SSC ব্যবসায় উদ্যোগ সাজেশন

এসএসসি ব্যবসায় উদ্যোগ শর্ট সাজেশন ২০২৫ | PDF Download

Advertisements

SSC ব্যবসায় উদ্যোগ সাজেশন PDF Download । শিক্ষার্থীরা তোমাদের পরিক্ষা খুব নিকটে এসে গেছে, তাই তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম SSC ব্যবসায় উদ্যোগ শর্ট সাজেশন ২০২৫। এই সাজেশনটি বিগত সালের বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নগুলো বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে ।।

SSC ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২৫ PDF




১ম অধ্যায়: ব্যবসায় পরিচিতি


১। ব্যবসায়ের ধারনা, উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা ব্যাখ্যা করতে পারবে *
২। ব্যাবসায়ের পরিধি ও বৈশিষ্ট্য ব্যখ্যা করতে পারবে *
৩। ব্যাবসায়ের প্রকারভেদ ব্যখ্যা করতে পারবে *
৪। ব্যাবসায়ের গুরুত্ব ব্যখ্যা করতে পারবে ***
৫। শিল্পের ধারনা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে *****
৬। বাণিজ্যের ধারনা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে ****
৭। সেবার ধারনা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে ***
৮। ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করতে পারবে *****

২য় অধ্যায়: ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা

১। উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারনা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে ***
২। উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে *
৩। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি বর্ণনা করতে পারবে **
৪। একজন সফল উদ্যোক্তার গুণাবলি শনাক্ত করতে পারবে *****
৫। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে ****
৬। ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে *
৭। ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বর্ণনা করতে পারবে ****
৮। বাংলাাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের পথে বাধাসমূহ চিহ্নিত করতে পারবে ***
৯। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের পথে বাধাসমূহ দূরীকরনে করণীয়গুলো শণাক্ত করতে পারবে *

৩য় অধ্যায়: আত্নকর্মসংস্থান – SSC ব্যবসায় উদ্যোগ সাজেশন

১। আত্মকর্মসংস্থানের ধারনা ব্যাখ্যা করতে পারবে *****
২। আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে ****
৩। আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে ****
৪। বাংলােেদশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে ***
৫। আত্মকর্মসংস্থানে সহায়তাকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে ***
৬। আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের উপায় বর্ণনা করতে পারবে ***


৪র্থ অধ্যায়: মালিকানার ভিত্তিতে ব্যবসায়


১। ব্যবসায়ের বিভিন্ন প্রকারভেদ ও আইনগত বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে
২। একমালিকানা ব্যবসায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধা ব্যাখ্যা করতে পারবে *****
৩। একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ ও জনপ্রিয়তার কারণগুলো ব্যাখ্যা করতে পারবে ***
৪। অংশীদারি ব্যবসায়ের ধারণা, বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধা ব্যাখ্যা করতে পারবে *****
৫। অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালি ব্যাখ্যা করতে পারবে **
৬। অংশীদারি ব্যবসায়ে চুক্তিপত্রের বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবে
৭। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন ও এর সুবিধা ব্যাখ্যা করতে পারবে ***
৮। অংশীদারদের প্রকারভেদ উল্লেখ করতে পারবে ****

৯। অংশীদারি ব্যবসায় ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে ****
১০। যৌথ মূলধনী ব্যবসায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধা বর্ণনা করতে পারবে ****
১১ । যৌথ মূলধনী ব্যবসায়ের গঠন প্রণালি ব্যাখ্যা করতে পারবে *
১২। পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে *
১৩। সমবায় সমিতির ধারণা, বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে *
১৪। সমবায় সমিতির গঠন ও নীতিমালা ব্যাখ্যা করতে পারবে ****
১৫। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সমবায় সমিতির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে **
১৬। রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা ও বৈশিষ্ট্য ও বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় বর্ণনা করতে পারবে *

৫ম অধ্যায়: ব্যবসায় দের আইনগত দিক

১। ব্যবসায়ের আইনগত দিকের ধারণা ব্যাখ্যা করতে পারবে
২। লাইসেন্সের ধারণা ও এটি পাওয়ার উপায় বর্ণনা করতে পারবে
৩। ফ্রানসাইজের ধারণা ও এটি পাওয়ার উপায় বর্ণনা করতে পারবে ****
৪। পেটেন্টের ধারণা, নিবন্ধনকরণ ও সুবিধাবলি বর্ণনা করতে পারবে ****
৫। ট্রেডমার্কের ধারণা ও ধরন ব্যাখ্যা করতে পারবে *****
৬। ট্রেডমার্ক নিবন্ধন করার পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারবে ***
৭। কপিরাইটের ধারণা ও নিবন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা করতে’ পারবে ****
৮। কপিরাইট নিবন্ধন করার সুবিধা বর্ণনা করতে পারবে ***
৯। BSTI-এর ধারণা ব্যাখ্যা করতে পারবে **
১০। বিমার ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে ****
১১। বিমার প্রকারভেদ ও বিমা করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে *****

