HSC ICT Model Test 03

এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০৩ উত্তরসহ (PDF)

Advertisements

HSC ICT Model Test 03 with Answer: পরিক্ষার আগে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করার জন্য মডেল টেস্ট এ পরীরক্ষা দেওয়া খুবই জরুরী। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ বিনামূল্যে HSC ICT Model Test 03। শিক্ষার্থীরা প্রথমে এই মডেল টেস্ট এ নিজেরা উত্তর করার চেস্টা করবে, তারপর আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে মিলিয়ে নেবে।


HSC ICT Model Test 03

০১। AgroTics Bangladesh Corporation তাদের সাফল্যের অগ্রযাত্রায় নতুন সংযোজন হিসেবে নিয়ে এলো Bi Cauliflower. DNA তে জিনগত পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্বকে তারা দেখিয়ে দিয়েছে, “মাছ মাংসের থেকেও বেশি প্রোটিন একটি সবজি থেকেও পাওয়া সম্ভব।” নিরামিষাসীদের মাঝে ইতোমধ্যেই এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানের IT ডিপার্টমেন্টটি মানুষের Feedback নিয়ে ডেটাবেজ সমৃদ্ধ করার কাজ করছে। এছাড়াও Molecular Biology. Medicine, Mathematics, Statistics প্রভৃতি বিষয়েও একই ডিপার্টমেন্টটি কাজ করে এবং অনেক উচ্চমানের Program Software তারা Develop করে থাকে।

(ক) বিশ্বগ্রাম কী?

(খ) “ঝুঁকিপূর্ণ কাজে মানুষের বিকল্প হিসেবে এই প্রযুক্তি ব্যবহৃত হয়”-উক্তিটি কোন প্রযুক্তিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

Advertisements

(গ) Argo Tics Bangladesh Corporation এর IT ডিপার্টমেন্ট তথ্য ও যোগাযোগ প্রবণতা দ্বারা প্রভাবিত কোন ক্ষেত্রটিকে ইঙ্গিত করছে? বর্ণনা কর।

(ঘ) মেডিকেল খাতে Bt Cauliflower আবিষ্কারে ব্যবহৃত প্রযুক্তি বা পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ কর।

০২। রামিন Redmi K20 Pro ফোন কিনে আনলো। তার নতুন এই ফোনে সে লক্ষ্য করলো, ইন্টারনেট কানেক্ট করলে ওপরে LTE লেখা ভাসে। সে এতদিন যে SAMSUNG Galaxy J5 ফোনটি ব্যবহার করতো, তাতে কিন্তু এই লেখাটি ভাসতো না, বরং H’ লেখা ভেসে থাকতো। Google থেকে রামিন জানতে পেরেছিলো, এই H’ বলতে Enhanced HSPA স্ট্যান্ডার্ড বোঝায়। রামিনের নতুন ফোনে আরো কিছু সুবিধা রয়েছে। যেমন: ফোন চাইলে আঙ্গুলের ছাপ দিয়ে আনলক করা যায়, আবার তার সম্পূর্ণ মুখ Front Camera এর সামনে এলেও ফোন আনলক হয়। (HSC ICT Model Test 03)

(ক) CAD এর পূর্ণরূপ কী?

(খ) “Block by Block এবং Character by Character ট্রান্সমিশন এক নয় -ব্যাখ্যা কর।

(গ) রামিনের মোবাইল ফোন আনলক প্রযুক্তিটির নাম কি? প্রযুক্তিটির শ্রেণিবিভাগসহ এতে আরো কি কি পদ্ধতি শনাক্তকরণে ব্যবহৃত হয় তার উদাহরণ দাও।

(ঘ) রামিনের Samsung Galaxy J5 এবং Redmi K20 Pro ফোনদ্বয়ের মোবাইল নেটওয়ার্কিং প্রজন্মের তুলনামূলক আলোচনা কর।

০৩। রবিন অনেক চেষ্টায়, তার অনুগত টিম মেম্বারদের সহায়তায় তাদের সঙ্গে নিয়ে তার স্বপ্নের আইটি ফার্মটি গড়ে তুলেছে। টিম মেম্বারদের প্রত্যেকেই অত্যন্ত সৎ, আন্তরিক এবং রবিনের প্রতি অনুগত। রবিনের ২ কক্ষবিশিষ্ট ছোট্ট অফিসের কম্পিউটারগুলোর সবকটি একটি Networking Switch এর সাথে সংযুক্ত। একদিন তার বন্ধু অনুভব অফিসে তাকে খরচ কমানোর জন্য উপায় হিসেবে কেন্দ্রীয় কোনো ডিভাইসের পরিবর্তে একটি বিশেষ তারের সাথে কম্পিউটারগুলোর সংযোগ দেবার পরামর্শ দিলো। অন্যদিকে, পরদিন তার আরেক বন্ধু স্বাধীন এসে সব শুনে তাকে বললো, “বন্ধু শুধু খরচের দিকটা দেখলেই হবে? নিরাপত্তার দিকটা দেখতে হবেনা? যেটা আছে, সেটাই থাকুক।”

(ক) ক্লাউড কম্পিউটিং কী?

