HSC Physics 1st Paper Test Paper PDF Download: HSC Physics 1st Paper Test Paper PDF ডাউনলোড করে অনুশীলন করে তোমার পরিক্ষার প্রস্তুতিকে আরো শক্তিশালী কর। এই পিডিএফ এ রয়েছে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও শীর্ষস্থানীয় কলেজের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নপত্র। নিয়মিত অনুশীলন করে শিক্ষার্থীরা সময় ব্যবস্থাপনা এবং দক্ষতা বৃদ্ধি করতে পারবে। তাহলে চলো, শুরু করি।
HSC Physics 1st Paper Test Paper PDF 2025
১। 1400 kg ভরের একটি গাড়ি 20 m প্রশস্ত একটি বাঁকা রাস্তায় বাঁক নিচ্ছে। রাস্তার বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা 0.75 m উঁচু। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 120 m। যাত্রীরা চালককে 8.5 ms¯¹ বেগে গাড়ি চালাতে অনুরোধ করে।
ক. টর্ক কী?
খ. কোনো বস্তুকে বৃত্তাকার পথে সুষম বেগে গতিশীল রাখা সম্ভব নয়। ব্যাখ্যা করো।
গ. রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল হিসেব করো।
ঘ. গাড়ির চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবেন কিনা- গাণিতিক ব্যাখ্যা দাও।
২। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 m এবং ব্যাস 2 m একটি পাম্প কুপটিকে 20 মিনিটে খালি করতে পারে। আরো কম সময়ের মধ্যে কুপটি খালি করার জন্য এর সাথে 1 HP ক্ষমতার অপর একটি পাম্প সংযুক্ত করা হলো।
ক. কর্মদক্ষতা কাকে বলে?
খ. কাজ-শক্তি উপপাদ্যটি প্রমাণ করো।
গ. প্রথম পাম্প দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপ অনুসারে কী পরিমাণ সময় সাশ্রয় হবে? গাণিতিক বিশ্লেষণ করো।
৩। একটি হ্রদের তলদেশের পানির তাপমাত্রা 18°C। তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে একটি বাতাসের বুদবুদের ব্যাস তিনগুণ হয়ে যায়। ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা 75 cm। হ্রদের পানির উপরিতলে চাপ 105 Nm¯² এবং তাপমাত্রা 30°C।
ক. স্বাধীনতার মাত্রা কাকে বলে?
খ. প্রমাণ চাপ নির্ণয়ে বিশুদ্ধ পারদ স্তম্ভের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. পারদের ঘনত্ব 13596 kgm³ হলে হ্রদের গভীরতা কত?
ঘ. যদি পানির গভীরতা 10 m হয় তবে পানি পৃষ্ঠের বুদবুদের আয়তন তলদেশের আয়তনের কত গুণ হবে?
৪। কোনো একদিন কক্সবাজারে তাপমাত্রা ছিল 25°C এবং সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 23.35 mm পারদ চাপ, আপেক্ষিক আর্দ্রতা 70%। অপরদিকে টাঙ্গাইলের শিশিরাঙ্ক 6.8°C ও বায়ুর তাপমাত্রা 16°C 6°C, 8°C, 16°C, 20°C এবং 23°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 6.4 mm, 7 mm, 11 mm, 17.54 mm এবং 19.83 mm পারদ চাপ। (HSC Physics 1st Paper Test Paper PDF)
ক. সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?
খ. কক্সবাজারে কোনো একদিন সন্ধ্যায় শিশিরাঙ্ক 15°C বলতে কি বোঝ?
গ. টাঙ্গাইলের আপেক্ষিক আর্দ্রতা কত?
ঘ. উদ্দীপকের আলোকে কক্সবাজারের শিশিরাঙ্ক নির্ণয় করা যাবে কি-না? যাচাই কর।
৫। একটি মোটর গাড়ি স্থির অবস্থান থেকে 2 ms² সমত্বরণে যাত্রা শুরু করল। গাড়িটির একটি চাকার ভর 30 kg এবং ব্যাসার্ধ 50 cm।
ক. দ্বন্দ্ব বলতে কি বুঝ?
খ. দুটি মার্বেল পরস্পর বিপরীত দিক হতে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হলে ইহা কোন ধরনের সংঘর্ষ? এবং কেন?
গ. যাত্রা শুরু করার 12 sec পর চাকাটির কৌণিক সরণ কত হবে?
