SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার

এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার ২০২৫ | PDF Download

Advertisements

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা,আজ আমরা তোমাদের জন্য SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার শেয়ার করছি, এখানে রয়েছে বোর্ড প্রশ্ন, মডেল টেস্ট ও শীর্ষস্থানীয় স্কুলের সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর। শিক্ষার্থীরা এই পোস্টের লিংক থেকে টেস্ট পেপারটি ডাউনলোড করতে পারবে।

এই টেস্ট পেপারে দেওয়া প্রশ্নগুলো প্রাকটিস করলে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। পোস্টের শেষে ডাউনলোড লিংক দেওয়া থাকবে। তার আগে, SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নাও।


SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার ২০২৫ PDF




১। এমবিএ পাস করার পর সাত বন্ধু একটি কোম্পানি গঠনের জন্য কোম্পানি আইন উপদেষ্টার কাছে কোম্পানি গঠনের আগ্রহ জানালেন। তাদের কথা শুনে উপদেষ্টা বলেন, তারা যে কোম্পানি গঠন করতে চায় তার জন্য কার্যারম্ভে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে না। তবে দুইটি দলিল তৈরি করতে হবে কিছুটা সময় লাগবে। বন্ধুরা সব শুনে সমঝোতার ভিত্তিতে আইনের আনুষ্ঠানিকতার বাইরে একটি প্রতিষ্ঠান গড়লেন।

ক. নাবালক ব্যক্তি কোন প্রকারের অংশীদারি হতে পারে?
খ. স্মারকলিপিকে কোম্পানির সনদ বলা হয় কেন?
গ. সাত বন্ধু মিলে কোন ধরনের কোম্পানি গঠন করতে আগ্রহী ছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. বন্ধুদের নতুন প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

২। জনাব তাজুল ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাস্টার্স পাস করেছেন। তিনি চাকরির সন্ধান না করে মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের ওপর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে স্বল্প পরিসরে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন। কঠোর পরিশ্রম, দূরদৃষ্টি, আত্মপ্রত্যয়, মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে ব্যবসায় পরিচালনা করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌছান।

ক. উদ্যোগ কী?
খ. ব্যবসায় উদ্যোগ ধারণাটি ব্যাখ্যা করো।
গ. জনাব তাজুলের ব্যবসায়ের সফলতার কারণ বর্ণনা করো।
ঘ. উদ্যোগের জন্যই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছায়- জনাব তাজুলের গুণের আলোকে ব্যাখ্যা করো।

৩। জনাব জাকির একটি রেস্টুরেন্টের ব্যবসায় শুরু করেছেন। রেস্টুরেন্টটি অল্প দিনে খুব জনপ্রিয় হওয়ায় তিনি কক্সবাজারে কয়েকটি শাখা চালু করতে চাচ্ছেন। আর্থিক সংকটের কারণে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না।

ক. সংগঠন কী?
খ. ব্যবস্থাপনা চক্র কী? ব্যাখ্যা করো।
গ. জনাব জাকিরের আর্থিক সহায়তার উপযুক্ত উৎস কোনটি? ব্যাখ্যা করো।
ঘ. জনাব জাকিরের ব্যবসায়ের অর্থায়নের ভূমিকা সম্পর্কে তোমার মতামত দাও।

৪। জনাব কিবরিয়া একজন ফল ব্যবসায়ী। তিনি ক্রেতাদের আড়ালে আঙ্গুর পরিমাপ করে ছোট ছোট প্যাকেট করে রেখে দেন। যখন ক্রেতা এসে আঙ্গুর পরিমাপ করতে বলেন তখন তিনি ক্রেতার চোখ ফাঁকি দিয়ে পরিমাণে কম যেই প্যাকেট সেগুলো বিক্রি করেন। এভাবে তিনি কম আঙ্গুর বিক্রি করে অধিক অর্থ আয়ের পথ বেছে নিয়েছেন। SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার

ক. CIP কী?
খ. উদ্যোক্তাকে ব্যবসায়ের নেতা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. জনাব কিবরিয়া ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেননি? ব্যাখ্যা করো।
ঘ. অধিক আয়ের যে পথ জনাব কিবরিয়া বেছে নিয়েছেন তা কি সঠিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৫। ইমন যুব উন্নয়ন একাডেমী থেকে ফুল চাষ, মৎস্য চাষ, বৃক্ষরোপণ, হাঁস- মুরগি পালন হ্যাদি বিষয়ের ওপরে প্রশিক্ষণ নিয়ে একটি খামার প্রতিষ্ঠা করে। দিনে দিনে তার খামারের আয় বৃদ্ধি পাওয়ায় অনেক বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

ক. শিল্পের কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে?
খ. চাকরি বলতে কী বোঝায়?
গ. ইমনের কাজটি কোন ধরনের তা ব্যাখ্যা করো।
ঘ. বেকারত্ব লাঘবে ইমনের খামারের অবদান বিশ্লেষণ করো।

৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আনিসুল হক বাংলাদেশের অর্থনীতির ওপর একটি গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করেন। বইটি বিভিন্ন মহলে সমাদৃত হলেও বাজারে আশানুরূপ বিক্রি হচ্ছে না। তিনি খোঁজ নিয়ে জেনেছেন বইটির নকল কপি প্রকৃত দামের থেকে অনেক কমে বাজারে বিক্রি হচ্ছে। SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার

ক. পণ্যের প্রতীককে কী বলে?
খ. বিএসটিআই-এর কাজ কী? ব্যাখ্যা করো।
গ. জনাব আনিসুল হকের সৃষ্ট কাজটি কিসের অন্তর্গত? বর্ণনা করো।
ঘ. নকল প্রতিরোধে জনাব আনিসুল হকের কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

৭. মি. হারুন বিসিক এলাকায় একটি ঢালাই কারখানা স্থাপনের চিন্তা করেছেন। তিনি প্রতিষ্ঠানটি নিবন্ধন করতে চাচ্ছেন। ঢালাই কারখানার জন্য উন্নতমানের মেশিন নির্বাচন করলেন এবং অর্থ কোন উৎস থেকে আসবে এসব বিষয়ে তিনি সহায়তা আশা করছেন।

ক. বিসিকের (BSCIC) পূর্ণরূপ কী?
খ. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে মি. হারুন কত বছর কর অবকাশ পাবেন? বর্ণনা করো।
ঘ. মি. হারুনের কারখানা স্থাপনের উপযুক্ত সহায়তা প্রয়োজন- বিশ্লেষণ করো।

৮। জনাব রায়হান একজন টমেটো ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে প্রচুর পরিমাণে টমেটো ক্রয় করে যথাযথভাবে সংরক্ষণ করেন এবং বিভিন্ন সময়ে চাহিদা মোতাবেক দেশের বিভিন্ন অঞ্চলে টমেটো সরবরাহ করে।

ক. সার্বভৌমত্ব কোন পরিবেশের অন্তর্গত?
খ. বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ. জনাব রায়হানের ব্যবসায়টি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ. ‘সংরক্ষণ ব্যবস্থা থাকলে এ ধরনের ব্যবসায়ে সফলতা আসে’-তোমার মতামত দাও।

৯। মি. রমিজ বেকার ঘুরে বেড়াচ্ছিলেন। তার বন্ধু রহিমের পরামর্শে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বেতের চেয়ার, ঝুড়ি বানানো শুরু করেন। এ কাজে পরিবারের তিনজন তাকে সাহায্য করে এবং সে বেশ সফলতা অর্জন করে।

ক. বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে।
খ. বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের প্রতীক কোন শিল্প এবং কেন?
গ. মি. রমিজের কাজটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. মি. রমিজের শিল্পটি কীভাবে বেকার জনগোষ্ঠীকে দারিদ্র্য ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করেছে? বিশ্লেষণ করো।

১০। কলি স্কুলে যাওয়ার সময় রাস্তায় দেখতে পেল একটি বাসের গায়ে তার প্রিয় মডেলের ছবি। ছবিতে দেখা যাচ্ছে ঐ মডেল একটি আইসক্রিম খাচ্ছে। কলি লক্ষ করল একটি নতুন স্বাদের আইসক্রিম

