HSC ICT Model Test 02

এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০২ উত্তরসহ (২০২৫)

Advertisements

HSC ICT Model Test 02: পরিক্ষার আগে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করার জন্য মডেল টেস্ট এ পরীরক্ষা দেওয়া খুবই জরুরী। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ বিনামূল্যে HSC ICT Model Test 02। শিক্ষার্থীরা প্রথমে এই মডেল টেস্ট এ নিজেরা উত্তর করার চেস্টা করবে, তারপর আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে মিলিয়ে নেবে।


HSC ICT Model Test 02 Question with Answer

০১। ড. জামান একজন নামকরা সার্জন। বাংলাদেশে প্রথমবারের মতো তিনিই ক্যানজিয়াস ক্যান্সার থেরাপিতে সফলভাবে কার্বন ন্যানোটিউব ব্যবহার করে নিয়ন্ত্রিতভাবে ক্যান্সার নিরাময়ের মাইলফলক রচনা করেন। তার কলিগ ড. কামরান মৃধাকে দেশের প্রথম সারির চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে সবাই চেনে। তিনি জামান সাহেবের অনুপ্রেরণায় প্লাস্টিক সার্জারিতে নিকেল ন্যানো পার্টিকেল ব্যবহার করেন। এছাড়াও তিনি ত্বকের ফোঁড়া, ব্রন, ফুসকুড়ি, এমনকি ছোটখাটো টিউমার চিকিৎসায় একটি বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রিত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন, যে পদ্ধতির জনক বলা হয় ব্রিটেনের তৎকালীন ব্রাইটন ইনফার্মারি, বর্তমান ব্রাইটন জেনারেল হাসপাতালের সিনিয়র ফিজিশিয়ান ড. জেমস এম. আর্নট’কে।

(ক) স্প্যামিং কাকে বলে?
(খ) “ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এক জিনিস নয়”-ব্যাখ্যা কর।
(গ) ত্বকের ফোঁড়া, ব্রন, ফুসকুড়ি এর চিকিৎসায় ড. কামরান মৃধার ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিটি কি ছিলো? এ পদ্ধতিতে প্রয়োজনীয় উপকরণ ও কার্যপ্রণালী উল্লেখ করো।
(ঘ) “ড. জামানের ক্যান্সার থেরাপি এবং ড. কামরান মৃধার প্লাস্টিক সার্জারিতে ব্যবহৃত প্রযুক্তি চিকিৎসাক্ষেত্রে নবদিগন্তের সূচনা ঘটিয়েছে-বিশ্লেষণ কর।

০২। কাঞ্চন তার বাসায় নতুন Wi-Fi সংযোগ নিয়েছে। এক্ষেত্রে সে যে নেটওয়ার্কিং ডিভাইসটি বাসায় ব্যবহার করছে, তা NAT ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। সে ইউটিউবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স অবস্থিত উপমহাদেশের সর্ববৃহৎ VR theme park “Toggy Fun World” সম্পর্কে জানতে পারলো। সে খুব অবাক হয়ে দেখলো, কিছু লোক হেলমেট জাতীয় কিছু পড়ে খুব হাত পা নাড়ছে, মাথা দোলাচ্ছে। আরও ভালোভাবে লক্ষ্য করে সে দেখতে পারলো তাদের হাতেও রোবোটিক গ্লাভসের মতো কিছু পরা রয়েছে। (HSC ICT Model Test 02)

Advertisements

(ক) পিকোনেট কাকে বলে?
(খ) সঠিক সূত্র উল্লেখ ছাড়া কোনোকিছু রেফারেন্স হিসেবে ব্যবহার কী ধরনের অপরাধ? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে কাঞ্চনের ব্যবহৃত নেটওয়ার্কিং ডিভাইসের সাথে PAT ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিতকারী ডিভাইসের মিল-অমিল তুলনা কর।
(ঘ) ব্যবসা-বাণিজ্য, সামরিক প্রশিক্ষণ ও চিকিৎসাক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত Toggy Fun World এ ব্যবহৃত প্রযুক্তিটির প্রভাব সম্পর্কে তোমার ও 8 মতামত দাও।