ঘ. সমপরিমাণ ত্বরণ সৃষ্টির জন্য কি পরিমাণ টর্ক প্রয়োগ করতে হবে-গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
৬। 10m গভীর, 2m প্রস্থ ও 3m দৈর্ঘ্যবিশিষ্ট একটি কূপ পানি দ্বারা অর্ধ পূর্ণ ছিল। কূপের শীর্ষবিন্দু থেকে 100m উচুতে একটি ট্যাংক পানি পূর্ণ করা প্রয়োজন। যার ধারণ ক্ষমতা 12000L উক্ত কাজে 5 kW এর মোটর ব্যবহার করা হলো।
ক. অশ্বক্ষমতা কী?
খ. কোনো যন্ত্রের দক্ষতা 65.38% বলতে কী বুঝ?
গ. ট্যাকংটি পানি পূর্ণ করতে উদ্দীপকের মোটরের কত সময় লাগবে?
ঘ. উদ্দীপকে উল্লেখিত মোটরটি ও ঘণ্টায় কূপটিকে পানি শূন্য করতে পারবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই কর।
৭। পৃথিবীর পৃষ্ঠ থেকে 2000 km উচ্চতায় একটি স্যাটেলাইট 6.5 kms’ বেগে ঘূর্ণনশীল। উক্ত স্যাটেলাইটের ভর ছিল 5000 kg।
ক. ভূ-স্থির উপগ্রহ কি?
খ. পৃথিবীর অভিকর্ষীয় বিভব কোথায় সবচেয়ে বেশি এবং কেন?
গ. উদ্দীপকের উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য কত হবে?
ঘ. উদ্দীপকের স্যাটেলাইট স্থায়ী কক্ষপথে পরিভ্রমণ করবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
৮। A ও B দুটি গ্রহ। গ্রহ দুটির ব্যাসার্ধ যথাক্রমে 6400 km ও 7400 km। গ্রহ দুটির অভিকর্ষজ ত্বরণের মান 9.4 m s -2 S21A গ্রহের 65° অক্ষাংশে এবং B গ্রহের 35° অক্ষাংশে একটি বস্তু রাখা হলো। গ্রহ দুটির আহ্নিক গতির পর্যায়কাল 25 h।
ক. মুক্তিবেগ কাকে বলে?
খ. পৃথিবীর সব স্থানে ৪ এর মান একই নয়- ব্যাখ্যা কর।
গ. A গ্রহের মুক্তিবেগ কত?
ঘ. উদ্দীপকে কোন গ্রহে বস্তুটির ওজন বেশি অনুভব হবে-গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৯। 4 mm ও 6 mm ব্যাসের দুটি সমান দৈর্ঘ্যের তারকে সমান বল দ্বারা টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির 2.25 গুণ। প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি 10% এবং পয়সনের অনুপাত 0.5। (HSC Physics 1st Paper Test Paper PDF)
ক. সংসক্তি বল কী?
খ. কাচ ও পানির স্পর্শকোণ সূক্ষ্মকোণ কিন্তু কাচ ও পারদের স্পর্শ কোণ স্থূলকোণ কেন? ব্যাখ্যা কর।
গ. প্রথম তারটির ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে? নির্ণয় কর।
ঘ. তার দুটি একই উপাদানের কি-না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
১০। দুই বন্ধুর 50 cm দৈর্ঘ্যের এবং 2 mm² প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের এক প্রান্তে ভর ঝুলিয়ে পৃথকভাবে স্থিতিস্থাপকতা পরীক্ষা করছে। প্রথম বন্ধু বলছে যে, সে তার পরীক্ষায় তারটির দৈর্ঘ্য বিকৃতি 5% এবং পার্শ্ববিকৃতি 4% পেয়েছে। কিন্তু দ্বিতীয় বন্ধু এই ফলাফলে দ্বিমত পোষণ করছে। তারটির ইয়ং এর গুণাঙ্ক Y = 2 × 10¹¹ N/m².
ক. নমনীয় বস্তু কী?
খ. সংনম্যতা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি-ব্যাখ্যা কর।
গ. পরীক্ষণীয় তারটির দৈর্ঘ্য 20 mm বাড়াতে কত বল প্রয়োগ করতে হবে?
ঘ. দ্বিতীয় বন্ধুর দ্বিমত পোষণ সম্পর্কে যৌক্তিক মতামত দাও।
১১। একটি স্প্রিংকে উল্লম্বভাবে ঝুলিয়ে এর নিম্ন প্রান্তে 200 gm ভরের একটি বস্তুকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি 5 cm প্রসারিত হয়। বস্তুটিকে টেনে ছেড়ে দিলে এটি 8 cm বিস্তারে স্পন্দিত হয়।(g = 9.8 m/s²)
ক. স্পন্দন গতি কী?
