SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট ২০২৫ উত্তরসহ পিডিএফ ডাউনলোড: আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এসএসসি নতুন সিলেবাসের আলোকে SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট । এই মডেল টেস্ট পরিক্ষা দিয়ে নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করে প্রস্তুতি নেও। আমরা এই মডেল টেস্ট বোর্ড পরিক্ষার অনুরূপ করে তৈরি করেছি, এখানে সৃজনশীল প্রশ্ন ৭০ নম্বর ও বহুনির্বাচনী প্রশ্ন ৩০ নম্বর। তাহলে চলো, শুরু করি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট ২০২৫
সৃজনশীল অংশ (SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট)
১। দৃশ্যকল্প- ১: গত শতাব্দী চল্লিশের দশকে ‘A’ ও ‘B’ অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। ‘A’ অঞ্চল ‘B’ অঞ্চলকে করায়ত্ত করতে সর্বপ্রথম সংস্কৃতি বৈষম্য সৃষ্টি করে। ‘B’ অঞ্চল এর প্রতিবাদ করে। এর ফলে মায়ের মুখের ভাষা প্রতিষ্ঠিত হয়।
দৃশ্যকল্প-২: ‘B’ অঞ্চলের জনগণ সংস্কৃতি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে। এ ঐক্যই পরবর্তীতে জনশক্তিতে পরিণত হয়।
ক. কাকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়?
খ. ‘মৌলিক গণতন্ত্র’ বলতে কী বোঝায়?
গ. ‘B’ অঞ্চলের বুদ্ধিজীবীরা কীভাবে সংস্কৃতি বৈষম্য প্রতিবাদ করেন? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২: সত্তরের দশকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।
২। উদ্দীপক-১: সৌরপরিবারের ‘A’ একটি জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্কে অক্সিজেন নেই। এখানে এসিড বৃষ্টি হয়।
উদ্দীপক-২: সৌরপরিবারের ‘B’ জ্যোতিষ্কে ব্যবহার উপযোগী অক্সিজেন রয়েছে। এর একটি উপগ্রহ রয়েছে।
ক. বায়ুমণ্ডল কাকে বলে?
খ. প্রমাণ সময় বলতে কী বোঝায়?
গ. ‘A’ সৌরপরিবারের কোন জ্যোতিষ্ককে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. ‘B’ একটি আদর্শ জ্যোতিষ্ক ‘তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
৩। দৃশ্যপট-১: নাজমুল গত বছর পাহাড় দেখার জন্য বাংলাদেশের কয়েকটি জেলা ভ্রমণ করে। সে সেখানকার দৃশ্য দেখে বিমোহিত হয়। সে একটি পাহাড় আরোহণ করে তার উচ্চতা ৯১৫ মিটার। দৃশ্যপট-২: সেলিম বাংলাদেশের দক্ষিণে বরিশাল বিভাগের কয়েকটি জেলা ভ্রমণ করেন। সেলিম লক্ষ করল তার ভ্রমণকৃত অঞ্চলটি শস্য উৎপাদনের সহায়ক।
ক. জলবায়ু কাকে বলে?
খ. বাংলাদেশের ভূমিকম্প বলয় বলতে কী বোঝায়?
গ. নাজমুলের দেখা স্থানগুলো বাংলাদেশের ভূপ্রকৃতির কোন শ্রেণির অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যপট-২: ভূপ্রকৃতির যে অঞ্চল নির্দেশ করে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
৪। উদ্দীপক-১: ‘A’ নামক একটি নদী বাংলাদেশ ও ভারতে ভিন্ন ভিন্ন নামে পরিচিত।
উদ্দীপক-২: বাংলাদেশের একটি অঞ্চলের বনভূমি সারা বছর সবুজ থাকে। এখানে নানা প্রজাতির গাছপালা রয়েছে।
ক. জলবিদ্যুৎ কাকে বলে?
খ. বাংলাদেশ সহজে সৌরশক্তি পেয়ে থাকে কেন?
গ. উদ্দীপক-১ বাংলাদেশের কোন নদীকে নির্দেশ করে তার গতিপথ ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপক-২ এ উল্লিখিত বনাঞ্চলটি বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।”- বাংলাদেশের প্রেক্ষিতে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
৫। ঘটনা-১: ‘A’ রাষ্ট্র সীমান্ত রক্ষায় এবং চোরাচালানী বন্ধের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে শক্তিশালী করে। ঘটনা-২: ‘B’ রাষ্ট্রে আধুনিক যোগাযোগ ব্যবস্থার জন্য মেট্রোরেল চালু করে। দেশটি স্বকর্মসংস্থান সৃষ্টির জন্য বেকার যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
ক. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
খ. সার্বভৌমত্বকে রাষ্ট্রের মুখ্য উপাদান বলা হয় কেন?
