পরিচালন মুনাফা নির্ণয় করা যায় কোনটি দ্বারা?
ক। মোট মুনাফা-অপরিচালন আয়-পরিচালন ব্যয়
খ। মোট মুনাফা + নিট মুনাফা – নিট ব্যয়
গ। মোট মুনাফা পরিচালন ব্যয়
ঘ) পরিচালন আয়- পরিচালন ব্যয়
১৭.দেনাদার ৬০,০০০ টাকা। অলিখিত বিক্রয় ৫,০০০ টাকা। দেনাদারের উপর ৫% সঞ্চিতির ব্যবস্থা করলে অনাদায়ি দেনা সঞ্চিতির পরিমাণ হবে-
ক। ৩,২৫০ টাকা
খ) ২,৭৫০ টাকা
গ ৩,০০০ টাকা
ঘ। ৬,০০০ টাকা
১৮.কোনটি প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুতের মাধ্যমে জানা যায়?
ক। পারিবারিক তহবিল
(খ) নগদ প্রবাহ
গ) ঋণের পরিমাণ
ঘ সম্পদ ও দায়
১৯.পারিবারিক বাজেট প্রস্তুতের ধাপ কয়টি?
ক। ৮
খ । ৭
গ। ৬
ঘ। ৫
২০.পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে-
i. প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে
ii. পারিবারিক তহবিল নির্ণয় করতে হবে
iii. আয়ব্যয় বিবরণী থেকে উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক। iও ii খ। iও iii গ। ii ও iii ঘ। i, ii ও iii
২১.প্রত্যক্ষ খরচ হলো-
i. পরিবহন
ii. বিমা
iii. কুলি মজুরি
নিচের কোনটি সঠিক?
ক। I,ii খ। I,iii গ। ii,iii ঘ। I,ii,iii
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
সিমলা ট্রেডার্স আসবাবপত্র তৈরি করে বিক্রি করে। ৫টি আলমারি তৈরির জন্য খরচ করে কাঠ ক্রয় ১২,০০০ টাকা, তারকাটা ক্রয় ১,০০০ টাকা, শিরিস কাগজ ক্রয় ১০০ টাকা। মজুরি ৫,০০০ টাকা।
২২.সিমলা ট্রেডার্সের মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
ক। ১৭,০০০ টাকা
খ। ১২,০০০ টাকা
গ। ১৮,০০০ টাকা
ঘ। ১৮,১০০ টাকা
২৩.সিমলা ট্রেডার্সের প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?
ক। কাঠ
(খ) তারকাটা
গ। শিরিস কাগজ
(ঘ) তারকাটা ও শিরিস কাগজ
২৪.কোনটির নামে কোন হিসাব লেখা হয় না?
ক। ক্রয়
খ। বিক্রয়
গ) চেক
ঘ। ব্যাংক
২৫.ধারে পণ্য ক্রয়-সঠিক জাবেদা কোনটি?
ক। পণ্য হি. ডে.
ক্রয় হি. ক্রে.
খ। ক্রয় হি. ডে.
পণ্য হি. ক্রে.
গ। ক্রয় হি. ডে.
পাওনাদার হি. ক্রে.
ঘ ক্রয় হি. ডে.
দেনাদার হি. ক্রে.
২৬.ব্যবসায়ের জন্য পেনসিল স্কেল ও ফাইল ক্রয় কোন হিসাব ডেবিট হবে?
ক। অফিস সরঞ্জাম হিসাব
খ) মনিহারি হি.
গ। যন্ত্রপাতি হিসাব
ঘ। কালি কাগজ হিসাব
২৭.প্রারম্ভিক সম্পদ ১,৩০,০০০ টাকা এবং প্রারম্ভিক দায় ৮০,০০০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত?
ক। ২,১০,০০০ টাকা
খ। ৮০,০০০ টাকা
গ। ৫০,০০০ টাকা
ঘ। ৪০,০০০ টাকা
২৮.অফিস সরঞ্জাম হিসাব কোনটি?
ক। ঘড়ি
খ। ক্যালকুলেটর
গ। কাগজ ও কালিঘ
ঘ। প্রিন্টার
২৯.নগদ ৫০,০০০ টাকা ও ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এক্ষেত্রে মূলধনের পরিমাণ কত হবে?
ক। ৭০,০০০ টাকা
খ। ৫০,০০০ টাকা
গ। ৩০,০০০ টাকা
ঘ। ২০,০০০ টাকা
৩০.কোনটি লেনদেন নয়?
ক) ধারে পণ্য ক্রয়
খ। পণ্যের ফরমায়েশ প্রদান ৫,০০০ টাকা
(গ) অবচয় ধার্য করাক
(ঘ) কর্মচারীর বেতন পরিশোধ
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ | SSC Accounting Model Test 2025 pdf download