Spoken English Structure Part 13 pdf download: আপনি কি ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে কথা বলতে পারছেন না। তাহলে আজকে আমরা নিয়ে আসলাম Spoken English Structure Part 13 PDF Download। এখানে ৮০+ spoken English Structure দেওয়া আছে, এগুলো নিয়মিত অনুশীলন করলে আপনিও হয়ে ওঠবেন ইংরেজির বস।তাহলে চলো, শুরু করি।
Spoken English Structure Part 13
61.Sub + am/is/are + tired of + verb + ing.(কেউ কোনোকিছু করতে করতে ক্লান্ত অর্থে)
১। আমি ঘুমাতে ক্লান্ত।
I am tired of sleeping.
২। সে পড়তে পড়তে ক্লান্ত।
She is tired of reading.
৩। তারা অপেক্ষা করতে করতে ক্লান্ত।
They are tired of waiting.
৪। আমি রান্না করতে করতে ক্লান্ত।
I am tired of cooking.
৫। তিনি কাজ করতে করতে ক্লান্ত।
He is tired of working.
৬। তোমরা লেখার কাজ করতে করতে ক্লান্ত।
You all are tired of writing.
৭। আমরা ট্রাফিক জ্যামে আটকে থাকতে থাকতে ক্লান্ত।
We are tired of being stuck in traffic.
৮। তিনি ফোনে কথা বলতে বলতে ক্লান্ত।
She is tired of talking on the phone.
৯। আমি বাজার করতে করতে ক্লান্ত।
I am tired of shopping.
১০। তারা মিটিং করতে করতে ক্লান্ত।
They are tired of having meetings.
১১। তুমি ঘরের কাজ করতে করতে ক্লান্ত।
You are tired of doing housework.
১২। সে টিভি দেখতে দেখতে ক্লান্ত।
He is tired of watching TV.
১৩। আমি গাড়ি চালাতে চালাতে ক্লান্ত।
I am tired of driving.
১৪। তারা পড়াশোনা করতে করতে ক্লান্ত।
They are tired of studying.
১৫। তিনি সঙ্গীত শুনতে শুনতে ক্লান্ত।
She is tired of listening to music.
১৬। তুমি গেম খেলতে খেলতে ক্লান্ত।
You are tired of playing games.
১৭। আমরা খবর পড়তে পড়তে ক্লান্ত।
We are tired of reading the news.
১৮। তিনি সফর করতে করতে ক্লান্ত।
He is tired of traveling.
১৯। তুমি সাইট ব্রাউজ করতে করতে ক্লান্ত।
You are tired of browsing sites.
২০। আমি গোপনীয়তা রক্ষা করতে করতে ক্লান্ত।
I am tired of keeping secrets.
২১। তারা দোকানে যেতে যেতে ক্লান্ত।
They are tired of going to the store.
২২। সে পেশাগত জীবনে মেশাতে মেশাতে ক্লান্ত।
She is tired of mingling in professional life.
২৩। তুমি অনুষ্ঠান আয়োজন করতে করতে ক্লান্ত।
You are tired of organizing events.
২৪। আমরা পর্যবেক্ষণ করতে করতে ক্লান্ত।
We are tired of observing.
২৫। তিনি কল করতে করতে ক্লান্ত।
He is tired of making calls.
২৬। তুমি চিঠি লেখতে লেখতে ক্লান্ত।
You are tired of writing letters.
২৭। আমি ছবি তুলতে তুলতে ক্লান্ত।
I am tired of taking photos.
২৮। তারা বিজ্ঞাপন দেখতে দেখতে ক্লান্ত।
They are tired of watching advertisements.
২৯। তুমি পাঠ্যপুস্তক পড়তে পড়তে ক্লান্ত।
You are tired of reading textbooks.
৩০। আমরা সম্পর্কের চর্চা করতে করতে ক্লান্ত।
We are tired of discussing relationships.
৩১। তিনি প্রেজেন্টেশন তৈরি করতে করতে ক্লান্ত।
He is tired of preparing presentations.
৩২। তুমি উদ্ভাবন করতে করতে ক্লান্ত।
You are tired of innovating.
৩৩। আমি বন্ধুদের সাথে কথা বলতে বলতে ক্লান্ত।
I am tired of talking to friends.
৩৪। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে ক্লান্ত।
They are tired of using social media.
