Spoken English Structure Part 11 pdf download: আপনি কি ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে কথা বলতে পারছেন না। তাহলে আজকে আমরা নিয়ে আসলাম Spoken English Structure Part 11 PDF Download। এখানে ৮০+ spoken English Structure দেওয়া আছে, এগুলো নিয়মিত অনুশীলন করলে আপনিও হয়ে ওঠবেন ইংরেজির বস।তাহলে চলো, শুরু করি।
Spoken English Structure Part 11
51. Sub + was born/were born + স্থানের নাম/নির্দিষ্ট সাল/নির্দিষ্ট সময়
১। আমি ঢাকা শহরে জন্মগ্রহণ করেছিলাম।
I was born in Dhaka.
২। সে ১৯৯০ সালে জন্মগ্রহণ করেছিল।
He/She was born in 1990.
৩। তারা ২০০৫ সালে জন্মগ্রহণ করেছিল।
They were born in 2005.
৪। আমি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলাম।
I was born in Chattogram.
৫। তুমি ২০০০ সালে জন্মগ্রহণ করেছিলে।
You were born in 2000.
৬। সে বরিশালে জন্মগ্রহণ করেছিল।
He/She was born in Barishal.
৭। আমরা ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেছিলাম।
We were born in 1985.
৮। আমি ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেছিলাম।
I was born in 1995.
৯। সে সিলেটে জন্মগ্রহণ করেছিল।
He/She was born in Sylhet.
১০। তারা ২০১০ সালে জন্মগ্রহণ করেছিল।
They were born in 2010.
১১। তুমি ঢাকা শহরে জন্মগ্রহণ করেছিলে।
You were born in Dhaka.
১২। আমি ২০০৩ সালের ১৫ই আগস্ট জন্মগ্রহণ করেছিলাম।
I was born on August 15, 2003.
১৩। সে রাজশাহীতে জন্মগ্রহণ করেছিল।
He/She was born in Rajshahi.
১৪। আমরা ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেছিলাম।
We were born in 1988.
১৫। তুমি ১৯৯২ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিলে।
You were born in January 1992.
১৬। সে ২০০৭ সালে জন্মগ্রহণ করেছিল।
He/She was born in 2007.
১৭। আমি ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেছিলাম।
I was born in 1998.
১৮। তারা ২০০৯ সালের জুনে জন্মগ্রহণ করেছিল।
They were born in June 2009.
১৯। তুমি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছিলে।
You were born in Sunamganj.
২০। সে ২০০৪ সালের ২০শে মার্চ জন্মগ্রহণ করেছিল।
He/She was born on March 20, 2004.
২১। আমরা ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেছিলাম।
We were born in 1978.
২২। তুমি ১৯৯৭ সালের ২৭শে মে জন্মগ্রহণ করেছিলে।
You were born on May 27, 1997.
২৩। সে খুলনায় জন্মগ্রহণ করেছিল।
He/She was born in Khulna.
২৪। আমি ২০০২ সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছিলাম।
I was born in November 2002.
২৫। তারা ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেছিল।
They were born in 1999.
২৬। তুমি বরিশালে জন্মগ্রহণ করেছিলে।
You were born in Barishal.
২৭। সে ১৯৯১ সালের ১০ই জুলাই জন্মগ্রহণ করেছিল।
He/She was born on July 10, 1991.
২৮। আমরা ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেছিলাম।
We were born in 1989.
২৯। তুমি সিলেটে জন্মগ্রহণ করেছিলে।
You were born in Sylhet.
৩০। সে ২০০৬ সালে জন্মগ্রহণ করেছিল।
He/She was born in 2006.
৩১। আমি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেছিলাম।
I was born in 1994.
৩২। তারা ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেছিল।
They were born in September 2008.
৩৩। তুমি রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলে।
You were born in Rajshahi.
৩৪। সে ১৯৮৭ সালের ৫ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিল।
He/She was born on February 5, 1987.
৩৫। আমরা ২০০১ সালে জন্মগ্রহণ করেছিলাম।
We were born in 2001.