গ. ‘A’ রাষ্ট্রের কাজটি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলির অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, ‘B’ রাষ্ট্রের কার্যাবলি জনকল্যাণমূলক?” তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।
৬। উদ্দীপক-১: জনাব ‘ক’ গ্রাম এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তার নির্বাচনি এলাকার সদস্য সংখ্যা ১৩ জন।
উদ্দীপক-২: জনাব ‘খ’ শহর এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি। শহর এলাকার জনপ্রতিনিধির সংখ্যা নির্ভর করে এলাকার আকার ও জনসংখ্যার ওপর।
ক. সংবিধান অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রের প্রধান কে?
খ. প্রধানমন্ত্রীকে জাতির মুখপাত্র বলা হয় কেন?
গ. জনাব ‘ক’ কোন স্থানীয় স্বায়ত্তশাসনের সদস্য? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘ক’ ও ‘খ’-এর কাজের পরিধি ও স্থানের মধ্যে কি পার্থক্য রয়েছে? তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।
৭। দৃশ্যকল্প-১: ‘A’ একটি সংস্থা। এ সংস্থাটি ভোটার তালিকা প্রণয়ন ও তত্ত্বাবধান করে। এছাড়া এ সংস্থাটি আরও অনেক কাজ করে থাকে। SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
দৃশ্যকল্প-২: ‘B’ নামক ব্যক্তি পেয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সময় ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ব্যালট বাক্স নষ্ট করে ফেলে। এর ফলে কর্তৃপক্ষ তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
ক. রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের রাজনৈতিক দল সম্পর্কিত সংজ্ঞাটি লেখ।
খ. প্রত্যক্ষ নির্বাচন বলতে কী বোঝায়?
গ. ‘A’ দ্বারা বাংলাদেশের কোন সংবিধানিক প্রতিষ্ঠানকে বলা হয়েছে তার গঠন ব্যাখ্যা কর।
ঘ. “সুষ্ঠু নির্বাচনের জন্য দৃশ্যকল্প-২ এ উল্লিখিত শাস্তি যথার্থ।” বিশ্লেষণ কর।
৮। উদ্দীপক-১: গত শতাব্দীর ত্রিশ ও চল্লিশের দশকে বিশ্বব্যাপী এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধকে কেন্দ্র করে ‘A’ নামক একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে ওঠে। উদ্দীপক-২: ‘A’ সংস্থাটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ এ সংস্থাটির সদস্য হয়ে আফ্রিকার দেশ সিয়রালিওনে কাজ করে অনেক সুনাম অর্জন করে।
ক. অছি পরিষদ কী?
খ. সাধারণ পরিষদকে ‘বিতর্কসভা’ বলা হয় কেন?
গ. ‘A’ দ্বারা যে সংস্থাটিকে ইঙ্গিত করে তার সৃষ্টির পটভূমি ব্যাখ্যা কর।
ঘ. ‘A’ সংস্থার সদস্য হয়ে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।
৯। দৃশ্যকল্প-১: জামাল সাহেবের ফার্নিচারের কারখানা রয়েছে। তিনি বিভিন্ন এলাকা থেকে কাঠ সংগ্রহ করেন। তার কারখানায় উৎপাদিত ফার্নিচার বিক্রয়ের জন্য বিভিন্ন শোরুমে পাঠান। দৃশ্যকল্প- ২: জামাল সাহেব তার কারখানার আয় থেকে শ্রমিকের মজুরি এবং সরকারকে খাজনা দেন।
ক. প্রকৃত অর্থে সম্পদ কাকে বলে?