62.Sub + am/is/are + scared of + verb + ing/noun + object + extra.(কোনো কিছু করতে ভয় পাওয়া অর্থে)
১। আমি অন্ধকারে থাকতে ভয় পাই।
I am scared of being in the dark.
২। সে উচ্চস্বরে কথা বলতে ভয় পায়।
She is scared of speaking loudly.
৩। তারা উঁচু জায়গায় উঠতে ভয় পায়।
They are scared of going up high.
৪। আমি দ্রুত গাড়ি চালাতে ভয় পাই।
I am scared of driving fast.
৫। তিনি আকাশযানে ভ্রমণ করতে ভয় পান।
He is scared of flying in an airplane.
৬। তুমি পরীক্ষা দিতে ভয় পাও।
You are scared of taking exams.
৭। আমরা নতুন লোকদের সাথে কথা বলতে ভয় পাই।
We are scared of talking to new people.
৮। তারা অজানা জায়গায় যেতে ভয় পায়।
They are scared of going to unfamiliar places.
৯। আমি জলপথে ভ্রমণ করতে ভয় পাই।
I am scared of traveling by water.
১০। সে পাবলিক স্পিকিং করতে ভয় পায়।
She is scared of public speaking.
১১। তোমরা বড় সিদ্ধান্ত নিতে ভয় পাও।
You all are scared of making big decisions.
১২। আমি সিনেমা হলে সেলফি তুলতে ভয় পাই।
I am scared of taking selfies in the cinema hall.
১৩। তিনি নতুন কাজ শুরু করতে ভয় পান।
He is scared of starting a new job.
১৪। তারা নতুন ভাষা শেখতে ভয় পায়।
They are scared of learning a new language.
১৫। আমি একা রাতে বাইরে যেতে ভয় পাই।
I am scared of going outside alone at night.
১৬। সে পরীক্ষা দেওয়ার আগে অস্থির হয়ে পড়ে।
She is scared of getting anxious before an exam.
১৭। তুমি বড় অনুষ্ঠান আয়োজন করতে ভয় পাও।
You are scared of organizing big events.
১৮। আমরা প্রকৃতির দুর্যোগের মধ্যে থাকতে ভয় পাই।
We are scared of being in natural disasters.
১৯। তারা বড় শহরে ভ্রমণ করতে ভয় পায়।
They are scared of traveling to big cities.
২০। আমি ভুল করার ভয় পাই।
I am scared of making mistakes.
২১। সে দায়িত্ব নিতে ভয় পায়।
He is scared of taking responsibility.
২২। তুমি ছবি তোলার আগে পোজ দিতে ভয় পাও।
You are scared of posing for pictures.
২৩। আমরা স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের জন্য ভয় পাই।
We are scared of the results of a health check-up.
২৪। তারা বড় বিনিয়োগ করতে ভয় পায়।
They are scared of making large investments.
২৫। আমি স্যামনে কথা বলতে ভয় পাই।
I am scared of speaking in front of an audience.
২৬। সে নতুন প্রযুক্তি ব্যবহার করতে ভয় পায়।
She is scared of using new technology.
২৭। তুমি প্রেজেন্টেশন দেওয়ার আগে নার্ভাস হয়ে ওঠো।
You are scared of getting nervous before a presentation.
২৮। আমরা অজানা খাবার খেতে ভয় পাই।
We are scared of eating unfamiliar food.
২৯। তারা অন্ধকার ঘর থেকে বের হতে ভয় পায়।
They are scared of exiting a dark room.
৩০। আমি বিলম্বিত ট্রেন ধরে ভয় পাই।
I am scared of catching a delayed train.
৩১। সে বাজে খবর শোনার আগে ভয় পায়।
He is scared of hearing bad news.
৩২। তুমি কষ্টকর কাজ করতে ভয় পাও।
You are scared of doing difficult tasks.
৩৩। আমরা নতুন প্রকল্পে কাজ করতে ভয় পাই।
We are scared of working on new projects.
৩৪। তারা একা ভ্রমণ করতে ভয় পায়।
They are scared of traveling alone.
৩৫। আমি বড় পরিবর্তনগুলি মোকাবেলা করতে ভয় পাই।
I am scared of dealing with big changes.
63.Sub + am/is/are + fond of + verb + ing + extra.(কিছু করতে ভালো লাগা)
১। আমার গান শুনতে ভালো লাগে।
I am fond of listening to music.
২। তার বই পড়তে ভালো লাগে।
She is fond of reading books.
৩। তাদের ছবি তুলতে ভালো লাগে।
They are fond of taking photos.