52. Let alone এ Phrase টির বাংলা অর্থ ‘না বললেই নয়/দুরের কথা’
১। আমি অফিসে যেতে পারি না, কনফারেন্সে তো দূরের কথা।
I can’t go to the office, let alone to a conference.
২। সে আমার জন্য খাবার আনতে পারেনি, বই তো দূরের কথা।
He couldn’t bring food for me, let alone books.
৩। তারা আমার কল ফিরিয়ে দেয়নি, মেসেজ তো দূরের কথা।
They didn’t return my call, let alone my message.
৪। আমি পার্কে হাঁটতে পারি না, জগিং তো দূরের কথা।
I can’t walk in the park, let alone jogging.
৫। আমরা সিনেমা দেখতে যেতে পারি না, ডিনার তো দূরের কথা।
We can’t go to the movies, let alone dinner.
৬। আমার গাড়ি মেরামত করা হয়নি, পরিষ্কার করা তো দূরের কথা।
My car hasn’t been repaired, let alone cleaned.
৭। আমি ফ্লাইট ধরতে পারিনি, ট্রেন তো দূরের কথা।
I couldn’t catch the flight, let alone the train.
৮। সে আমাকে সাহায্য করতে পারবে না, ট্যাক্সি বুক করতে তো দূরের কথা।
She can’t help me, let alone book a taxi.
৯। আমি নতুন ল্যাপটপ কিনতে পারি না, স্মার্টফোন তো দূরের কথা।
I can’t buy a new laptop, let alone a smartphone.
১০। আমি বিদেশে যেতে পারি না, ভ্রমণের পরিকল্পনা তো দূরের কথা।
I can’t go abroad, let alone make travel plans.
১১। তার কাজ শেষ হয়নি, রিপোর্ট তো দূরের কথা।
His work isn’t finished, let alone the report.
১২। আমি পার্টি অ্যাটেন্ড করতে পারি না, গিফট নিয়ে আসা তো দূরের কথা।
I can’t attend the party, let alone bring a gift.
১৩। তিনি স্কুলে যেতে পারছেন না, স্কুল প্রজেক্ট তো দূরের কথা।
He can’t go to school, let alone the school project.
১৪। আমি নতুন জুতো কিনতে পারি না, জামাকাপড় তো দূরের কথা।
I can’t buy new shoes, let alone clothes.
১৫। আমি খেলা দেখতে পারি না, খেলার টিকেট তো দূরের কথা।
I can’t watch the game, let alone buy tickets.
১৬। আমি খাবার রান্না করতে পারি না, রেসিপি তো দূরের কথা।
I can’t cook the meal, let alone follow the recipe.
১৭। আমরা ভ্রমণে যেতে পারি না, হোটেল বুকিং তো দূরের কথা।
We can’t go on a trip, let alone book a hotel.
১৮। আমি ড্রাইভিং শিখতে পারি না, লাইসেন্স তো দূরের কথা।
I can’t learn driving, let alone get a license.
১৯। সে দাওয়াত দিতে পারবে না, ফোন করা তো দূরের কথা।
She can’t send an invitation, let alone make a phone call.
২০। আমি ছবির জন্য পোজ দিতে পারি না, স্টুডিওতে যাওয়া তো দূরের কথা।
I can’t pose for a photo, let alone go to the studio.
২০। আমি গেম খেলতে পারি না, গেম কনসোল তো দূরের কথা।
I can’t play games, let alone have a game console.
২১। তারা বাড়ি পরিষ্কার করতে পারছে না, ফার্নিচার স্থানান্তর তো দূরের কথা।
They can’t clean the house, let alone move the furniture.
২২। আমি নতুন বই পড়তে পারি না, লাইব্রেরিতে যাওয়াও তো দূরের কথা।
I can’t read new books, let alone go to the library.
২৩। আমি ইন্টারভিউ দিতে পারি না, সিভি আপডেট করা তো দূরের কথা।
I can’t attend the interview, let alone update my CV.
২৪। আমি গার্লফ্রেন্ডের জন্য উপহার কিনতে পারি না, রেস্টুরেন্টে নিয়ে যাওয়া তো দূরের কথা।
I can’t buy a gift for my girlfriend, let alone take her to a restaurant.