ক. ধৈর্যশীলতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
খ. প্রমিতকরণ বলতে কী বোঝায়?
গ. কলির দেখা চিত্রটি বিক্রয় বৃদ্ধির কোন ধরনের কৌশল? ব্যাখ্যা করো।
ঘ. বিক্রয় বৃদ্ধির জন্য কলির দেখা মাধ্যমটির গুরুত্ব মূল্যয়ন করো।

১১। নিধি এন্ড কোং-এর মালিক রিয়াজ একজন সফল ব্যবসায়ী। তিনি ভেবেচিন্তে লক্ষ্য স্থির করে কাজে হাত দেন। নতুন ধরনের পানীয় ফ্রিজ বাজারে ছাড়ার পূর্বে কীভাবে ভোক্তার হাতে পৌঁছাবে তা নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করলেন।

ক. পরিকল্পনার দিক কয়টি?
খ. ব্যবসায় সক্ষমতা যাচাই বলতে কী বোঝ?
গ. নিধি এন্ড কোং-এর পরিকল্পনার কোন দিকটির কথা বলা হয়েছে তা বর্ণনা করো।
ঘ. ব্যবসায়ী হিসেবে রিয়াজের সফলতার কারণ বিশ্লেষণ করো।

১২। কুয়াকাটার সেলিম বিদ্যুতের ক্রমাগত চাহিদার কথা বিবেচনা করে সরকারি অনুমতি নিয়ে সমুদ্রতীরে একটি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে উইন্ড মিলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তার এ শিল্পে বিনিয়োগের পরিমাণ ৩ কোটি টাকার অধিক। SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার

ক. বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
খ. কুটির শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব সেলিমের শিল্পটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ. ‘জনাব সেলিমের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে’- মূল্যায়ন করো।

আরো দেখুন:



১৩। জনাব তাহের একটি বই প্রকাশ করেন। তিনি প্রথমে বইটির ৮০০ কপি বাজারে ছাড়েন। সবগুলো কপি বিক্রির পর আরও ৫০০ কপি বই প্রকাশ করেন। কিন্তু বিক্রি আকস্মিকভাবে কমে যায়। খোঁজ নিয়ে জানেন বাজারের নকল বই এসেছে। এজন্য তিনি আইনি সহায়তা নিতে গিয়েও কোনো সাহায্য পাননি।

ক. সার্ভিস মার্ক কী?
খ. পণ্যের প্রতীক রেজিস্ট্রেশন করা হয় কেন?
গ. উদ্দীপকে জনাব তাহেরের দ্বিতীয় বই বিক্রি কমে যাওয়ার কারণ কী?
ঘ. জনাব তাহেরের আইনি সহায়তা না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।

Advertisements


১৪। জনাব নিজাম নিজ এলাকা পারিন্দায় একটি বিস্কুট কারখানা স্থাপন করেন। তিনি ব্যবসায়িক লক্ষ্যার্জনে বিজ্ঞাপন, পরিবহন ব্যবস্থা ও গুদামজাতকরণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে ব্যবসায়ের নানা রকম প্রতিবন্ধকতা দূর করেছেন, যা তার ব্যবসায়িক সফলতা এনেছে। SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার

ক. পণ্যের মজুতদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা?
খ. প্রজনন শিল্প বলতে কী বোঝ?
গ. জনাব নিজামের কর্মকাণ্ড তার ব্যবসায়ে কী ধরনের প্রতিবন্ধকতা দূর করছে? ব্যাখ্যা করো।
ঘ. সফল উদ্যোক্তা হিসেবে অর্থনৈতিক উন্নয়নে জনাব নিজামের ব্যবসায়িক গুরুত্ব বিশ্লেষণ করো।

১৫। শিহাব একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করার পরিকল্পনা করছিল। বিভিন্ন দিক বিবেচনায় এনে সে ঢাকার একটি স্বনামধন্য স্কুলের পাশে স্টেশনারি দোকান চালু করে। দিনে দিনে ব্যবসায়ের পরিধি বাড়তে থাকায় তার এখন অতিরিক্ত মূলধনের প্রয়োজন।

ক. প্রকল্প কী?
খ. সম আয়-ব্যয় বিশ্লেষণ কী? ব্যাখ্যা করো।
গ. বর্তমানে শিহাবের কোন ধরনের মূলধনের প্রয়োজন? ব্যাখ্যা করো।
ঘ. প্রকল্প নির্বাচনে শিহাবের সিদ্ধান্ত মূল্যায়ন করো।