৪। আমার রান্না করতে ভালো লাগে।
I am fond of cooking.
৫। তার প্রকৃতি দেখতে ভালো লাগে।
He is fond of watching nature.
৬। তোমার সিনেমা দেখতে ভালো লাগে।
You are fond of watching movies.
৭। আমাদের নতুন জায়গায় ভ্রমণ করতে ভালো লাগে।
We are fond of traveling to new places.
৮। তাদের গেম খেলতে ভালো লাগে।
They are fond of playing games.
৯। আমার একা সময় কাটাতে ভালো লাগে।
I am fond of spending time alone.
১০। তার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগে।
She is fond of hanging out with friends.
১১। তোমার সুগন্ধি ব্যবহার করতে ভালো লাগে।
You are fond of using perfumes.
১২। আমাদের সিনেমা মেরাথন করতে ভালো লাগে।
We are fond of having movie marathons.
১৩। তার বই লেখতে ভালো লাগে।
He is fond of writing books.
১৪। তাদের গান গাইতে ভালো লাগে।
They are fond of singing.
১৫। আমার কফি পান করতে ভালো লাগে।
I am fond of drinking coffee.
১৬। তার খেলা দেখতে ভালো লাগে।
She is fond of watching sports.
১৭। তোমার সৃজনশীল কাজ করতে ভালো লাগে।
You are fond of doing creative work.
১৮। আমাদের ছবি আঁকতে ভালো লাগে।
We are fond of painting.
১৯। তাদের খেলনা সংগ্রহ করতে ভালো লাগে।
They are fond of collecting toys.
২০। আমার নতুন খাবার চেখে দেখতে ভালো লাগে।
I am fond of trying new foods.
২১। তার প্রকৃতি নিয়ে ছবি তুলতে ভালো লাগে।
She is fond of taking photos of nature.
২২। তোমার বইয়ের আলোচনা করতে ভালো লাগে।
You are fond of discussing books.
২৩। আমাদের সংগীত তৈরি করতে ভালো লাগে।
We are fond of making music.
২৪। তার চিত্রকলার প্রদর্শনী দেখতে ভালো লাগে।
He is fond of visiting art exhibitions.
২৫। তাদের নাটক দেখতে ভালো লাগে।
They are fond of watching plays.
২৬। আমার সঙ্গীতের জন্য বিভিন্ন যন্ত্র বাজাতে ভালো লাগে।
I am fond of playing various musical instruments.
২৭। তার আউটডোর অ্যাক্টিভিটি করতে ভালো লাগে।
She is fond of outdoor activities.
২৮। তোমার রান্নার নতুন রেসিপি চেষ্টা করতে ভালো লাগে।
You are fond of trying new recipes.
২৯। আমাদের পুরানো সিনেমা দেখতে ভালো লাগে।
We are fond of watching classic movies.
৩০। তাদের শহরের ইতিহাস জানাতে ভালো লাগে।
They are fond of learning about the city’s history.
আরো পড়ুন:
- Spoken English Structure Part 12
- Spoken English Structure Part 11
- Spoken English Structure Part 10
- Spoken English Structure Part 09
৩১। আমার সাহিত্য পড়তে ভালো লাগে।
I am fond of reading literature.
৩২। তার সংগীতের বিভিন্ন ধরন শোনার জন্য ভালো লাগে।
She is fond of listening to different genres of music.
৩৩। তোমার সৃজনশীল লেখালেখি করতে ভালো লাগে।
You are fond of creative writing.
৩৪। আমাদের প্রকৃতির ছবির সংগ্রহ করতে ভালো লাগে।
We are fond of collecting nature photographs.
৩৫। তাদের পুরনো বই সংগ্রহ করতে ভালো লাগে।
They are fond of collecting old books.
64.No sooner had + sub + verb3 + them + sub + verb2 + extra. (একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা ঘটে গেলে এই অর্থ বোঝাতে ব্যবহার হয়।
১। ছাতা খুলতে না খুলতেই বৃষ্টি থেমে গেল।
No sooner had I opened the umbrella than the rain stopped.
২। আমি ফোন ধরতে না ধরতেই কল কেটে গেল।
No sooner had I answered the phone than the call ended.
৩। ট্রেনে উঠতে না উঠতেই সেটি ছেড়ে দিল।
No sooner had I boarded the train than it started moving.
৪। তুমি দরজা খুলতে না খুলতেই সে ঘরে ঢুকে গেল।
No sooner had you opened the door than he entered the room.