২৫। আমি ছবি তুলতে পারি না, ক্যামেরা কেনার কথা তো দূরের কথা।
I can’t take photos, let alone buy a camera.
২৬। আমি নতুন গান শুনতে পারি না, কনসার্টে যাওয়াও তো দূরের কথা।
I can’t listen to new songs, let alone go to a concert.
২৭। আমি কোন ডিভিডি দেখতে পারি না, রিমোট পাওয়াও তো দূরের কথা।
I can’t watch any DVDs, let alone find the remote.
২৮। আমি চশমা ঠিক করতে পারি না, নতুন চশমা কেনার কথা তো দূরের কথা।
I can’t fix my glasses, let alone buy new ones.
২৯। আমি বন্ধুদের সঙ্গে বের হতে পারি না, পার্টিতে যাওয়াও তো দূরের কথা।
I can’t hang out with friends, let alone go to a party.
৩০। আমি বই পাঠাতে পারি না, ডাকবাক্সে যাওয়া তো দূরের কথা।
I can’t send a book, let alone go to the mailbox.
৩১। আমি মুভি স্ট্রিম করতে পারি না, সাবস্ক্রিপশন নেওয়া তো দূরের কথা।
I can’t stream movies, let alone get a subscription.
৩২। আমি লাঞ্চ করতে পারি না, রেস্তোরাঁয় যাওয়াও তো দূরের কথা।
I can’t have lunch, let alone go to a restaurant.
৩৩। আমি পেইন্টিং করতে পারি না, পেইন্ট ব্রাশ কেনার কথা তো দূরের কথা।
I can’t do painting, let alone buy paintbrushes.
৩৪। আমি কোনো ইভেন্ট অ্যাটেন্ড করতে পারি না, রেজিস্ট্রেশন তো দূরের কথা।
I can’t attend any event, let alone register for it.
53. What does + noun + look like? “What does ………..Look like?” (এই Phrase টি ব্যাবহার করা হয় অদ্ভূত কোনো জিনিস দেখে অনুভূতি প্রকাশের ক্ষেত্রে)
১। এই নতুন ফোন দেখতে কেমন?
What does this new phone look like?
২। তার নতুন ঘর দেখতে কেমন?
What does his new house look like?
৩। আজকের আকাশ দেখতে কেমন?
What does today’s sky look like?
৪। তোমার নতুন পোশাক দেখতে কেমন?
What does your new outfit look like?
৫। এই নতুন গাড়ি দেখতে কেমন?
What does this new car look like?
৬। ওই পুরানো বই দেখতে কেমন?
What does that old book look like?
৭। নতুন সিনেমা দেখতে কেমন?
What does the new movie look like?
৮। তার নতুন প্রোজেক্ট দেখতে কেমন?
What does his new project look like?
৯। আজকের খাবার দেখতে কেমন?
What does today’s meal look like?
১০। এই নতুন কম্পিউটার দেখতে কেমন?
What does this new computer look like?
১১। তার নতুন স্কার্ফ দেখতে কেমন?
What does her new scarf look like?
১২। ওই নতুন ড্রেস দেখতে কেমন?
What does that new dress look like?
১৩। এই পেন্টিং দেখতে কেমন?
What does this painting look like?
১৪। নতুন গেম দেখতে কেমন?
What does the new game look like?
১৫। আজকের সংবাদ দেখতে কেমন?
What does today’s news look like?
আরো পড়ুন:
- Spoken English Structure Part 10
- Spoken English Structure Part 09
- Spoken English Structure Part 08
- Spoken English Structure Part 07
১৬। এই নতুন স্মার্টওয়াচ দেখতে কেমন?
What does this new smartwatch look like?
১৭। তার নতুন স্যুট দেখতে কেমন?
What does his new suit look like?
১৮। এই নতুন রেস্টুরেন্ট দেখতে কেমন?
What does this new restaurant look like?
১৯। তোমার নতুন সাইকেল দেখতে কেমন?
What does your new bicycle look like?