০৩। আসমত শিকদার সাহেব একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। তাঁর অফিসে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে Audit Section নামের একটি নতুন শাখা তিনি খুলেছেন। এই শাখায় 6 জন ব্যক্তি আছেন, তাদের ডেস্কটপগুলো তারের সাহায্যে চক্রাকারে পরস্পর সংযুক্ত। সম্প্রতি তিনি তার অফিস ভবনের পাশে প্রায় গা ঘেঁষা অবস্থায় আরো দুটি ভবনে অফিস রুম ভাড়া নেবার পরিকল্পনা করলেন। তার বন্ধু রাজীব হোসেনের পরামর্শে তিনি এবার তারবিহীন সংযোগে এ মনোযোগী হলেন। তাঁর ইচ্ছা, পুরাতন অফিস ও নতুন অফিসের ডিভাইস গুলো তিনি আনগাইডেড মিডিয়া ব্যবহার করে যুক্ত করবেন।

(ক) রোমিং কী?
(খ) “ব্যান্ডউইথ 6710 bps” বলতে কি বোঝ? ব্যাখ্যা কর।
(গ) Audit Section এর কম্পিউটারগুলো কোন টপোলজিতে সংযুক্ত? একে তারবিশিষ্ট (Wired) Mesh টপোলজিতে রূপান্তরিত করতে নতুন কয়টি তার লাগবে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
(ঘ) ভৌগোলিক বিস্তৃতি অনুসারে আসমত শিকদার সাহেবের পরিকল্পিত নেটওয়ার্কটি কোন প্রকারের? আলোচনা কর।

০৪। রাজন স্যার ছাত্রদের বিভিন্ন স্থানিক ও অস্থানিক পদ্ধতি সম্পর্কে ধারণা দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বোর্ডে x ও y লিখে x এর পাশে = (2A)16 লিখলেন এবং y এর পাশে”=” চিহ্ন দিয়ে দুই অঙ্কের বৃহত্তম Octal সংখ্যা লিখলেন।

(ক) Unicode কী?
(খ) “(10010111)₂ ও (10010111) BCD এক নয়”- ব্যাখ্যা কর।
(গ) x ও y কে দশমিক পদ্ধতিতে প্রকাশ কর।
(ঘ) ২ এর পরিপূরক পদ্ধতিতে yx এর বাইনারি মান নির্ণয় কর।

০৫।

hsc ict model test 02 question 5

(ক) র‍্যাডিক্স পয়েন্ট কাকে বলে?
(খ) prime prime 1 + 1 এর মান 2 হতে পারে, 1 হতে পারে আবার 10 ও হতে পারে”-ব্যাখ্যা কর।
(গ) চিত্র-১ এর সত্যক সারণি হতে। এর জন্য লজিক ফাংশন নির্ণয় কর এবং এর সরলীকৃত বর্তনীচিত্র আঁক।
(ঘ) চিত্র-২ কোন ডিভাইসকে ইঙ্গিত করছে? বুলিয়ান বীজগাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।

০৬। প্রথম চিত্রটি একটি ওয়েবসাইটের হোমপেজ। প্রথম সারিতে Home বাদে বাকি সবকটি সেলের ব্যাকগ্রাউন্ডের রং গোলাপি (Pink)। “This is our first website” লেখাটি h3 স্তরের হেডলাইন। ১ম পেজের “Contents” এ ক্লিক করলে দ্বিতীয় চিত্রের পেজটি ওপেন হয়। পেজদ্বয়ের কোন্ লেখার সাথে কোন পেজ হাইপারলিঙ্ক করা, তার ঠিকানা তালিকা নিম্নরূপ:

ক. Contents: c.html খ্. Gallery: g.htm গ. Our Goal: o.htm ঘ. About Us: a.htm ঙ. Support Us: s.html. চ.Physics: c.htm/phy.html ছ. Chemistry: c.htm/che.html জ. Math: c.htm/mth.html ঝ. ICT: c.htm/ict.html

hsc ict model test 02 question 6

(ক) html ভাষার প্রবর্তক কে?
(খ) একটি ওয়েবসাইটে সবাই যেন ব্রাউজ করতে পারে, সেজন্য কী করতে হয়? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে নির্দেশিত ওয়েবসাইটটির কাঠামো আলোচনা কর।
(ঘ) প্রথম চিত্রের পেজটি ব্রাউজারে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় html কোড লিখ।

০৭। সুমন্ত ও হেমন্ত দুইবন্ধু তাদের আইসিটি ব্যবহারিকের জন্য শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রোগ্রাম নিম্নোক্তভাবে লিখে আনলো:

