HSC ICT Chapter 1 mcq

এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) PDF |HSC ICT Chapter 1 mcq

Advertisements

এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত বহুনির্বাচনি প্রশ্ন (HSC ICT Chapter 1 mcq)।এখানে ICT গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো যা পরিক্ষায় কমন আসার সম্ভাবনা ১০০%। তাই আর দেরি না করে আমাদের HSC ICT Chapter 1 mcq pdf ফাইলটি ডাউনলোড করে ফেলুন ।

HSC ICT Chapter 1 mcq pdf

HSC ICT Chapter 1 mcq part 01 (01-30)

1. বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক ?

ক. ইন্টারনেট

খ. কম্পিউটার

Advertisements

গ. মডেম

ঘ. হাব

উত্তর: ক. ইন্টারনেট

2. সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারনার অবতারনা করেন কে?

ক. মার্শাল ম্যাকলুহান

খ. দ্যা গুটেনবার্গ গ্যালাক্রি

গ. ইনটারর পল

ঘ. ড. ইউনুস

উত্তর: ক. মার্শাল ম্যাকলুহান

3. কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের উপস্থিত আবশ্যক ?

ক. খেলা-ধুলা

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ. ব্যবসায় – বানিজ্য

ঘ. ব্যাংক ব্যাবস্থা

উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

4. যোগাযোগ ব্যবস্থার অবর্ননীয় পরিবর্তনের একটি মাইল ফলক হচ্ছে-

ক. বাস

খ. ট্রেন

গ. বিশ্বগ্রাম

ঘ. ফোন

উত্তর: গ. বিশ্বগ্রাম

5. বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে?

ক. ছোট গ্রাম

খ. বড় গ্রাম

গ. তথ্য প্রযুক্তি

ঘ. মাইক্রোসফট ওয়ার্ড

উত্তর: গ. তথ্য প্রযুক্তি

6. বিশ্বগ্রামের ধারনা কত সালে রূপ নেয়?

ক. ১৯৬৯ সালে

খ. ১৯৭০ সালে

গ. ১৮৭১ সালে

ঘ. ১৯৭২ সালে

উত্তর: খ. ১৯৭০ সালে

7. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে?

ক. ইন্টারনেট

খ. তথ্য প্রযুক্তি

গ. বিশ্বগ্রাম

ঘ. কম্পিউটার

উত্তর: খ. তথ্য প্রযুক্তি

8. কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দিয়েছে?

ক. অনলাইন

খ. DNA

গ. মোবাইল

ঘ. ডাক ব্যবস্থা

উত্তর: গ. মোবাইল

9. ই- কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে?

ক. বাসস্থান

খ. ব্যবসায় -বাণ‌িজ্য

গ. মহাকাশ অভিজান

ঘ. চিকিৎসা

উত্তর: খ. ব্যবসায়-বাণ‌িজ্য

10. ক্রায়োসার্জারী চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্নয় ব্যবহার করা হয়?

ক. উচ্চ রক্তচাপ

খ. এইডস

গ. চামড়ার ক্যান্সার

ঘ. হার্ট-এটাক

উত্তর: গ. চামড়ার ক্যান্সার

11. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে?

ক. জেনেটিক টেকনোলজী

খ. ইনফরমেট্রিক্স

গ. বায়োইনফরমেট্রিক্স

ঘ. বায়োমেট্রিক্স

উত্তর: ঘ. বায়োমেট্রিক্স

12. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাসে অংশ গ্রহন করতে পারেন?

ক. ইন্টারনেট

খ. শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্বাবধান

গ. যোগাযোগ

ঘ. ই -কমার্স

উত্তর: ক. ইন্টারনেট

13. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন ?

ক. ত্রি-মাত্রিক ছবি

খ. ভার্চুয়াল রিয়েলিটি

গ. টিভির ছবি

ঘ. রিয়েলিটি শো

উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি

14. ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচের কোন অবস্থার সৃষ্টি করে ?

