HSC Finance 1st Paper Test Paper PDF Download: এই টেস্ট পেপারে রয়েছে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড প্রশ্নপত্র ও শীর্ষস্থানীয় কলেজের প্রশ্নত্তোর। তাই টেস্ট পেপারের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করতে হবে। HSC Finance 1st Paper Test Paper PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
HSC Finance 1st Paper Test Paper PDF 2025
১। জনাব রহমান পেনশন থেকে প্রাপ্ত ১০,০০,০০০ টাকা ১৫ বছরের জন্য ‘পদ্মা’ ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক ১০% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। কিন্তু জনাব রহমানের বন্ধু ‘যমুনা’ ব্যাংকে টাকা জমা রাখতে পরামর্শ দেন, যেখান থেকে ১৫ বছর পর ৪ গুণ টাকা পাবেন। জনাব রহমানের সুযোগ ব্যয়ের হার ১২%।
ক. ‘বিধি ৬৯’ কী?
খ. ঋণের কিস্তি কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা কর।
গ. জনাব রহমানের ‘পদ্মা’ ব্যাংকে জমাকৃত অর্থের কার্যকর সুদের হার নির্ণয় কর।
ঘ. জনাব রহমানের বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত কি না তা গাণিতিক যুক্তিসহ উত্তর দাও।
২। বেঙ্গল লি. কোম্পানি দীর্ঘদিন ধরে সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। আর্থিক সংকটের কারণে উৎপাদন মৌসুমে কাঁচামাল সংগ্রহে অসুবিধায় পড়ে। কোম্পানিটি আরও কিছু সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে আর্থিক বাজার হতে অর্থ সংগ্রহ করে তা মোকাবিলা করতে সক্ষম হয়। কিছুদিন পরে কোম্পানিটির ব্যবস্থাপক ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করে। উক্ত সম্প্রসারণ কাজের প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। এ জন্য কোম্পানির ব্যবস্থাপক শেয়ারবাজারে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ক. বন্ড কী?
খ. ‘সাধারণ শেয়ারহোল্ডারগণ কোম্পানির প্রকৃত মালিক’ ব্যাখ্যা কর।
গ. ‘অগ্রাধিকার শেয়ার হতে সাধারণ শেয়ার উত্তম’ ব্যাখ্যা কর।
ঘ. কোম্পানি সম্প্রসারণের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৩। জনাব তানভির গাড়ি ক্রয়ের জন্য লিজিং কোম্পানি লি. হতে ৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। ঋণের সুদের হার ১০%। তিনি আগামী ৪ বছরব্যাপী প্রতি বছর শেষে সমপরিমাণ টাকা ঋণের কিস্তি হিসাবে পরিশোধ করবেন। (HSC Finance 1st Paper Test Paper PDF)
ক. অর্থের সময়মূল্য কী?
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
গ. জনাব তানভিরের ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় কর।
ঘ. জনাব তানভিরের ঋণ পরিশোধ সূচি তৈরি করে বিভিন্ন বছরে সুদের পরিমাণ দেখাও।
৩। জনাব মামুন একটি কর্পোরেট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক। তিনি বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের সংস্থানসহ কোন উৎস বেশি সুবিধাজনক হবে তা নির্ণয় করেন। অতঃপর যথাসময়ে অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। যেকোনো নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি প্রথমেই সেখানে জমি ক্রয়, দালান নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়সহ দীর্ঘমেয়াদি খরচ কী পরিমাণ করতে হবে তা হিসাবে আনেন। প্রত্যাশিত আয় কী হবে সেগুলোও হিসাবে নিয়ে আসেন। তার আলোকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. সম্পদ সর্বাধিকরণ কী?
খ. অর্থায়নে কার্যকর মূলধন কাঠামো কেন গুরুত্বপূর্ণ?
গ. উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব মামুন গৃহীত পদক্ষেপ অর্থায়নের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. জনাব মামুন কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং নাকি মূলধন রেশনিং করেন? বিশ্লেষণ কর।
৪। জনাব সুমনের ছেলের বিবিএ পড়াশুনার খরচ বাবদ আগামী ৪ বছর প্রতি ছয় মাসের শুরুতে ৫০,০০০ টাকা প্রয়োজন। একটি ব্যাংক এই অর্থ প্রদান করতে রাজি হয়েছে। ব্যাংকের সুদের হার ৯%। সুমনের বড় ভাই ইমন ৪ বছর পর ৩০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চায়। এবি ব্যাংক ইমনকে বার্ষিক ১০% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং নোহা ব্যাংক ৯.৫% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এ অবস্থায় ইমন কোন ব্যাংকে টাকা জমা রাখবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে।
ক. চিরস্থায়ী বৃত্তি কী?