৫। শিক্ষক প্রশ্ন করতে না করতেই ছাত্রটি উত্তর দিল।
No sooner had the teacher asked the question than the student answered.
৬। সে চিঠি পড়তে না পড়তেই কাঁদতে শুরু করল।
No sooner had she read the letter than she started crying.
৭। গ্লাস ধরতে না ধরতেই সেটা পড়ে গেল।
No sooner had I grabbed the glass than it fell.
৮। বাতি জ্বলতে না জ্বলতেই বিদ্যুৎ চলে গেল।
No sooner had the light turned on than the power went out.
৯। আমরা সিনেমা শুরু করতে না করতেই কেউ দরজায় কড়া নাড়ল।
No sooner had we started the movie than someone knocked on the door.
১০। তুমি সাইকেল চালাতে শুরু করতে না করতেই সেটা পড়ে গেল।
No sooner had you started riding the bike than it fell over.
১১। দোকানে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হল।
No sooner had I entered the shop than it started raining.
১২। আমরা খেতে বসতে না বসতেই ফোন বেজে উঠল।
No sooner had we sat down to eat than the phone rang.
১৩। গাড়ি চালু করতে না করতেই ইঞ্জিন বন্ধ হয়ে গেল।
No sooner had I started the car than the engine stopped.
১৪। সে গল্প বলতে শুরু করতে না করতেই সবাই হাসতে শুরু করল।
No sooner had he started telling the story than everyone began laughing.
১৫। সে পেনটি হাতে নিতে না নিতেই সেটা কালি ফেলে দিল।
No sooner had she picked up the pen than it leaked ink.
১৬। আমরা হাঁটা শুরু করতে না করতেই কুকুরটা আমাদের দিকে তাড়া করল।
No sooner had we started walking than the dog chased us.
১৭। তুমি দরজা বন্ধ করতে না করতেই কেউ কড়া নাড়ল।
No sooner had you closed the door than someone knocked.
১৮। সে গল্পের বই খুলতে না খুলতেই তার ঘুম চলে এল।
No sooner had she opened the storybook than she felt sleepy.
১৯। সে রান্না শুরু করতে না করতেই গ্যাস ফুরিয়ে গেল।
No sooner had she started cooking than the gas ran out.
২০। আমি টিকিট কিনতে না কিনতেই বাস ছেড়ে দিল।
No sooner had I bought the ticket than the bus left.
২১। আমরা আলোচনা শুরু করতে না করতেই কেউ বিরক্ত করল।
No sooner had we started the discussion than someone interrupted.
২২। সে জানালা খুলতে না খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে গেল।
No sooner had he opened the window than the cold air rushed in.
২৩। আমি চশমা পরতে না পরতেই সেটা ভেঙে গেল।
No sooner had I put on my glasses than they broke.
২৪। তুমি বই পড়তে শুরু করতে না করতেই কেউ ডেকে উঠল।
No sooner had you started reading the book than someone called out.
২৫। সে ফাইল খুলতে না খুলতেই কম্পিউটার বন্ধ হয়ে গেল।
No sooner had he opened the file than the computer shut down.
২৬। তুমি চা বানাতে না বানাতে কেউ কলিং বেল বাজাল।
No sooner had you started making tea than someone rang the doorbell.
২৭। সে খেলা শুরু করতে না করতেই রেফারি বাঁশি বাজাল।
No sooner had he started the game than the referee blew the whistle.
২৮। সে দরজা ঠেলতে না ঠেলতেই সেটা খুলে গেল।
No sooner had he pushed the door than it opened.
২৯। তুমি পানীয় ধরতে না ধরতেই সেটা ছলকে গেল।
No sooner had you grabbed the drink than it spilled.
৩০। সে গাড়িতে উঠতে না উঠতেই সেটা ছেড়ে দিল।
No sooner had he gotten into the car than it drove off.
৩১। সে ঘড়ি দেখতে না দেখতেই সময় শেষ হয়ে গেল।
No sooner had he checked the time than it ran out.
৩২। সে বাক্সটি খুলতে না খুলতেই কিছু পড়ে গেল।
No sooner had she opened the box than something fell out.
৩৩। আমরা হাসতে শুরু করতে না করতেই কেউ এসে গেল।
No sooner had we started laughing than someone arrived.
৩৪। তুমি কথা বলতে শুরু করতে না করতেই সে বাধা দিল।
No sooner had you started speaking than he interrupted.