ক. বাস্তব জগতে থাকা

খ. অবাস্তব জগতে থাকা

গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া

ঘ. প্রভাবিত হওয়া

উত্তর: গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া

15. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়

ক. কম্পিউটার

খ. বিহেভিয়ার

গ. তথ্য ব্যবস্থা

ঘ. এনভায়রনমেন্ট

উত্তর: ঘ. এনভায়রনমেন্ট

16. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে–

ক. নলেজ বেজড সিস্টেম

খ. নলেজ সিস্টেম

গ. কম্পিউটার সিস্টেম

ঘ. ইন্টারনেট সিস্টেম

উত্তর: ক. নলেজ বেজড সিস্টেম

17. মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?

ক. যোগাযোগ

খ. কর্ম

গ. চিকিৎসা

ঘ. বাসস্থান

উত্তর: গ. চিকিৎসা

18. প্রসেপেটর নিচের কোন কাজে ব্যবহার করা হয়?

ক. কৃত্রিম বুদ্ধিমত্তা

খ. খনিজ সম্পদ খোজা

গ. সমুদ্র অভিযান

ঘ. মহাকাশযান

উত্তর: ঘ. মহাকাশযান

19. মানুষের চিন্তা-চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে-

ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

খ. রোবোটিক্স

গ. কৃত্রিম বুদ্ধিমত্তা

ঘ. ইনফরমেট্র‌িক্স

উত্তর: গ. কৃত্রিম বুদ্ধিমত্তা

20. প্রযুক্তির যে শাখা রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে?

ক. রোবোটিকস

খ. বায়োমেট্রিক্স

গ. ইনফরমেট্র‌িক্স

ঘ. বিহেভিয়ার

উত্তর: ক. রোবোটিকস

21. বর্তমানে বোমা নিস্ক্রয়করন, খনিতে, মহাকাশ, পরিবেশ পরিছন্নতায় ইত্যাদি ক্ষেত্রে মানুষের জায়গায় কী ব্যবহার হচ্ছে-

ক. কুকুর

খ. রোবট

গ. গরু

ঘ. মানুষ

উত্তর: খ. রোবট

22. বর্তমানে চামড়ার ক্যান্সার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে –

ক. ভার্চুয়াল রিয়েলিটি

খ. ইনফরমেট্রিক্স

গ. ক্রায়োসার্জারি

ঘ. নরমাল সার্জারি

উত্তর: গ. ক্রায়োসার্জারি

23. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়-

ক. শক্ত

খ. নরম

গ. বাসস্থান

ঘ. তরল

উত্তর: ঘ. তরল

24. ক্রায়োসার্জারীতে অসুস্থ টিসুকে ধ্বংস করা হয়?

ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ

খ. অতিমাত্রায় গরম প্রয়োগ

গ. ঠান্ডা গরম দুটো প্রয়োগ

ঘ. সাধারন তাপমাত্রায়

উত্তর: ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ

25. ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ন ?

ক. শিক্ষা

খ. চিকিৎসা

গ. বাসস্থান

ঘ. সংস্কৃতি

উত্তর: খ. চিকিৎসা

26. ক্রায়োসার্জারিতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয় ?

ক. তরল

খ. জৈব

গ. গ্যাস

ঘ. অজৈব

উত্তর: ক. তরল

27. আজ কাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষনার জন্য কী পাঠাচ্ছে?

ক. মানুষ

খ. রোবট

গ. পাখি

ঘ. কুকুর

উত্তর: খ. রোবট

28. মৃত ব্যক্তির DNA পর্যালোচনার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ?

ক. বায়োমেট্রিক্স

খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ. ক্রায়োসার্জারি

ঘ. ন্যানো সার্জারি

উত্তর: খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

29. পলিথিন ফাইবার প্রবৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয় ?

ক. বায়োমেট্রিক্স

খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ. ক্রায়োসার্জারি

ঘ. ন্যানো টেকনোলজি

উত্তর: ঘ. ন্যানোটেকনোলজি

30. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় ?

