এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট

এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ PDF

Advertisements

এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ পিডিএফ ডাউনলোড: আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে আমাদের তৈরি করা এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট। এই মডেল টেস্টে তোমরা নিজেরা পরিক্ষা দেও, তারপর উত্তরপত্র দেখে মিলিয়ে নিও। তাহলে চলো, শুরু করি।


এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট ২০২৫

সৃজনশীল অংশ (এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট)

১. নিচের চিত্রগুলো লক্ষ্য কর:

এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট q-1

ক. ভিনেগার কাকে বলে?
খ. ফল পাকানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ কীভাবে স্বাস্থ্যের ক্ষতি করে- ব্যাখ্যা কর।
গ. একজন পূর্ণবয়স্ক পুরুষের জন্য গ্রহণের পুষ্টিগত গুরুত্ব বর্ণনা কর।
ঘ. বর্তমান প্রজন্মের উঠতি বয়সের ছেলেমেয়েদের জন্য চিত্র y এর ক্ষতিকর দিক-বিশ্লেষণ কর।

২. নিচের চিত্রটি লক্ষ্য কর:

Advertisements
এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট q-2

ক. রামসার কনভেনশন কী?
খ. পানি কোন ধরনের অধিকার- ব্যাখ্যা কর।
গ. মিঠা পানি উদ্দীপকে চিত্রিত বিষয় দ্বারা কীভাবে মিঠা পানি ক্ষতিগ্রস্ত হতে পারে- ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রের প্রভাব বিশ্লেষণ কর।

৩। দেহের একটি অঙ্গ যা সংবহনতন্ত্রের অন্তর্গত এক ধরনের পাম্প। অঙ্গটি আন্তকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষয়ধর্মী তরল যোজক টিস্যু-পরিবহন করে।

ক. সেরিব্রাল থ্রম্বোসিস কাকে বলে?
খ. থ্যালাসেমিয়া কী? ব্যাখ্যা কর।
গ. উল্লেখিত তরল পদার্থের শ্রেণিবিভাগের গুরুত্ব এবং নীতি বর্ণনা কর।
ঘ. অঙ্গটির চিহ্নিত চিত্র আঁক এবং উল্লিখিত তরলের গতিপথ বর্ণনা কর।

৪। রিনতি কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায়না। চোখের এ ধরনের ত্রুটির জন্য ডাক্তার একাধিক কারণের কথা বললেন। প্রতিকার হিসেবে রিনতিকে চশমা দিলেন এবং চোখ ভালো রাখার উপায় হিসেবে পরামর্শ দিলেন।

ক. আলোর প্রতিসরণ কাকে বলে?
খ. লেন্সের ক্ষমতা ২D বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. রেখাচিত্রের মাধ্যমে রিনতির সমস্যার কারণ ও প্রতিকার বর্ণনা কর।
ঘ. ডাক্তারের পরামর্শ মূল্যায়ন কর।

৫। A: এক ধরনের পলিমার যা প্রকৃতিতে পাওয়া যায় না, শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করতে হয়। বাজারের ব্যাগ অথবা প্যাকেটের মোড়ক হিসেবে এবং রেফ্রিজারেটরে মাছ, মাংস প্যাকেট করতে প্রচুর ব্যবহার করা হয়।
B: পরিবেশ অধিদপ্তর বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে “Single use plastic free school” ঘোষণা করছে। এ উদ্দেশ্যে ১’ লা জুলাই’ ২০২৪ বিদ্যালয় অডিটোরিয়ামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ক. ‘ফ্লিস উল’ কাকে বলে?
খ. রাবারের প্রলেপ দেওয়া বস্তু ক্ষয়প্রাপ্ত হয় কিনা? ব্যাখ্যা কর।
গ. মূল্যনীতি সহ A এর উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. “পরিচ্ছন্ন শহর- বরিশাল” গড়তে এ উদ্যোগ কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে কর- বিশ্লেষণ কর।

৬।

ক. শেভিং ফোম এর রাসায়নিক সংকেত লিখ।
খ. নির্দেশকের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. কৃষিতে ও শিল্প কারখানায় R এর কী ধরনের ব্যবহার রয়েছে-বর্ণনা কর।
ঘ. P ও Q এর মধ্যে কোনটি ব্যবহারে অধিক সাবধানতা অবলম্বন করতে হয়- বিশ্লেষণ কর।

