HSC Physics 1st Paper Suggestion

এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ (PDF)

Advertisements

HSC Physics 1st Paper Suggestion 2025 PDF: HSC Physics 1st Paper Suggestion 2025 PDF – ১০০% কমন ও সেরা সাজেশন এখনই ডাউনলোড করুন। বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরসহ সাজেশনটি তৈরি করা হয়েছে। পরীক্ষার সময় ঘনিয়ে এল, সময় নষ্ট না করে এখনই সংগ্রহ করুন এই HSC Physics 1st Paper Suggestion।


HSC Physics 1st Paper Suggestion 2025

সৃজনশীল ‘ক’ এর জন্য

অধ্যায়-১

১. আপেক্ষিক ত্রুটি কী?

Advertisements

২. স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক 0.01mm বলতে কী বোঝায়?

অধ্যায়-২

১. বিপ্রতীপ ভেক্টর কী?

২. স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্টের সংজ্ঞা লেখো।

৩. অবস্থান ভেক্টর কী?

8. কার্লের সংজ্ঞা দাও।

৫. সমান ভেক্টর কী?

৬. ভেক্টর অপারেটর কী?

৭. একক ভেক্টর কাকে বলে?

৮. ডট গুণন কী?

৯. স্বাধীন ভেক্টর কী?

১০. কার্ল কী?

১১. নাল ভেক্টর কাকে বলে?

১২. অপারেটর কাকে বলে?

১৩. পোলার ভেক্টর কী?

১৪. ডানহাতি ক্রু নিয়মটি বিবৃত কর।

১৫. সদৃশ ভেক্টর কাকে বলে?

১৬. ভেক্টর বিভাজন কী?

১৭. আয়ত একক ভেক্টর কী?

অধ্যায়-৪

১. কৌণিক ভরবেগ কী?

২. জড়তার ভ্রামক কাকে বলে?

৩. রাস্তার ব্যাংকিং কী?

8. স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?

৫. টর্ক কাকে বলে?

৬. কৌণিক ত্বরণ কী?

৭. কেন্দ্রমুখী বল বলতে কী বুঝো?

৮. চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?

৯. কৌণিক বেগ কী?

১০. মৌলিক বল কী?

১১. ঘাতবল কী?

অধ্যায়-৫

১. স্প্রিং ধ্রুবক কী?

২. বলের ঘাত কাকে বলে?

৩. কর্মদক্ষতার সংজ্ঞা দাও।

8. সংরক্ষণশীল বল কী?

৫. কাজ-শক্তি উপপাদ্যটি লেখ।

৬. পরিবর্তনশীল বল কাকে বলে?

৭. অশ্ব ক্ষমতা কাকে বলে?

৮. অসংরক্ষণশীল বল কী?

৯. ভরকেন্দ্র কাকে বলে?

১০. প্রত্যয়নী বল কাকে বলে?

অধ্যায়-৬

১. মুক্তিবেগ কী?

২. ভারকেন্দ্র কী?

৩. ভূ-স্থির উপগ্রহ কী?

8. পার্কিং কক্ষপথ কী?

৫. ভূস্থির কৃত্রিম উপগ্রহ কাকে বলে?

৬. মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে?

৭. কেপলারের ৩য় সূত্রটি লিখো।

অধ্যায়-৭

১. অসহ পীড়ন কী?

২. একটি স্প্রিং-কে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি? ব্যাখ্যা করো।

৩. পয়সনের অনুপাত কী?

8. টেনসন বল কাকে বলে?

৫. সংনম্যতা কী?

৬. পীড়নের সংজ্ঞা দাও।

৭. স্থিতিস্থাপক গুনাংক কী?

অধ্যায়-৮

১. কম্পাংক কী?

২. দশা কী?

৩. স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা দাও।

8. সরল ছন্দিত স্পন্দন গতি কাকে বলে?

৫. কালিক পর্যায়ক্রম কী?

৬. কৌণিক কম্পাংক কাকে বলে?