ক. ক্রায়োসার্জারি

খ. মোবাইল

গ. বায়োমেট্রিক্স

ঘ. তথ্য ব্যবস্থা

উত্তর: খ. মোবাইল

HSC ICT Chapter 1 mcq part 02 (31-60)

31. কিসের মাধ্যমে বসেই মানুষ জানতে পারছে পন্যের উৎপাদানের তারিখ গুনাগুন দাম ইত্যাদি এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই নিদিষ্ট সময়ের মধ্যে হাতে পেয়ে যাচ্ছে ?

ক. কমার্স

খ. ই-কমার্স

গ. ব্যবসায়

ঘ. ইন্টারনেট

উত্তর: খ. ই-কমার্স

32. নিচের কোন ওয়েব সাইটটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল আলোচিত ও ব্যবহৃত হচ্ছে?

ক. www.yahoo.com

খ. www.google.com

গ. www.youtube.com

ঘ. www.facebook.com

উত্তর: ঘ. www.facebook.com

33. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি- মাত্রিক মাল্টি সেনসোরিয়াল Multi Sensorial এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?

ক. ভার্চুয়াল রিয়েলিটি

খ. রোবোটিক

গ. ইনফরমেশন

ঘ. ইন্টারনেট

উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি

34. বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে?

ক. বৈশ্বিক ভিলেজ

খ. ভিলেজ

গ. গ্লোবাল

ঘ. বিশ্ব ব্রহ্মান্ড

উত্তর: ক. বৈশ্বিক ভিলেজ

35. বহু বছরের ডেটাকে লাইব্রেরীর মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় কোনটির সাহায্যে?

ক. এনসাইক্লোপিডিয়া

খ. সাইক্লোপিডিয়া

গ. মিডিয়া

ঘ. এনসাইক্লোন

উত্তর: খ. সাইক্লোপিডিয়া

36. কিসের ব্যবহারের ফলে দুরত্ব এখন হাতের মুঠোয়?

ক. মোবাইল গেইমস

খ. কম্পিউটার

গ. টেলিভিশন

ঘ. ইন্টারনেট

উত্তর: ঘ. ইন্টারনেট

37. বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়?

ক. একটি ইউনিয়ন

খ. একটি গ্রাম

গ. একটি উপজেলা

ঘ. একটি জেলা

উত্তর: খ. একটি গ্রাম

38. স্কাইপে এর মাধ্যমে পাওয়া যায়?

ক. মহাকাশ যান

খ. মহাকাশ ক্ষেপনান্ত্র

গ. ফ্রি ফোন সুবিধা

ঘ. লগ ইন করা

উত্তর: গ. ফ্রি ফোন সুবিধা

39. বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিচের কোনটি বুঝানো হয়েছে ?

ক. তথ্য প্রযুক্তি

খ. মাল্টিমিডিয়া

গ. বড় গ্রাম

ঘ. ছোট গ্রাম

উত্তর: ক. তথ্য প্রযুক্তি

40. বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির বন্ধনে আবদ্ধ একটি-

ক. অবস্থা

খ. ব্যবস্থা

গ. ক্ষেত্র

ঘ. শিক্ষা

উত্তর: গ. ক্ষেত্র

41. বিশ্বগ্রামের ধারনা কত সালে সর্বপ্রথম অবতারনা হয়?

ক. ১৯৬২সালে

খ. ১৯৬৪সালে

গ. ১৯৭০সালে

ঘ. ১৯৮০ সালে

উত্তর: ক. ১৯৬২সালে

42. বিশ্বগ্রামের ধারনা সর্বপ্রথম কে প্রদান করেন?

ক. মাইকেল লুইস

খ. ডেভিট ফোরম্যান

গ. মার্শাল ম্যাকলুহান

ঘ. জেমস আর্থারটন

উত্তর: গ. মার্শাল ম্যাকলুহান

43. বিশ্বগ্রাম কী ?

ক. তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব

খ. বিশ্বের গ্রামঞ্চল

গ. একটি গ্রাম

ঘ. প্রযুক্তি হীন বিশ্ব

উত্তর: ক. তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব

44. বর্তমানে বিশ্বে কিসের কারনে একটি গ্রামে পরিনিত হয়েছে-

ক. তথ্য প্রযুক্তি

খ. যোগাযোগ প্রযুক্তি

গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ঘ. ভার্চুয়াল রিয়েলিটি

উত্তর: গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

45. নিচের কোনটি বর্তমানে ব্যবসায়ে বাণ‌িজ্যের স্বরূপ?

