HSC Business Organization 1st Paper Model Test

এইচএসসি ব্যবসায় সংগঠন ১ম পত্র মডেল টেস্ট ২০২৫ (PDF)

Advertisements

HSC Business Organization 1st Paper Model Test 2025 PDF: শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করার জন্য মডেল টেস্ট পরিক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বোর্ড পরিক্ষার অনুরূপ মডেল টেস্ট নিয়ে, যেখানে সৃজনশীল অংশ ৭০ নাম্বার ও বহুনির্বাচনী প্রশ্ন ৩০ নাম্বার। HSC Business Organization 1st Paper Model Test পরিক্ষায় অংশগ্রহণ কর।


HSC Business Organization 1st Paper Model Test 2025

সৃজনশীল অংশ

১। মি. আলম একজন ব্যবসায়ী। তিনি ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে আলু ক্রয় করেন এবং অল্প খরচে কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। মন্দা মৌসুমে নিজস্ব ট্রাকে করে সেগুলো চট্টগ্রামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এতে তার ভালো লাভ হয়। এভাবে তিনি তার ব্যবসায়ে সফলতা লাভকরে চলেছেন।

ক. শিল্প কী?

Advertisements

খ. কেন মুনাফাকে ঝুঁকি বহনের প্রতিদান বলা হয়?

গ. উদ্দীপকে মি. আলমের চট্টগ্রামে আলু বিক্রির কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? উদ্দীপক অনুসারে ব্যাখ্যা কর।

২। অর্গানিক চা উৎপাদনে সিলেটের সুনামগঞ্জ প্রসিদ্ধ। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে গত বছর চা উৎপাদনের পরিমাণ কমে যায়। ফলে চা চাষিগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হন। আয় কমে যায়। তাই এ বছর মূলধন স্বল্পতার জন্য পর্যাপ্ত মূলধনের অভাবে চাষিগণ এখনও উৎপাদন কার্যক্রম করতে পারছে না। তাই প্রয়োজনীয় অর্থের জন্য তারা ব্যাংকের দ্বারস্থ হয়।

ক. বণিক সমিতি কী?

খ. সমবায়ের মূলমন্ত্র ব্যাখ্যা কর।

গ. ব্যবসায়ের কোন পরিবেশের প্রভাবে গত বছর চা উৎপাদন কমে যায়? ব্যাখ্যা কর।

ঘ. উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পরিবেশের যে উপাদান ভূমিকা পালন করছে- তা কতটুকু যৌক্তিক মূল্যায়ন কর।

৩। জনাব তাহমিনা বেগম শেরপুরের নিউমার্কেটে ‘লেডিস টেইলার্স এবং বোরকা হাউজ’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি মেয়েদের বিভিন্ন রকম পোশাকসহ নকশি চাদর, কুশন কভার, বালিশ কভার ইত্যাদি তৈরি ও বিক্রয় করেন। তাকে এ কাজে সহযোগিতা করার জন্য তিনি বেশ কয়েকজন নারী ও পুরুষ কর্মী নিয়োগ দিয়েছেন। সেলাই প্রকল্পে অনন্য অবদানের জন্য তিনি জাতীয় যুব পুরস্কার লাভ করেছেন। বর্তমানে তিনি সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত।

ক. ট্রেড লাইসেন্স কী?

খ. সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বর্ণিত তাহমিনা বেগম পরিচালিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।

ঘ. “ব্যবসায়ই জনাব তাহমিনাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

৪। ক, খ এবং গ তিন বন্ধু। তারা সমহারে লাভ-লোকসান বণ্টনের চুক্তি স্বাক্ষর করে ব্যবসায় আরম্ভ করল। তারা কিছু ক্রেতার নিকট বাকিতে পণ্য বিক্রয় করল। একজন ক্রেতা ৪০,০০০ টাকা বকেয়া পরিশোধ করতে অস্বীকৃতি জানান। ব্যবসায়টি নিবন্ধিত ছিল।

ক. কর্মী অংশীদার কী?

খ. নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম কেন?

গ. উদ্দীপকের ব্যবসায়টির ভিত্তি কী? ব্যাখ্যা কর।

ঘ. পাওনা আদায়ে তারা কি আইনগত পদক্ষেপ নিতে পারবে? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

৫। জাহিদ ও তার ৪০ জন বন্ধু মিলে “সততা স্পিনিং মিলস লিমিটেড” নামে একটি কোম্পানি স্থাপন করেন। প্রতিষ্ঠানটির নিবন্ধন পাওয়ার সাথে সাথেই তারা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে সফলতা লাভ করে। বর্তমানে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে তারা জনগণের কাছ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেন। (HSC Business Organization 1st Paper Model Test)

ক. হোল্ডিং কোম্পানি কী?