৭. স্থানিক পর্যাবৃত্ত কী?

৮. ইপক কী?

৯. সেকেন্ড দোলক কী?

অধ্যায়-১০

১. শিশিরাংক কাকে বলে?

২. আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও।

৩. গড় মুক্ত পথের বোলজম্যানের সূত্রটি লেখো।

8. শক্তির সমবিভাজন নীতি কাকে বলে?

৫. গড়মুক্ত পথ কাকে বলে?

৬. সম্পৃক্ত বাষ্প চাপ কী?

৭. সংকট চাপ কী?

৮. গড় বর্গ বেগ কী?

৯. স্বাধীনতার মাত্রা কাকে বলে?

সৃজনশীল ‘খ’ এর জন্য

অধ্যায়-১

১. সাধারণত স্ফেরোমিটারের সাহায্যে পাতের পুরুত্ব নির্ণয়কালে এর যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও নির্ণয়ের প্রয়োজন নেই কেন?- ব্যাখ্যা করো।

অধ্যায়-২

১. দুটি অসমান ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না। ব্যাখ্যা করো।

২. kxk একটি নাল ভেক্টর। – ব্যাখ্যা করো।

৩. দুটি ভেক্টরের গুণন বিনিময় সূত্র মেনে চলে না- ব্যাখ্যা করো।

8. একটি বস্তুকে টানা অথবা ঠেলার ক্ষেত্রে কোনটি সহজ? ব্যাখ্যা করো।

অধ্যায়-৩

১. কোনো প্রবাহীর আয়তনের পরিবর্তন নির্ণয়ে ডাইভারজেন্স এর ভূমিকা আছে কি-না? ব্যাখ্যা করো।

২. একটি বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি? ব্যাখ্যা করো।

৩. ঠেলার ক্ষেত্রে লনরোলারকে ভারী মনে হয় কেন? ব্যাখ্যা করো।

8. ট্রলি ব্যাগের হাতল লম্বা করার যৌক্তিকতা ব্যাখ্যা করো।

৫. একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হতে পারে কি? ব্যাখ্যা কর।

৬. ভেক্টর অপারেটর স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে- ব্যাখ্যা করো।

৭. তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়?

৮. নৌকার রশি গুণ টানার ক্ষেত্রে লম্বা রাশি দিয়ে গুণ টানা হয় কেন?

৯. অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর- ব্যাখ্যা করো।

HSC Physics 1st Paper Suggestion 2025 pdf download

১০. পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টর যোজন নীতি ব্যাখ্যা করো।

১১. “আয়ত একক ভেক্টরের দিক নির্দিষ্ট হলেও একক ভেক্টরের দিক নির্দিষ্ট নয়”- ব্যাখ্যা করো।

১২. “কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর এবং বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা একই হয়”- ব্যাখ্যা করো।

১৩. একই তলে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে ঘোরালে লব্ধির দিক একই হবে কী না ব্যাখ্যা করো।

১৫. সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর হলেও সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়- ব্যাখ্যা করো।

১৬. তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়?

১৭. কোন শর্তে চলন্ত গাড়ীতে পড়ন্ত বৃষ্টি শুধু পিছনের কাঁচকে ভিজাবে ব্যাখ্যা করো।

অধ্যায়-৪

৫. দরজার হাতল প্রান্তে দেয়া হয় কেন? ব্যাখ্যা করো।

৬. ব্যালে ড্যান্সের ক্ষেত্রে কৌণিক ভরবেগের প্রভাব ব্যাখ্যা করো।

৭. বৈদ্যুতিক দ্যুতিক পাখা ঘুরলে গায়ে বাতাস লাগে কেন? ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করো।

৮. বৈদ্যুতিক পাখার বাতাস কীভাবে নিচে নামে? ব্যাখ্যা করো।

৯. ঘর্ষণ বল কি অসংরক্ষণশীল বল? ব্যাখ্যা করো।

১০. বালির উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য কেন?