ক. ই কমার্স

খ. ই-মেইল

গ. ই-ল্যান্ড

ঘ. ই-মারকেট

উত্তর: ক. ই কমার্স

46. বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়?

ক. শিল্প যুগ

খ. তথ্য প্রযুক্তির যুগ

গ. শিক্ষা যুগ

ঘ. বানিজ্য যুগ

উত্তর: খ. তথ্য প্রযুক্তির যুগ

47.Understanding Media শিরোনামের গ্রহ্নটির রচিয়তা কে?

ক. মার্শাল ম্যাকুলুয়ান

খ. মার্শাল ম্যাক

গ. মার্শাল মার্লিন

ঘ. মার্শাল মুলার

উত্তর: ক. মার্শাল ম্যাকুলুয়ান

48. সাবমেরিন কেবল নেটওয়ারর্কের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে কত সালে?

ক. ১৯৯৬

খ. ২০০০

গ. ২০০৪

ঘ. ২০০৮

উত্তর: গ. ২০০৪

49. সকল বৈজ্ঞানিক কর্মকান্ড নিচের কোনটির ওপর নির্ভরশীল ?

ক. তথ্য

খ. কম্পিউটার

গ. যোগাযোগ

ঘ. বায়ু

উত্তর: খ. কম্পিউটার

50. GPS অংশ স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য গ্রহণ করে কোথায় পাঠায়?

ক. গ্রাককে

খ. সার্ভারে

গ. সার্জেন্টকে

ঘ. কম্পিউটারে

উত্তর: খ. সার্ভারে

51. ডেটা কমিউনিকেশনের কয়টি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?

ক. ১ টি

খ. ২ টি

গ. ৩ টি

ঘ. ৪ টি

উত্তর: খ. ২ টি

52. কোন যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে?

ক. ইন্টারনেট

খ. টেলিফোন

গ. মোবাইল

ঘ. টেলিভিশন

উত্তর: খ. টেলিফোন

53. নিচের কোনটি বাংলাদেশের প্রধান সমস্যা?

ক. শিক্ষা

খ. যোগাযোগ

গ. চিকিৎসা

ঘ. কৃষি

উত্তর: ক. শিক্ষা

আরো পড়ুন :

54. নিচের কোনটি পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব?

ক. শিক্ষা

খ. প্রযুক্তি

গ. শিল্প

ঘ. বিশ্বগ্রাম

উত্তর: খ. প্রযুক্তি

55. অনলাইন পদ্ধতিতে কেনাবেচাকে বলা হয়?

ক. ই-মেইল

খ. ই -কমার্স

গ. ই-পেজ

ঘ. ই-মোবাইল

উত্তর: খ. ই -কমার্স

56. বর্তমানে সময়ে কিসের মাধ্যমে টাকা পাঠানো হয় জনপ্রিয় হতে শুরু করেছে?

ক. মোবাইল

খ. ডাকঘর

গ. কম্পিউটার

ঘ. মানিঅর্ডার

উত্তর: ক. মোবাইল

57. চাকরির ক্ষেত্রে তথ্য প্রযক্তি প্রভাবে নৈতিকভাবে উদ্বিগ্ন হতে শুরু করেছে?

ক. বেকারত্ব

খ. বেতন কম

গ. ধীর গতিশীলতা

ঘ. উৎপাদনশীলতা হ্রাস

উত্তর: ক. বেকারত্ব

58. নিচের কোনটি চাকরির ওয়েব সাইট?

ক. www.bdjobs.com

খ. www.bikroly.com

গ. www.amazon.com

ঘ. www.ebay.com

উত্তর: ক. www.bdjobs.com

59. ইন্টারনেটের কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?

ক. ই -মার্কেটিং

খ. ই- কমার্স

গ. ই – বিজনেস

ঘ. আউটসোর্স‌িং

উত্তর: ঘ. আউটসোর্স‌িং

60. কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে লেখাপড়ার যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে?

