HSC Biology 1st Paper Model Test 01

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র মডেল টেস্ট ০১ (উত্তরসহ)

Advertisements

HSC Biology 1st Paper Model Test 01 PDF: ২০২৫ শিক্ষার্থীদের জন্য HSC Biology 1st Paper Model Test 01 প্রস্তুত করা হয়েছে পরীক্ষার মান ও প্রশ্ন কাঠামো অনুযায়ী। নিজের প্রস্তুতির অবস্থা যাচাই করতে চাইলে এই মডেল টেস্টটি অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের সাথেই উত্তরপত্র সংযুক্ত রয়েছে, যাতে পরীক্ষার পর নিজেই মূল্যায়ন করতে পারেন। তাহলে চলো, শুরু করি।


HSC Biology 1st Paper Model Test 01

০১। A অঙ্গাণু: কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে।

B অঙ্গাণু: হাইড্রোলাইটিক এনজাইমের আধার।

(ক) সাইক্লোসিস কী?

Advertisements

(খ) mRNA ও tRNA এর মধ্যে দুটি পার্থক্য লিখ।

(গ) ‘A’ অঙ্গাণুটির গঠন চিত্রসহ বর্ণনা কর।

(ঘ) “জীবদেহের জন্য ‘B’ অঙ্গাণু অতি প্রয়োজনীয় হলেও কখনো কখনো কোষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।”-যুক্তিসহ বিশ্লেষণ কর।

০২। মাইটোসিস কোষ বিভাজনের ‘X’ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং ক্রোমোজোমগুলো এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়।

(ক) ইকুয়েটর কী?

(খ) মেটাবোলিক নিউক্লিয়াস বলতে কী বোঝায়?

(গ) ‘X’ পর্যায়টির পূর্ববর্তী পর্যায়ের সচিত্র বর্ণনা দাও।

(ঘ) উদ্দীপকের কোষ বিভাজন প্রক্রিয়াটি অনিয়ন্ত্রিতভাবে সংঘটিত হলে জীবদেহের উপর কিরূপ প্রভাব পড়বে?-বিশ্লেষণ কর।

০৩।

HSC Biology 1st Paper Model Test 01 question 3

(ক) এক্সফ্ল্যাজেলেশন কী?

(খ) রিং স্পট পেঁপে গাছের জন্য ক্ষতিকর কেন?

(গ) ‘A’ ও ‘B’ জীবাণুর মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।

(ঘ) “‘B’ জীবাণু কৃষিক্ষেত্রে উপকারি ও অপকারি উভয় ধরনের ভূমিকাই পালন করে।”-উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

০৪। জীববিজ্ঞান শিক্ষক জনাব রায়হান একাদশ শ্রেণির ক্লাসে দুটি ভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে আলোচনা করছিলেন। প্রথম উদ্ভিদটি ‘পামফার্ন’ নামে পরিচিত। দ্বিতীয় উদ্ভিদের পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার, পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত এবং অমরাবিন্যাস অক্ষীয়।

(ক) পুষ্পপত্রবিন্যাস কী?

(খ) অসমরেণুপ্রসূতা বলতে কী বোঝায়?

(গ) উদ্দীপকে বর্ণিত প্রথম উদ্ভিদটি শনাক্তকরণপূর্বক ফার্নের সাথে এর সাদৃশ্য ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকের উদ্ভিদদ্বয়ের মধ্যে বৈশিষ্ট্যের দিক থেকে দ্বিতীয় উদ্ভিদটি বেশি উন্নত।”-যুক্তিসহ বিশ্লেষণ কর।

০৫। নমুনা-১: কলাবতী উদ্ভিদের মূল

নমুনা-২: সূর্যমুখী উদ্ভিদের কাণ্ড

(ক) ক্লোরোফাইলাস স্তর কাকে বলে?

(খ) Pteris এর পরিবহন কলাগুচ্ছকে হ্যাড্রোসেন্ট্রিক বলা হয় কেন?

(গ) নমুনা-১ এর অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

(ঘ) নমুনা-১ এর উদ্ভিদের কাণ্ড ও নমুনা-২ এর অন্তর্গঠনগত তুলনামূলক আলোচনা কর।

০৬।

HSC Biology 1st Paper Model Test 01 question 6

বিক্রিয়াটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ার আলোক নিরপেক্ষ পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বনবিশিষ্ট।

( ক) ফসফোরাইলেশন কী?

(খ) ‘ডোন্যান সাম্যাবস্থা’ বলতে কী বোঝায়?

(গ) উদ্দীপকে উল্লিখিত পর্যায়টিতে ‘M’ যৌগ কীভাবে উৎপন্ন হবে তা প্রবাহচিত্রের সাহায্যে উপস্থাপন কর।

(ঘ) “উদ্দীপকের প্রক্রিয়াটির উপর সমগ্র জীবজগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

০৭।

HSC Biology 1st Paper Model Test 01 question 7

(ক) থাইলাকয়েড কী?

(খ) ভেদবার্গ একক বলতে কী বুঝ?

(গ) ‘P’ অণুর রাসায়নিক গঠন বর্ণনা কর।

(ঘ) ‘Q’ অণু থেকে বংশগতীয় বৈশিষ্ট্যাবলি ‘R’ অণুতে স্থানান্তরের প্রক্রিয়া বিশ্লেষণ কর।

০৮। কোনো জীবকোষ থেকে জিন নিয়ে অন্য কোনো কোষে স্থাপন ও কর্মক্ষম করার বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য DNA-তে পরিবর্তন ঘটানোর জন্য একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত একটি হরমোন উৎপাদন করা সম্ভব হচ্ছে।

(ক) জিন ক্লোনিং কী?

(খ) রেস্ট্রিকশন এনজাইমকে ‘আণবিক কাঁচি’ বলা হয় কেন?

