HSC Physics 2nd Paper Test Paper PDF Download

এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

Advertisements

HSC Physics 2nd Paper Test Paper PDF Download: HSC Physics 2nd Paper Test Paper PDF ডাউনলোড করে অনুশীলন করে তোমার পরিক্ষার প্রস্তুতিকে আরো শক্তিশালী কর। এই পিডিএফ এ রয়েছে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও শীর্ষস্থানীয় কলেজের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নপত্র। নিয়মিত অনুশীলন করে শিক্ষার্থীরা সময় ব্যবস্থাপনা এবং দক্ষতা বৃদ্ধি করতে পারবে। তাহলে চলো, শুরু করি।


HSC Physics 2nd Paper Test Paper PDF 2025

১। একখণ্ড ধাতুর উপর 2700 Å তরঙ্গদৈর্ঘ্যের এবং 5.4 × 1014 Hz সূচন কম্পাঙ্কের আলো পতিত হলে ধাতু থেকে ফটোইলেকট্রন নির্গত হয়।

ক. দৈর্ঘ্য সংকোচন কী?
খ. পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না কেন? ব্যাখ্যা কর।
গ. নির্গত ইলেকট্রনের গতিবেগ কত?
ঘ. উদ্দীপকের ধাতু খণ্ডের উপর 3600 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে কি? বিশ্লেষণ কর।

২। একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 3 m, 2 m এবং 1 m। বস্তুটির ভর 200 kg। ইহা নিজের দৈর্ঘ্য বরাবর পৃথিবী থেকে 0.6 c বেগে গতিশীল।

Advertisements

ক. জড় কাঠামো কী?
খ. নিবৃত্তি বিভব 2000 volt বলতে কী বুঝ?
গ. পৃথিবী থেকে নির্ণীত গতিশীল বস্তুটির ঘনত্ব কত?
ঘ. নিউটনীয় বলবিদ্যা থেকে প্রাপ্ত গতিশক্তি ও আপেক্ষিক তত্ত্ব গতিশক্তি এক নয়। উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

৩। একখণ্ড রেডিয়ামে 6.023 × 1023 টি অক্ষত পরমাণু ছিল। এক বছরে দেখা গেল 6.000 × 1023 টি পরমাণু ভেঙে গেছে।

ক. ভরত্রুটি কী?
খ. n-টাইপ অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ কিনা- ব্যাখ্যা কর।
গ. রেডিয়াম মৌলটির অর্ধায়ু বের কর।
ঘ. গাণিতিক যুক্তি দিয়ে দেখাও যে, পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যার বেশি হবে না।

৪। সুমন নিশ্চল কাঠামোতে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 50 cm, প্রস্থ 25 cm, উচ্চতা 25 cm এবং ভর 100 g পরিমাপ করেন। অন্যদিকে বস্তুটির দৈর্ঘ্য বরাবর গতিশীল কাঠামো হতে রিপনের নিকট বস্তুটিকে ঘনাকৃতি মনে হয়। (HSC Physics 2nd Paper Test Paper PDF)

ক. কাল দীর্ঘায়ন কী?
খ. বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্যগুলো লিখ।
গ. গতিশীল কাঠামোর দ্রুতি নির্ণয় কর।
ঘ. সুমন ও রিপনের নিকট বস্তুটির ঘনত্ব একই হবে কি-না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।

৫। রাকিব পদার্থবিজ্ঞান ল্যাবরেটরির অন্ধকার কক্ষে আলোর পরীক্ষা করছিল। সে ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় 6000 Å এর আলো ব্যবহার করল। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm এবং চির থেকে পর্দার লম্ব দূরত্ব 150 cm |

ক. আলোর ব্যতিচার কী?
খ. হাইগেনের নীতি ব্যাখ্যা কর।
গ. রাকিবের পরীক্ষণে ডোরার ব্যবধান নির্ণয় কর।
ঘ. চির হতে পর্দার লম্ব দূরত্ব অর্ধেক করলে ডোরার ব্যবধান বর্তমানের ডোরার প্রস্থের সমান হবে কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।

৬। একক চিরের দ্বারা ফ্রনহফার শ্রেণির অপবর্তনের ক্ষেত্রে স্নিগ্ধ 6000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলো। চিরের বেধ 0.002 mm

ক. গ্রেটিং উপাদান কী?
খ. মাইক্রোওয়েভ ওভেনে শুষ্ক বিস্কুট বা চানাচুর গরম করা যাবে কি-না?- ব্যাখ্যা কর।
গ. দ্বিতীয় ক্রমের চরমের জন্য অপবর্তন কোণ নির্ণয় কর।
ঘ. এই অপবর্তনে পঞ্চম বিন্দু পাওয়া যাবে কি-না? তার গাণিতিক ব্যাখ্যা কর।