খ. সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর আবর্তনকাল ভিন্ন হয়- ব্যাখ্যা কর।
গ. স্পন্দনশীল বস্তুটির সর্বাধিক ত্বরণ বের কর।
ঘ. স্প্রিংটিতে 500 gm এর ভর ঝুলালে কম্পাঙ্কের কীরূপ পরিবর্তন হবে নির্ণয় কর।
১২। কুমিল্লায় কোনো একদিন আর্দ্রতামাপক যন্ত্রে শুষ্ক বাল্বের তাপমাত্রা 25° C এবং শিশিরাঙ্ক 10.5°C। 25° C, 11° C এবং 10°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 22.38 mm, 10.52 mm এবং 9.9 mm পারদচাপ। 25° C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.7। (HSC Physics 1st Paper Test Paper PDF)
ক. শিশিরাঙ্ক কী?
খ. কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 65% বলতে কী বুঝায়?
গ. উক্ত স্থানের সিক্ত বাল্বের তাপমাত্রা কত?
ঘ. উক্ত স্থানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় পূর্বক আবহাওয়া সম্পর্কে মন্তব্য কর।
১৩। 400 m প্রস্থবিশিষ্ট গোমতী নদীতে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে। নদীতে 5 km/h বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। রাতুল 10 km/h নেগে স্রোতের সাথে কোণে এবং তার বন্ধু প্রীতুল 8km/h বেগে স্রোতের সাথে 90° কোণে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
ক. ডট গুণন কী?
খ. দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি সামান্তরিকের সূত্রের সাহায্যে নির্নয় করা যায় কি? ব্যাখ্যা কর।
গ. ৪ কোণের মান কত হলে রাতুল সরাসরি নদীর অপর পাড়ে পৌঁছাতে পারবে?
ঘ. সাঁতার প্রতিযোগিতায় কে জয়ী হবে? বিশ্লেষণপূর্বক উত্তর দাও।
আরো পড়ুন:
- এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র টেস্ট পেপার
- এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র টেস্ট পেপার
- এইচএসসি ইসলাম শিক্ষা ২য় পত্র টেস্ট পেপার
- এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র টেস্ট পেপার
১৪ সুমন বান্দরবানের পাহাড়ি রাস্তায় 50 km/h বেগে গাড়ি চালাচ্ছে। রাস্তাটির প্রস্থ 5 m, একটি স্থানে বাঁকের ব্যাসার্ধ 80 m এবং ব্যাংকিং কোণ 5.4°। (HSC Physics 1st Paper Test Paper PDF)
ক. টর্ক এর একক লিখ।
খ. কোনো বস্তুর জড়তার ভ্রামক 2 kg-m² বলতে কী বুঝায়?
গ. রাস্তার বাঁকের উভয় পার্শ্বের উচ্চতার পার্থক্য নির্ণয় কর।
ঘ. সুমন তার প্রদত্ত বেগ দ্বারা নিরাপদে গাড়িটি চালাতে পারবে কী? বিশ্লেষণপূর্বক উত্তর দাও।
১৫। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 m, ব্যাস 4 m। একটি পাম্প ব্যবহার করে কুয়াটির অর্ধেক 7 মিনিটে খালি করা যায়।
ক. সংরক্ষণশীল বল কী?
খ. একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে?
গ. পাম্পটির ক্ষমতা নির্ণয় কর।
ঘ. একই পাম্প দ্বারা কুয়াটির বাকি অর্ধেক পানি শূন্য করতে একই সময় লাগবে কি-না-গাণিতিকভাবে মতামত দাও।
১৬। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবর্তিত হওয়ায় দোলনকালের পরিবর্তন হয়। পরিবর্তিত দোলনকাল 2.01 sec হলে দোলকটি স্লো হয়ে যায়। আবার যদি দোলকটির দৈর্ঘ্য ২% হ্রাস করি দোলকটি ফাস্ট হয়।
ক. স্পন্দন গতি কী?
খ. সরল ছন্দিত স্পন্দনশীল কণার শক্তি বনাম সরণ লেখচিত্রটি ব্যাখ্যা কর।
গ. স্লো অবস্থায় দোলকটি ঘণ্টায় কত সেকেন্ড হারাবে?
ঘ. “স্লো অবস্থার চেয়ে ফাস্ট অবস্থায় দোলকটি ঘণ্টায় বেশি সময় লাভ করে” গাণিতিকভাবে যাচাই কর।
১৭। শাহিন দুবাই থেকে 100 gm এর একটি স্বর্ণের বার কিনে চট্টগ্রামে তার বন্ধু জাওয়াদকে উপহার দিল। জাওয়াদ তাকে বলল, “এই বারটিকে ভূ-পৃষ্ঠ হতে যে উচ্চতায় উঠালে ওজন অর্ধেক হবে, ভূ-পৃষ্ঠ হতে ঠিক একই গভীরতায় নামালেও ওজন অর্ধেক হবে।”
দুবাই’র অক্ষাংশ: 25.20° N
এবং চট্টগ্রামের অক্ষাংশ: 22.37° N
ক. কেপলারের দ্বিতীয় সূত্রটি কী?
