এসএসসি অর্থনীতি মডেল টেস্ট

এসএসসি অর্থনীতি মডেল টেস্ট ২০২৫ PDF

Advertisements

এসএসসি অর্থনীতি মডেল টেস্ট পিডিএফ ডাউনলোড: আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এসএসসি অর্থনীতি মডেল টেস্ট ২০২৫। সম্পূর্ণ বোর্ড পরিক্ষার অনুরূপ প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের জন্য, এই মডেল টেস্টে সৃজনশীল ৭০ নম্বর ও বহুনির্বাচনী প্রশ্ন ৩০ নম্বর দেওয়া হয়েছে। তাহলে চলো, শুরু করি।


এসএসসি অর্থনীতি মডেল টেস্ট ২০২৫

সৃজনশীল অংশ (এসএসসি অর্থনীতি মডেল টেস্ট)

১। ‘ক’ ও ‘খ’ দুটি দেশ। ‘ক’ দেশে সম্পদ, উৎপাদন ও অন্যান্য উপকরণের ওপর ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে। অন্যদিকে, ‘খ’ দেশে সম্পদ, উৎপাদন, ব্যবসায় ও অন্যান্য উপকরণগুলো রাষ্ট্রীয় আইন অনুযায়ী পরিচিালিত হয়। এখানে ভোক্তা নিজের ইচ্ছামতো অর্থ ব্যয় করে যেকোনো দ্রব্য ভোগ করতে পারে না।

ক. মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি লেখ।
খ. ‘সম্পদের দুষ্প্রাপ্যতা’ বলতে কী বোঝায়?
গ. ‘ক’ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত আছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি ‘খ’ দেশের অর্থব্যবস্থাকে সমর্থন কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

২। S=Y-C(Y > C)
এখানে, S = সঞ্চয়, Y = আয়, C= ভোগ।

Advertisements

ক. চূড়ান্ত দ্রব্য কী?
খ. উপযোগ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সমীকরণটি ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সমীকরণের যদি অব্যাহতভাবে C অপেক্ষা বাড়তে থাকে তবে দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে। তুমি কি একমত? বিশ্লেষণ কর।

৩। সাগরপাড়ে মিথিলার দাদুর বাড়ি। সাগরের পানি, মুক্ত মাঠের হাওয়া, সূর্যের আলো প্রভৃতি দেখে সে মুগ্ধ হয়। মিথিলা দাদুকে বলে, এ প্রকৃতির উপাদানগুলো আমাদের সম্পদ। প্রত্যুত্তরে তার দাদু বলেন, এগুলো সম্পদ হলেও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পদ নয়।

ক. তাপ বিদ্যুৎ কাকে বলে?
খ. বাংলাদেশের প্রাণিজসম্পদ বলতে কী বোঝায়?
গ. উল্লিখিত প্রকৃতির উপাদানগুলো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পদ নয় কেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মিথিলার বর্ণনাকৃত প্রকৃতির উপাদানগুলোকে কীভাবে সম্পদে পরিণত করা সম্ভব বলে তুমি মনে কর?

৪। মানিক মিয়া প্রথম বছর তার নিজের এক একর জমিতে একজন শ্রমিক নিয়োগ করে ৫০ কেজি ধান উৎপাদন করেন। পরের বছরগুলোতে পর্যায়ক্রমে ২ জন, ৩ জন, ৪ জন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন পান ১০০ কেজি, ১৩০ কেজি, ১৫০ কেজি। প্রতি কেজি ধানের উৎপাদন মূল্য ২০ টাকা।

ক. মোট উৎপাদন কাকে বলে?
খ. ব্যক্তিগত ব্যয় বলতে কী বোঝায়?
গ. মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের বিষয়টি বাংলাদেশের কৃষিক্ষেত্রেই কি প্রযোজ্য-মতামত দাও।

৫। নিপা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ড্রেস ব্যবহার করে। সে নতুন একটি ড্রেস কিনতে গেলে দাম আগের চেয়ে অনেক বেশি দেখতে পায়। এর কারণ জানতে চাইলে দোকানি জানায় যে উক্ত ড্রেসগুলো একটিমাত্র কোম্পানি আমদানি করে। কোম্পানি দাম বাড়ালে তাদের কিছু করার থাকে না। অনুরূপ কোনো ড্রেস বাজারে না থাকায় নিপাকে উচ্চ দরে ড্রেস ক্রয় করতে হয়।