খ. অর্থের সময়মূল্যের ধারণা প্রয়োগ করে সুযোগ ব্যয় নির্ণয় করা যায় এবং বিনিয়োগ সিদ্ধান্তও গ্রহণ করা যায়- ব্যাখ্যা কর।
গ. জনাব সুমনকে বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? গাণিতিক বর্ণনাসহ উত্তর দাও।
ঘ. ইমনের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে? তা ব্যাখ্যা কর।
৫। জনাব রাসেল আজ থেকে ১০ বছর পর একটি গাড়ি কিনতে চান। এ জন্য তিনি কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। গাড়ির মূল্য ৩০,০০,০০০ টাকা। গাড়ি ক্রয়ের জন্য এ সময়ে ১০,০০,০০০ টাকা পান। বঙ্গ ব্যাংকে ১০ বছরের জন্য উক্ত অর্থ জমা রাখতে চান। বঙ্গ ব্যাংক সঞ্চয়ী হিসাবের উপর বার্ষিক ১২% হারে সুদ প্রদান করে। অপরপক্ষে একটি লিজিং কোম্পানি জনাব রাসেলকে ১০ বছর পর দ্বিগুণ অর্থ প্রদানের প্রস্তাব দিয়েছে। তিনি কোন বিকল্প হতে টাকার অঙ্কে সর্বোচ্চ সুবিধা পাবেন তা নিশ্চিত করতে চান।
ক. বিধি-৭২ কী?
খ. ঋণ পরিশোধ সূচি কেন গুরুত্বপূর্ণ?
গ. জনাব রাসেলকে বর্তমানে কত টাকা বঙ্গ ব্যাংকে জমা রাখতে হবে?
ঘ. জনাব রাসেল কি ১০ বছর পর গাড়ি ক্রয় করতে সক্ষম হবে? গাণিতিক যুক্তিসহ উত্তর দাও।
৬। জনাব রাজু তার ৩০টি বন্ড বিক্রয় করে ১০% সুদে রাসনা ব্যাংকে স্থায়ী জামানতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বন্ডের অভিহিত মূল্য ছিল ৩,০০০ টাকা। বাৎসরিক সুদের পরিমাণ ১২%, মেয়াদ ১০ বছর। বন্ডগুলো তিনি প্রতিটি ৩,৮০০ টাকা বিক্রয় করেন।
ক. BSEC-এর পূর্ণরূপ কী?
খ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শেয়ারপ্রতি নিট সম্পদ কেন গুরুত্বপূর্ণ?
গ. উদ্দীপকের উল্লিখিত বন্ডগুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. বন্ডগুলোর মেয়াদপূর্তিতে আয়ের হারের ভিত্তিতে জনাব রাজুর বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন কর।
৭। জনাব তারেক বিবিএ পড়াশুনার পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন। তিনি যে দু’টি কোম্পানির বন্ড ক্রয় করেছেন তার বিবরণ হলো:HSC Finance 1st Paper Test Paper PDF
i. সুজন এন্ড সন্স লিমিটেড কর্তৃক ইস্যুকৃত বন্ড যার বাজারমূল্য ২,০৯০ টাকা। অভিহিত মূল্য ৯৮০ টাকা। কুপন রেট ১০%। মেয়াদকাল ১০ বছর।
ii. শায়লা লিমিটেডের ৬ বছর মেয়াদি জিরো কুপন বন্ড যার বর্তমান বাজারমূল্য ৫০০ টাকা। মেয়াদপূর্তি মূল্য ১,০০০ টাকা।
ক. কল প্রিমিয়াম কী?