Advertisements


আরো পড়ুন:




৬ষ্ঠ অধ্যায়: ব্যবসায়ের পরিকল্পনা

১। ব্যবসায় পরিকল্পনার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে ****
২। ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে *****
৩। প্রকল্প পরিকল্পনার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে ****
৪। প্রকল্প প্রণয়নের ধাপগুলো বর্ণনা করতে পারবে **
৫। ব্যবসায় উদ্যোগ গ্রহণের বাছাই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সঠিক ব্যবসায়টি নির্বাচন করতে পারবে *
৬। প্রকল্প পরিকল্পনার কাঠামো ছক তৈরি করতে পারবে ****
৭। আত্ম-বিশ্লেষণের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে
৮। আত্ম-বিশ্লেষণ পদ্ধতিটি ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারবে

৭ম অধ্যায়: বাংলাদেশের শিল্প – SSC ব্যবসায় উদ্যোগ সাজেশন

১। কুটির শিল্পের ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে *****
২। বাংলাদেশের কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে
৩। বাংলাদেশের প্রেক্ষাপটে কুটির শিল্পের উন্নয়নের পথে বাধাগুলো শনাক্ত করতে পারবে *
৪। কুটির শিল্প বিকাশের জন্য করণীয় চিহ্নিত করতে পারবে **
৫। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে *****
৬। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে *
৭। আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্র চিহ্নিত করতে পারবে *
৮। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যাগুলো শনাক্ত করতে পারবে
৯। বৃহৎ শিল্পের ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে **
১০। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় বৃহৎ শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করেতে পারবে

৮ম অধ্যায়: ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা

১। ব্যবস্থাপনার ধারণা ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে *****
২। পরিকল্পনার ধারণা ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে *
৩। সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে সৃজনশীল **
৪। নেতৃত্বের ধারণা ও প্রকারভেদগুলো বর্ণনা করতে পারবে *****
৫। আদর্শ নেতার গুণাবলি চিহ্নিত করতে পারবে ****
৬। ব্যবসায় অর্থায়নের ধারণা ও উৎসগুলো বর্ণনা করতে পারবে ****

৯ম অধ্যায়: বিপণন
SSC ব্যবসায় উদ্যোগ সাজেশন
১। বিপণনের ধারণা বর্ণনা করতে পারবে
২। বিপণনের কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে *****
৩। বণ্টন প্রণালি ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে ****
৪। বিভিন্ন পণ্যের বিপণন পদ্ধতি বর্ণনা করতে পারবে ***
৫। বিজ্ঞাপনের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে **
৬। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে ****
৭। বিক্রয়িকতার ধারণা ও আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি বর্ণনা করতে পারবে *****

১০ম অধ্যায়: ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা

১। সহায়ক সেবার ধারণা ব্যাখ্যা করতে পারবে *****
২। বাংলাদেশে ব্যবসায়ের সহায়ক সেবার ধরন ও উৎসগুলোর নাম বলতে পারবে *****
৩। শিল্পনীতিতে উল্লিখিত সহায়তার ধরনগুলো বর্ণনা করতে পারবে *****
৪। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারবে **
৫। বাণিজ্যিক ব্যাংকসমূহের প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারবে ****
৬। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারবে **

১১ অধ্যায়: ব্যবসায়ের নৈতিকতা ো সামাজিক দায়বদ্ধতা

১। ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে *****
২। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ধারণা ব্যাখ্যা করতে পারবে *****
৩। রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে *****
৪। ব্যবসায়ের কারণে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ ও ভূমি দূষণের বৈশিষ্ট্য ও প্রভাব বিশ্লেষণ করতে পারবে *
৫। পরিবেশ দূষণরোধে ব্যবসায়িক দায়বদ্ধতাগুলো চিহ্নিত করতে পারবে ***
৬। বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক উন্নয়ন কার্যক্রম বর্ণনা করতে পারবে **


এসএসসি ব্যবসায় উদ্যোগ শর্ট সাজেশন ২০২৫ | SSC ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২৫ PDF Download

এসএসসি ব্যবসায় উদ্যোগ টেকনিক ইজি এডুকেশন সাজেশন ২০২৫ পিডিএফ ডাউনলোড | Technique Easy Education Suggestion 2025 PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top