১১. “স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি।”- ব্যাখ্যা করো।

১২. রাস্তার ব্যাংকিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

১৩. টর্কের দিক কীভাবে নির্ণয় করবে?

১৪. বৃত্তাকার পথে বাঁক পার হওয়ার সময় একজন সাইকেল আরোহী হেলে যায় কেন?

১৫. ব্যাংকিং কোণের মান বাড়ালে রাস্তার বাঁকে গাড়ি চালানোর গতিসীমা বাড়ে-ব্যাখ্যা করো।

১৬.”একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর কৌণিক ভরবেগের সমান।”- ব্যাখ্যা করো।

১৭. একজন নৃত্যশিল্পী ঘূর্ণনের সময় দুই হাত ভাঁজ করে নেয় কেন? ব্যাখ্যা করো।

১৮.উল্লম্ব তলে ঘূর্ণায়মান রোলার কোস্টারের যাত্রী নিচে পড়ে না কেন? ব্যাখ্যা করো।

১৯.ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কিন্তু রৈখিক বেগ ভিন্ন ভিন্ন কেন? ব্যাখ্যা করো।

২০. সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে চলন্ত কোনো বস্তুর ত্বরণ থাকে কেন?

২১. কোনো বস্তুর পক্ষে সুষম বেগে বৃত্তাকার পথ ঘোরা সম্ভব নয়”- ব্যাখ্যা করো।

২২. বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি বস্তুর ব্যাসার্ধের পরিবর্তনের সাথে কেন্দ্রমুখী বলেরও পরিবর্তন ঘটে- ব্যাখ্যা করো।

২৩. “ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগ কখনও শূন্য হয় না” ব্যাখ্যা করো।

২৪. জড়তার ভ্রামকের সমান্তরাল ও লম্ব অক্ষ উপপাদ্য বিবৃত করো।

২৫. “গাড়ির চাকার নাট-বল্টু খোলার ক্ষেত্রে লম্বা হাতলযুক্ত যন্ত্র ব্যবহার সুবিধাজনক”- ব্যাখ্যা করো।

২৬. উল্লম্ব তলে দ্রুত ঘূর্ণনরত পানি ভর্তি বালতির পানি পড়ে যায় না কেন? ব্যাখ্যা করো।

অধ্যায়-৫

১। বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে কি? ব্যাখ্যা করো।

২। অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল।- ব্যাখ্যা করো।

৩। গুলি এবং পাথরের মধ্যে কোনটি দিয়ে জানালায় কাঁচকে আঘাত করলে কাঁচ বেশি টুকরায় পরিণত হবে? ব্যাখ্যা করো।

৪। একটি স্প্রিং- কে খন্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি? ব্যাখ্যা করো।

৫। একজন আরোহী লিফটে উপরে উঠার সময় নিজেকে ভারী মনে করে, ব্যাখ্যা করো।

৬। নরম মাটিতে লাফ দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা কম- ব্যাখ্যা করো।

৭। নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পিছিয়ে যায় কেন?

৮. ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল- ব্যাখ্যা করো।

৯. ক্রিকেট খেলার ক্যাচ ধারার সময় খেলোয়ার তাঁর হাতকে পিছনে টেনে কেন?

১০. একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে ভরবেগ সমপরিমাণ বৃদ্ধি পাবে কী? ব্যাখ্যা করো।

১১. একই উচ্চতায় উঠতে খাড়া সিঁড়ি অপেক্ষা হেলানো সিঁড়ি ব্যবহার করলে কষ্ট কম হয় কেন?

১২. সরণ বনাম গতিশক্তির লেখচিত্রের ঢালটি বল নির্দেশ করে- ব্যাখ্যা করো।

১৩. সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠা কষ্টকর ব্যাখ্যা করো।

১৪. খেলনা গাড়িতে স্প্রিংযুক্ত করার কারণ কী?