খ. তলব সময় পর্যন্ত আয়ের হার কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা কর।
গ. সুজন এন্ড সন্স লিমিটেড কর্তৃক ইস্যুকৃত বন্ডের বর্তমান আয়ের হার নির্ণয় কর।
ঘ. জনাব তারেকর আয়ের হারের ভিত্তিতে কোন কোম্পানিতে বিনিয়োগ অধিক লাভজনক? ব্যাখ্যা কর।
৮। জনাব মালেক একটি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য। পরিচালনা পর্ষদের একজন অন্যতম সদস্য হিসেবে তিনি বিভিন্ন সময়ে কোম্পানির স্বার্থে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিয়ে থাকেন। পরিচালনা পর্ষদের বার্ষিক সভায় পর্ষদের অন্যান্য সদস্যগণ যেখানে তাদের প্রধান পণ্য কেবল ঔষধ সেক্টরেই সমস্ত মূলধন বিনিয়োগ করতে আগ্রহী সেখানে জনাব মালেক বর্তমান ঔষধ সেক্টরের পাশাপাশি খাদ্যপণ্য, কসমেটিকস এবং গৃহায়ন ব্যবসায় মূলধন বিনিয়াগ করতে আগ্রহী। বিনিয়োগের ক্ষেত্রে সর্বদা তিনি একাধারে অর্থের সময়মূল্য, ঝুঁকি, বিনিয়োগ ফেরতের হার, নগদ প্রবাহসহ আরও অনেক বিষয় বিবেচনায় এনে সিদ্ধান্ত নিয়ে থাকেন।
ক. তারল্য কী?
খ. “মুনাফা ও তারল্যের মধ্যে ইতিবাচক সম্পর্ক বিদ্যমান” তুমি কি একমত? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জনাব মালেক বিনিয়োগের অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
ঘ. জনাব মালেক অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করতে চান বলে তুমি মনে কর? অর্থায়নের আলোকে বিশ্লেষণ কর।
৯। তুরাগ টেক্সটাইল মিলস-এর আর্থিক ব্যবস্থাপক জনাব মুকিত সাহেব তাঁর প্রতিষ্ঠানের কিছু নতুন মেশিন প্রতিস্থাপন করার জন্য ব্যাংক থেকে ১৩% সুদে ১০ বছরের জন্য একটি ঋণ নিলেন। তারপ তিনি পুরো উৎপাদন শাখার হিসাব সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানকে ম্যানুয়াল থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করলেন। বছর শেষে দেখা গেল লাভের পরিমাণ বেড়ে গেছে এবং এতে শেয়ারহোল্ডাররা বেশ খুশি। কিন্তু দেখা গেল মুকিত সাহেব ইপিএস এর মাত্র ৩০% লভ্যাংশ ঘোষণা করলেন।
ক. সরকারি অর্থায়ন কী?
খ. “সামাজিক দায়বদ্ধতা পালন কোম্পানির সুনাম বৃদ্ধিতে সহায়তা করে”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মুকিত সাহেব বিনিয়োগের কোন কাজটি করেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে মুকিত সাহেবের লভ্যাংশ বিতরণের বিষয়টিতে অর্থায়নের কোন লক্ষ্যে প্রতিফলন ঘটেছে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
১০। জনাব হাসান একজন বেসরকারি চাকরিজীবী। তিনি ২০২৩ সালে চাকরি হতে অবসর নেন। অবসরকালীন সুবিধা হিসেবে তিনি কোম্পানি হতে আগামী ১১ বছরের প্রতিবছর ২২,৫৫০ টাকা করে পাবেন। আর কোম্পানি হতে আজ এককালীন টাকা নিলে ২,২৫,০০০ টাকা পাবেন। জনাব হাসান সাহেব প্রত্যাশা করছেন আগামীতে ব্যাংক প্রতি মাসে ১১% সুদ প্রদান করবে।
ক. নামিক সুদের হার কী?
খ. অর্থের সময়মূল্যে বিনিয়োগ ও সুযোগ ব্যয়কে প্রাধান্য দেওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে জনাব হাসানের প্রতি বছর টাকা নিলে তার বর্তমান মূল্য কত হবে তা নির্ণয় করে দেখাও।
ঘ. উদ্দীপকে ভবিষ্যৎ মূল্যের আলোকে জনাব হাসানের কোন বিকল্পটি নেওয়া উচিত? মতামত দাও।
১১। জবা ইসলাম তার ব্যক্তিগত সঞ্চয় দিয়ে বর্তমানে একটি গাড়ি কিনতে চান। এখন গাড়িটি কিনতে তার ৩৫ লক্ষ টাকার প্রয়োজন হবে। কিন্তু তার ব্যাংকে বর্তমানে ২০ লক্ষ টাকা জমা আছে। অর্থের এই স্বল্পতার কথা চিন্তা করে তিনি আগামী ৬ বছর পর গাড়িটি কেনার চিন্তা করেন। এই উদ্দেশ্যে তিনি সঞ্চয়ী হিসাব থেকে টাকা উত্তোলন করে ১১% সুদে ব্যংকের স্থায়ী হিসাবে টাকা জমা রাখেন। বর্তমানে মুদ্রাস্ফীতি বিবেচনায় তিনি ধারণা করছেন যে, গাড়ির বাৎসরিক দাম বৃদ্ধির সাধারণ হার হবে ৫%। (HSC Finance 1st Paper Test Paper PDF)
ক. চক্রবৃদ্ধিকরণ কী?
