HSC ICT Model Test 04 Question with Answer PDF download কর। পরিক্ষার আগে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করার জন্য মডেল টেস্ট এ পরীরক্ষা দেওয়া খুবই জরুরী। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ বিনামূল্যে HSC ICT Model Test 04। শিক্ষার্থীরা প্রথমে এই মডেল টেস্ট এ নিজেরা উত্তর করার চেস্টা করবে, তারপর আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে মিলিয়ে নেবে।
HSC ICT Model Test 04 with Answer
০১। AgroTics Bangladesh Corporation তাদের সাফল্যের অগ্রযাত্রায় নতুন সংযোজন হিসেবে নিয়ে এলো Bt Cauliflower. DNA তে জিনগত পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্বকে তারা দেখিয়ে দিয়েছে, “মাছ মাংসের থেকেও বেশি প্রোটিন একটি সবজি থেকেও পাওয়া সম্ভব।” নিরামিষাসীদের মাঝে ইতোমধ্যেই এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানের IT’ ডিপার্টমেন্টটি মানুষের Feedback নিয়ে ডেটাবেজ সমৃদ্ধ করার কাজ করছে। এছাড়াও Molecular Biology, Medicine, Mathematics, Statistics প্রভৃতি বিষয়েও একই ডিপার্টমেন্টটি কাজ করে এবং অনেক উচ্চমানের Program Software তারা Develop করে থাকে।
(ক) বিশ্বগ্রাম কী?
(খ) “ঝুঁকিপূর্ণ কাজে মানুষের বিকল্প হিসেবে এই প্রযুক্তি ব্যবহৃত হয়”-উক্তিটি কোন প্রযুক্তিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
(গ) ArgoTics Bangladesh Corporation এর IT ডিপার্টমেন্ট তথ্য ও যোগাযোগ প্রবণতা দ্বারা প্রভাবিত কোন ক্ষেত্রটিকে ইঙ্গিত করছে? বর্ণনা কর।
(ঘ) মেডিকেল খাতে Bt Cauliflower আবিষ্কারে ব্যবহৃত প্রযুক্তি বা পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ কর।
০২। সৃজন হালদার সাহেব DMP সাইবার ক্রাইম সেলের এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার। একটা বিশেষ চক্রকে ধরতে তিনি তাঁর টিমসহ অভিযানে নেমেছেন। গত মাসে ডিটেকটিভ ব্রাঞ্চের হাতে রাফাত চৌধুরি নামক এক জালিয়াত ধরা পড়ে, যে কিনা বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণাপত্র নিজের নামে প্রকাশ করে রাতারাতি দেশের এক ভাইরাল মুখে পরিণত হয়েছিলো। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার দোষস্বীকার করে এবং নিজাম নামের তার এক বন্ধুর ব্যাপারে জানায়, যে বিভিন্ন মাল্টিমিডিয়া & প্রোডাকশন হাউজ ও গবেষণা প্রতিষ্ঠানের সহজসরল কাউকে টার্গেট করতো, প্রলোভন দেখিয়ে কোনো বিশেষ লিঙ্কে প্রবেশ করে ব্যক্তিগত তথ্যপ্রদানে প্ররোচিত করতো, অতঃপর সেসব তথ্য ব্যবহার করেই সে সেসব ভিক্টিমদের ওয়েবসার্ভারে অনুপ্রবেশ করে গবেষণাপত্রগুলো রাফাতকে দিতো, আর বিভিন্ন মুভি ও সিরিজ হল ও ওটিটিতে মুক্তি পাবার আগেই অর্থের বিনিময়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতো। এসব জানার পরই নিজাম চক্রের কেসটি সাইবার সেলকে দেয়া হয়। হঠাৎ খসখস করে উঠলো সৃজন সাহেবের কোমরে রাখা ওয়াকি টকি। শুনতে পেলেন ডিসি আনোয়ার হাসান স্যার বলছেন, “ডেলটা সেভেন, ডেলটা সেভেন। টার্গেট বের হয়েছে, আপনি শুনতে পাচ্ছেন?” শুনতে পেলেও তাৎক্ষণিক উত্তর দেবার সুযোগ সৃজন সাহেবের ছিলোনা। ওপাশের কথা বলা বন্ধ হবার পরই তিনি কথা বলার সুযোগ পান এবং একটি বিশেষ বোতাম চেপে উত্তর করেন। (HSC ICT Model Test 04)
(ক) ব্যান্ডউইথ কী?