খ. মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কোথায়? ব্যাখ্যা কর।
গ. চট্টগ্রামে বারের ওজন কত হ্রাস পাবে?
ঘ. জাওয়াদের উক্তিটি সঠিক কি-না- গাণিতিকভাবে যাচাই কর।
১৮। দৃশ্যপট-১: রোদ্দুর 100 gm ভরের একটি পাথর 1 m দীর্ঘ সুতার সাহায্যে 10 m s¹ বেগে ঘুরিয়ে নির্দিষ্ট দিকে নিক্ষেপ করে।
দৃশ্যপট-২: একই সময়ে রাজ্য 50 gm ভরের একটি ধাতব গোলক, 10 cm সংকুচিত একটি স্প্রিং-এর এক প্রান্তে রেখে স্প্রিংটি হঠাৎ মুক্ত করলে গোলকটি দৃশ্যপট-১ এর পাথরের গতির দিকে ছুটে যায়। উভয়ে লক্ষ করে 5 sec পর 500 m দূরবর্তী একটি বাড়ির জানালার কাচ কোনো একটির আঘাতে ভেঙে পড়লো। (HSC Physics 1st Paper Test Paper PDF)
[স্প্রিং-এর বল ধ্রুবক = 1000 N/m]
ক. চক্রগতির ব্যাসার্ধ কী?
খ. সংঘর্ষের পর দুটি বস্তু সংযুক্ত অবস্থায় চললে সংঘর্ষের প্রকৃতি অস্থিতিস্থাপক হয় কেন? ব্যাখ্যা কর।
গ. রোদ্দুরের পাথরটির কেন্দ্রমুখী ত্বরণের মান কত?
ঘ. কোনটির আঘাতে জানালার কাচ ভাঙল? গাণিতিক যুক্তিসহকারে ব্যাখ্যা কর।
১৯। 95 cm সুতার দৈর্ঘ্যবিশিষ্ট একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। ভূ-পৃষ্ঠ হতে দোলকটিকে একবার 2000 m উপরে A অবস্থানে এবং আরেকবার 2000 m নিচে B অবস্থানে নিয়ে যাওয়া হয়।
ক. কাজ-শক্তি উপপাদ্যটি বিবৃত কর।
খ. ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দোলকের ববের ব্যাস নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের কোন অবস্থানে দোলকটি অধিকতর ধীরে চলবে বলে তুমি মনে কর- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।
২০। কোনো একদিনের হাইগ্রোমিটারের পাঠ নিতে গিয়ে দেখা গেলো শুষ্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 25° C ও 15.8° CI 25° C তাপমাত্রায় গ্রেইসারের উৎপাদক 1.70। 8° C, 9° C এবং 25° C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 7.5 mm, 8.1 mm এবং 17.4 mm Hg চাপ। (HSC Physics 1st Paper Test Paper PDF)
ক. প্রমাণ চাপ কী?
খ. গ্যাস ও বাষ্পের মধ্যে দুটি পার্থক্য লেখ।
গ. ঐ দিনের শিশিরাঙ্ক নির্ণয় কর।
ঘ. আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়পূর্বক আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ কর।
২১। রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ 100 m এবং রাস্তার উভয় পার্শ্বের উচ্চতার পার্থক্য 1 m, রাস্তার বিস্তার 10 m।
ক. মৌলিক বলগুলোর নাম লেখ।
খ. চক্রগতির ব্যাসার্ধ বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
গ. রাস্তার ব্যাংকিং কোণ কত? নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের রাস্তায় 20 km/h বেগে গাড়ি নিরাপদে চালানো সম্ভব কি-না? গাণিতিকভাবে যাচাই কর।
২২। 3.5 m গভীর হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ উপরে উঠছে। হ্রদের তলদেশে বুদবুদের ব্যাস 2.6 mm এবং উপরিতলে ব্যাস 3 mm। হ্রদের উপরিতলের তাপমাত্রা 30° С, বায়ুমণ্ডলের চাপ 101325 Pa।
ক. শিশিরাঙ্ক কাকে বলে?
খ. নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব বাড়লে গড় মুক্তপথের মান বাড়ে না কমে? ব্যাখ্যা কর।
গ. হ্রদের তলদেশের তাপমাত্রা কত? ব্যাখ্যা কর।
ঘ. হ্রদের পানির ঘনত্ব দ্বিগুণ করা হলে তলদেশ থেকে উপরিতলে উঠে আসা বুদবুদের আয়তনের কিরূপ পরিবর্তন হবে- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ | HSC Physics 1st Paper Test Paper PDF Question Download