খ. ভোক্তার স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ. জামাল সাহেব তার কারখানায় দ্রব্য উৎপাদনের জন্য যে সকল অর্থনৈতিক প্রক্রিয়া বা ধাপ অনুসরণ করেছেন তা ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর মাধ্যমে সমাজের অভাব পূরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলি সম্পাদিত হয়েছে- বিশ্লেষণ কর।
১০। উদ্দীপক-১: ‘A’ রাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল। এ রাষ্ট্রের সরকার সকল জনগণের আবাসন, স্বাস্থ্য সেবাসহ ইত্যাদি সুবিধা নিশ্চিত করে। উদ্দীপক ২: ‘B’ রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের সম্পদ যথার্থভাবে ব্যবহার করতে পারছে না। এ রাষ্ট্রের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। অধিকাংশ জনগণের হাতে কাজ নেই।
ক. GNI-এর পূর্ণরূপ লেখ।
খ. মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
গ. উন্নয়নের মাত্রার ভিত্তিতে ‘A’ রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র? ব্যাখ্যা কর।
ঘ. ‘B’ রাষ্ট্রের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? বিশ্লেষণ কর।
১১। দৃশ্যপট-১: কামাল বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় একটি নতুন বাসায় বসবাস শুরু করেন। সেখানে তারা সুখী জীবনযাপন করছে। দৃশ্যপট-২: শফিক এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সে সবসময় সত্য কথা বলে। সে সবার সাথে হাসিমুখে কথা বলে। এসব গুণাবলি সে তার পরিবার থেকে অর্জন করেছে।
ক. সামাজিকীকরণ কী?
খ. সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ. কামালের পরিবার কোন প্রকারের পরিবারের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. শফিককে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার পরিবার যে কাজ করেছে তাই পরিবারের একমাত্র কাজ।”- তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
বহুনির্বাচনী অংশ (SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট)
১. রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়?
ক জনসমষ্টি
খ) নির্দিষ্ট ভূখণ্ড
গ) সরকার
ঘ) সার্বভৌমত্ব
২. কার পিতার প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন?
ক) সালাম
খ) শফিউর
গ) বরকত
ঘ) রফিক
৩. টাইটানিয়া কোন গ্রহের উপগ্রহ?
ক) শনি
খ) ইউরেনাস
গ) বৃহস্পতি
ঘ) নেপচুন
আরো পড়ুন:
- এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট
- SSC English 2nd Paper Model Test 02
- SSC English 2nd Paper Model Test 01
- SSC English 1st Paper Model Test 02
৪. বাংলাদেশের যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ-
i. অর্থনৈতিক অসচ্ছলতা
ii. অন্যত্র কর্মসংস্থানের সুযোগ
iii. অজ্ঞতা ও নিরক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক) iও ii খ) i, ii ও iii গ) ii,iii ঘ) I,iii
৫. জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে-
i. নির্বাচনে অংশগ্রহণ করে
ii. ভোট দানের মাধ্যমে
iii. ব্যক্তি স্বার্থ অক্ষুণ্ণ রেখে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) I,iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬. আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন?
ক) ১৯৬৯
খ) ১৯৬২
গ) ১৯৬৬
ঘ) ১৯৫৮
৭. গড় হিসেবে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
ক) মার্চ
(খ) এপ্রিল
গ) মে
ঘ) জুন
৮. ময়মনসিংহ ‘সিসমিক রিস্ক জোন’-এর কোন বলয়ে অবস্থান করছে?
ক) প্রলয়ংকারী
খ) বিপজ্জনক
গ) লঘু
ঘ ডেঞ্জার
৯. তিস্তা কোন নদীর উপনদী?
ক) যমুনা
খ) বুড়িগঙ্গা
গ) ব্রহ্মপুত্র
ঘ) ধলেশ্বরী
১০. শাল বৃক্ষের বৈশিষ্ট্য হলো-
i. ঋতুভেদে সকল পাতা ঝড়ে পড়ে
ii. গাজীপুর, টাঙ্গাইল, জেলায় জন্মে
iii. ইহা ভাওয়ালের বনভূমি নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
ক) iও ii খ) iও iii গ) i, ii ও iii ঘ) ii,iii
১১. বাংলাদেশ কোন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী সমাদৃত?
ক) শান্তি রক্ষা মিশন
(খ) নারী অধিকার রক্ষা
গ) শ্রমিক অধিকার রক্ষা
ঘ) বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
১২. কৃষি ক্ষেত্রের উন্নয়নে একটি বড় বাধা কোনটি?
ক) প্রাকৃতিক দুর্যোগ
খ) অবকাঠামোগত দুর্বলতা
গ) অর্থনৈতিকত অনগ্রসরতা
ঘ উপনিবেশিক শাসন
১৩. বাঙালি জাতিয়তাবাদ বিকাশের মূল ভিত্তি কী?
ক) ছয় দফা আন্দোলন
খ) গণঅভ্যুত্থান
গ) সত্তরের নির্বাচন
ঘ) ভাষা আন্দোলন
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ‘X’ একজন শিল্পপতি। তার উদ্দেশ্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করা। দেশীয় বিভিন্ন উৎসবে তৈরি পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায়, তিনি একটি গার্মেন্টস কোম্পানির স্থাপনের সিদ্ধান্ত নেন।
১৪.জনাব ‘X’-এর কাজটি কোন অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্গত?