(খ) PaaS, IaaS, SaaS শব্দগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট কোন ধারণাটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
(গ) ডিসি আনোয়ার হাসান ও এডিসি সৃজন হালদারের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রটিতে কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে? ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে বর্ণনা কর।
(ঘ) “উদ্দীপকের ঘটনাপ্রবাহে আমাদের সমাজে বর্তমানে ঘটে চলা একটি নয়, বরং একাধিক সাইবার অপরাধের বিষয়টিই যেন ফুটে উঠেছে”-উক্তিটি বিশ্লেষণ কর।
০৩। অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী চাঁদনি তার কম্পিউটারে একটি আবেদনপত্র কিবোর্ডের মাধ্যমে Type করে তা Parallel Port এ যুক্ত প্রিন্টারের সাহায্যে প্রিন্ট দিলো। এরপর সে তার ফোন থেকে Text মেসেজ টাইপ করলো, “Call me urgently” এবং তার বান্ধবী অপ্সরাকে পাঠালো। কিছুক্ষণ পর রিপ্লাই মেসেজে অপ্সরা জানালো, “I’m out of Balance.” অগত্যা চাঁদনি নিজেই অপ্সরাকে ফোন দিলো, দুজনে মিলে ফোনে কিছুক্ষণ কথা বলার পর সে ফোন রেখে zoom এ অনলাইন ক্লাসে জয়েন দিলো। শাহেদ স্যার ক্লাস নিচ্ছেন তাদের। চাঁদনির ব্যক্তিগতভাবে এই ক্লাসে খুব বিরক্ত লাগে, কারণ এখানে শুধু স্যারই কথা বলতে পারেন, শিক্ষার্থীদের মাইক্রোফোন অ্যাক্সেস নেই। সে ক্লাস জয়েন করে রেখে তার কম্পিউটারে টরেন্ট থেকে একটি মুভি download দিয়ে রাখলো তাদের বাসার IEEE 802.11 স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে। অন্য একটি ট্যাবে সে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে লাগলো।
(ক) সিঙ্গেল মোড ফাইবার কী?
(খ) ব্যাকবোন ক্যাবল কোন টপোলজিতে দেখা যায়? ব্যাখ্যা কর।
(গ) আবেদনপত্র টাইপিং থেকে শুরু করে লাইভ খেলা দেখা পর্যন্ত উদ্দীপকে বর্ণিত প্রতিটি ধাপে চাঁদনির ডেটাকম্যুনিকেশনের মেথড ও মোডসমূহ উপস্থাপন কর।
(ঘ) চাঁদনির বাসার নেটওয়ার্ক প্রযুক্তিটি কী ছিলো? বিশ্লেষণ কর।
০৪। আইসিটি ক্লাসে সহকারী অধ্যাপক হালিম স্যার এসে ছাত্রদের সংখ্যা পদ্ধতির ব্যাপারে ধারণা দিচ্ছিলেন। তিনি ছাত্রদের পড়ানোর একপর্যায়ে বোর্ডে লিখলেনঃ (32.1)16
অতঃপর বললেন, “এই যে সংখ্যাটি দেখছো, এটি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে সংখ্যাপদ্ধতি ব্যবহার করি, তার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু তার মানে এই নয়, যে আমরা 32.1 বলতে যা বোঝাই, বোর্ডের সংখ্যাটিও তা-ই বোঝাচ্ছে।” পড়ানোর শেষপর্যায়ে স্যার ফাহমিদ নামের জার্সি পড়ুয়া এক ছেলেকে সামনে ডাকলেন। তাকে ফিরতে বললে সবাই তার জার্সির পেছনে দেখতে পেলো, তাতে লিখাঃ
Fahmid 75
স্যার এবারে বললেন, “এইযে সংখ্যাটা দেখছো, এটা হেক্সাডেসিমেল ও অক্টাল, উভয় পদ্ধতিতেই থাকা সম্ভব। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, দুটো ভিন্ন পদ্ধতিতে থাকলে সংখ্যাটির যে দুটো মান হয়, তাদের পার্থক্যের বাইনারি মান নির্ণয় করে নিয়ে আসা।” জামান লিখলো “HW: (75)16 ~(75)8”
(ক) সংখ্যা পদ্ধতি কাকে বলে?
