HSC Chemistry 1st Paper Test Paper PDF Download: নতুন সিলেবাসের আলোকে রচিত HSC Chemistry 1st Paper Test Paper PDF with Answer। একটি টেস্ট পেপারে থাকে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বোর্ড পরিক্ষার প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নপত্র ও উত্তরপত্র। টেস্ট পেপারটি পিডিএফ ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
HSC Chemistry 1st Paper Test Paper PDF 2025
১। খেজুরের রস → A (খাদ্য সংরক্ষক)।
ক. পোলারায়ন কাকে বলে?
খ. সোডিয়ামের দ্বিতীয় আয়নিকরণ শক্তি বেশি কেন?
গ. খাদ্য সংরক্ষকটির প্রস্তুতি সমীকরণসহ লেখ।
ঘ. A যৌগটির খাদ্য সংরক্ষক হিসেবে উপযুক্ততা বিশ্লেষণ কর।
২। X° সে. তাপমাত্রায় এবং 1 atm চাপে 30 লিটার আয়তনের একটি পাত্রে PCl5 এর বিয়োজন বিক্রিয়ার সাম্যাবস্থায় PC15 20% বিয়োজিত অবস্থায় থাকে। উক্ত তাপমাত্রায় বিক্রিয়াটির Kp = 0.0417 atm | P
ক. কেলাসন কাকে বলে?
খ. সংকর অরবিটাল পাই বন্ধন গঠন করে না কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের X এর মান নির্ণয় কর।
ঘ. তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়ে 0.0417 atm এ নিয়ে এলে PCl5 এর বিয়োজন মাত্রা বৃদ্ধির সম্ভাব্যতা গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
৩। । AB(g)A(g) + B(g)
এখানে, তাপমাত্রা t = 30 °C, চাপ P = 2 atm, বিয়োজন মাত্রা 55% ।
ক. তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?
খ. চিনি একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বিক্রিয়াটির সাম্য ধ্রুবক KC এর মান নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের বিক্রিয়াটির চাপ পরিবর্তন করলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয়- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৪। 298 K তাপমাত্রায় এবং 1.5 atm চাপে 15% N2O4 বিযোজিত হয়ে NO₂ উৎপন্ন করে।
ক. বিক্রিয়ার হার কী?
খ. উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করবে?
গ. উদ্দীপকের বিক্রিয়ার K, নির্ণয় কর।
ঘ. যদি বিক্রিয়ার চাপ অর্ধেক করা হয় তবে বিযোজন মাত্রার কোনো পরিবর্তন হবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৫। আমাদের গৃহিনীরা একটি অম্লীয় দ্রবণ দীর্ঘদিন যাবত খাদ্য সংরক্ষণে ব্যবহার করে আসছে। এই খাদ্য সংরক্ষক অ্যালকোহলকে এনজাইম প্রভাবক দিয়ে প্রস্তুত করা হয়।
ক. ভর ক্রিয়ার সূত্রটি লিখ।
খ. Sc অবস্থান্তর মৌল নয় কেন? ব্যাখ্যা কর।
গ.উদ্দীপকের খাদ্য সংরক্ষকটির প্রস্তুতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের খাদ্য সংরক্ষক দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল বিশ্লেষণ কর।
৬। নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (HSC Chemistry 1st Paper Test Paper PDF)
(i) N2(g) + 3H2(g) = 2NH3(g) + তাপ
(ii) N2(g) + O2(g) 2NO(g) – 43.0 kcal
ক. অরবিটাল সংকরণ কী?
খ. Cu পরমাণুর ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে কী?
গ. 400 °C তাপমাত্রায় ও10 atm চাপে সাম্যাবস্থায় (i) নং বিক্রিয়ায় 3.85% উৎপাদ থাকলে K, নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের (i) ও (ii) নং বিক্রিয়ায় উৎপাদ বৃদ্ধির শর্তসমূহ বিশ্লেষণ কর।
৭। উদ্দীপক-১ : H-পরমাণুর একটি ইলেকট্রন ৩য় শক্তিস্তর হতে ১ম শক্তিস্তরে স্থানান্তরিত হয়।
উদ্দীপক-২ : H-পরমাণুর একটি ইলেকট্রন ৪র্থ শক্তিস্তর হতে ৩য় শক্তিস্তরে স্থানান্তরিত হয়।
ক. অরবিটাল কী?