২০। এই পুরানো ব্রেসলেট দেখতে কেমন?
What does this old bracelet look like?
২১। আজকের সান্ধ্যভোজ দেখতে কেমন?
What does today’s dinner look like?
২২। তার নতুন হেয়ারকাট দেখতে কেমন?
What does his new haircut look like?
২৩। ওই পুরানো মেকআপ সেট দেখতে কেমন?
What does that old makeup set look like?
২৪। এই নতুন ই-মেইল দেখতে কেমন?
What does this new email look like?
২৫। তোমার নতুন ব্যাগ দেখতে কেমন?
What does your new bag look like?
২৬। তার নতুন ফোন কভারের ডিজাইন দেখতে কেমন?
What does his new phone cover design look like?
২৭। এই নতুন ফার্নিচার দেখতে কেমন?
What does this new furniture look like?
২৮। আজকের আবহাওয়া দেখতে কেমন?
What does today’s weather look like?
২৯। তার নতুন বইয়ের কভার দেখতে কেমন?
What does the cover of his new book look like?
৩০। এই নতুন বইগুলো দেখতে কেমন?
What do these new books look like?
৩১। তার নতুন গাড়িগুলো দেখতে কেমন?
What do his new cars look like?
৩২। আজকের খাবারগুলো দেখতে কেমন?
What do today’s meals look like?
৩৩। তোমার নতুন জামাগুলো দেখতে কেমন?
What do your new clothes look like?
৩৪। এই পুরানো ছবিগুলো দেখতে কেমন?
What do these old pictures look like?
৩৫। এই নতুন অফিসের ডেস্কগুলো দেখতে কেমন, এবং তাদের ডিজাইন কতটা আধুনিক?
What do the new office desks look like, and how modern is their design?
৩৬। তার নতুন ফার্নিচারের সেটগুলো দেখতে কেমন, এবং তাদের রঙের পছন্দ কতটা আলাদা?
What do his new furniture sets look like, and how different are their color choices?
৩৭। আজকের সকালবেলার আকাশের রঙগুলো দেখতে কেমন, এবং মেঘের আকারগুলো কেমন ছিল?
What do the colors of this morning’s sky look like, and what were the shapes of the clouds?
৩৮। এই নতুন ফোনের মডেলগুলো দেখতে কেমন?
What do these new phone models look like?
৩৯। আজকের মিটিংয়ের নোটগুলো দেখতে কেমন?
What do today’s meeting notes look like?
৪০। তোমার নতুন জ্যাকেটগুলো দেখতে কেমন?
What do your new jackets look like?
৪১। এই পুরানো পেন্টিংগুলোর রংগুলো দেখতে কেমন?
What do the colors of these old paintings look like?
54. What’s it + like + verb + ing + extra ? কোনো কিছু করার অনুভূতি “কেমন হয়”।
১। অফিসে কাজ করতে কেমন লাগে?
What’s it like working in the office?
২। নতুন শহরে থাকতে কেমন লাগে?
What’s it like living in a new city?
৩। একলা ঘুরতে কেমন লাগে?
What’s it like traveling alone?
৪। কর্মশালায় অংশ নিতে কেমন লাগে?
What’s it like attending a workshop?
৫। নতুন ভাষা শিখতে কেমন লাগে?
What’s it like learning a new language?
৬। মিউজিক ফেস্টিভালে যেতে কেমন লাগে?
What’s it like going to a music festival?
৭। ফিল্ম ফেস্টিভালে অংশ নিতে কেমন লাগে?
What’s it like participating in a film festival?
৮। পাহাড়ে ট্রেকিং করতে কেমন লাগে?
What’s it like trekking in the mountains?
৯। প্রকৃতির মধ্যে হাঁটতে কেমন লাগে?
What’s it like walking in nature?
১০। নতুন রেস্তোরাঁয় খেতে কেমন লাগে?
What’s it like eating at a new restaurant?
১১। ফুলের বাগানে কাজ করতে কেমন লাগে?
What’s it like working in a flower garden?
১২। মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে কেমন লাগে?
What’s it like watching a movie in a multiplex?