(খ) উদাহরণসহ হাফ ডুপ্লেক্স মোড বুঝিয়ে লিখ।

(গ) অনুভব কেন্দ্রীয় যে তারটির কথা বলেছে, সেটিকে কি বলা হয়? উক্ত তার হিসেবে কোন ধরণের ক্যাবল ব্যবহারকে তুমি উপযুক্ত বলে মনে কর? ব্যাখ্যা কর।

(ঘ) অনুভব ও স্বাধীনের মধ্যে, তুমি কার পরামর্শকে অধিকতর সমর্থন করো? টপোলজিদ্বয়ের সুবিধা-অসুবিধা উল্লেখপূর্বক মতামত দাও।

০৪। বিধবা গার্মেন্টস কর্মী জাহানারার অনেক স্বপ্ন তাঁর ছেলেকে নিয়ে। ছেলেও অনেক মেধাবী। আজকাল কলেজে নাকি কি সব “সংখ্যাপদ্ধতি” সে শিখে আসে, জাহানারা কিছুই বুঝে উঠতে পারেন না। ছেলেও সুযোগ বুঝে দুষ্টুমি করতে ছাড়েনা। এইতো গতকালই, তিনি 500 gm ওয়াশিং পাউডার আনতে ছেলেকে দোকানে পাঠালেন টাকা দিয়ে। এমনিতে দাম প্যাকেটে 95 টাকা লিখা থাকলেও রমজান উপলক্ষ্যে নাকি মূল্যছাড় দিচ্ছে। অথচ ছেলে এসে জানালো দোকানদার নাকি তার থেকে 120 টাকা রেখেছে। তিনি শুনে যখন ছেলেকে ধমক দিতে যাবেন, তখনই ছেলে হাসতে হাসতে বললো, “আম্মু, আমি তো অক্টালে বলেছি। এই দ্যাখো, আমার হাতে মূল্যছাড়ের টাকা!”

(ক) আলফানিউমেরিক কোড কী?

(খ) (49)10 ও (49) 16 অস্তিত্বশীল হলেও (49), অস্তিত্বশীল নয় কেন? ব্যাখ্যা কর।

গ) উদ্দীপক হতে প্যাকেটের গায়ে লিখা Washing Powder এর মূল্য বাইনারি ও অক্টালে প্রকাশ কর।

(ঘ) ওয়াশিং পাউডারে কত টাকার মূল্যছাড় দেয়া হয়েছিলো? ২-এর পরিপূরক গঠণ ব্যবহারপূর্বক নির্ণয় কর।

০৫। দৃশ্যকল্প-১:

সামাদ একটি মজার খেলনা তৈরি করলো। খেলনাটিকে লাল (R), সবুজ (G) ও নীল (N) রঙের একটি করে মোট তিনটি সুইচ রয়েছে। খেলনাটির ওপরে রয়েছে একটি সাদা (W), একটি হলুদ (Y) ও একটি গোলাপি (P) রঙয়ের বাতি। খেলনাটির তিনটি বাতি জ্বালানোর পদ্ধতি তিনরকম: (HSC ICT Model Test 03)

(i) যদি যেকোনো দুটি সুইচ টেপা হয়, তবে তৃতীয় সুইচটি টেপা হোক বা না হোক, সাদা বাতিটি জ্বলে।

(ii) কোনো সুইচ না চাপলে, অথবা সুইচ যদি একসাথে ঠিক দুটো টেপা হয়, তাহলে হলুদ বাতিটি জ্বলেনা। অন্যথায় জ্বলে।

(iii) কেউ যদি লাল সুইচটি চেপে ধরে, তাহলেই গোলাপি বাতিটি জ্বলবে, অন্য সুইচদ্বয় যে অবস্থাতেই থাকুক। আবার সবুজ সুইচ না চাপা অবস্থায় নীল সুইচটি চাপলেও বাতিটি জ্বলে।

দৃশ্যকল্প-২:

hsc ict model test 03 question 5

(ক) রেজিস্টার কাকে বলে?