ক. উপকরণ কাকে বলে?
খ. উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে কী বোঝায়?
গ. নিপার ক্রয়কৃত পণ্যটি কোন বাজারের? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে নিপার ক্রয়কৃত পণ্যের বাজারের পরিধি কতটুকু? বিশ্লেষণ কর।

৬। ঘটনা-১: হাসান ৮ বছর যাবৎ কাতারে কর্মরত। তিনি প্রতি মাসে তার আয়ের বেশকিছু অংশ দেশে প্রেরণ করেন।
ঘটনা-২: মি. লিটল ইটালির নাগরিক। তিনি বাংলাদেশে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। প্রতি মাসে তিনিও তার দেশে টাকা পাঠান।

ক. নিট জাতীয় আয় কাকে বলে?
খ. আয় পদ্ধতিতে কীভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়? বুঝিয়ে লেখ।
গ. হাসানের অর্থ প্রেরণ আমাদের জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক্ত হয়? ব্যাখ্যা কর।
ঘ. মি. লিটলের আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? তোমার মতামত দাও।

৭। মিনু তার দাদাবাড়ি মধুপুরে বেড়াতে যায়। মিনু তার দাদাবাড়ির পাশে প্রচুর গাছপালা ও জীবজন্তু দেখতে পায়। সে জানতে পারে এটি একটি বিশেষ ধরনের অঞ্চল।

ক. CCA-এর পূর্ণরূপ কী?
খ. মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
গ. মিনু তার দাদাবাড়ির পাশে যে অঞ্চলটি দেখতে পায়, সেটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? তা ব্যাখ্যা কর।
ঘ . বাংলাদেশের অর্থনীতিতে মিনুর দাদার অঞ্চলের সম্পদটির অবদান বিশ্লেষণ কর।

৮। প্রতিষ্ঠান ‘X’ জনগণকে ঋণ প্রদান করে না। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শদাতা।
প্রতিষ্ঠান ‘Y’: জনগণের অর্থ জমা রাখে ও ঋণ প্রদান করে।

ক. অর্থ কী?
খ. বিহিত মুদ্রা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ‘X’ প্রতিষ্ঠানটির কার্যাবলি ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ‘Y’ প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।

৯। দ্রব্য বিনিময় প্রথার অনেকগুলো অসুবিধা দূর হয়েছে অর্থের আবির্ভাবের ফলে। মানুষ এখন তার ইচ্ছেমতো যেমন সঞ্চয় করতে পারে তেমনি যেকোনো পরিমাণ দ্রব্য ক্রয়ও করতে পারে।

ক. গ্রামীণ ব্যাংক কী?
খ. অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যে প্রথার কথা বলা হয়েছে তার কিছু অসুবিধা তুলে ধর।
ঘ. উদ্দীপকে যে দ্রব্যের আবির্ভাবের কথা বলা হয়েছে তার চারটি কার্যাবলি উল্লেখ কর।

১০। রাঙামাটির সাহেদ বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, মোড়া, মাদুরসহ হস্তশিল্পজাত দ্রব্য তৈরি করেন। এ কাজে বাড়ির সকলে তাকে সহযোগিতা করেন। তার তৈরি দ্রব্যের চাহিদা দেশে-বিদেশে বৃদ্ধি পাচ্ছে।

ক. শিল্প ও ফার্মের মধ্যে মৌলিক কী পার্থক্য বিদ্যমান?
খ. আমাদের দেশের অধিকাংশ শিল্প কৃষিনির্ভর কেন?
গ. সাহেদের শিল্পটি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. আত্মকর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে সাহেদ ও তার পরিবারের কাজটির অবদান গুরুত্বপূর্ণ- মতামত দাও।

১১। নিরব ‘ক’ দেশের নাগরিক। কর্মসংস্থানের জন্য সে ‘খ’ দেশে যায়। ‘খ’ দেশের রাস্তাঘাট, শিল্পকারখানা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও উন্নত জীবনযাত্রা দেখে সে মুগ্ধ হয়। দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ। অথচ তার দেশের অবস্থা এর বিপরীত।

ক. বেকারত্ব কী?
খ. সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বলতে কী বোঝায়?
গ. নিরবের দেশটি উন্নয়নের মাপকাঠিতে কোন ধরনের দেশ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘ক’ দেশকে ‘খ’ দেশের পর্যায়ে উন্নীত করতে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন? ব্যাখ্যা কর।

বহুনির্বাচনী অংশ (এসএসসি অর্থনীতি মডেল টেস্ট)

১. সুন্দরবনের আয়তন কত?

