HSC ICT Test Paper

এইচএসসি আইসিটি টেস্ট পেপার উত্তরসহ ২০২৫ (PDF)

Advertisements

HSC ICT Test Paper PDF: HSC ICT Test Paper এ রয়েছে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও শীর্ষস্থানীয় কলেজের প্রশ্নপত্র ওুত্তরপত্র। সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে তৈরিকৃত এই টেস্ট পেপারের প্রশ্ন গুলো অনুশীলন করলে পরিক্ষায় ভালো ফলাফল অজুন করতে পারবে। পিডিএফ ডাউনলোড করার আগে HSC ICT Test Paper এর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।


HSC ICT Test Paper PDF 2025

১। Dr. Sipa হচ্ছে একজন গবেষক। তিনি কক্সবাজার গিয়ে এক জায়গায় দেখতে পান কিছু ছেলেমেয়েরা বিভিন্ন ডিভাইস পরিধান করে সিমুলেশন পদ্ধতি ব্যবহার করে আনন্দ করছে। এরপর তিনি একটি গবেষণা কেন্দ্রের একটি কক্ষে গিয়ে উচ্চ ফলনশীল ধান উৎপাদন এবং DNA স্থানান্তর নিয়ে বিভিন্নজনকে জ্ঞান দান করেন।

ক. নিউরাল নেটওয়ার্ক কাকে বলে?
খ. বায়োইনফরমেটিক্স বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ছেলেমেয়েদের আনন্দ করার প্রযুক্তি সম্পর্কে লিখ।
ঘ. উদ্দীপকে গবেষণা কেন্দ্রের প্রযুক্তিগত দিক বিশ্লেষণের উপর মতামত দাও।

২। RIMI নামক একজন ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে (10101.101)৪ টাকা বিনিয়োগ করে। অপরদিকে MIMI ও SIMI নামক দুজন ছাত্রী ক্রিকেট খেলতে গিয়ে যথাক্রমে (1011)2 এবং (1101)₂ রান করে। এতে তারা যথেষ্ট খুশী হয়।

Advertisements

ক. কোড কাকে বলে?
খ. বিসিডি কোড একটি জনপ্রিয় কোড। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে RIMI এর টাকাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ কর।
ঘ. উদ্দীপকে MIMI ও SIMI এর রানের পার্থক্যকে যোগের মাধ্যমে প্রকাশ করার উপর মতামত দাও।

৩। PRIMA ও SRIMA ডেটা কমিউনিকেশনে যথাক্রমে স্টার্ট ও স্টপ বিটের ব্যবহার এবং হেডার ইনফরমেশন ও ট্রেইলর ইনফরমেশন এর ব্যবহার নিয়ে একে অপরের সাথে আলাপ-আলোচনা করে। PRIMA ডেটা কমিউনিকেশনে এমন একটি ক্যাবল ব্যবহার করে যার মধ্য দিয়ে ডেটা আলোর বেগে চলতে পারে। (HSC ICT Test Paper PDF)

ক. মোবাইল প্রজন্ম কাকে বলে?
খ. একই প্রটোকলভুক্ত নেটওয়ার্কে রাউটারের ভূমিকা অপরিসীম। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে PRIMA এর ক্যাবলটি সম্পর্কে লিখ।
ঘ. উদ্দীপকে PRIMA ও SRIMA এর পদ্ধতি দুটির অভ্যন্তরীণ অবস্থার উপর মতামত দাও।

৪। Kamina নামের একটি মেয়ে তার স্যারের সাথে সি ভাষা সম্পর্কে আলোচনা করে S = 50+60+70 + …. + n পর্যন্ত ধারার যোগফল সহজেই নির্ণয় করে ফেলল এবং শিক্ষকের কাছ থেকে ধন্যবাদ পেল।

ক. অনুবাদক প্রোগ্রাম কাকে বলে?
খ. scanf (“%d %d”, &p, &q); বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে দেয়া ধারাটির ফ্লোচার্ট তৈরি করে ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে দেয়া ধারাটির মাধ্যমে তৈরিকৃত প্রোগ্রাম do-while লুপ দিয়ে বাস্তবায়নের উপর মতামত প্রদান কর।

৫। Himu নামক একজন অফিসার তার অফিসের কম্পিউটারগুলোকে একটি ক্যাবলের সাথে যুক্ত করে, যার একটি নষ্ট হলে অন্যগুলোর কার্যকারিতা নষ্ট হয় না। Rimu নামের একজন অফিসার তার অফিসের কম্পিউটারগুলোকে একটি ডিভাইসের সাথে যুক্ত করে, যার একটি নষ্ট হলে অন্যগুলোর কার্যকারিতা নষ্ট হয় না। Simu নামক একজন অফিসার তার অফিসের কম্পিউটারগুলোকে একের পর এক সংযুক্ত করে, যার একটি নষ্ট হলে সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। (HSC ICT Test Paper PDF)