সুমন্তের প্রোগ্রাম

int main()
{
int i,s=0;
scanf(“%d”,&i);
for(i=i;i<=240;i=i+7) s=s+i;
printf(“%d”,s);
return 0;
}

হেমন্তের প্রোগ্রাম

int main()
{
int i,s=0;
scanf(“%d”,&i);
do{ s=s+i;
i=i+7 } while(i<=240);
printf(“%d”,s);
return 0;
}


শিক্ষক তাদের প্রোগ্রামদ্বয় run করে দেখছিলেন output পর্যবেক্ষণের জন্য। তারা একটা ব্যাপার লক্ষ্য করে, যে শিক্ষক 240 বা তার চাইতে ছোট যেকোনো সংখ্যা ইনপুট দিলে উভয়ের কোডেই একই ফলাফল এলেও 240 অপেক্ষা বড় সংখ্যা ইনপুট দিলে ফলাফল ভিন্ন আসছে। (HSC ICT Model Test 02)

(ক) স্ট্রিং কাকে বলে?
(খ) ইউজার ডিফাইন্ড ফাংশন বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
(গ) সুমন্তের প্রোগ্রামটি while loop ব্যবহার করে বাস্তবায়ন কর।
(ঘ) উদ্দীপকের সুমন্ত ও হেমন্তের ফলাফল কখনও অনুরূপ আবার কখনও ভিন্ন আসার কারণ বিশ্লেষণ কর।

০৮। সাধন সম্প্রতি আমেরিকায় এসে পড়েছে মহাবিপদে। এখানকার মানুষজন ভর মাপে পাউন্ডে। যেখানে আমাদের দেশে সবাই কিলোগ্রামে পরিমাপে অভ্যস্ত। তাই কেউ যখন তাকে কোনোকিছুর ভর এখানে জানায়, সে খুবই বিব্রত হয়। এই সমস্যার সমাধানের জন্য সে একটি সি প্রোগ্রাম রচনা করার সিদ্ধান্ত নেয়, যা পাউন্ড এককে ভর ইনপুট নেবে এবং আউটপুটে কিলোগ্রাম এককে ভর জানাবে। সে তার এক বিদ্বান প্রতিবেশি মারফত এটা জেনে নেয়, 1 কিলোগ্রামে 2.2046 পাউন্ড হয়।

(ক) “” চিহ্ন প্রবাহচিত্রে কোনক্ষেত্রে ব্যবহার করা হয়?
(খ) স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনসমূহকে পরিচয় করিয়ে দেবার অপরিহার্য ফাইল কে কী বলা হয়? ব্যাখ্যা কর।
(গ) সাধনের প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে কি কি ধাপ ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে? অ্যালগরিদমের মাধ্যমে দেখাও।
(ঘ) সাধনের সমস্যা সমাধানে তার পরিকল্পিত সি প্রোগ্রাম রচনা কর, এবং ইনপুট 3.172.5 lb হলে তোমার প্রোগ্রামটি কি আউটপুট দেবে, তা উল্লেখ কর। [ 1lb = 1 পাউন্ড]

বহুনির্বাচনী প্রশ্ন (HSC ICT Model Test 02)

১. ভার্চুয়াল রিয়েলিটি কী?

ক তারবিহীন প্রযুক্তি
খ) ত্রিমাত্রিক মডেলিং
গ রিকম্বিনেট প্রযুক্তি
ঘ) আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স

২. কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

ক PYTHON
খ COBOL
গ HTML
ঘ PROLOG


৩. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে প্রাপ্ত সুবিধা ক্ষেত্র হলো-

i. ডিস সার্ভিস
ii. প্রতিরক্ষা সার্ভিস
iii. ইন্টারনেট সার্ভিস

নিচের কোনটি সঠিক?

ক i
খ iii
গ i ও ii
ঘ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :

সম্প্রতি বাজারে বিভিন্ন প্যাকেটজাত ভোগ্য পণ্যের প্রচলন শুরু হয়েছে। ভোগ্য পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা এবং সংরক্ষণের জন্য কোম্পানিগুলো বিভিন্ন সময় বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে।

৪ . উদ্দীপকটিতে মোড়ক ব্যবহারে তৈরিকৃত প্রযুক্তি-

ক ন্যানোটেকনোলজি
খ জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ বায়োইনফরমেটিকস
ঘ বায়োমেট্রিক্স

৫. পণ্যগুলোর দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে-

i. আর্দ্রতা প্রতিরোধী
ii. নির্দিষ্ট সময় স্বাদ অটুট থাকে
iii. দাম কম

নিচের কোনটি সঠিক?