১৬। বিএ পাস জনাব আবু সালেহ চাকরি না পেয়ে নিজেদের বাড়ির এক পাশের জমিতে বাঁশ ও খড়ের সাহায্যে একটি ঘর তৈরি করে পোল্ট্রি ফার্ম গঠন করেন। সুদক্ষ পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের বলে তিনি তার ফার্মকে বেশ সম্প্রসারণ করেন। ৫ জন দুস্থ অসহায় মহিলাকে তিনি তার ফার্মের কাজ দেখাশুনা ও পরিষ্কার পরিচ্ছন্নের কাজে নিয়োগ করেছেন। এখন প্রতিদিন তার ফার্ম থেকে শহরে ১,০০০ ডিম সরবরাহ করা হয়।

ক. কর্মসংস্থানের প্রধান উৎস কয়টি?
খ. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝ?
গ. জনাব আবু সালেহকে কী হিসেবে গণ্য করা যায়? বর্ণনা করো।
ঘ. আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আবু সালেহ এর মতো ব্যক্তিদের ভূমিকা কতটুকু তা মূল্যায়ন করো।

১৭। তপন চৌধুরী সততা গ্রুপ অব কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি অধস্তনদের সাথে আলোচনা করেন। কর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তিনি কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করেন। এতে প্রতিষ্ঠানটির সফলতা অব্যাহত থাকে।

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
খ. ৩টি বণ্টন প্রণালির চিত্র তুলে ধরো।
গ. তপন চৌধুরী কোন ধরনের নেতৃত্ব প্রদান করেন তা বর্ণনা করো।
ঘ. তপন চৌধুরী যে নেতৃত্ব প্রদান করেন তা প্রতিষ্ঠানের জন্য কতটা মঙ্গলজনক? মূল্যায়ন করো।

১৮। জনাব আশরাফ একজন সফল ব্যবসায়ী। তিনি তার ছেলে আরিফের ব্যবসায় করার আগ্রহ দেখে ঢাকার উত্তরায় কয়েকটি ঔষধের দোকানের পাশে একটি ফার্মেসির ব্যবস্থা করে দেন। ভবিষ্যতের কথা চিন্তা করে এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আরিফ তার ফার্মেসিতে ঔষধের পাশাপাশি কিছু প্রসাধনসামগ্রী এবং শিশুখাদ্য সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করেন। বিক্রয় বৃদ্ধির জন্য ২ জন অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ করেন। অল্পদিনের মধ্যে তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন।

ক. উদ্যোক্তা কোন কাজে ব্যর্থ হলে কী করেন?
খ. শাহেদা বেগম গৃহবধূ থেকে ব্যবসায়ী হলেন কীভাবে?
গ. আরিফের ব্যবসায়ী হওয়ার পেছনে উদ্যোক্তার কোন কোন বৈশিষ্ট্য ভূমিকা রেখেছে? বর্ণনা করো।
ঘ. ব্যবসায়ী হিসেবে আরিফের সফলতার কারণ বিশ্লেষণ করো।

১৯। আব্দুর রহমান কাছনা বাজারে একটি মনিহারি দোকান দিয়েছেন। তিনি শহর থেকে বিভিন্ন ধররে জিনিসপত্র ক্রয় করে এনে দোকানে বিক্রি করেন। এ কাজে সহায়তার জন্য তিনি একজন অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন। তিনি সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায় করেন বলে মাত্র কয়েক বছরেই বেশ উন্নতি করেছেন।

ক. খুচরা ব্যবসায় কী?
খ. সততা ও বিশ্বস্ততা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. বণ্টন প্রণালিতে আব্দুর রহমানের অবস্থান দেখাও।
ঘ. একজন মধ্যস্থব্যবসায়ী হিসেবে উদ্দীপকের আব্দুর রহমান যে সব কার্যক্রম সম্পাদন করেন, সেগুলো মূল্যায়ন করো।