(খ) প্রমাণ করঃ (10) n =(n) 10
(গ) হালিম স্যারের সংখ্যাটি যদি (14.25) 10 এর সমান হয়, তবে । এর মান নির্ণয় কর।
(ঘ) ২ এর পরিপূরক পদ্ধতিতে স্যারের দেয়া বাড়ির কাজের সমাধান কর।
০৫।

(ক) UTF এর পূর্ণরূপ কী?
(খ) ছকের সাহায্যে “মৌলিক গেট”, “সার্বজনীন গেট” ও “বিশেষ গেট” গুলোর নাম ও প্রতীক দেখাও।
(গ) দৃশ্যকল্প ২ এ প্রাথমিক অবস্থা (০ তম ক্লক পালস) এবং পরবর্তী তিনটি ক্লক পালসের জন্য আউটপুটসমূহের মান কেমন হবে, তা সত্যক সারণির মাধ্যমে প্রকাশ কর।
(ঘ) প্রমাণ কর, F_1 = F_2 অতঃপর F_1 অথবা F_2 কে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করে লজিকচিত্র আঁক।
০৬। কোচ জামান একটি html ফাইলে টিমের খেলোয়াড়দের জার্সি নাম্বার অনুসারে, আসন্ন মেয়র কাপ ট্যুর্নামেন্টে মাঠে কে কে খেলতে নামছে তার একটি প্রাথমিক তালিকা তৈরি করলেন। তারপর সেটিকে তাদের ক্লাবের Website এ নিজ হাতে যুক্ত করলেন, যাতে Mayor Cup 2024 Squad টাইটেল দেয়া হলো। পেজটি দেখতে ছিলো নিম্নরূপঃ

কিন্তু পরবর্তী কয়েকদিনে বেশ কিছু খেলোয়াড়ের অন্তর্ভুক্তির পরিবর্তনজনিত কারণে তাকে বারবার লিস্টটি এডিট করে পরিবর্তন করতে হয়, যার জন্য তিনি ভীষণ বিরক্ত। এসময় তাদের ক্লাবের সদ্য জয়েন করা আইটি অফিসার সাজ্জাদ বললো, “স্যার আমাদের ডেটাবেজে তো সব প্লেয়ারদের আপডেট আছেই। কে কে খেলছে, বা না খেলছে, সবই নিত্যদিন হালনাগাদ করা হয়। আপনি যে ওয়েবপেজটি তৈরি করেছেন, তাতে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজ থেকে তথ্য আপডেটের ব্যবস্থা রাখলেই তো হচ্ছে। শুধু তা-ই নয়, চাইলে আমাদের ওয়েবসাইটটায় ভিজিটকারীদের মতামত নেবারও ব্যবস্থা রাখতে পারি। আমাদের ক্লাবে খেলোয়াড়রা যে ফর্ম পূরণ করে, স্টোও অনলাইনভিত্তিক করে ফেরা যাবে। তবে স্যার, এজন্য আমাদের ওয়েবসাইটের ব্যাসিক কাঠামো ও ধরণে বড়সড় পরিবর্তন আনতে হবে। আর শুধু html দিয়ে এটা পারা যাবেনা স্যার। Perl, PHP, JSP, ASP.NET ইত্যাদি ভাষারও সাহায্য নিতে হবে।
(ক) ওয়েবসাইট পাবলিশিং কাকে বলে?