খ. গ্রাহকের কাছে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ অপেক্ষা কেন পছন্দনীয় তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে ৬ বছর পর গাড়িটি কিনতে জবা ইসলামের কত টাকা লাগবে তা নিরূপণ কর।
ঘ. ৬ বছর পর নির্ধারিত মূল্যে গাড়িটি ক্রয় করতে জবা ইসাম কী করতে পারেন বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
আরো পড়ুন:
- HSC English 2nd Paper Test Paper PDF Download
- HSC English 1st Paper Test Paper PDF Download
- এইচএসসি অর্থনীতি ২য় পত্র টেস্ট পেপার
- এইচএসসি অর্থনীতি ১ম পত্র টেস্ট পেপার
১২। জনাব অপি তার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য এবিসি ব্যাংক হতে ৫ বছরের জন্য ২০,০০০,০০ টাকা ঋণ গ্রহণ করেন। এই ঋণের জন্য তাকে প্রতি বছর ১২% সুদ প্রদান করতে হয়। তিনি ৫ বছর সমান কিস্তিতে এই অর্থ ফেরত প্রদান করতে চাইছেন। জনাব অপি প্রতি বছরে শুরুতে কিস্তিটি প্রদান করবেন।
ক. বার্ষিক বৃত্তি কী?
খ. সময়ের পরিবর্তন অর্থের সময় মূল্যকে কীভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে জনাব অপির বাৎসরিক কিস্তির পরিমাণ নির্ণয় কর।
ঘ. জনাব অপির জন্য ঋণ পরিশোধের একটি তালিকা তৈরি কর।
১৩। জনাব আতিক একজন ব্যাংকার। তিনি বিভিন্ন কোম্পানির শেয়ার ও বন্ডে বিনিয়োগ করতে চান। নিম্নে বিভিন্ন কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের বিবরণ দেওয়া হলো- HSC Finance 1st Paper Test Paper PDF
১. মধুমতি ইউজিং কোম্পানি প্রতিটি ৩,০০০ টাকা মূল্যের ৭ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। কুপন রেট ১২%। প্রয়োজনীয় আয়ের হার ১৪%। সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে পরিশোধ করা হয়।
২. ইস্টার্ন হাউজিং কোম্পানি প্রতিটি ৩,০০০ টাকা মূল্যের চিরস্থায়ী বন্ড ইস্যু করেছে। কুপন রেট ১২% এবং প্রয়োজনীয় আয়ের হার ১৪%। বর্তমান বাজারমূল্য ২,৮০০ টাকা।
৩. সুরমা হাউজিং কোম্পানি প্রতিটি ৩,০০০ টাকা মূল্যের জিরো কুপন বন্ড ইস্যু করেছে। মেয়াদকাল ৭ বছর। প্রয়োজনীয় আয়ের হার ১৪%। বর্তমান বাজারমূল্য ১,১০০ টাকা।
ক. ইন্ড টু কল কী?
খ. “শেয়ারপ্রতি আয় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের নির্ণায়ক”- ব্যাখ্যা কর।
গ. মধুমতি হাউজিং কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় কর।
ঘ. ইস্টার্ন ও সুরমা হাউজিং কোম্পানির মধ্যে জনাব আতিকের কোন কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত তা মূল্যায়ন কর।
১৪। মিসেস রেহানা তার গ্রামের বাড়ি বিক্রি করে ১০,০০,০০০ টাকা পেলেন। উক্ত টাকা তিনি একটি ব্যাংকে ৫ বছরের জন্য রাখার সিদ্ধান্ত নিলেন। তাঁর নিকট দু’টি বিকল্প প্রস্তাব রয়েছে। পদ্মা ব্যাংক তাকে ১২% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে ১০% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।
ক. নামিক সুদের হার কী?