(খ) “NOR গেট সার্বজনীন একটি গেট ব্যাখ্যা কর।

(গ) দৃশ্যকল্প-১ এ গোলাপি বাতিটি সরিয়ে নিলে খেলনাটি কোন ডিজিটাল ডিভাইসকে নির্দেশ করবে? সত্যক সারণি এঁকে বুঝিয়ে লিখ।

(ঘ) দৃশ্যকলপ-১ এর গোলাপি বাতিটি জ্বলবার বুলিয়ান ফাংশন লিখ। অতঃপর একে মৌলিক গেট ও দৃশ্যকল্প-২ এ ব্যবহৃত আইসি’তে অবস্থিত গেটগুলো দ্বারা বাস্তবায়ন করে বর্তনীচিত্র আঁক।

০৬। রমিজ তার একটি ওয়েবপেজ তৈরি করার জন্য কলেজের ICT ল্যাবে HTML কোডিং করতে লাগলো। তার Output ছিলো নিম্নরূপঃ

hsc ict model test 03 question 6

কিন্তু সে অবাক হলো, যখন সে দেখলো ল্যাবের যেকোনো কম্পিউটার থেকে উক্ত কম্পিউটারের আইপিসহ ডিরেক্টরি উল্লেখ করে খুঁজলেই তার ওয়েবপেজটি খুঁজে পাওয়া যাচ্ছিলো, অথচ তার বাসার কম্পিউটার থেকে বহুবার চেষ্টা করেও সে তাতে Access করতে পারে নাই।

(ক) ডাইনামিক ওয়েবসাইট কী?

(খ) <br/>, <hr/>, <img/> ও <meta/> কে ফাঁকা ট্যাগ কেন বলা হয়- ব্যাখ্যা কর।

(গ) রমিজের ওয়েবসাইটের যতটা অংশ উদ্দীপকে দেয়া হয়েছে- তা প্রদর্শনের জন্য html কোড লিখ।

(ঘ) Website টি পৃথিবীর যেকোনো স্থান থেকে Access করতে রমিজকে কী কী পদক্ষেপ নিতে হবে? আলোচনা কর।

০৭। রাহুল ও সাবিত দুটো প্রোগ্রাম লিখার পরিকল্পনা করলো। রাহুলের Program টি এমন হবে, যেখানে ইউজার কোনো স্বাভাবিক সংখ্যা ইনপুট দিলে Output এ “A” দেখাবে, 0 ইনপুট দিলে “B” দেখাবে, অন্যথায় “C” দেখাবে। তার প্রোগ্রাম Run করে সাবিত বললো, “আরে বাহ্ দোস্ত! তোর Program টাকে Subprogram বানিয়ে আমি তো কোনো সংখ্যার Factorial নির্ণয়ের প্রোগ্রামটা আরো সমৃদ্ধ করতে পারবো। User যেকোনো Number ইনপুট দেবে, কেবল অখণ্ড সংখ্যা হলেই Factorial এর মান দেখাবে, নতুবা Error দেখিয়ে পুনরায় ইনপুট চাইবে।”

(ক) String কী?

(খ) একটি C-Program এ সাধারণত কয়টি অংশ থাকতে পারে? ব্যাখ্যা কর।

(গ) সাবিতের Factorial নির্ণয়ের Program এর জন্য Flow চার্ট তৈরি করো।

(ঘ) রাহুলের পরিকল্পনা মাফিক C-Program রচনা কর।

০৮। 14+17+20+…+ n

(ক) FORTRAN এর পূর্ণরূপ কী?

(খ) পূর্ণসংখ্যা k এর মান হিসেবে 2987654321 রাখতে int ডেটাটাইপ ব্যবহার করা যাবে কী? ব্যাখ্যা কর।

(গ) n সংখ্যাটি উক্ত ধারায় থাকবে কিনা, নির্ধারণের জন্য Algorithm লিখো।

(ঘ) যেকোনো পূর্ণসংখ্যা ইনপুট দিলে, উদ্দীপকের ধারার সমষ্টি নির্ণয়ের জন্য for লুপ ব্যবহার করে C-Program লিখ যেখানে সংখ্যাটি ধারায় না থাকলে output হিসেবে “INVALID” প্রদর্শিত হবে।


HSC ICT MCQ Model Test (HSC ICT Model Test 03)

১. নিচের কোন Test-এর মাধ্যমে জানা যায় মেশিনের চিন্তা করার ক্ষমতা আছে কিনা?

ক) Al Test

খ) Robota

গ) Biometrics Test

ঘ) Turing Test

২. ক্রায়োসার্জারি চিকিৎসা কোনটি ব্যবহৃত হয়? পদ্ধতিতে নিম্নের

ক) ক্রায়োজেনিকএজেন্ট

খ) অস্ত্রোপচার

গ) রেডিও থেরাপি

ঘ) কেমোথেরাপি

৩. ক্রোমোজোমের মধ্যে চেইনের মতো প্যাঁচানো পদার্থকে কী বলে?