৭। বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায় প্রতি বছরই খরা হয়ে থাকে। তবে এবার সারা বাংলাদেশেই খরার প্রকোপ অনেক বেশি ছিল। আগস্টে দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তবের ৮-১২টি জেলা বন্যার কবলে পড়ে কৃষি দ্রব্য, জানমালসহ ব্যাপকভাবে আর্থিক সামাজিক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক. ভূমিকম্প কাকে বলে?
খ. সাইক্লোন কী? ব্যাখ্যা কর।
গ. প্রথমে উল্লেখিত দুর্যোগের কারণ কী কী হতে পারে- বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দুর্যোগগুলো কীভাবে মোকাবেলা করা যায় বিশ্লেষণ কর।

৮। আরোহীসহ একটি মটর সাইকেলের ভর ২৫০ কেজি। ১০ মি/সে’ ত্বরণে সামনে চলা শুরু করলে পিছনে থাকা আরোহী পিছনের দিকে ঝুঁকে পড়ে এবং কিছুক্ষণ পর ব্রেক কষলে আরোহী আবার সামনের দিকে ঝুঁকে পড়ে।

ক. মহাকর্ষ বল কাকে বলে?
খ. শক্ত মাটি এবং বালি এ দুটোর মধ্যে কোনটিতে হাঁটা সুবিধাজনক ব্যাখ্যা কর।
গ. মটর সাইকেলের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।
ঘ. আরোহীর বিভিন্ন দিকে ঝুঁকে পড়ার কারণ বিশ্লেষণ কর।

৯।

ক. ক্রোমাটিড কাকে বলে?
খ. ডাউন’স সিনড্রোম কী? ব্যাখ্যা কর।
গ. A এর রাসায়নিক গঠন বর্ণনা কর।
ঘ. উপরের উদ্দীপকের মাধ্যমে কীভাবে বংশগতির বৈশিষ্ট্য পরবর্তী বংশে সঞ্চালিত হয় বিশ্লেষণ কর।

১০। সুমি ১০০ ওয়াটের একটি বাতি দৈনিক ১২ ঘন্টা জ্বালায়। অপরদিকে রুবি ৬০ ওয়াটের একটি সাধারণ বাতি এবং রেজা ২০ ওয়াটের একটি এনার্জি বাতি উভয়ে দৈনিক ৭ ঘণ্টা করে ১ মাস চালায়। প্রতি ইউনিট বিদ্যুৎশক্তির মূল্য ৭.০০ টাকা।

ক. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
খ. বর্তনীতে ফিউজ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. সুমির ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ নির্ণয় কর। (কিলোওয়াট ঘণ্টা এককে)।
ঘ. আর্থিক বিবেচনায় কবি ও রেজার মধ্যে কে মিতব্যয়ী? গাণিতিক বিশ্লেষণ দেখাও।

১১। রিমন স্ত্রী লিসাকে নিয়ে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় ড্রাইভার হাতের হাড়ে এবং রিমন মাথায় আঘাত প্রাপ্ত হন। রিমন ছিল ৭ মাসের গর্ভবতী। ডাক্তারের কাছে গেলে তিনজনকে সমস্যা চিহ্নিত করার জন্য আলাদা আলাদা পরীক্ষা করাতে বলেন।

ক. যোগাযোগ কাকে বলে?
খ. কোন ধরনের সিগন্যালে গুণগত মান অবিকৃত থাকে এবং কেন-ব্যাখ্যা কর।
গ. ড্রাইভারের হাতের পরীক্ষা-নিরীক্ষার পদ্ধতির কার্যপ্রণালি ব্যাখ্যা কর।
ঘ. রিমন এবং লিসার সমস্যা চিহ্নিতকরণের মধ্যে কোনটি বেশি নিরাপদ- বিশ্লেষণ কর।

বহুনির্বাচনী অংশ (এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট)

নিচের চিত্রের আলোকে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:

১. A চিহ্নিত অংশটির নাম কী?

K ক্যালসিয়াম
L ফসফেট
M রাইবোজ
N ম্যাগনেসিয়াম

২. চিত্রটির B চিহ্নিত স্থানে থাকতে পারে

i. এডেনিন
ii. গুয়ানিন
iii. থাইমিন

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

৩. সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?

K ভিটামিন
L শর্করা
M প্রোটিন
N লিপিড

  1. কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

K ০° সেলসিয়াস
L ৪° সেলসিয়াস
M ৭° সেলসিয়াস
N ১০° সেলসিয়াস

৫. অ্যান্টি Rh ফ্যাক্টরের প্রভাবে নব জাতকের কোন রোগ হয়?

K নিউমোনিয়া
L ডায়রিয়া
M যক্ষ্মা
N জন্ডিস

৬. ৭ বছরের একটি মেয়েকে কী বলে?

K শিশু
L কিশোরী
M বালিকা
N যুবতী


আরো পড়ুন:


৭. ঘন মাধ্যমে আলোর বেগ কী হয়?