৭। সাভার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এর উৎপাদন ক্ষমতা 4000 MW এবং এতে জ্বালানি হিসেবে U235 ব্যবহৃত হয়। প্রতিটি ফিশান হতে 200 MeV শক্তি পাওয়া যায়। U235 এর অর্ধায়ু 4.5 × 10° বছর। (এর ভাঙনের হার 1 curie)

ক. বন্ধন শক্তি কী?
খ. আলোর বেগকে পরম বেগ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. U235 এর কী পরিমাণ ভর থেকে এক কুরী তেজস্ক্রিয়তা পাওয়া যাবে?
ঘ. এক বছরে বিদ্যুৎ কেন্দ্রটি 1 kg জ্বালানিতে চলবে কি-না? তার গাণিতিক ব্যাখ্যা দাও এবং তা কতদিন চলবে নির্ণয় কর।

৮। P ও Q দুটি বৈদ্যুতিক বাল্ব যাদের গায়ে যথাক্রমে 100 W – 220 V ও 60 W – 220 V লেখা আছে। বাল্ব দুটিকে 220 V বিভব উৎসের -সাথে প্রথমে সমান্তরালে ও পরে শ্রেণিতে যুক্ত করা হলো। (HSC Physics 2nd Paper Test Paper PDF)

ক. হারানো ভোল্টেজ কাকে বলে?
খ. শান্টের ব্যবহার লিখ।
গ. প্রথম ক্ষেত্রে 5 sec সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করলে কী পরিমাণ তড়িৎশক্তি ব্যয় হয় তা বের কর।
ঘ. সংযোগের ধরণ পরিবর্তনের ফলে বাল্ব দুটির উজ্জ্বলতার কোনো পরিবর্তন হবে কি-না তা গাণিতিকভাবে যাচাই কর।

৯। রিফাত ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় ব্যতিচার ঝালর দেখার জন্য চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.6 mm এবং চির থেকে পর্দার দূরত্ব 80 cm-এ স্থাপন করলো। মাশফিক একই পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.8 mm এবং পর্দাটিকে 1.2 m দূরত্বে স্থাপন করলো। উভয়ে একই বর্ণের আলোক দ্বারা পরীক্ষাটি সম্পন্ন করে রিফাত অন্ধকার ডোরার প্রস্থ নির্ণয় করলো 0.3 mm.

ক. সূচন কম্পাঙ্ক কী?
খ. “তেজস্ক্রিয় মৌল নিঃশেষ হতে অসীম সময় লাগে”-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে দুজনের নির্ণীত দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কি একই হবে- গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও।


আরো পড়ুন:


১০। সাকিব ও রবিন দুই বন্ধু তাদের বয়স যথাক্রমে 30 এবং 37 বছর। তারা 35 m দৈর্ঘ্যের একটি মহাকাশযান নিয়ে 0.7 c বেগে মহাকশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসেবে তারা 22 বছর পর ফিরে এলেন। পৃথিবীতে মানুষের সর্বোচ্চ আয়ু 60 বছর।

ক. আলোর অপবর্তন কী?
খ. গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্ত ব্যাখ্যা কর।
গ. পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে উদ্দীপকের মহাকাশ-যানটির দৈর্ঘ্য কত মনে হবে?
ঘ. উদ্দীপকের সাকিব ও রবিন পৃথিবীতে জীবিত না মৃত অবস্থায় ফিরে আসবে গাণিতিকভাবে ব্যাখ্যা কর।

১১। একটি n-p-n ট্রানজিস্টরকে সাধারণ নিঃসারক বিন্যাসে সজ্জিত করা হলো যার ইনপুট রোধ 52 এবং লোড রোধ 50Ω। এক্ষেত্রে, নিঃসারক প্রবাহ 1.75 mA, পীঠ প্রবাহ 0.07 mA পাওয়া গেল। (HSC Physics 2nd Paper Test Paper PDF)

ক. মোলার আপেক্ষিক তাপ কাকে বলে?
খ. তাপের যান্ত্রিক ত্যুলাঙ্ক 4.2 J cal¹ বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের আলোকে ভোল্টেজ গেইন নির্ণয় কর।
ঘ. একটি n-p-n ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বিন্যাস বিবর্ধক ক্রিয়াটি বর্ণনা কর।

১২। একটি কুলিজ নলে X-ray উৎপাদনের জন্য একবার 15 kV এবং আরেকবার 25 kV বিভব পার্থক্য সরবরাহ করা হলো। এই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তি 0.2% X-ray উৎপাদন করে।