১৩। কোচিং ক্লাসে যোগ দিতে কেমন লাগে?
What’s it like joining a coaching class?
১৪। একটু বিশ্রাম নিতে কেমন লাগে?
What’s it like taking a short break?
১৫। বই পড়তে কেমন লাগে?
What’s it like reading a book?
১৬। বাচ্চাদের সাথে খেলতে কেমন লাগে?
What’s it like playing with kids?
১৭। অনলাইন শপিং করতে কেমন লাগে?
What’s it like shopping online?
১৮। প্রাতঃভ্রমণে যাওয়ার কেমন অনুভূতি?
What’s it like going for a morning walk?
১৯। ফটোগ্রাফি করতে কেমন লাগে?
What’s it like doing photography?
২০। স্বাস্থ্যকর খাবার রান্না করতে কেমন লাগে?
What’s it like cooking healthy food?
২১। স্কুলে পড়াতে কেমন লাগে?
What’s it like teaching at school?
২২। কনসার্টে অংশ নিতে কেমন লাগে?
What’s it like participating in a concert?
২৩। বিকেল বেলা চা পেতে কেমন লাগে?
What’s it like having tea in the afternoon?
২৪। পার্কে বেড়াতে কেমন লাগে?
What’s it like strolling in the park?
২৫। বিচে সময় কাটাতে কেমন লাগে?
What’s it like spending time at the beach?
২৬। নতুন বই উপহার পেতে কেমন লাগে?
What’s it like receiving a new book as a gift?
২৭। ভ্রমণের পরিকল্পনা করতে কেমন লাগে?
What’s it like planning a trip?
২৮। ইন্টারভিউ দিতে কেমন লাগে?
What’s it like giving an interview?
২৯। বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে কেমন লাগে?
What’s it like organizing a special event?
৩০। মিউজিক শো দেখতে কেমন লাগে?
What’s it like watching a music show?
৩১। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে কেমন লাগে?
What’s it like getting acquainted with different cultures?
৩২। পাশের বাড়িতে অতিথি হতে কেমন লাগে?
What’s it like being a guest at a neighbor’s house?
৩৩। নতুন প্রযুক্তি ব্যবহার করতে কেমন লাগে?
What’s it like using new technology?
৩৪। উদ্ভিদ পরিচর্যা করতে কেমন লাগে?
What’s it like taking care of plants?
৩৫। নতুন ভাষায় কথা বলতে কেমন লাগে?
What’s it like speaking in a new language?
55.(1) Present Indefinite + as if/as though + past indefinite.
(2) Past Indefinite + as if/as though + past perfect.
As if/As though – এর বাংলা অর্থ হচ্ছে “যেন” (এটি Middle conjunction হিসেবে দুইটি clause এর মাঝে কল্পনামূলক অর্থ প্রদানে ব্যবহৃত হয়।)
(1) Present Indefinite + as if/as though + past indefinite.
১। তুমি এমন বলো যেন তুমি আমাকে চেনো।
You speak as if you knew me.
২। সে এমন হাঁটে যেন সে রাজপুত্র।
He walks as if he were a prince.
৩। তুমি এমন কাজ করো যেন তুমি কোনো ভুল করো না।
You act as if you made no mistakes.
৪। তারা এমন হাসে যেন কিছুই হয়নি।
They laugh as if nothing happened.
৫। তুমি এমন হাসো যেন তুমি খুব খুশি।
You smile as if you were very happy.
৬। সে এমন ভাবে যেন সবকিছু তার অধীনে।
He thinks as if everything were under his control.
৭। তুমি এমন জানাও যেন তুমি সবকিছু বুঝেছ।
You pretend as if you understood everything.
৮। সে এমন আচরণ করে যেন সে কোনো অপরাধ করেনি।
He behaves as if he committed no crime.
৯। তুমি এমন দেখাও যেন তুমি সম্পূর্ণ প্রস্তুত।
You appear as if you were fully prepared.
১০। সে এমন খেলে যেন সে কোনো ক্লান্তি অনুভব করছে না।
He plays as if he felt no fatigue.