ক. ব্রডকাস্ট কাকে বলে?
খ. ক্লাউড কম্পিউটিং বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে Himu এর টপোলজি সম্পর্কে লিখ।
ঘ. উদ্দীপকে Rimu ও Simu এর টপোলজির মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দিবে এবং কেন? মতামত দাও।

৬। Sefa নামক একটি মেয়ে একটি প্রোগ্রামের মধ্যে a ও ৮ কে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে তার শিক্ষকের সাথে আলাপ-আলোচনা করে এবং সর্বশেষ এই সিদ্ধান্তে উপনীত হয় a ও b ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়।

ক. লাইব্রেরি ফাংশন কাকে বলে?
খ. যান্ত্রিক ভাষার চেয়ে উচ্চতর ভাষা কেন জনপ্রিয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উপর ভিত্তি করে সি ভাষায় যোগফল নির্ণয়ের এলগরিদম বাংলায় প্রকাশ কর।
ঘ. উদ্দীপকের উপর ভিত্তি করে সি ভাষায় গড় নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করে তার উপর বিশ্লেষণমূলক মতামত দাও।

৭। দৃশ্যকল্প-১: ডা. “ক” বিদেশী বায়ো-রিসার্চ সেন্টার পরিদর্শন করে প্রযুক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবহিত হলেন। এই পদ্ধতিতে অত্যন্ত শীতল তাপমাত্রা ব্যবহার করে শল্য চিকিৎসা করা হয়।
দৃশ্যকল্প-২: প্রতিষ্ঠানটির বায়ো-ল্যাবে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য কর্মরত বিজ্ঞানীরা একটি ঘরে বৃদ্ধাঙ্গুলি রাখলে দরজা খোলে। আবার গবেষণার বিষয়বস্তু যে কম্পিউটারে রাখা আছে সে কম্পিউটার সক্রিয় করার জন্য অপর একটি যন্ত্রের দিকে কর্মরত বিজ্ঞানীদের তাকাতে হয়।

ক. কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা দাও।
খ. “যন্ত্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজ করা সম্ভব”-বুঝিয়ে লিখ।
গ. দৃশ্যকল্প-১ এর প্রযুক্তিটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর পদ্ধতিদ্বয়ের মধ্যে কোনটি অধিক নির্ভরযোগ্য এবং কেন? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

৮। দৃশ্যকল্প-১: ‘A’ একজন শিক্ষার্থী। সে টেলিভিশনে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা উপভোগ করলো এবং খেলা শেষে তার বন্ধু ‘B’ কে মোবাইল ফোনে খেলার ফলাফল সম্পর্কে জানালো। (HSC ICT Test Paper PDF)

দৃশ্যকল্প-২: ‘C’ একজন শিক্ষার্থী। আইসিটি ক্লাসে শিক্ষকের নিকট হতে সে 802.11 ও 802.16 স্ট্যান্ডার্ডের দুটি তারবিহীন প্রযুক্তি সম্পর্কে জানতে পারলো।

ক. রিপিটার এর সংজ্ঞা দাও।
খ. “হাবের চেয়ে সুইচ সুবিধাজনক”-বুঝিয়ে লিখ।
গ. দৃশ্যকল্প-১ এ ব্যবহৃত ডেটা মোডসমূহ সচিত্র বর্ণনা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর প্রযুক্তিদ্বয়ের মধ্যে বৃহৎ পরিসরে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কোনটির ব্যবহার অধিক উপযোগী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

৯।। অমর একুশে বই মেলা থেকে তিন বন্ধু P, Q ও R যথাক্রমে (120)10, (9B)16 ও (163)৪ টাকা দিয়ে তিনটি বই ক্রয় করেছে।

ক. Radix Point এর সংজ্ঞা দাও।
খ. æ5+6+7=10010 হতে পারে”-বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে Q এর বই এর ক্রয়মূল্যকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত P ও R এর বইয়ের ক্রয়মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি-না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

১০। মি. T একজন ক্রিকেটার। সে তার সর্বশেষ তিনটি ইনিংসে যথাক্রমে X, Y ও Z রান সংগ্রহ করেছে।

ক. ডিবাগিং এর সংজ্ঞা দাও।
খ. “++A ও A++ এর মধ্যে পার্থক্য” বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকের রানগুলোর গড় নির্ণয়ের অ্যালগরিদম লিখ।
ঘ. উদ্দীপকের রানগুলোর মধ্যে সবচেয়ে বেশি রান নির্ণয়ের প্রোগ্রাম সি ভাষায় লিখা সম্ভব কি-না? কোডসহ বিশ্লেষণ কর।


আরো পড়ুন:


১১। নিচের উদ্দীপক লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

main()
{ int i=1,sum=0,n; printf(“input the value of n = “);
scanf(“%d”, &n);
do { sum += pow(i,3);
i = i + 2; } while(i<=n);
printf (“The Result=%d”, sum);