১৫. স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল একটি সংরক্ষন শীল বল- ব্যাখ্যা করো।

১৬. স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হয়- ব্যাখ্যা করো।


আরো পড়ুন:

HSC English 2nd Paper Final Suggestion

এইচএসসি বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন

এইচএসসি বাংলা ১ম পত্র চূড়ান্ত সাজেশন


১৭. কোনো বস্তুর শক্তি আছে কিন্তু ভরবেগ নেই অথবা ভরবেগ আছে কিন্তু শক্তি নেই- এরকম ঘটনা কী সম্ভব?

১৮. একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? ব্যাখ্যা করো।

১৯. “দুটি একই ভরের বস্তুর মধ্যে স্তিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তুদ্বয় বেগ বিনিময় করে।” ব্যাখ্যা করো।

২০. একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 2.5 Nm-1 বলতে কী বোঝায়?

অধ্যায়-৬

১. ঘূর্ণনরত পৃথিবী সূর্য হতে দূরে সরে গেলে এর বেগ কমে যায় কেন? ব্যাখ্যা করো।

২. সমবেগে উঠানামা করা লিফচের যাত্রীর ওজনের পরিবর্তন হয় না কেন? ব্যাখ্যা করো।

৩. মহাকর্ষীয় বিভব 12kj/kg বলতে কী বুঝ?

8. কেপলারের তৃতীয় সূত্রটি ব্যাখ্যা কর।

৫। চাঁদে মানুষ বসবাস করতে পারে কি না? ব্যাখ্যা করো।

৬। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে কি?- ব্যাখ্যা কর।

৭। মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের উপর আছড়ে পড়ছে না কেন? ব্যাখ্যা করো।

৮। “কোনো নির্দিষ্ট স্থানে ওজন ভরের সমানুপাতিক”- ব্যাখ্যা করো।

৯। বলদ্বারা কৃতকাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান- ব্যাখ্যা করো।

১০। মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে বৃহস্পতির পৃষ্ঠে মুক্তিবেগ বেশি- ব্যাখ্যা করো।

১১. মহাকর্ষীয় বিভব অসীমে সর্বাধিক কিন্তু শূণ্য- ব্যাখ্যা করো।

১২. বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা করো।

১৩. একই কক্ষপথে স্থাপিত দু’টি ভিন্ন ভরের স্যাটেলাইটের বেগ কি একই হবে, না ভিন্ন হবে? ব্যাখ্যা করো।

১৪. কখন বস্তুর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই বিন্দুতে হয়? ব্যাখ্যা করো। (HSC Physics 1st Paper Suggestion)

১৫. যাত্রী ভর্তি নৌকায় যাত্রীদেরকে নৌকায় দাঁড়াতে নিষেধ করা হয় কেন?

১৬. বিষুবীয় অঞ্চলে একজন ব্যাক্তর ওজন কম হয় কেন?

১৭. কেপরারের গ্রহ বিষয়ক ২য় সূত্রটি ব্যাখ্যা করো।

১৮. আহ্নিক গতির কারণে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের কিরূপ পরিবর্তন হয়? ব্যাখ্যা করো।

১৯. দেখাও যে, অভিকর্ষজ ত্বরণ এবং মহাকর্ষীয় প্রাবল্যের সংখ্যা গত মান সমান।

অধ্যায়-৭

১। অ্যালুমিনিয়ামের কাঠিন্যের গুণাঙ্ক 2.6 × 1010 Nm-2 বলতে কী বুঝায়?

২। ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক- ব্যাখ্য করো।

৩। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পীড়-বিকৃতির গ্রাফের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।

৪। একটি ইস্পাতের তারকে বারবার বাঁকালে উত্তপ্ত হয় কেন? ব্যাখ্যা করো।

৫। পারদের আয়তন গুণান্ধ 2 × 1010Nm-2 বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

৬। অসহ পীড়ন 4.5 × 107Nm 2 বলতে কী বোঝো?