K ৩৯ বর্গ কিলোমিটার
L ১০৪০ বর্গ কিলোমিটার
M ৬০১৭ বর্গ কিলোমিটার
N ১৩২৯৫ বর্গ কিলোমিটার

২. উৎস অনুযায়ী উৎপাদিত সম্পদ নিচের কোনটি?

K বনভূমি
L ল্যাপটপ
M শিক্ষকের কৌশল
N সিলিকা বালু
৩.একটি দেশের মোট ভূখণ্ডের কত শতাংশ বনভূমির থাকা দরকার?

K ১১ ভাগ
L ২৪ ভাগ
M ২৫ ভাগ
N ৬৩ ভাগ

৪. মরুভূমির বালুকে অর্থনীতিতে সম্পদ বলা যায় না কেন?

K প্রাচুর্যতার কারণে
L বাহ্যিকতার কারণে
M হস্তান্তরযোগ্যতার কারণে
N উপযোগের অভাব

৫. বড়পুকুরিয়া কয়লার খনি কোন বিভাগে অবস্থিত?

K ঢাকা বিভাগ
L সিলেট বিভাগ
M রংপুর বিভাগ
N রাজশাহী বিভাগ

৬. নিচের কোন দ্রব্যটি অবাধে পাওয়া যায়?

K খাদ্য
L ধান
M কাঠ
N মাটি

৭. আলম সাহেব তার অফিসে যাতায়াতের জন্য একটি মোটর সাইকেল কিনলেন। এখানে মোটর সাইকেল কোন ধরনের দ্রব্য?

K স্থায়ী ভোগ্যদ্রব্য
L অস্থায়ী ভোগ্যদ্রব্য
M অবাধলভ্য দ্রব্য
N সহজলভ্য দ্রব্য

৮. চাহিদা হতে হলে অর্থনীতিতে কয়টি শর্ত পূরণ করতে হয়?

K ২টি
L ৩টি
M ৪টি
N ৫টি

৯. মোট দেশজ উৎপাদন পরিমাপের পদ্ধতি মূলত কয়টি?

K ২টি
L ৩টি
M ৪টি
N ৫টি


আরো দেখুন:


১০. নিচের কোনটি GDP-এর নির্ধারক-

K সচলতা
L মাধ্যমিক দ্রব্য
M মূলধনী লাভ-ক্ষতি
N সরকারি ঋণের সুদ

১১. কোন মহাদেশে ‘বাণিজ্যবাদের’ প্রসার ঘটে?

K এশিয়া
L ইউরোপ
M আফ্রিকা
N আমেরিকা

১২. GNI গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয়-

i. চূড়ান্ত দ্রব্য
ii. চূড়ান্ত সেবা
iii. মূলধনের ব্যবহারজনিত ব্যয়

নিচের কোনটি সঠিক?

K iii L ii ও iii M iও iii N i, ii ও iii

১৩. ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়?

K ১৯৭২
L ১৯৭৫
M ১৯৮৫
N ১৯৯২

১৪. সাদেক সাহেব নিজ কৃষি খামারে তুলা উৎপাদন করে চরকার মাধ্যমে সুতা তৈরি করে তাঁতের কাপড় বুনলেন। এখানে সুতা কোন ধরনের দ্রব্য?

K প্রাথমিক দ্রব্য
L মাধ্যমিক দ্রব্য
M চূড়ান্ত দ্রব্য
N অবাধলভ্য দ্রব্য

১৫. অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে-

i. শুধু মাথাপিছু আয়ের পরিবর্তন হয়
ii. অর্থনীতির কাঠামোগত উন্নতি হবে
iii. মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে নিচের কোনটি সঠিক?

K isii L iও iii M ii ও iii N i, ii ও iii

১৬. অ্যাডাম স্মিথ কত সালে ‘Wealth of Nations’ বইটি রচনা করেন?

K ১৫৯০
L ১৭৭৬
M ১৭৮০
N ১৮৮০

১৭. গ্রিক ‘Okoonia’ শব্দের অর্থ কী?

K অর্থ ব্যবস্থাপনা
L পরিবার ব্যবস্থাপনা
M গৃহস্থলির ব্যবস্থাপনা
N কর্ম ব্যবস্থাপনা

১৮. আমরা চাইলেই সব দ্রব্যসামগ্রী উৎপাদন করতে পারি না। কারণ-

K অভাব অসীম
L সম্পদের বিকল্প ব্যবহারের কারণে
M অভাব নির্বাচনের কারণে
N সম্পদ সীমিত বলে

১৯. দ্রব্যের মূল্যস্তর বৃদ্ধি বলতে কী বোঝায়?