ক. মোবাইল

খ. টেলিভিশন

গ. অন-লাইন

ঘ. ইন্টারনেট

উত্তর: গ. অন-লাইন

HSC ICT Chapter 1 mcq part 03 ( 61- 90)

61. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ও ঘরে বসে যে কোন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন?

ক. ইন্টারনেট

খ. শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্ববধানে

গ. যোগাযোগ

ঘ. ই – কমার্স

উত্তর: ক. ইন্টারনেট

62. Khanacademy.org নামক ওয়েবসাইটির প্রতিষ্ঠাতা কে?

ক. সোহেল খান

খ. সালমান খান

গ. ফিরোজ খান

ঘ. জোবায়ের খান

উত্তর: খ. সালমান খান

63. শিক্ষার জন্য সহজতর হচ্ছে –

ক. সিডি

খ. বই

গ. নোট

ঘ. ই-বুক

উত্তর: ঘ. ই-বুক

64. নিচের কোন ওয়েব সাইটির মাধ্যমে বিশ্বের যে কোন স্থান হতে অনলাইনে স্বাস্থ্যসেবা পাওয়া যায়?

ক. www .bikroy .com

খ. www.khanacademy .com

গ. www.softpedia.com

ঘ. www.treatmentonline.com

উত্তর: ঘ. www.treatmentonline.com

65. টেলিমেডিসিন সেবায় বর্তমানে বাংলাদেশে বেসরকারী পর্যায়ে কয়টি হাসপাতাল রয়েছে?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

উত্তর: খ. ২টি

66. গবেষনা মানুষের কোন অনুসন্ধান প্রক্রিয়া?

ক. বুদ্ধিবৃত্তিক

খ. জ্ঞানমুলক

গ. অনুধাবনমূলক

ঘ. বুদ্ধিমূলক

উত্তর: ক. বুদ্ধিবৃত্তিক

67. গবেষনাপত্র তৈরী করা সহজতর হচ্ছে কোনটির মাধ্যমে?

ক. সিডি

খ. ই- বুক

গ. নোট

ঘ. বই

উত্তর: ক. সিডি

68. সকল বৈজ্ঞানিক কর্মকান্ড কিসের ওপর নির্ভরশীল-

ক. কম্পিউটার

খ. আবহাওযা

গ. যোগাযোগ

ঘ. তথ্য

উত্তর: ক. কম্পিউটার

69. অফিস অটোমেশনের ফলে অফিসের-

ক. কাজের গতি কমে

খ. অলসতা বাড়ে

গ. গতি বৃদ্ধি পায়

ঘ. খরচ বাড়ে

উত্তর: গ. গতি বৃদ্ধি পায়

70. একটি অফিসের বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান প্রদান করা যায় কোনটির মাধ্যমে?

ক. কম্পিউটার

খ. নেটওয়ার্ক

গ. মোবাইল

ঘ. প্যাকেজ

উত্তর: ক. কম্পিউটার

71. বাড়ীর বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার কেনটি?

ক. CAD

খ. MS EXCEL

গ. ORACAL

ঘ. POWER POINT

উত্তর: ক. CAD

72. বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে?

ক. আউট সোর্সিং

খ. কৃষি কাজ

গ. ব্যবসায়

ঘ. চাকরি

উত্তর: ক. আউট সোর্সিং

73. IP ADDRESS কী?

ক. ইন্টারনেটের ঠিকানা

খ. ইন্টারনেটের ঠিকানা

গ. ইন্টারনেটের স্পেস

ঘ. ইন্টারনেটের স্পিড

উত্তর: ক. ইন্টারনেটের ঠিকানা

74. অনলাইনের মাধ্যমে ব্যাবসায়কে কী বলে?

ক. ই-কমার্স

খ. ই-ব্যাংক

গ. ই-গভর্নেস

ঘ. ই-বাজার

উত্তর: ক. ই-কমার্স

75. ই-কমার্স কোন ক্ষেত্রে প্রভাব ফেলেছে?