ক I,ii
খ I,iii
গ ii, iii
ঘ I,ii,iii


আরো পড়ুন:


৬. ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়?

ক টেলিগ্রাফে
খ) টেলিফোনে
গ রাউটারে
ঘ গেটওয়ে

৭. অ্যাসিনক্রোনাস সুবিধা কোনটি? ডেটা ট্রান্সমিশনের

ক ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়
খ বেশি ডেটা ট্রান্সমিট হয়
গ) প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই
(ঘ) বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে

৮. টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি?

ক ফ্যাক্স
খ এসএমএস
গ এমএমএস
ঘ টেলিগ্রাফ

৯. পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট?

ক) ইনফ্রারেড
খ ব্লুটুথ
গ ওয়াইফাই
ঘ ওয়াইম্যাক্স

১০. ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ক LAN
খ PAN
গ MAN
ঘ WAN

১১. শূন্য এর প্রবক্তা কারা?

ক আরবীয়রা
খ ভারতীয়রা
গ মিসরীয়রা
ঘ ইউরোপীয়রা

১২. কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অংক ব্যবহার করা হয় তাকে কী বলে?

ক কোড
খ বেস
গ বিট
ঘ সাইন বিট

১৩. (29)10 সংখ্যাটির বাইনারি মান কত?

ক 11100
খ 10111
গ 11011
ঘ 11101

১৪. ASCII কোড কত বিটের?

ক 4
খ ৪
গ 16
ঘ 64

১৫. গতি বেশি কিন্তু ধারণক্ষমতা কম; এ রকম মেমোরি হলো-

ক ক্যাশ লেভেল-১
খ) রেজিস্টার
গ ভার্চুয়াল মেমোরি
ঘ র‍্যাম

১৬. ওয়েবপেজ আপলোড করার জন্য প্রয়োজন কোনটি?

ক Programming Language সফটওয়্যার
খ) FTP সফটওয়্যার
গ HTTP সফটওয়্যার
ঘ) PHP সফটওয়‍্যার

১৭. ওয়েব ব্রাউজার হলো-

i. গুগল ক্রোম
ii. সাফারি
iii. ইউটিউব

নিচের কোনটি সঠিক?

ক i ও ii
খ) i ও iii
গ ii, iii
ঘ) i, ii ও iii

১৮. নতুন উইন্ডোতে ওয়েবপেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি?

ক href
খ target
গ) src
ঘ title

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

কেয়া ও দিয়া প্রায়ই পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময়-সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের ICT শিক্ষককে জানালে তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন। (HSC ICT Model Test 02)

১৯. উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ কোনটি?

ক <p>
খ <img>
গ <a>
<sup>

২০. উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার করলে-

i. ভিন্ন অবস্থানের ভিন্ন কোনো পেইজে যাওয়া যায়
ii. সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হয়
iii. ব্রাউজকারীর সময় কম লাগে

নিচের কোনটি সঠিক?

ক i ও ii
খ i ও iii
গ ii, iii
ঘ) i, ii ও iii

২১. কোনটি অবজেক্ট ভাষা? অরিয়েন্টেড প্রোগ্রামিং

ক BASIC
খ HTML
গ C
ঘ) Java

২২. কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?

ক BASIC
খ PASCAL
গ INTELLECT
ঘ CSL

২৩. প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়?

ক সিনট্যাক্স
খ ভুলখ লজিক্যাল ভুল
গ ডেটা ভুল
ঘ যে কোনো ভুল

২৪. স্ট্রাকচার্ড প্রোগ্রামের গঠন-

i. পর্যায়ক্রমিক
ii. সিদ্ধান্তমূলক
iii. লুপ

নিচের কোনটি সঠিক?

ক iও ii
খ I,iii
গ ii, iii
ঘ) i, ii ও iii

২৫. নিচের কোনটি ইনপুট স্টেটমেন্ট?

ক scanf ()
খ if – else
গ Puts ()
ঘ for


এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০২ উত্তরসহ পিডিএফ | HSC ICT Model Test 02 Question with Answer

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top