(খ) IP Address দ্বারাই যেকোনো ওয়েবসাইটকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা যায়, তারপরও কেন ডোমেন নেম ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
(গ) সাজ্জাদ সাহেবের পরামর্শটি কি তুমি সমর্থন করছো? মতামত দাও।
(ঘ) উদ্দীপকের আলোকে কোচ জামানের যুক্ত করা পেজটি <ol>…</ol> ব্যবহার করে ব্রাউজারে প্রদর্শনের উপযুক্ত html কোড লিখ।
০৭।

আইসিটি শিক্ষক ফিরোজ আহসান উক্ত লাইনটি বোর্ডে লিখে বললেন, “গণিতের সাধারণ কোনো সূত্র ব্যবহার করে এটা সমাধান করা যাবে না। শুধু প্রোগ্রামিং করার মাধ্যমেই একে নিখুঁতভাবে সমাধান করা সম্ভব।” অতঃপর তিনি ছাত্রদের একটি প্রোগ্রাম লিখতে বললেন উক্ত ধারার যোগফল নির্ণয়ের জন্য, তবে । এর মান 16 অপেক্ষা বেশি হতে পারবে না। যদি কেউ 16’র চাইতে বড় কিংবা। এর চাইতে ছোট সংখ্যা ইনপুট করে, তবে প্রোগ্রামকে কোনো ফলাফল না দেখিয়ে বরং “Input is not Supported” প্রদর্শন করতে হবে।
(ক) ডেটাটাইপ কাকে বলে?
(খ) উদাহরণসহ লোকাল ও গ্লোবাল চলকের মধ্যে পার্থক্য লেখ।
(গ) উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম তৈরি কর।
(ঘ) if… goto ব্যবহারপূর্বক উপরোক্ত সমস্যা সমাধানের জন্য ফিরোজ আহসানের নির্দেশনা মোতাবেক সি প্রোগ্রাম রচনা কর।
০৮। কবির স্যার ছাত্রদের চারটি অখণ্ড সংখ্যার (অঋণাত্মক পূর্ণসংখ্যার) গড় নির্ণয় নিয়ে কম্পিউটার প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। প্রোগ্রামটিতে কোন কাজের পর কোন কাজ, তা তিনি বোর্ডে উপবৃত্ত, সামান্তরিক ও আয়তাকার কিছু বাক্সে লিখে তীরচিহ্ন দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন। (HSC ICT Model Test 04)
(ক) Debugging কী?
(খ) “return” নামে কেন সি ভাষায় চলক ঘোষণা করা যায় না? ব্যাখ্যা কর।
(গ) শিক্ষকের বোর্ডে আঁকা চিত্রটি কি ছিলো? উদ্দীপকে নির্দেশিত সমস্যা সমাধানে অনুরুপ একটি চিত্র আঁক?
(ঘ) উদ্দীপকে নির্দেশিত বিশেষ ধরণের পূর্ণসংখ্যার জন্য int এর সাথে কোন type Qualifier ব্যবহার করবে? প্রয়োজনীয় ফাংশন চলক এক্সপ্রেশন অপরেটর ও হেডার ফাইল ব্যবহার করে উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের জন্য সি-প্রোগ্রাম রচনা কর।
HSC ICT MCQ Model Test ( HSC ICT Model Test 04)
উদ্দীপকের আলোকে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও
#include<stdio.h>
int main()
{
int a, s = 0;
for (a = 1; a= 5; a = a + 1) {s = s + a;
if(a==3) break; }
printf(“%d”,s);
return 0;
}
১. প্রোগ্রামটির আউটপুট কত?
ক)15
খ) 6
গ) 3
ঘ) 5
২. উদ্দীপকে ইউজার ডিফাইন্ড ফাংশন কোনটি?
ক) main
(খ) return
গ) printf
ঘ) int
৩. float টাইপের ডেটা মেমরিতে কতটুকু জায়গা দখল করে?
ক) ২ বাইট
খ) ২ বিট
গ) ৪ বাইট
ঘ) ৪ বিট
নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :

৪. F এর মান কত?
ক) x + yz
খ) xy + z
গ) xyz
ঘ) xy + z
৫. যদি z = 0 হয় তাহলে F এর মান কী হবে?
ক) xy
খ) xy + z
গ) 0
ঘ) 1
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও : বর্তমান হার্ডডিস্কগুলোর ধারণক্ষমতা অনেক। সহজেই কম টাকায় ১ টেরাবাইট ধারণক্ষমতার হার্ডডিস্ক কেনা সম্ভব।
৬. উদ্দীপকে কোন টেকনোলজির কথা বলা হয়েছে?