ক. মহাকাশ অভিযান

খ. চিকিৎসা

গ. বাসস্থান

ঘ. ব্যাবসায় বানিজ্য

উত্তর: ঘ. ব্যাবসায় বানিজ্য

76. যোগাযোগ ব্যবস্থার অবণর্নীয় পরিবর্তনের একটি মাইলফলক কেনটি?

ক. বাস

খ. ট্রেন

গ. বিশ্বগ্রাম

ঘ. ফোন

উত্তর: ঘ. ফোন

77. বিশ্বগ্রামে ব্যবসায়-বাণিজ্যের সরকরাহাকৃত মালামাল পর্যবেক্ষণ করার জন্য নিচের পদ্ধতি ব্যবহার করা হয়?

ক. ই-কমার্স

খ. ই-মেইল

গ. ই-লর্নিং

ঘ. ই-ট্রাকিং

উত্তর: ক. ই-কমার্স

78. ব্যবসায় বানিজ্যের আধুনিকতম সংস্করণ নিচের কোনটি?

ক. ই-কমার্স

খ. ই-মেইল

গ. ই-লর্নিং

ঘ. ই-ট্রাকিং

উত্তর: ক. ই-কমার্স

79. স্টক একচেঞ্জ নিচের কেন পদ্ধতিতে কেনাবেচা করে?

ক. ই-ট্রাকিং

খ. ই-মেইল

গ. ই-কমার্স

ঘ. ই-লার্নিং

উত্তর: গ. ই-কমার্স

80. E-Payment System-এর সহায়তায় নিচের কোন কাজটি করা হয়?

ক. মূল্য পরিশোধ

খ. মূল্য নির্ধারন

গ. পণ্যের বিপনন

ঘ. ই-বুকিং

উত্তর: ক. মূল্য পরিশোধ

81. বিশ্বের এক প্রান্ত হতে অন্যপ্রান্তে কোন পণ্যের অর্থ পরিশোধে কোন মাধ্যম ব্যবহৃত হয়?

ক. পে-অর্ডার

খ. ক্রেডিট কার্ড

গ. চেক

ঘ. নগদ ক্যাশ

উত্তর: খ. ক্রেডিট কার্ড

82. শিক্ষাক্ষেত্রে নিম্নের কোনটি অধিক কাজ প্রযোজ্য?

ক. ইন্টারনেট

খ. ব্লগ

গ. আউটসোর্সিং

ঘ. ই- কমার্স

উত্তর: ক. ইন্টারনেট

83. Blog কী

ক. অনলাইন পত্রিকা

খ. দিনলিপি

গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা

ঘ. ইন্টারনেট ব্যবস্থা

উত্তর: গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা

84. যিনি ব্লগে পোষ্ট করেন তাকে কী বলে?

ক. ব্লগার

খ. ব্লগারিজম

গ. ব্লগ

ঘ. ব্লগসুপার

উত্তর: ক. ব্লগার

85. যেখানে বহুসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী তাদের মতামত ও লেখনীয় মাধ্যমে একটি প্লাটফর্ম গড়ে তোলেন সেটি কী?

ক. ব্লগ

খ. ইন্টানেট

গ. পত্রিকা

ঘ. সামাজিক ব্লগ

উত্তর: ঘ. সামাজিক ব্লগ

86. সংবাদ কী ?

ক. তথ্যের সমষ্টি

খ. তথ্য

গ. গবেষনা

ঘ. বৈজ্ঞানিক সূত্র

উত্তর: ক. তথ্যের সমষ্টি

87. ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের গ্রাহকগণ কম্পিউটারের পর্দায় সংবাদপত্র পড়েন বা পিন্ট করেন তাকে কী বলে?

ক. ই -কমার্স

খ. ই -নিউজ

গ. ই-লার্নিং

ঘ. ই-মেইল

উত্তর: খ. ই -নিউজ

88. বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা কোনটি ?

ক. সংবাদ

খ. টিভি

গ. ফেসবুক

ঘ. মোবাইল

উত্তর: গ. ফেসবুক

89. ফেসবুকের স্থাপতি কে?