২০। জনাব রায়হান একটি মৎস্য খামার প্রতিষ্ঠা করেন। আগে থেকে মৎস্য খামার সম্পর্কে জানা না থাকায় তিনি প্রথমদিকে লোকসানের সম্মুখীন হন। পরবর্তীতে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে নতুন উদ্যমে ব্যবসায় মনোনিবেশ করেন। বর্তমানে তিনি তিনটি মৎস্য খামারের মালিক। নিয়মিত ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মৎস্য রপ্তানি করেন।

ক. ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতার নাম কী?
খ. এক ধরনের উদ্যোক্তাকে কেন জন্মগত উদ্যোক্তা বলা হয়?
গ. ব্যবসায় সম্প্রসারণে জনাব রায়হানের মধ্যে কোন গুণটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রায়হানের ব্যবসায় সফলতার কারণ বিশ্লেষণ করো।

২১। উদ্যমী যুবক অপু সামান্য পুঁজি নিয়ে স্থানীয় বাজারে একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। ক্রেতার সাথে মার্জিত ব্যবহার, সত্যতা ও বিশ্বস্ততার জন্যই তিনি ব্যবসায় সফলতা ও সর্বোচ্চ মুনাফা অর্জনে সক্ষম হন। আর্থিক সংকটে তিনি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হন।

ক. কর অবকাশ কী?
খ. নারী শিল্পোদ্যোক্তা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের অপুর মধ্যে কোন ধরনের গুণ বিদ্যমান রয়েছে? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের অপুর আর্থিক সংকটে কোন ধরনের প্রতিষ্ঠানের সহায়তা প্রয়োজন? বিশ্লেষণ করো।

২২। আকাশ ও সালাম ৫ জন বন্ধু নিয়ে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করে। ব্যবসায়টি প্রথম দিকে ভালো মুনাফা অর্জন করে। কিছুদিন পর আকাশ নিজে একটি প্রতিষ্ঠান করতে চাওয়ায় তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এ অবস্থায় সালাম ব্যবসায়টি বিলোপের জন্য লিখিতপত্র প্রদান করেন। SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার

ক. কোন ধরনের ব্যবসায় সংগঠনের মুনাফার ১৫% সঞ্চয় তহবিলে জমা রাখতে হয়?
খ. রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের মূল উদ্দেশ্য কী?
গ. আকাশ ও তার বন্ধুদের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের তা বর্ণনা করো।
ঘ. আকাশদের ব্যবসায় সংগঠনটির ক্ষেত্রে কোন ধরনের বিলোপ সাধন ঘটবে তা বিশ্লেষণ করো।

২৩। জনাব রহমান একজন পাট ব্যবসায়ী। দীর্ঘদিন তিনি পাটের ব্যবসায় করে আসছেন। বিভিন্ন জায়গায় থেকে পাট সংগ্রহ করে গুদামজাতকরণ করে আসছেন। তার বন্ধুও পাটের ব্যবসায়ী। তিনি জনাব রহমানকে বিমা করার পরামর্শ দেন। বিমা করার কয়েক মাসের মধ্যে তার গুদামের পাট আগুনে পুড়ে যায়।

ক. পণ্যের মান নির্ধারণে সার্টিফিকেট প্রদান করেন কে?
খ. বিমা প্রিমিয়াম বলতে কী বোঝায়?
গ. জনাব রহমান কোন ধরনের বিমা করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. বিমা না করা থাকলে জনাব রহমান কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন বলে তুমি মনে করো তা বিশ্লেষণ করো।

২৪। জনাব বারেকের নারায়ণগঞ্জের পাগলা উপজেলা শহরে একটি মুরগির খামার আছে। তিনি তার এলাকার সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি তার খামারে উৎপাদিত ডিম পাগলা উপজেলা ছাড়াও নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করতে চান। কিন্তু পাগলা উপজেলার সাথে নারায়ণগঞ্জ সদরের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তিনি তা করতে পারছেন না। SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার

ক. উৎপাদনের বাহন কোনটি?
খ. ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা কোনটি? ব্যাখ্যা করো।
গ. জনাব বারেকের শিল্পটির ধরন বর্ণনা করো।
ঘ. কোন ব্যবস্থার অভাবে জনাব বারেক ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জন করতে পারছেন না? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