খ. R এর মান 1 অপেক্ষা কম হয় – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক ১ এর বিকিরণ বাস্তব জীবনে প্রয়োগ করার একটি পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক ২ এর বিকিরণ রাসায়নিক দ্রব্যাদি শনাক্তকরণ অপেক্ষা চিকিৎসা ক্ষেত্রেই অধিক ব্যবহৃত হয় – ব্যাখ্যা কর।
৮। 26 °C তাপমাত্রায় IL একটি পাত্রে বিয়োজন বিক্রিয়াটি নিম্নরূপ:
R(g) = 2Q(g); R এর বিয়োজন মাত্রা 35%
ক. ভরক্রিয়া সূত্রটি লিখ।
খ. সাম্যধ্রুবকের মান কখন অসীম হয় না কেন? ব্যাখ্যা কর।
গ. বিক্রিয়াটির সাম্য ধ্রুবক K, এর মান নির্ণয় কর।
ঘ. বিক্রিয়া পাত্রের আয়তন দ্বিগুণ করা হলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয় কিনা-গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৯। P → দুই কার্বনবিশিষ্ট মনোকার্বক্সিলিক এসিড এর 6-10% জলীয় দ্রবণ
Q → ডাইস্যাকারাইড
ক. জিম্যান প্রভাব কী?
খ. C*O_{2} কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় কেন?
গ. Q যৌগ হতে একটি খাদ্য সংরক্ষক প্রস্তুতি সমীকরণসহ লিখ।
ঘ. P ও Q যৌগদ্বয়ের খাদ্য সংরক্ষণ কৌশল ভিন্ন উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
১০। 227 deg * C তাপমাত্রায় ও 5L আয়তনের বিক্রিয়া পাত্রে 1.57 mol N2 1.92 mol H2 এবং 8.13 mol N*H_{3} মিশ্রিত করা হলো। ঐ তাপমাত্রায় বিক্রিয়াটির [N 2 (g)+3H 2 (g) rightleftharpoons2NH 3 (g)] K_{c} = 1.7 * 10 ^ 2
ক. কিলেটিং এজেন্ট কী?
খ. N_{2} নিষ্ক্রিয় গ্যাসের মত আচরণ করে কেন?
গ. যদি উপরোক্ত বিক্রিয়ার সাম্য মিশ্রণে N_{2} এর মোল সংখ্যা 1.25 হয়, তবে 6 atm চাপে বিক্রিয়ার K_{p} নির্ণয় কর।
ঘ. উদ্দীপক বিক্রিয়াটি কোন দিকে ধাবিত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
আরো পড়ুন:
- এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র টেস্ট পেপার
- এইচএসসি ব্যবসায় সংগঠন ২য় পত্র টেস্ট পেপার
- এইচএসসি ব্যবসায় সংগঠন ১ম পত্র টেস্ট পেপার
- এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র টেস্ট পেপার
১১। উদ্দীপকটি লক্ষ কর- (HSC Chemistry 1st Paper Test Paper PDF)
A == 2P; ΔΗ = + ve এবং 35°C তাপমাত্রায় 1.20 atm চাপে বিয়োজন মাত্রা 20%
ক. হার ধ্রুবক কী?
খ. K. এর মান শূন্য বা অসীম হয় না কেন – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের K নির্ণয়ের সমীকরণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের চাপ দ্বিগুণ বৃদ্ধিতে বিয়োজন মাত্রার পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১২। 8 25 °C তাপমাত্রায় 3.0 atm চাপে PCl5 80% বিয়োজিত হয়।
PCl5 PCl3(g) + Cl2(g); ∆H = + ve
ক. দ্রাব্যতা গুণফল কী?
খ. CaCl₂ ও AlCl3 এর মধ্যে কোনটি অধিক সমযোজী এবং কেন?
গ. উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপমাত্রা ও চাপের প্রভাব লিখ।
ঘ. উদ্দীপকের বিক্রিয়াটির K, এবং উপাদানগুলোর আংশিক চাপ নির্ণয় কর।
১৩। A ও B পর্যায় সারণির ৩য় পর্যায়ের 2 ও 16 নং গ্রুপের মৌল এবং C, D ও E ৪র্থ পর্যায়ের 6, ৪ ও 12 নং গ্রুপের মৌল।
ক. তড়িৎ চুম্বকীয় বিকিরণ কাকে বলে?
খ. নকল টাকার উপর UV রশ্মি আপতিত হলে কোন অঞ্চলের আলোক রশ্মি বিকিরিত হয়? ব্যাখ্যা কর।
গ. A, B ও D মৌলসমূহকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে শ্রেণিবিভাগ কর।
ঘ. Cও E মৌল দ্বারা গঠিত যৌগসমূহের বর্ণ যথোপযুক্ত কারণসহ বিশ্লেষণ কর।
১৪। A : ভিনেগার
B : বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন
C: খাদ্য লবণ (NaCl)
ক. কিলেটিং প্রিজারভেটিভস কী?
খ. মাছের কৌটাজাতকরণে ZnO ব্যবহৃত হয় কেন?
গ. উদ্দীপকের B যৌগটি লিপিড জাতীয় খাদ্যকে কীভাবে সংরক্ষণ করে – বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে A ও C যৌগদ্বয় দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশলের তুলনামূলক বিশ্লেষণ কর।
এইচএসসি রসায়ন ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ | HSC Chemistry 1st Paper Test Paper PDF question download (2025)
এইচএসসি রসায়ন ১ম পত্র টেস্ট পেপার উত্তরপত্র ২০২৫ | HSC Chemistry 1st Paper Test Paper PDF Answer download 2025