ক. বিল গেটস

খ. মার্ক এন্ডিসন

গ. মার্ক জুকারবার্গ

ঘ. মাইকেল জুকারবার্গ

উত্তর: গ. মার্ক জুকারবার্গ

90. রোবটের কাজ কী?

ক. প্রোগ্রাম চালনা

খ. প্রোগ্রাম উন্নয়ন

গ. প্রোগ্রাম নিয়ন্ত্রন

ঘ. প্রতিকূল কাজে সাহায্য করা

উত্তর: ঘ. প্রতিকূল কাজে সাহায্য করা

HSC ICT Chapter 1 mcq part 04 ( 91- 100)

91. নিচের কোনটি বিনোদনের উল্লেখ্যযোগ্য মাধ্যম?

ক. সংবাদ পত্র

খ. রেডিও

গ. টেলিভিশন

ঘ. কম্পিউটার

উত্তর: গ. টেলিভিশন

92. কোন খেলার সরাসরি সম্প্রচার টেলিভিশনের বিকল্প হিসেবে আমারা কী ব্যবহার করতে পারি?

ক. ইন্টারনেট

খ. রেডিও

গ. সংবাদপত্র

ঘ. ম্যাগাজিন

উত্তর: ক. ইন্টারনেট

93. ভার্চুয়াল রিয়েলিটি কীসে নিয়ন্ত্রিত হয়-

ক. ইন্টারনেট

খ. বেতার নিয়ন্ত্রিত

গ. কম্পিউটার নিয়ন্ত্রিত

ঘ. রিয়েলিটি নির্ভর

উত্তর: গ. কম্পিউটার নিয়ন্ত্রিত

94. ভার্চুয়াল রিয়েলিটি কী

ক. মাল্টিমিডিয়া ব্যবহার

খ. কাল্পিনিক মাল্টিমিডিয়া ব্যবহার

গ. কাল্পিনিক ব্যবহার

ঘ. কম্পিউটার ব্যবহার

উত্তর: খ. কাল্পিনিক মাল্টিমিডিয়া ব্যবহার

95. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন?

ক. ত্রি-মাত্রিক ছবি

খ. বিহেভিয়ার

গ. টিভিল ছবি

ঘ. রিয়েলিটি শো

উত্তর: ক. ত্রি-মাত্রিক ছবি

96. ভার্চুয়াল রিয়েলিটি হলো অ্যাপ্লিকেশন তৈরী জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?

ক. কম্পিউটার

খ. বিহেভিয়ার

গ. তথ্য ব্যবস্থা

ঘ. এনভারনেট

উত্তর: খ. বিহেভিয়ার

97. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?

ক. নলেজ বেজড সিস্টেম

খ. নলেজ সিস্টেম

গ. কম্পিউটার সিস্টেম

ঘ. ইন্টারনেট সিস্টেম

উত্তর: ক. নলেজ বেজড সিস্টেম

98. বায়োইনফরমেট্রিক্স কী?

ক. কম্পিউটার তথ্য গবেষনা

খ. ডাটাবেজ প্রোগ্রামিং

গ. গানিতিক তথ্য বিশ্লেষন

ঘ. জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিাকরন

উত্তর: ঘ. জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিাকরণ

99. কম্পিউটার অনৈতিক ব্যবহারে সবচেয়ে বড় ক্ষতি হয়?

ক. ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস ছড়াতে হয়

খ. প্রযুক্তির উন্নয়নের ধারা ব্যাহত হয়

গ. কোম্পানির মুনাফা কমে যায়

ঘ. জেল-জরিমানার ঝুকি থাকে

উত্তর: গ. কোম্পানির মুনাফা কমে যায়

100. ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরী হয়?

ক. একমাত্রিক

খ. দ্বি মাত্রিকা

গ. ত্রি মাত্রিক

ঘ. বহুমাত্রিক

উত্তর: গ. ত্রি- মাত্রিক

HSC ICT Chapter 1 mcq pdf লেকচার শীটটি ডাউনলোড করুন। পিডিএফ ফাইলে আরো ১০০+ HSC ICT Chapter 1 mcq দেওয়া আছে যা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ ।।

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top