খ. কোম্পানি সংগঠনের নামের শেষে ‘লিমিটেড’ শব্দ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের ‘সততা স্পিনিং মিলস লিমিটেড’ কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।

ঘ. ‘সততা স্পিনিং মিলস লিমিটেড’-এর শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

৬। মি. করিম ও মি. রহিম ‘Q’ লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেন। মি. করিম শেয়ারের বিপরীতে মুনাফা পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তবে তিনি সিদ্ধান্ত গ্রহণে মতামত প্রদান ও ভোট দিতে পারেন। অপরদিকে মি. রহিম কোম্পানির এমন ধরনের শেয়ার ক্রয় করেছেন যা থেকে প্রতি বছর ১০% হারে লভ্যাংশ পাবেন।

ক. স্মারকলিপি কী?

খ. কোম্পানি সংগঠনকে চিরন্তন অস্তিত্বসম্পন্ন সংগঠন বলা হয় কেন? ব্যাখ্যা কর।

গ. মি. করিম কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা কর।

ঘ. মি. করিমের ক্রীত শেয়ারের সাথে মি. রহিমের ক্রীত শেয়ারের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

৭। X, Y ও Z তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে একটা অংশীদারি ব্যবসায় গঠন করে। তাদের চুক্তিতে উল্লেখ ছিল দশ তলাবিশিষ্ট তিনটি ভবন নির্মাণ। ভবন নির্মাণ শেষে দেখা গেল দেনাদার পক্ষ তাদের পাওনা তিন লক্ষ টাকা দিতে গড়িমসি করছে। এমতাবস্থায় তারা তাদের সম্পূর্ণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হলো।

ক. চুক্তিপত্র কী?

খ. নাবালক অংশীদার হতে পারে কী? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের সাধারণ অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের তিন বন্ধু যে কারণে তাদের পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হলো তার যথার্থতা মূল্যায়ন কর।

৮। জিকে প্রকল্পের পতিত জমিতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন বিভাগের সহায়তা নিয়ে ইরফান মিয়া ও তার অন্য বন্ধুরা মিলে একটা সমবায় সমিতি গড়ে তুলে বৃক্ষরোপণ করে। সমিতির প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ১০,০০০ শেয়ারে বিভক্ত। এতে সঞ্চয় জমা করে ঋণ নেয় এবং জমানো অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে। এদিকে ইরফান মিয়া একাই সমিতির ৩,০০০ শেয়ার ক্রয়ের প্রস্তাব দিলে অন্য সদস্যরা তা প্রত্যাখ্যান করেন।

ক. সমবায় সমিতির উপবিধি কী?

খ. সমবায়ের মূলমন্ত্র কোনটি এবং কেন?

গ. উদ্দীপকে ইরফান মিয়ারা উদ্দেশ্যের বিচারে কোন ধরনের সমবায় সমিতি গড়ে তুলেছে? ব্যাখ্যা কর।

ঘ. শেয়ার ক্রয়ে ইরফান মিয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

৯। গাজীপুরের শিবচর এলাকায় সবজি ও আলু চাষিরা একত্রিত হয়ে নিজেদের উন্নয়নের লক্ষ্যে একটি সংগঠন গড়ে তোলে। তাদের উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রির সাথে সাথে শহরের বাজারেও বিক্রির ব্যবস্থা করে থাকে এ সমিতির মাধ্যমে। গত বছর তারা ১,৭০,০০০ টাকা মুনাফা অর্জন করে। একজন সদস্য অর্জিত মুনাফা সম্পূর্ণটা নিজেদের মধ্যে বণ্টনের প্রস্তাব করেন।

ক. সমবায় সমিতির উপবিধি কী?

খ. প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের জন্য অপরিহার্য- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে জনৈক সদস্যের প্রস্তাব যৌক্তিক কিনা সমবায় আইনের আলোকে যুক্তি দেখাও।

১০। মি. আলী গরিব হলেও সমাজ হিতৈষী মানুষ। বাজারে তার মুদির দোকান। তিনি দেখেন দেশে বড় কোনো দুর্যোগ হলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক অর্থ জমা দেয়। গণমাধ্যম তা ফলাও করে প্রচার করে। সেই টাকায় স্কুল কলেজ তৈরি হয়। কিন্তু মি. আলী ভাবেন তিনি গ্রাহকদের ঠকান না, মাপে কম দেন না, ভালো মাল দিতে সচেষ্ট থাকেন। তার সামর্থ্যের মধ্যে তিনি যা করেছেন এতেই সন্তুষ্ট।

ক. মূল্যবোধ কী?