K অর্থের মূল্য বৃদ্ধি
L অর্থের মূল্য হ্রাস
M দ্রব্যের চাহিদা বৃদ্ধি
N দ্রব্যের যোগান বৃদ্ধি

২০. ‘Market System’ অনুযায়ী দ্রব্যের দাম নির্ধারণ করে কে?

K শুধু ক্রেতা
L শুধু ভোক্তা
M শুধু উৎপাদনকারী
N ক্রেতা-বিক্রেতা উভয়ই

২১. যাকাত ও ফিতরার মাধ্যমে সম্পদের বণ্টন ব্যবস্থা নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থায়?

K পুঁজিবাদী অর্থব্যবস্থায়
L সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
M মিশ্র অর্থব্যবস্থায়
N ইসলামি অর্থব্যবস্থায়

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:

আরিফ সাহেব ইউরোপ মহাদেশের একটি দেশে বাস করেন। তিনি যেই দেশে বাস করেন সেই দেশে উৎপাদন, বণ্টন ও ভোগসংক্রান্ত কার্যাবলি সরকারি উদ্যোগে পরিচালিত হয়।

২২. আরিফ সাহেবের বসবাসরত দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?

K ধনতান্ত্রিক অর্থব্যবস্থা
L মিশ্র অর্থব্যবস্থা
M সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
N ইসলামিক অর্থব্যবস্থা

২৩. আরিফ সাহেবের বসবাসরত দেশে সরকারিভাবে উৎপাদন, বণ্টন ও ভোগ সংক্রান্ত কার্যাবলি পরিচালিত হওয়ার ফলে-

i. জনগণের ভোগকে নিয়ন্ত্রণ করতে হয়
ii. উৎপাদনের ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে
iii. সামাজিক কল্যাণ অগ্রাধিকার পায়

নিচের কোনটি সঠিক?

K isii L iও iii M ii ও iii N i, ii ও iii

২৪. নিচের কোনটি অর্থনৈতিক কার্যাবলি?

K গবাদি পশুপালন
L বাগান করা
M সন্তান লালন-পালন
N ভ্রমণ করা

উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:

সেলিনা বেগম একজন সরকারি চাকরিজীবী। তিনি প্রতি মাসে বেতনভাতা বাবদ যে টাকা পান তার কিছু অংশ সংসারের ভরণপোষণ বাবদ ব্যয় করেন। অবশিষ্ট অংশ তিনি ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখেন।

২৫. সেলিনা বেগমের জমাকৃত অর্থকে অর্থনীতিতে কী বলে?

K মূলধন
L ব্যয়
M সঞ্চয়
N বিনিয়োগ

২৬. সেলিনা বেগম ভবিষ্যতের জন্য অর্থ ব্যাংকে জমা রাখেন-

i. বিনিয়োগ করার জন্য
ii. পরিবারের ভবিষ্যৎ ঝুঁকির জন্য
iii. মুনাফা লাভের জন্য

নিচের কোনটি সঠিক?

K isii L ii ও iii M I, iii N i, ii ও iii

২৭.একজন ব্যক্তি ৫ টি আপেল ভোগ করার ফলে ২৫ একক উপযোগ পেল। তার গড় উপযোগ কত?

K ২৫ একক
L ১৫ একক
M ১০ একক
N ৫ একক

২৮.নিচের কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত নয়?

K দ্রব্যের উপযোগ অর্থ দ্বারা পরিমাপযোগ্য
L নির্দিষ্ট সময় বিবেচনা করা হয়
M ভোক্তার বিচারবুদ্ধিসম্পন্ন
N ভোক্তার সামর্থ্য পরিবর্তনশীল

২৯.বাজারে কোনো কারণে চিনি দাম বৃদ্ধি পাওয়ার ফলে গুড়ের চাহিদা বৃদ্ধি পেল। এখানে গুড়ের চাহিদা বৃদ্ধি পেল কেন?

K আয় বৃদ্ধির ফলে
L রুচির পরিবর্তনের ফলে
M বিকল্প দ্রব্যের কারণে
N অজানা পরিবর্তনের কারণে

৩০.মোট দেশজ উৎপাদন (জিডিপি) পরিমাপের পদ্ধতি কয়টি?

K ৫টি
L ৪টি
M ৩টি
N ২টি


এসএসসি অর্থনীতি মডেল টেস্ট ২০২৫ পিডিএফ | SSC Economics Model Test 2025 question with answer pdf download

Facebook
X
LinkedIn
Telegram
Print

1 thought on “এসএসসি অর্থনীতি মডেল টেস্ট ২০২৫ PDF”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top