খ. কার্যকরী সুদের হার বলতে কী বোঝায়?
গ. মেয়াদ শেষে মিসেস রেহানা পদ্মা ব্যাংক হতে মোট কত টাকা পাবেন তা নির্ণয় কর।
ঘ. মিসেস রেহানার জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে? বিশ্লেষণ কর।
১৫। মি. তারেক আগামী ১০ বছর পর ১০ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার পরিকল্পনা করলেন। বর্তমানে তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতি মাসের শুরুতে বেতন পেয়ে কিছু টাকা ব্যাংকে জমা করবেন। তার ধারণা ব্যাংক ১২% সুদ প্রদান করবে। অন্যদিকে ৫,০০০ টাকা করে প্রতি মাসের শুরুতে কর্তনের ভিত্তিতে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে একটি গাড়ি গ্রহণ করবেন।
ক. চক্রবৃদ্ধিকরণ কী?
খ. বিধি-৭২ বলতে কী বোঝায়?
গ. প্রতিমাসে কত টাকা জমা করলে তিনি পরিকল্পনা মাফিক গাড়ি ক্রয় করতে পারবেন?
ঘ. গাড়ির মূল্য ২,০০,০০০ টাকা হ্রাস পেলে মি. তারেকের গাড়ি ক্রয় করা উচিত? বিশ্লেষণ কর।
১৬। জনাব ইফতেখার গত বছর এমন এক ধরনের বন্ডে বিনিয়োগ করেছেন যেখান থেকে আজীবন নির্দিষ্ট হারে সুদ পাওয়া যাবে তিনি আরও একটি কর্পোরেট বন্ডে বিনিয়োগ করতে চান। পবন লি. বাজারে ৫ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং কুপন সুদের হার ১২%। বাজারমূল্য ৮৫০ টাকা। তাছাড়া শান্তা লি. ১০ বছর মেয়াদি জিরো কুপন বড় ইস্যু করেছে যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজারমূল্য ৪০০ টাকা। জনাব ইফতিখারের প্রত্যাশিত আয়ের হার ১৪%।
ক. জিরো কুপন বন্ড কী?
খ. সংরক্ষিত আয় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব ইফতেখার যে ধরনের বন্ডে বিনিয়োগ করেছেন তার মূল্য কীভাবে নির্ণয় করা যায়?
ঘ. জনাব ইফতেখারের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তা বিশ্লেষণ কর।
১৭। আশা লি. খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব হাসান ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন তিনটি বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করেছেন, সেগুলো হলো বারবিডল, টমক্যাট ও মিকিমাউস। প্রকল্পে বিনিয়োগের জন্য জনাব হাসান ১৩% চক্রবৃদ্ধি সুদে ১০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা ‘ক’ ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন। তিনি ঋণকৃত সম্পূর্ণ টাকা টমক্যাট প্রকল্পে বিনিয়োগের জন্য পরিচালনা পর্ষদে প্রস্তাব উপস্থাপন করেন। পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনটি প্রকল্পেই বিনিয়োগের সুপারিশ করেন।
ক. তারল্য কী?
খ. ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত জনাব হাসান অর্থায়নের কোন উৎস হতে অর্থ সংগ্রহ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে অর্থায়নের যে নীতি গ্রহণের সুপারিশ করেছেন তা বিশ্লেষণ কর।
১৮। অরণ্য ফার্নিচার লি. কোম্পানি বিগত ৪০ বছর যাবৎ বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা করেছে। কোম্পানির ব্যবস্থাপক প্রকাশনা, টুরিজম, রিয়েল স্টেট ইত্যাদি ক্ষেত্রে ব্যবসা প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও গুণগত মানের পণ্য ন্যায্যমূল্যে সরবরাহ, কর্মীদের কাজের উপযুক্ত পরিবেশ, নিয়মিত বেতন পরিশোধ, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি কার্যক্রম যথাযথভাবে করে থাকে। এসকল কার্যক্রমের ফলে প্রতিষ্ঠানটি সেরা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে।
ক. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা কী?
খ. লভ্যাংশ প্রদান কীভাবে কোম্পানির মূল লক্ষ্যের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোম্পানির ব্যবস্থাপকের সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানির কার্যক্রম অর্থায়নের কোন ধারণার সাথে সম্পর্কিত? যুক্তিসহ উত্তর দাও।
এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ | HSC Finance 1st Paper Test Paper PDF question download 2025