খ. পরিবেশে বায়ুদূষণ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে মি. আলীর কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।

১১। জনাব শামীম একজন ব্যবসায়ী হলেও জনগণের সুস্বাস্থ্যের বিষয়টি ভেবে মাছে কোন ধরনের ভেজাল জাতীয় রাসায়নিক বা ফর্মালিন মেশান না। এছাড়াও তিনি মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে উন্নতমানের মাছ সময়মতো ন্যায্যমূল্যে সরবরাহ করেন। তাই শামীম তার এলাকায় মাছ ব্যবসায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।

ক. CSR কী?

খ. ব্যবসায় কর্তৃক পরিবেশ দূষণরোধ গুরুত্বপূর্ণ কেন?

গ. উদ্দীপকে জনাব শামীমের ব্যবসায়টিতে ব্যবসায়ের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে জনাব শামীম সমাজের যে পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছে তার স্বপক্ষে মতামত দাও।

বহুনির্বাচনী প্রশ্ন

১. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?

K সেবা দান

L মুনাফা অর্জন

M সম্পদ বণ্টন

N সমাজ কল্যাণ

২. নিম্নের কোনটি সমবায়ের মূলনীতি বহির্ভূত?

K একতা

L সাম্যতা

M স্বেচ্ছাচারিতা

N গণতন্ত্র

৩. সামাজিক ব্যবসায় ধারণার উদ্ভাবক কে?

K ড. আকতার হামিদ খান

L ড. হুসনে আরা বেগম

M রনদা প্রসাদ সাহা

N ড. মুহাম্মদ ইউনূস

৪. জনাব সুলতান ইরান থেকে খেজুর এনে কলকাতায় রপ্তানি করেন। সুলতান যে বাণিজ্যের সাথে জড়িত তা হলো-

i. আমদানি

ii. রপ্তানি

iii. পুনঃরপ্তানি

নিচের কোনটি সঠিক?

K isii  L iও iii  M ii ও iii  N i, ii ও iii


আরো পড়ুন:

এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র মডেল টেস্ট

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র মডেল টেস্ট

এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র মডেল টেস্ট

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র মডেল টেস্ট


৫. কোন সংগঠনে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে?

K সমবায় সমিতি

L যৌথমূলধনি

M অংশীদারি

N একমালিকানা

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও: (HSC Business Organization 1st Paper Model Test)

দেশ বিদেশে ক্রমবর্ধমান হারে চা শিল্পের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে, সিলেটের পাশাপাশি পঞ্চগড়ের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক হারে চা চাষ হচ্ছে।

৬. উদ্দীপকে বর্ণিত এলাকায় কোন পরিবেশের কারণে চা শিল্প বিকাশ লাভ করেছে?

K প্রাকৃতিক

L সামাজিক

M রাজনৈতিক

N প্রযুক্তিগত

৭. পঞ্চগড়ে চা শিল্প গড়ে ওঠার ফলে-

i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

ii. রপ্তানি আয় বৃদ্ধি

iii. মাথাপিছু আয় হ্রাস

নিচের কোনটি সঠিক?

K isii  L iও iii  M ii ও iii  N i, ii ও iii

৮. মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?

K আচরণ

L জ্ঞান

M দক্ষতা

N দূরদর্শিতা

৯. সরকার নদীভাঙন অঞ্চলের মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছে। এটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?

K আইনগত

L সামাজিক

M রাজনৈতিক

N অর্থনৈতিক

১০. সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?

K ২০

L ১০

M ৫

N ২

১১. ‘বিশ্বায়ন’ প্রত্যক্ষভাবে কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

K সামাজিক

L সাংস্কৃতিক

M রাজনৈতিক

N আন্তর্জাতিক

১২. CSR-এর পূর্ণরূপ কী?

K Corporate Safety & Responsibility

L Commercial Social & Responsibility

M Corporate Social Restriction

N Corporate Social Responsibility

১৩. কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস হলো-

i. শেয়ার

ii. ঋণপত্র

iii. ব্যাংক

নিচের কোনটি সঠিক?

K isii  L iও iii  M ii ও iii  N i, ii ও iii

১৪. রুহামা আলম ৫ লক্ষ টাকা বিনিয়োগ বাবদ আবাবিল গ্রুপ লিমিটেড এর ১০০ শেয়ার ক্রয় করেছেন। রুহামা কোন ধরনের শেয়ার ক্রয় করেন?

K বোনাস

L সাধারণ

M অগ্রাধিকার

N বিলম্বিত

১৫. আখ থেকে চিনি উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?