২৫। বড় রাস্তার পাশে ‘আদর স্টোর’ নামে নতুন একটি দোকান আছে। কিন্তু কোনো কারণে দোকানটির বিক্রি ভালো নয়। সম্প্রতি দোকানের মালিক তার দোকানের পরিচিতি, সেবার ধরন, পণ্যের মান ও বিভিন্ন প্রকার পণ্যের নাম লিখিত একটি মুদ্রিত কাগজ পত্রিকার হকারের মাধ্যমে এলাকার বাসায় বাসায় পৌছে দিলেন। কিছুদিন পর দেখা গেল তার দোকানে ক্রেতার সমাগম ও বিক্রির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

ক. বণ্টন প্রণালিতে সবশেষে কার অবস্থান?
খ. পর্যায়িতকরণ কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে আদর স্টোরের মালিক প্রচারের কোন মাধ্যমটি বেছে নিল? ব্যাখ্যা করো।
ঘ. ‘মালিকের গৃহীত পদক্ষেপ বিক্রয় বৃদ্ধির অন্যতম কৌশল’- মতামত দাও।

২৬। মাহি একটি নতুন ফ্যাক্টরি খুলতে চাচ্ছেন। তার বন্ধু আনিস তাকে বললেন, ব্যবসায় করতে হলে অবশ্যই ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এক্ষেত্রে তিনি ম্যাক্রোস্ক্রিনিং ও মাইক্রোস্ক্রিনিং সম্পর্কে আলোচনা করেন।

ক. চলতি মূলধন কী?
খ. ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি কী? ব্যাখ্যা করো।

গ. আনিস ম্যাক্রোস্ক্রিনিং সম্পর্কে যা বলেছেন ব্যাখ্যা করো।
ঘ. আনিসের মাইক্রোস্ক্রিনিং থেকে মাহি যে ধারণা লাভ করতে পারে তা মূল্যায়ন করো।

২৭। সামী বি.কম পাস করার পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবছিল। সে নিজ দেশেই কিছু করতে চায়। এজন্য সে হাঁস-মুরগি পালনের ওপর দু’মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। এতে তার মনোবল বেড়ে যায়। সে বাড়িতে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে নিজের চেষ্টায় আজ সে স্বাবলম্বী।

ক. দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক-যুবতী?
খ. আত্মকর্মসংস্থানের একটি বৈশিষ্ট্য বর্ণনা করো।
গ. সামীর হাঁস-মুরগির খামার কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো।
ঘ. স্বাবলম্বী হবার পেছনে কোন গুণটি সামীকে বেশি প্রভাবিত করেছে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।

২৮। আপন ছোটবেলা থেকেই ঝুঁকি সংক্রান্ত ও চ্যালেন্সমূলক কাজ করতে বেশ পছন্দ করতেন। তিনি পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ঘুরে টঙ্গীর বিসিক এলাকায় একটি উন্নতমানের রপ্তানিমুখী কারখানা স্থাপন করেন। এজন্য তিনি একটি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন।

ক. বিসিকের (BSCIC) পূর্ণরূপ কী?
খ. উদ্দীপনামূলক সহায়তা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. আপনের মতো উদ্যোক্তাদের উপরোক্ত সহায়তাদানে সরকারি কোন প্রতিষ্ঠান নিয়োজিত? বিশ্লেষণ করো।
ঘ. দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনে আপনের ভূমিকা মূল্যায়ন করো।

২৯। ইংল্যান্ড ফেরত জনাব রাজীব ৫০ কোটি টাকা প্রাথমিক পুঁজি এবং ৩০০ জনের অধিক শ্রমিক নিয়ে সিলেটে একটি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন। উক্ত কারখানা আধুনিকীকরণের লক্ষ্যে তিনি জাপান থেকে মেশিন আমদানি করে চা শিল্পকে আরও সমৃদ্ধ করেন। পরবর্তীকালে তিনি সঠিক উৎপাদন ব্যয় নির্ধারণ ও প্রতিযোগিতাপূর্ণ বিক্রয়মূল্য নির্ধারণ করে প্রচুর মুনাফা অর্জনে সক্ষম হন। SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার

ক. ব্যবসায় উদ্যোগের অন্যতম বাধা কোনটি?
খ. ‘জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হলো ব্যবসায়’- ব্যাখ্যা করো।
গ. জনাব রাজীবের শিল্পটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের শিল্পটি স্থাপনে প্রকল্প মূল্যায়নের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল? বিশ্লেষণ করো।

৩০। কোনো কাজই ছোট নয় তার অন্যতম প্রমাণ হান্নান। সে উচ্চ শিক্ষিত হয়েও তার এলাকায় ক্ষুদ্র পরিসরে নার্সারি ব্যবসায় শুরু করে। কয়েক বছর যাওয়ার পর দেখা যায় ধীরে ধীরে হান্নানের ব্যবসায় দ্রুত উন্নতি হচ্ছে। এর অন্যতম কারণ হান্নানের সাফল্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। বর্তমানে সে তার উৎপাদিত গাছের চারা সারা বাংলাদেশে সরবরাহ করার চিন্তা করছে।

ক. উদ্যোক্তা কোন কাজে বিশেষ আনন্দ পান?
খ. উদ্যোগ গ্রহণ কি সর্বদাই লাভজনক? ব্যাখ্যা করো।
গ. হান্নানের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো হান্নানের উদ্যোগটি দেশের শিক্ষিত যুবকদের জন্য অনুকরণীয় হতে পারে? মন্তব্য করো।

৩১। মি. অজয় নাথ একজন মাছ বিক্রেতা। ফরমালিন মিশিয়ে মাছ বিক্রির দায়ে তার ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং এক মাসের জন্য তার দোকান বন্ধ করে দেওয়া হয়। মি. অজয় নাথের এ অবস্থা দেখে অন্য মাছ আগ্রহী বিক্রেতারা সতর্ক হয়ে যায়। এতে ক্রেতারা নিশ্চিন্তে ঐ বাজারে পণ্য ক্রয় করতে পারে এবং ঐ বাজারে ক্রয়-বিক্রয় বৃদ্ধি পায়।

ক. কর্মসংস্থান সৃষ্টি ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?
খ. মূল্যবোধের স্বরূপ ব্যাখ্যা করো।
গ. মি. অজয় নাথের দোকান বন্ধ হওয়ার পেছনে কোনটি বিশেষভাবে দায়ী তা বর্ণনা করো।
ঘ. ঐ বাজারে গৃহীত পদক্ষেপ কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে? তোমার মতামত দাও।

৩২। কামাল টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে লক্ষ করছেন তাদের কিছু মেশিন আশানুরূপ সার্ভিস দিচ্ছে না। তাই তারা এগুলো মেরামতের সিদ্ধান্ত নিলেন। বিক্রয় মৌসুমে মেশিনগুলো মেরামতের কারণে উৎপাদন না দেয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা আশা করছে মেরামতের মাধ্যমে যন্ত্রগুলো আবার সচল হয়ে উঠবে এবং আগের মতো উৎপাদন শুরু করা যাবে।

ক. স্বল্পমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত?
খ. নির্দেশনা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. কামালের টেক্সটাইল পরিকল্পনায় যে ত্রুটি দেখা দেয় তা চিহ্নিত করো।
ঘ. মেরামতের মাধ্যমে মেশিনগুলো সচল হবে এবং উৎপাদন বাড়বে- বিশ্লেষণ করো।

৩৩। দিনাজপুরের জনাব শাহীন রেজা একজন বেকার যুবক। চাকরির সন্ধান না করেই লেখাপড়া শেষে স্বল্প পুঁজি নিয়ে একটি মুদির দোকান শুরু করেন। জনগণের ব্যাপক চাহিদার কথা ভেবে তিনি ব্যবসায়টিকে বড় করতে চাইলেন। এজন্য তিনি তার এক বন্ধুকে চুক্তির ভিত্তিতে ব্যবসায়ে সংযুক্ত করলেন।

ক. আধুনিক যুগের ব্যবসায় কোনটি?
খ. উৎপাদনের বাহন কোনটি? ব্যাখ্যা করো।
গ. জনাব শামীম রেজার প্রথম ব্যবসায়টি মালিকানা ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. জনাব শামীম রেজার ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো।


এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার ২০২৫ | SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার ২০২৫ PDF Download

এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার ২০২৫ | SSC ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার ২০২৫ PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top