ক) ধনতান্ত্রিক
খ) সমাজতান্ত্রিক
গ) মিশ্র
ঘ) ইসলামি
১৫. উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য-
i. অবাধ প্রতিযোগিতা
ii. শ্রমিক শোষণ
iii. জনগণের কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) I,iii গ) ii,iii ঘ) I,ii,iii
১৬. কোনটি নিম্ন আয়ের দেশ?
ক) শ্রীলঙ্কা
খ) তুরস্ক
গ) নেপাল
ঘ) পাকিস্তান
১৭. অভাব প্রচেষ্টা? বণ্টন ভোগ ‘?’ চিহ্নিত স্থানে কী হবে?
ক) উৎপাদন
খ) সঞ্চয়
গ) বিনিয়োগ
ঘ) উপযোগ
১৮. বিভাগ ও জেলা প্রশাসনের মাঝে সেতু বন্ধন কোনটি?
ক) সচিব
(খ) বিভাগীয় কমিশনার
গ) উপসচিব
ঘ) উপজেলা নির্বাহী অফিসার
১৯. বাংলাদেশের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে?
ক) ৭৬
খ) ৭৭
গ) ৭৮
ঘ) ৮০
২০. সিডও সনদের কততম ধারায় নারীর বিরুদ্ধে বৈষম্যের ধরন বিশ্লেষণ করা হয়েছে?
ক) প্রথম ১৪টি আর্টিকেলে
খ) প্রথম ১৬টি আর্টিকেলে
গ) শেষ ১৫টি আর্টিকেলে
ঘ শেষ ১৬টি আর্টিকেলে
২১. একটি পণ্যকে সম্পদ হিসেবে আখ্যায়িত করার শর্ত কোনটি?
ক) সরবরাহ চাহিদা
খ) চাহিদা > সরবরাহ
গ) চাহিদা = সরবরাহ
ঘ) চাহিদা সরবরাহ
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রাকিব সরকারি চারকরিজীবী। প্রতি মাসে ‘ক’ ব্যাংকের মাধ্যমে তার বেতন উঠান।
২২. উদ্দীপকের ‘ক’ ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?
ক) কেন্দ্রীয় ব্যাংক
(খ) বিশেষ আর্থিক প্রতিষ্ঠান
গ) বিশেষ ঋণদান সংস্থা
ঘ) বাণিজ্যিক ব্যাংক
২৩. উক্ত ব্যাংকের বৈশিষ্ট্য হলো-
i. ঋণ প্রদান করা
ii. বিনিময় মাধ্যম সৃষ্টি করা
iii. ঋণ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক) iও ii খ) iও iii গ) i, ii ও iii ঘ) ii,iii
২৪. বাংলাদেশে গত আগস্ট মাসের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারকে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। এটি সরকারের ব্যয়ের কোন খাতের অন্তর্ভুক্ত?
ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
খ) অপ্রত্যাশিত ব্যয়
গ) সমাজ কল্যাণমূলক কার্যক্রম
ঘ) অন্যান্য খাতের ব্যয়
২৫. সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি?
ক) পরিবার
খ) ক্লাব
গ) বিদ্যালয়
ঘ) সংগঠন
২৬. বাংলাদেশের শিশুশ্রমের ক্ষেত্রে কোনটি?
ক) পিতামাতার উদাসীনতা
খ) পারিবারিক নির্ভরশীলতা
গ) অর্থনৈতিক দুরবস্থা
ঘ) ভৌগোলিক অবস্থা
২৭. জনসংখ্যার ঘনত্ব সামাজিক পরিবর্তনের কোন ধরনের উপাদান?
ক) প্রাকৃতিক
খ) জৈবিক
গ) সাংস্কৃতিক
ঘ) প্রায়োগিক
২৮. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ক) কিওক্রাডং
খ) তাজিওডং
গ) মোকদমুয়াল
ঘ) চিম্বুক
২৯. শালবন + বন্দ্রে অঞ্চলের বনভূমি + ভাওয়াল বনভূমি = ?
ক) চরিহরিৎ বনভূমি
খ) স্রোতজ বনভূমি
গ) পাতাঝরা বনভূমি
ঘ) পাহাড়ি বনভূমি
৩০. গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস কে?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
(গ) সরকার
(ঘ) জনগণ
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট ২০২৫ PDF| SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট ২০২৫ pdf model question download