K নিষ্কাশন

L প্রক্রিয়াজাতকরণ

M বিশ্লেষণ

N সংযোজন

উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও: (HSC Business Organization 1st Paper Model Test)

নরসিংদীর ৫ জন তাঁতি একত্রিত হয়ে ৪ লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে “তাঁতি বাড়ি কল্যাণ সংঘ” গঠন করে। সম্প্রতি তারা উৎপাদিত কাপড় ঢাকার ইসলামপুর বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। চলতি বছর তাদের ৫ লক্ষ টাকা মুনাফা হয়।

১৬. উদ্দীপকে উল্লিখিত সমিতির সর্বোচ্চ বণ্টনযোগ্য মুনাফা কত টাকা?

K ৩,০০,০০০

L ৩,৩৫,০০০

M ৩,৭৫,০০০

N ৪,১০,০০০

১৭. উদ্দীপকে তাঁতিদের সাম্প্রতিক গৃহীত সিদ্ধান্তের ফলে-

i. বাজার সম্প্রসারণ হবে

ii. প্রতিযোগিতা মোকাবিলায় সম্ভব

iii. ন্যয্যমূল্যে পণ্য বিক্রয় হবে

নিচের কোনটি সঠিক?

K isii  L iও iii  M ii ও iii  N i, ii ও iii

১৮. সনদপ্রাপ্ত কোম্পানির উৎপত্তিস্থল কোন দেশে?

K ইন্ডিয়া

L বাংলাদেশ

M ইংল্যান্ড

N জাপান

১৯. একমালিকানা ব্যবসায় অধিক উপযোগী হচ্ছে-

i. ভ্রাম্যমাণ খাবারের দোকান

ii. ডেইরি ফার্ম

iii. গাড়ির শোরুম

নিচের কোনটি সঠিক?

K iii  L iও iii  M ii ও iii  N i, ii ও iii

২০. কোনটি 3R এর অন্তর্ভুক্ত?

K Reshape

L Reduce

M Resource

N Report

২১. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর প্রতিষ্ঠাতা কে?

K ড. আকতার হামিদ খান

L ড. মুহাম্মদ ইউনূস

M স্যার ফজলে হাসান আবেদ

N প্রফুল্ল চন্দ্র রায়

২২. বাংলাদেশে প্রযোজ্য কোম্পানি আইন কত সালের?

K ১৮৮১

L ১৯৯৪

M ২০০১

N ২০০৪

২৩. নিচের কোন অংশীদার ব্যবসায়ে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে?

K নামমাত্র

L আচরণে অনুমিত

M সাধারণ অংশীদার

N নাবালক

২৪. মিসেস ঝুমুর কাপড় ও পাট ব্যবহার করে ‘গয়না ঘর’ নামে একটি ব্যবসায় শুরু করেন। তার ছোট বোন নূপূর অনলাইনে তাকে বিক্রয় বৃদ্ধির কাজে সহায়তা করেন। ‘গয়না ঘর’ কোন ধরনের ব্যবসায়?

K সমবায়

L অংশীদারি

M যৌথমূলধনি

N একমালিকানায়

২৫. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্যসংখ্যা কত?

K ২

L ৫

M ১০

N ২০

উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও: (HSC Business Organization 1st Paper Model Test)

জনাব ফারুক ও মিশুক ‘ব্রাদারস ডাইন” নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। তাদের বন্ধু পাঁচ তারকা হোটেলের শেফ রনিকে রেস্টুরেন্টের মাস্টার শেফ হিসেবে যুক্ত করেন। রনি কোন প্রকার মূলধন না দেওয়ার শর্তে চুক্তিবিদ্ধ হয়।

২৬. উদ্দীপকে রনি কোন ধরনের অংশীদার?

K নামমাত্র

L সীমিত

M কর্মী

N প্রতিবন্ধ

২৭. রনিকে ব্যবসায় যুক্ত করার কারণে-

i. খাদ্যের মান বৃদ্ধি পাবে

ii. আইনগত সুবিধা পাওয়া যাবে

iii. দ্রুত সফলতা অর্জন হবে

নিচের কোনটি সঠিক?

K iও ii  L iও iii  M ii ও iii  N i, ii ও iii

২৮. বাংলাদেশে কত সালে অংশীদারি আইন প্রযোজ্য?

K ১৯১৩

L ১৯৩২

M ১৯৯৪

N ২০০১

২৯. একমালিকানা ব্যবসায় জনপ্রিয়তার প্রধান কারণ কী?

K স্বল্প ঝুঁকি

L অভিন্ন সত্তা

M ক্ষুদ্রায়তন সংগঠন

N প্রশিক্ষণের ক্ষেত্র

৩০. পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিমেল নিয়মাবলির পরিবর্তে কোন দলিলটি ব্যবহার করা হয়?

K উপবিধি

L তফসিল

M সংঘবিধি

N সংঘস্মারক


এইচএসসি ব্যবসায় সংগঠন ১ম পত্র মডেল টেস্ট ২০২৫ | HSC Business Organization 1st Paper Model Test 2025 pdf download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top