৩৫। সে গান গাইতে শুরু করতে না করতেই বিদ্যুৎ চলে গেল।
No sooner had she started singing than the power went out.
65. Either …. Or (দুয়ের মধ্যে এক), Neither….nor (দুটোর মধ্যে কোনোটাই নয়)
Either …. Or (দুয়ের মধ্যে এক)
১। হয় মা অথবা বাবা তোমার জন্য আসবেন।
Either mom or dad will come for you.
২। হয় তুমি অথবা আমি রান্না করব।
Either you or I will cook.
৩। হয় রিমা অথবা সোহেল গান গাইবে।
Either Rima or Sohel will sing.
৪। হয় আজ অথবা কাল আমরা যাব।
Either today or tomorrow we will go.
৫। হয় তুমি অথবা সে কাজ করবে।
Either you or he will work.
৬। হয় বই পড়বা অথবা টিভি দেখবা।
Either read a book or watch TV.
৭। হয় আমারা অথবা তারা খেলবে।
Either we or they will play.
৮। হয় তুমি অথবা সে ফোন ধরবে।
Either you or she will answer the phone.
৯। হয় গাড়ি অথবা বাসে যাবে।
Either take the car or the bus.
১০। হয় চা অথবা কফি খাব।
Either I will drink tea or coffee.
১১। হয় সে পড়বে অথবা ঘুমাবে।
Either he will study or sleep.
১২। হয় তুমি অথবা রিমা বাজার করবে।
Either you or Rima will shop.
১৩। হয় আমরা যাব অথবা তুমি।
Either we will go or you.
১৪। হয় সুমন অথবা রিমা গাইড করবে।
Either Suman or Rima will guide.
১৫। হয় সে গেম খেলবে অথবা ছবি আঁকবে।
Either he will play games or draw pictures.
১৬। হয় তুমি থাকবে অথবা আমি।
Either you will stay or I will.
১৭। হয় আজ রাত অথবা কাল সকাল আমরা যাব।
Either tonight or tomorrow morning we will go.
১৮। হয় তুমি বা সে কাজটা শেষ করবে।
Either you or he will finish the work.
Neither….nor (দুটোর মধ্যে কোনোটাই নয়)
১৯। সে অথবা তার বোন কেউ আসেনি।
Neither he nor his sister came.
২০। তুমি অথবা আমি কেউ কাজ করিনি।
Neither you nor I worked.
২১। রিমা অথবা সোহেল কেউ গান গায়নি।
Neither Rima nor Sohel sang.
২২। বাবা অথবা মা কেউ ফোন ধরেননি।
Neither dad nor mom answered the phone.
২৩। আমি অথবা তুমি কেউ পড়াশোনা করিনি।
Neither I nor you studied.
২৪। সে অথবা আমি কেউ বাজার করিনি।
Neither he nor I shopped.
২৫। তুমি অথবা তোমার বন্ধু কেউ খেলেনি।
Neither you nor your friend played.
২৬। রিমা অথবা রাহুল কেউ বাসা পরিষ্কার করেনি।
Neither Rima nor Rahul cleaned the house.
২৭। আমি অথবা তুমি কেউ সিনেমা দেখিনি।
Neither I nor you watched the movie.
২৮। সে অথবা তার বন্ধু কেউ সাহায্য করেনি।
Neither he nor his friend helped.
২৯। তুমি অথবা সে কেউ রান্না করেনি।
Neither you nor she cooked.
৩০। আমরা অথবা তারা কেউ আসেনি।
Neither we nor they came.
৩১। রিমা অথবা সোহান কেউ খাবার আনেনি।
Neither Rima nor Sohan brought food.
৩২। সে অথবা আমি কেউ ডাক্তার দেখাইনি।
Neither he nor I saw the doctor.
৩৩। তুমি অথবা তোমার ভাই কেউ জিনিসপত্র গোছাওনি।
Neither you nor your brother packed the things.
৩৪। আমি অথবা সে কেউ গান শোনেনি।
Neither I nor he listened to the song.
৩৫। রিমা অথবা তার বোন কেউ পরীক্ষা দেয়নি।
Neither Rima nor her sister took the exam.
৩৬। তুমি অথবা রাহুল কেউ আজ বাজার করনি।
Neither you nor Rahul did the shopping today.
Spoken English Structure Part 13 PDF Download | ঘরে বসে Spoken English শিখার বই ডাউনলোড কর।