ক) মাইক্রোটেকনোলজি
(খ) ন্যানোটেকনোলজি
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(ঘ) রোবটিক্স
আরো পড়ুন:
- এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০৩
- এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০২
- এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০১
- HSC English 2nd Paper Model Test 04
৭. উক্ত টেকনোলজিতে কতটি পদ্ধতি ব্যবহৃত হয়?
ক) ২
খ) ৪
গ) ৩
ঘ) ৫
৮. নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান প্রয়োগ ক্ষেত্র?
ক) বায়োমেট্রিক্স
খ) বায়োইনফরমেটিক্স
গ) ন্যানোটেকনোলজি
ঘ) রোবটিক্স
৯. (১৭৭) এর পরবর্তী সংখ্যা কোনটি?
ক) (১০০)৮
খ) (১৭০)৮
গ) (২০০)৮
ঘ) (২৭০)৮
১০. কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিক ডেটা ট্রান্সফার করতে পারে?
ক) সিনক্রোনাস
(খ) অ্যাসিনক্রোনাস
গ) আইসোক্রোনাস
ঘ) মাল্টিকাস্ট
১১. ইউনিকোডের মাধ্যমে কতটি বর্ণকে কোডভুক্ত করা যায়?
ক) ৬৫৩৫৬
খ) ৫৬৩৫৬
গ) ৬৫৩৫৫
ঘ) ৬৫৫৩৬
১২. (১০১০)২ এর সমতুল্য মান হলো-
i. (১০)১০
ii. (১২)৮
iii. (১৪)১৬
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩. google.com কী?
ক) ইঞ্জিন
খ) সার্চ ইঞ্জিন
গ) প্রোটোকল
ঘ) আইপি অ্যাড্রেস
১৪. H₂O এর HTML কোড কোনটি?
ক) <H sub>2</sub>O
খ) H sub>2</sub>O
গ) H </sub>2<sub>O
ঘ) <H sub2></sub>O
১৫. সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?
ক) <h6>
খ) <h4>
গ) <h2>
ঘ) <h1>
অংকন HTML ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করেছে। তার ওয়েবসাইটকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ছবি এবং অডিও যুক্ত করেছে।
১৬. অংকন ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করেছে?
ক) <font>
খ) <image>
গ) <img>
ঘ) <head>
১৭. ফুল ডুপ্লেক্স মোডে চলে-
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
iii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii
১৮. নেটওয়ার্কের মাধ্যমে অন্যের কম্পিউটারে প্রবেশ করে বিনা অনুমতিতে তা ব্যবহার করাকে কী বলে?
ক) সফটওয়্যার পাইরেসি
(খ) ন্যানো টেকনোলজি
(গ) প্লেজিয়ারিজম
(ঘ) হ্যাকিং
১৯. সংখ্যা পদ্ধতির বিচারে ১০৭ হলো-
i. বাইনারি
ii. অক্টাল
iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
ক) iও ii
খ) I, iii
গ) ii, ii
ঘ) i, ii ও iii
২০. নিচের কোনটি ক্লোজিং ট্যাগে থাকে?
ক) <hr>
খ) <img>
গ) <tr>
ঘ) <br>
২১. বিশেষ গেইট কোনটি?
i. ন্যান্ড গেইট
ii. এক্স অর গেইট
iii. নট গেইট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২. কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে-
ক) Modem
খ) NIC
গ) Router
ঘ) Hub
২৩. আউটপুট ডিভাইসে থাকে-
ক) Encoder
খ) Decoder
গ) Adder
ঘ) Elixir
২৪. ৩২টি প্রতীক কোডভুক্ত এনকোডার লাগবে-করতে
ক) ৪ লাইন
খ) ৫ লাইন
গ) ৬ লাইন
ঘ) ৭ লাইন
২৫. (৩৩)১০ এর BCD কোড-
ক) 00110011
খ) 1111
গ) 00001111
ঘ) 011011
এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০৪ উত্তরসহ পিডিএফ ডাউনলোড কর | HSC ICT Model Test 04 with Answer PDF Download