ক) ডিএনএ

(খ) জিন

গ) আর এন এ

ঘ) জিনোম


আরো পড়ুন:


৪. ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়?

ক) ২টি

খ) ৪টি

গ) ৩টি

ঘ) ৫টি

৫. ন্যানোটেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে-

i. কম্পিউটার

ii. ক্রায়োপ্রোব

iii. রোবট

নিচের কোনটি সঠিক?

ক) iও ii

খ) i ও iii

গ) ii, iii

ঘ) i, ii ও iii

৬. ফাইবার অপটিক ক্যাবলে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয়?

ক) 500 nm

খ) 1000 nm

গ) 1500 nm

ঘ) 2000 nm

৭. নিচের কোনটি Wifi স্ট্যান্ডার্ড?

ক) 802.10

খ) 802.01

গ) 802.11

ঘ) 802.16

৮.কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়?

ক প্রথম

খ দ্বিতীয়

গ) তৃতীয়

ঘ) চতুর্থ

৯. ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি?

ক সাশ্রয়ী ও সহজলভ্য

(খ) ইন্টারনেট সংযোগ লাগে না

গ) এপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায়

ঘ) তথ্যের গোপনীয়তা বজায় থাকে

১০. স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ-

ক) শাখা-প্রশাখার মতো

খ) পিয়ার-টু-পিয়ার আকারে

গ) কেন্দ্রিয় হাবের মাধ্যমে

ঘ) প্রথম ও শেষের মধ্যে বৃত্তাকারে

১১. 1, 7, D ধারাটির পরবর্তী মান কত?

ক) A

খ) B

গ) 13

ঘ) 23

১২. (11111110.1)2 এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি?

ক) DD.1

খ) DE.1

গ) FE.8

ঘ) EF.8

HSC ICT Model Test 03 pdf download

১৩. (1010.1101)2 + (101.101)2 = ?

ক) (10000.0111)2

খ) (11010.0101)2

গ) (11011.0111)2

ঘ) (10001.0110)2

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

১৪. F এর মান কত?

ক) B(C+A)

খ) C(A + B)

গ) A(B+C)

ঘ) AC + B

১৫. ২ ও ৩ নং গেইটের কিরূপ পরিবর্তন করলে F এর মান শূন্য হবে?

ক) 2-কে NAND এবং 3-কে NOR করলে

খ) 2-কে NOR এবং 3-কে AND করলে

গ) 2-কে OR এবং 3-কে NAND করলে

(ঘ) 2-কে NAND এবং 3-কে NAND করলে

১৬. একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে?

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫

১৭. ওয়েব পেইজে কত ধরনের বিন্যাস ব্যবহৃত হয়?

ক) ৩

খ) ৪

গ) ৫

ঘ) ৬

১৮. ‘br’ এর HTML tag এ থাকে না-

i. ওপেনিং ট্যাগ

ii. ক্লোজিং ট্যাগ

iii. টেক্সট ফিল্ড

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) i ও iii

ঘ) ii ও iii

১৯. HTML-এ সবুজ রঙের জন্য ব্যবহৃত হেক্সাডেসিমেল কোড কোনটি?

ক) #FF0000

খ) ##00FF00

গ) #FFFFWW

ঘ) #FFFFFF

২০. লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি?

ক) <ol>

খ) <li>

গ) <ul>

ঘ) <dl>

২১. সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা?

ক) মেশিন

খ) অ্যাসেম্বলি

গ) উচ্চতর

(ঘ) অতি উচ্চতর

নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:

আদ্রিতার কম্পিউটারে সি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করতে অনেক সময়ের প্রয়োজন হলো। ফলে সে নতুন একটি অনুবাদক প্রোগ্রাম ব্যবহারের পদক্ষেপ গ্রহণ করল।

২২. আদ্রিতার ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামের নাম কী?

ক) কম্পাইলার

খ) অ্যাসেম্বলার

গ) ইন্টারপ্রেটার

ঘ) কিউবেসিক

২৩. আদ্রিতার নতুন অনুবাদক প্রোগ্রামের সুবিধা হলো-

i. পুরো প্রোগ্রামটি একসাথে পরীক্ষা করে

ii. সবগুলো ভুল এক সাথে প্রদর্শন করে

iii. অনুবাদ করতে সময় কম লাগে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i, ii ও iii

গ) ii, iii

ঘ) I, iii

২৪. ওয়াটারফল মডেলে প্রয়োজনের বিশ্লেষণে কত সময় ব্যয় করা হয়?

ক) 20-40%      

খ) 30-40%

গ) 40-50%

ঘ) 30-50%

২৫. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?

ক) %d

খ) %f

গ) %lf

ঘ) %s


এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০৩ উত্তরসহ | HSC ICT Model Test 03 with Answer PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top