৭। সংনম্যতা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি- ব্যাখ্যা করো।

৮। তাপমাত্রা বাড়ালে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কমে কেন? ব্যাখ্যা করো।

৯। সীসার ইয়ং গুণাঙ্ক 1.6 × 1010Nm-2 বলতে কী বুঝো?

১০। আন্তঃআণবিক বলের সাহায্যে পদার্থের স্থিতিস্থাপকতা ব্যাখ্যা

১১। একটি স্প্রিং-এর বিভবশক্তি 2J বলতে কী বুঝ?

১২। রাবারের বেল্ট বেশি দিন ব্যবহার করলে ঢিলা হয়ে যায় কেন?

১৩। পানির ইয়ং এর গুণাঙ্ক আছে কি না- ব্যাখ্যা করো।

অধ্যায়-৮

১। সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার বেগ শূন্য হলে উহার ত্বরণ কি শূন্য হবে? ব্যাখ্যা করো।

২. সরল ছন্দিত গতিসম্পন্ন কণার ত্বরণ ঋণাত্মক ত্বরণ- ব্যখ্যা করো।

৩. x = A sin (wt + 8) সমীকরণ ব্যাখ্যা কর।

8. বৃত্তাকার পথে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার রৈখিক গতিশক্তি একই হয় কি? ব্যাখ্যা করো।

৫. পরিবেশের তাপমাত্রার হ্রাস বৃদ্ধির সাথে দোলক ঘড়ি দ্রুত কিংবা ধীরে চলে-ব্যাখ্যা করো।

৬. পৃথিবীর কেন্দ্রে সরণ দোলকের দোলনকাল অসীম- ব্যাখ্যা করো।

৭. কোন সময়ে সরণ দোলকের গতি সরলরৈখিক হয়? ব্যাখ্যা করো।

৮. সরল দোলকের কৌণিক বিস্তার 4° এর মধ্যে রাখা হয় কেন?

৯. সব দোলক সরল দোলক নয়- ব্যাখ্যা করো।

HSC Physics 1st Paper Suggestion

১০. দোলায়মান সেকেন্ড দোলক শব্দ উৎপন্ন করে না কেন?

১১. একটি ফাঁপা গোলক পিন্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে এর পর্যায়কালের উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।

১২. মহাকাশে একজন নভোচারীর নিকট একটি সেকেন্ড দোলকের কম্পাংকের পরিবর্তন হয়- ব্যাখ্যা করো।

১৩. কক্ষপথে পৃথিবীর গতি সরলদোলন গতি- ব্যাখ্যা করো।

১৪. একটি ভূ-স্থির উপগ্রহে স্প্রিং ভর ব্যবস্থায় দোলনকাল কেমন হবে? ব্যাখ্যা করো।

১৫. দোলনরত একটি সরলদোলক সাম্যাবস্থায় সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয় বেন? ব্যাখ্যা করো।

১৬. সকল পর্যায়বৃত্ত গতি সরল দোলন গতি নয় কেন? ব্যাখ্যা করো।

১৭. পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে সমদ্রুতিতে আবর্তনরত হলেও সূর্যের চারপাশে নয়- ব্যাখ্যা করো।।

১৮. সুষম বৃত্তাকার গতি কী সরল ছন্দিত গতি- ব্যাখ্যা করো।

অধ্যায়-১০

১. মেঘলা রাত অপেক্ষা মেঘহীন রাতে বেশি শিশির জমে কেন?

২. কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কী বোঝায়?

৩. গ্যাসের বেগ নির্ণয়ে r. m. s বেগ নেয়া হয় কেন? ব্যাখ্যা কর।

8. কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে- ব্যাখ্যা করো।

৫. 02 গ্যাসপূর্ণ একটি রাবারের বেলুনকে পৃথিবীর পৃষ্ঠ হতে চন্দ্র পৃষ্ঠে নিয়ে গেলে বেলুনটির কী হবে?