K কমে যায়
L বেড়ে যায়
M স্থির থাকে
N হারিয়ে যায়

৮. নিচের কোন লবণটি না? পানিতে দ্রবীভূত হয়

K ক্যালসিয়াম ক্লোরাইড
L সোডিয়াম ক্লোরাইড
M ম্যাগনেসিয়াম ক্লোরাইড
N ক্যালসিয়াম কার্বনেট

৯. মিথাইল অরেঞ্জ এর মধ্যে ক্ষার যোগ করলে কোন বর্ণ ধারণ করে?

K গোলাপী
L হলুদ
M নীল
N আসমানী
১০. ঘূর্ণিঝড়ের মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়-

i. সিলভার আয়োডাইড
ii. তেল
iii. রাসায়নিক দ্রব্য

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

১১. ১টি বস্তুর ভরবেগ ২০ কেজি মি/সে.। বেগ যদি ২ মি/সে হয় তবে বস্তুটির ভর কত?

K ১০ গ্রাম
L ১০০ গ্রাম
M ১০০০ গ্রাম
N ১০০০০ গ্রাম

১২. যখন ২টি জিনের ১টি প্রকট অপরটি প্রচ্ছন্ন হয় তখন সেটি-

K প্রকট
L প্রচ্ছন্ন
M হোমোজাইগাস
N হেটারোজাইগাস

১৩. তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?

K অপর্যাপ্ত উৎপাদন
L সরবরাহ পদ্ধতির ত্রুটি
M তড়িতের অপচয়
N লোডশেডিং

১৪. কোনটির সাহায্যে এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করা যায়?

K টেলিফোন
L কম্পিউটার
M মডেম
N রেডিও

১৫. নিচের কোনটি আউটপুট ডিভাইস?

K স্ক্যানার
L মাউস
M কীবোর্ড
N প্রিন্টার

১৬. কোনটি লবণ?

K NH4OH
L HCI
M NH4C1
N Na2O

১৭. জৈব সার তৈরিতে ব্যবহারিক অণুজীব হচ্ছে-

i. ব্যাকটেরিয়া
ii. ছত্রাক
iii. নীলাভ সবুজ শৈবাল

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

১৮. কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে?

K মানবদেহ
L শুষ্ক প্লাস্টিকের জুতা
M শুকনো কাঠ
N রাবার

১৯. প্রেরক ও গ্রাহক থাকতে হবে কোনটির জন্য?

K ফিডব্যাক
L যোগাযোগ
M ঘড়ি
N সবগুলো

২০. অস্ত্রোপচার না করে দেখার যন্ত্র কোনটি? অভ্যন্তরের অঙ্গপ্রত্যঙ্গ

K মাইস্কোপ
L এন্ডোস্কোপি
M পেরিস্কোপ
N এম আর আই

২১. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে কতটুকু বেড়েছে?

K প্রায় ০.৭১° সে
L প্রায় ০.৭২° সে.
M প্রায় ০.৭৩° সে.
N প্রায় ০.৭৪° সে.

২২. অস্থি ও দাঁতের গঠন শক্ত রাখতে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?

K ক্যালসিয়াম
L ম্যাগনেসিয়াম
M লৌহ
N ফসফরাস

২৩. পানির pH 7 বলতে বুঝায়-

K উক্ত পানি নিরপেক্ষ প্রকৃতির
L এসিডিক প্রকৃতির
M ক্ষারীয় প্রকৃতির
N মিঠা প্রকৃতির

২৪.A+ রক্ত গ্রুপের কোনো ব্যক্তি নিচের কোন গ্রুপের রক্ত নিতে পারবে?

i. A+
ii. B+
iii. O+

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

২৫.প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-

i. অক্সিজেন
ii. হাইড্রোজেন
iii. নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

২৬. গাড়ি পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হয়?

K একটি
L দুটি
M তিনটি
N চারটি

২৭.প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত ও দীর্ঘ কোনটি?

K পশম
L রেশম
M নাইলন
N রেয়ন

২৮. ফিউজ হলো-

i. টিন ও সীসার সঙ্কর ধাতু
ii. চীনামাটির হোল্ডারে সংযুক্ত তার
iii. কম গলনাঙ্কের ধাতব তার

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

২৯. মাসরুপ এ কোন তেজস্ক্রিয় পদার্থ সবচেয়ে বেশি থাকে?

K রেডিয়াম
L ইউরেনিয়াম
M সিজিয়াম
N থোরিয়াম

৩০. প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে-এটি কার উক্তি?

K গ্যালিলিও
L আইনস্টাইন
M স্যার আইজ্যাক নিউটন
N পিথাগোরাস


এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ | SSC General Science model test 2025 question with answer pdf download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top