১১। তুমি এমন কাজ করো যেন এটি খুব সহজ।
You work as if it were very easy.
১২। সে এমন চায় যেন সে সবকিছু পেয়েছে।
He demands as if he received everything.
১৩। তুমি এমন চালাও যেন তুমি কোন নিয়ন্ত্রণ হারাও না।
You drive as if you lost no control.
১৪। সে এমন তাকায় যেন সে কিছুই দেখেনি।
He looks as if he saw nothing.
১৫। তুমি এমন ধরে রাখো যেন এটি মূল্যবান কিছু।
You hold it as if it were something valuable.
১৬। সে এমন বলে যেন সে সত্য জানে।
He talks as if he knew the truth.
১৭। তুমি এমন রান্না করো যেন তুমি একজন শেফ।
You cook as if you were a chef.
১৮। সে এমন পড়ে যেন সে কিছুই বুঝতে পারছে না।
He reads as if he understood nothing.
১৯। তুমি এমন হাসো যেন কিছুই ঘটেনি।
You laugh as if nothing happened.
২০। সে এমন চালায় যেন সে খুব তাড়াহুড়ো করছে।
He drives as if he were in a hurry.
- Past Indefinite + as if/as though + past perfect.
১। তুমি এমন কথা বলেছিলে যেন তুমি আমাকে চিনতে।
You spoke as if you had known me.
২। সে এমন হাসছিল যেন সে সবকিছু জানতো।
He laughed as if he had known everything.
৩। তুমি এমন খেলেছিলে যেন তুমি আগে কখনো খেলনি।
You played as if you had never played before.
৪। তারা এমন দেখাচ্ছিল যেন তারা কিছুই জানে না।
They appeared as if they had known nothing.
৫। তুমি এমন চালিয়েছিলে যেন তুমি কখনো দেরি করনি।
You drove as if you had never been late.
৬। সে এমন পড়েছিল যেন সে সবকিছু জানতো।
He studied as if he had known everything.
৭। তুমি এমন দেখাচ্ছিলে যেন তুমি সম্পূর্ণ সুস্থ ছিলে।
You looked as if you had been completely healthy.
৮। সে এমন লিখেছিল যেন সে অনেক অনুশীলন করেছে।
He wrote as if he had practiced a lot.
৯। তুমি এমন চুপ ছিলে যেন তুমি কিছু জানো না।
You remained silent as if you had known nothing.
১০। সে এমন রান্না করেছিল যেন সে একজন শেফ ছিল।
He cooked as if he had been a chef.
১১। তুমি এমন ঘুমিয়েছিলে যেন তুমি খুব ক্লান্ত ছিলে।
You slept as if you had been very tired.
১২। সে এমন কথা বলেছিল যেন সে সত্য জানতো।
He spoke as if he had known the truth.
১৩। তুমি এমন ব্যবহার করেছিলে যেন তুমি আগে কখনো দেখা করনি।
You behaved as if you had never met before.
১৪। সে এমন করেছিল যেন সে আগে কখনো ভুল করেনি।
He acted as if he had never made a mistake.
১৫। তুমি এমন মনে হয়েছিলে যেন তুমি সবকিছু হারিয়েছিলে।
You seemed as if you had lost everything.
১৬। সে এমন জিজ্ঞেস করেছিল যেন সে আগে কিছুই জানতো না।
He asked as if he had known nothing before.
১৭। তুমি এমন দেখেছিলে যেন তুমি কিছুই দেখোনি।
You looked as if you had seen nothing.
১৮। সে এমন আচরণ করেছিল যেন সে কখনো কোনো অপরাধ করেনি।
He behaved as if he had never committed any crime.
১৯। তুমি এমন মনে হয়েছিলে যেন তুমি সবকিছু জানো।
You felt as if you had known everything.
২০। সে এমন চালিয়েছিল যেন সে আগে কখনো গাড়ি চালায়নি।
He drove as if he had never driven a car before.
Spoken English Structure Part 11 pdf download | কোচিং ছাড়াই স্পোকেন ইংরেজি শেখার কোর্স পিডিএফ ডাউনলোড