৬. কোনো স্থানের সম্পৃক্ত ও অসম্পৃক্ত জলীয় বাষ্পচা সমান হতে পারে ব্যাখ্যা করো।

৭. চার্লসের সূত্রের আলোকে পরমশূন্য তাপমাত্রা ব্যাখ্যা করো।

৮. কোনো অঞ্চলে কুয়াশা কেন পড়ে? ব্যাখ্যা করো।

৯. পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে অণুর গড় বর্গবেগও বৃদ্ধি পায়- ব্যাখ্যা করো।

১০. একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজাওে অস্বস্তিকর অনুভূত হয় কেন?

১১. পারমশূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়- ব্যাখ্যা করো।

১২. ঠান্ডা পানির জন্য পিতলের কলসী এবং মাটির কলসীর মধ্যে কোনটি বেশি উপযোগী? ব্যাখ্যা করো।

১৩. “আদর্শ গ্যাস একটি কল্পনামাত্র” ব্যাখ্যা করো।

১৪. গ্রীষ্মকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অধিক হলেও শিশির পড়ে না কেন? ব্যাখ্যা করো।

১৫. কোনো একদিনের শিশিরাঙ্ক 19.4°C বলতে কী বুঝ?

১৬. “বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণের সাথে বায়ুণ্ডলীয় চাপের সম্পর্ক”- ব্যাখ্যা করো।

১৭. সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার থেকে ঝড়ের পূর্বাভাস কী করে বোঝায় যায়-ব্যাখ্যা করো।

সৃজনশীল ‘গ, ঘ’ এর জন্য

অধ্যায়-২ ভেক্টর)

১. নদী ও নৌকা

২. বৃষ্টি ও ছাতা

৩. ডট গুনন এবং ক্রস গুনন

8. গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল

অধ্যায়-৪ (নিউটোনিয়ান বলবিদ্যা)

১. ভরবেগের সংরক্ষণ সূত্র

২. জড়তার ভ্রামক নির্ণয় (সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে)

৩. কেন্দ্রমুখী বল এবং সূতার টান

8. ব্যাংকিং কোণ

অধ্যায়-৫ (কাজ, শক্তি, ক্ষমতা)

১. যান্ত্রিক শক্তির নিত্যতা

ক. সরল দোলকের ক্ষেত্রে

খ. আনত তলের ক্ষেত্রে

২. কাজ-শক্তি উপপাদ্র:

ক. কূপের ক্ষেত্রে

খ. আয়তকার ঘনবস্তু ক্ষেত্রে

অধ্যায়-৬ (মহাকর্ষ ও অভিকর্ষ)

১. অভিকর্ষজ ত্বরণ “g” এর পরিবর্তন:

ক. উচ্চতার কারণে

খ. অহ্নিক গতির কারণে

২. মহাকর্ষ বিভব এবংপ্রাবল্যে

৩. মুক্তিবেগ

8. কৃত্রিম উপগ্রহ

অধ্যায়-৭ ( পদার্থের গাঠনিক ধর্ম:)

১. ইয়ং গুণাঙ্ক

২. পয়সনের অনুপাত

অধ্যায়-৮ (পর্যায়বৃত্তিক গতি)

১. যান্ত্রিক শক্তির নিত্যতা:

ক. সরল দোলক হতে

খ. লেখকচিত্র হতে (বিভবশক্তি গতিশক্তি)

২. পাহাড়ের উচ্চতা নির্ণয়:

৩. সেকেন্ড দোলকের সাহায্যে সময় নির্ণয়

অধ্যায়-১০

১. হ্রদের ক্ষেত্রে, গ্যাসের সূত্রসমূহ প্রয়োগ, হ্রদে

২. বর্গমূল গড় বর্গ বেগ, গতিশক্তি

৩. আপেক্ষিক আদ্রতা


এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন | HSC Physics 1st Paper Suggestion 2025 pdf download

এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন | HSC Physics 1st Paper Suggestion 2025 pdf download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top