}

ক. অবজেক্ট কোড এর সংজ্ঞা দাও।
খ. “২য় প্রজন্মের ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয়”-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রোগ্রামটির জন্য প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটি for loop ব্যবহার করে লিখা সম্ভব কি-না? কোডসহ বিশ্লেষণপূর্বক মতামত দাও।

১২। মি. এক্স গবেষণা করার উদ্দেশ্যে ‘ক’ দেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চড়ে গন্তব্যস্থলে পৌঁছান। ডা. জে.সি. দেব নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন। বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এসেছেন। এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশনে সফলতার সাথে এই চিকিৎসা প্রয়োগ করে থাকেন।

ক. ই-কমার্স কী?
খ. “আগামী বিশ্ব হবে ন্যানোটেকনোলজির বিশ্ব।”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উল্লিখিত গাড়িটি তৈরি করার প্রযুক্তি আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন কর।

১৩। 3+6+9 ………. + n

ক. ভোলাটইল মেমোরি কী?
খ. ‘সি’ ভাষায় পূর্ব থেকে তৈরি কৃত ফাংশন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রদত্ত সিরিজটির প্রবাহচিত্র তৈরি কর।
ঘ. ‘Do-While’ লুপ দ্বারা উদ্দীপকের সিরিজটির যোগফল নির্ণয় করার জন্য ‘সি’ ভাষায় একটি প্রোগ্রাম লেখ।

১৪। আইসিটি শিক্ষক কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি সি-প্রোগ্রাম লিখলেন। তিনি বললেন একই লজিক ব্যবহার করে 5 ও 7 দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করা যায়। (HSC ICT Test Paper PDF)

ক. লুপ কী?
খ. প্রত্যেক প্রোগ্রামের তিনটি অংশ থাকে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের শিক্ষকের লিখিত প্রোগ্রামের জন্য ফ্লোচার্ট তৈরি কর।
ঘ. উদ্দীপকে শিক্ষকের বলা ধারণাটি 1-100 পর্যন্ত সংখ্যার জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখ।
১৫। F=2+4+8+16+32+ + 1024

ক. ডেটা টাইপ মডিফায়ার কী?
খ. i++ ও i এর মধ্যে পার্থক্য কী?
গ. F-এর মান নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট তৈরি কর।
ঘ. F-এর মান নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখ।

১৬। #include
int main

{
int a=5,s=0, N;
scanf(“%d”, N) do (a<=N) { s=s+A A=A+5 } while;
printf(“total=%d”,S);

}

ক. অনুবাদক প্রোগ্রাম কী?
খ. scanf(“%d%d”, &x, &y); স্টেটমেন্টটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির সংশোধিত প্রোগ্রামের ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. উদ্দীপক এর প্রোগ্রামটির ভুলগুলো সংশোধন কর এবং প্রোগ্রামে ব্যবহৃত loop control statement এর পরিবর্তে conditional statement ব্যবহার করে প্রোগ্রামটি লিখ।

১৭। ২০১৬ সালে তুমুল জনপ্রিয়তা লাভ করে মোবাইল গেইম “পোকেমন গো (Pokemon Go)। আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে এই গেইম খেলা যায়। জনপ্রিয়তার দিক দিয়ে গুগোল গ্লাসকেও হারিয়ে দিয়েছে “পোকেমন গো” নামক গেইম। লোকেশন রেজড এই গেইম খেলার জন্য ব্যবহারকারীকে আশে-পাশের বিভিন্ন এলাকায় হাঁটাহাঁটি করতে হবে, যার ফলে মোবাইল গেইম খেলার সাথে সাথে হাঁটার ব্যায়ামটাও হয়ে যায়। গেমের ভেতরের চরিত্রকে হাটানোর জন্য ব্যবহারকারীকে মোবাইল নিয়ে হাঁটতে হবে। গেম খেলার সময় আমরা মোবাইল স্কিনে দেখতে পাবো যে, আমাদের চারপাশের পরিবেশ কিছুটা পাল্টে গেছে এবং সেখানে বিভিন্ন পোকেমন, পোকেমন শপ এবং পোকেমন জিম দেখা যাচ্ছে।

ক. VR কী?
খ. “ডিপলার্নিং হলো এএনএন এর উপর ভিত্তি করে তৈরি হওয়া একটি মেশিন লার্নিং মডেল”-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অনলাইন গেইমসমূহ ব্যক্তি জীবনে ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলে-তোমার মতামত বিশ্লেষণ কর।


এইচএসসি আইসিটি টেস্ট পেপার ২০২৫ | HSC ICT Test Paper PDF Board Question Download | hsc ict board questions and answers pdf

এইচএসসি আইসিটি টেস্ট পেপার ২০২৫ | HSC ICT Test Paper PDF Board Question & answer Download | hsc ict board questions and answers pdf

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top