ক. কাল প্রসারণ কী?
খ. আলোর বেগে গতিশীল বস্তুর দৈর্ঘ্য কেমন হবে- ব্যাখ্যা কর?
গ. প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় কর।
ঘ. দুই ধরনের X-ray এর ক্ষেত্রে কোনটির ভেদনযোগ্যতা বেশি গাণিতিকভাবে যাচাই কর।

১৩। একটি ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 4 mm ও চির হতে 40 cm দৈর্ঘ্যের পর্দা 1 m দূরত্বে অবস্থিত। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 4 cm দূরে পঞ্চম অন্ধকার ডোরা দেখা যায়।

ক. উপরিপাতনের নীতি কী?
খ. ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ডোরা স্পষ্ট দেখার জন্য চিরদ্বয়ের ব্যবধান স্বল্প হওয়া প্রয়োজন- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত?
ঘ. যদি পর্দাটি চিরের দিকে 42 cm এগিয়ে আনা হয় তবে ডোরার সংখ্যার কি পরিবর্তন হবে- গাণিতিকভাবে দেখাও।

১৪। রহমান সাহেব একজন টেকনিশিয়ান এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। তিনি একটি সমান্তরাল পাত ধারক তৈরি করেন। ধারকটির প্রতি পাতের ক্ষেত্রফল 0.3388 m²। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm। একটি ইলেকট্রিক সার্কিটে 6 nF ধারক প্রয়োজন হওয়ায় তিনি তার তেরিকৃত পাঁচটি ধারককে বিভিন্ন সমবায়ে যুক্ত করে প্রয়োজন মেটাতে সক্ষম হন। (HSC Physics 2nd Paper Test Paper PDF)

ক. কুলম্বের সূত্রের ভেক্টররূপ লিখ।
খ. গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধ লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে ব্যাখ্যা কর।
গ. তৈরিকৃত ধারকের ধারকত্ব নির্ণয় কর।
ঘ. ইমরান সাহেব প্রয়োজন মেটাতে সক্ষম হয়েছিল কি-না? গাণিতিকভাবে যাচাই কর।

১৫। একজন মহাশূন্যচারী মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে বের হয়ে তার নিজ ঘড়ি অনুযায়ী একদিন পরে ফিরে এলো। পৃথিবীর ঘড়ি অনুযায়ী আটদিন অতিবাহিত হয়েছে। মহাশূন্যযানের দৈর্ঘ্য ও ভর যথাক্রমে 10 m ও 2000 kg ছিল।

ক. আলোক তড়িৎ প্রবাহ কী?
খ. পরমশূন্য তাপমাত্রায় পরিবাহী এবং অর্ধপরিবাহীর আচরণের সাদৃশ্য আছে কি-না ব্যাখ্যা কর।
গ. মহাশূন্যযানের বেগ নির্ণয় কর।
ঘ. নভোযানের ভর ও দৈর্ঘ্যের অনুপাত ভ্রমণের পূর্বে ও পরে অভিন্ন থাকবে কি-না ব্যাখ্যা কর।

১৬। ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় ব্যবহৃত 6000 Å তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট আলো ব্যবহার করা হলো। দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.4 mm এবং চির হতে পর্দার দূরত্ব 2 m। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n-তম ডোরার দূরত্ব 9 mm। (HSC Physics 2nd Paper Test Paper PDF)

ক. তরঙ্গমুখ কাকে বলে?
খ. ফ্রেনেল ও ফ্রনহফার শ্রেণির অপবর্তনের মধ্যে পার্থক্য লিখ।
গ. কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে ২য় অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় কর।
ঘ. n-তম বিন্দুতে সৃষ্ট ব্যতিচারের প্রকৃতি বিশ্লেষণ কর।

১৭। 300 nm তরঙ্গদৈর্ঘ্যের আলোর সাহায্যে কোনো ধাতু থেকে 3.5 eV গতিসম্পন্ন ফটোইলেকট্রন নিঃসরণ ঘটানো হলো। পরবর্তীতে 700 nm তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো ও 400 nm তরঙ্গদৈর্ঘ্যের বেগুনি আলো ব্যবহার করা হয়।

ক. সূচন কম্পাঙ্ক কাকে বলে?
খ. কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না-ব্যাখ্যা কর।
গ. পাতটির কার্যাপেক্ষক নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের উভয় আলোর জন্য ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে কি না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।


এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ | HSC Physics 2nd Paper Test Paper PDF Question Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top