(গ) উদ্দীপকে উল্লিখিত চিকিৎসায় ব্যবহৃত হরমোনটি তৈরির কৌশল ব্যাখ্যা কর।

(ঘ) কৃষিক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রযুক্তিটির প্রয়োগ বিশ্লেষণ কর।

MCQ Model Test (HSC Biology 1st Paper Model Test 01)

১. ক্রোমোপ্লাস্টের বাদামী বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থের নাম কী?

K. Rodoplast

L. Pheoplast

M. Carotene

N. Xanthophyll

২. নিচের কোনটি এন্ডোসিমবায়োন্ট?

K. মাইটোকন্ড্রিয়া

L. গলগিবডি

M. নিউক্লিয়াস

N. রাইবোসোম

৩. স্টাবিলাইজার হিসেবে কাজ করে কোন উপাদানটি?

K. প্রোজেস্টেরন

L. কোলেস্টেরল

M. ভিটামিন K

N. Ag2+

৪. অ্যাস্টার রশ্মি গঠিত হয় কোষ বিভাজনের কোন ধাপে?

K. প্রোফেজ

L. প্রো-মেটাফেজ

M. অ্যানাফেজ

N. টেলোফেজ

নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

hsc biology 1st paper model test 01 mcq 5

৫. উদ্দীপকটি কোষ বিভাজনের কোন দশার চিত্র?

K. জাইগোটিন

L. ডায়াকাইনেসিস

M. লেপ্টোটিন

N. প্যাকাইটিন


আরো পড়ুন:

এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০৪

এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০৩

এইচএসসি আইসিটি মডেল টেস্ট ০২


৬. চিত্রের A চিহ্নিত অংশটির গুরুত্ব হলো-

i. জিনের রৈখিক বিন্যাস নির্ণয় করা

ii. জীবে জিনগত প্রকরণের উদ্ভব ঘটে

iii. জীবের মৃত্যু ঘটে

নিচের কোনটি সঠিক?

K. iও ii

L. iও iii

M. ii ও iii

N. i, ii ও iii

৭. নিচের কোনটি RNA ভাইরাস নয়?

K. TIV

L. HIV

M. Rabis

N. TMV

৮. কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়ে?

K. Mycobacterium

L. Clostrodium

M. Vibro cholerae

N. Salmonella typhi

৯. হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের আক্রমণে কোন রোগ হয়?

K. ব্লাড ক্যান্সার

L. জননাঙ্গের ক্যান্সার

M. নাক-গলবিল ক্যান্সার

N. ত্বক ক্যান্সার

১০. অনেক ক্ষেত্রে দেখা যায় প্রকৃতি থেকে মৃত ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য কোন ব্যাকটেরিয়ার প্রাচীর ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করে এই প্রক্রিয়াকে বলে-

K. ট্রান্সক্রিপশন

L. কনজুগেশন

M. ট্রান্সডাকশন

N. ট্রান্সফরমেশন

১১ . পেট্রোলিয়াম বর্জ্যকে অক্সিজেনের উপস্থিতিতে ভাঙ্গতে সহায়তা করে কোন ব্যাকটেরিয়া?

K. Salmonella

L. Bacillus

M. Nocardia

N. Leersia

১২. ম্যারেরিয়া পরজীবীর কোন দশা গ্যামিটোসাইটে পরিণত হয়?

K. কিপ্টোমেরোজয়েট

L. রোজেট

M. মেটাক্রিপ্টোমেরোজয়েট

N. মেরোজায়েট

১৩. এন্টেরোটিক্সন নামক বিষাক্ত পদার্থ নিঃসৃত করে কোন অণুজীব?

K. Vibrio

L. Plasmodium

M. Flavi

N. HIV

১৪. খনিজ লবণ পরিশোষণ বৃদ্ধি পায়-

i.তাপমাত্র বৃদ্ধিতে

ii. আয়নসমূহের পারস্পরিক ক্রিয়া বৃদ্ধিতে

iii. প্রস্বেদনের হার বৃদ্ধিতে

নিচের কোনটি সঠিক?

K. iও ii

L. iও iii

M. ii ও iii

N. i, ii ও iii

১৫. পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি?

K. অ্যামাইলেজ

L. রুবিস্কো

M. লাইগেজ

N. ক্যাটালেজ

১৬. 6NADH2 + 2 FADH2₂ + 2GTP = ? АТР

K. ২০

L. ২৪

M. ৩০

N. ৩৮

১৭. নাইট্রোজেন ফিক্সিং লিগিউম উদ্ভিদের জন্য কোন মৌল অত্যাবশ্যক?

K. কোবাল্ট

L. সোডিয়াম

M. ফসফরাস

N. পটাশিয়াম

১৮. কোন আয়নটি উদ্ভিদ কর্তৃক দ্রুত গতিতে শোষিত হয়?

K. BO³

L. NO³

M. PO43

N. SO42-

১৯. কোন বিজ্ঞানী Biotechnology সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন?

K. Janet Parker

L. Karl Erekh

M. Edward Jenner

N. john clinels

২০. কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়?

K. জিন ক্লোনিং

L. রিকম্বিনেট DNA

M. টিস্যু কালচার

N. এক্সপ্ল্যান্ট কালচার

২১. Poaceae গোত্রের-

K. ফল ক্যাপসিউল

L. পরাগধানী সর্বমূখ

M. পুষ্পবিন্যাস স্পাইক

N. উদ্ভিদ গুল্মজাতীয়

২২. পৃথিবীর সবচেয়ে বড় ও উঁচু উদ্ভিদ কোনটি?

K. রেডউড

L. ব্রিসল কোন পাইন

M. ইউক্যালিপ্টাস

N. বাঁশ

২৩. পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড গঠনকারী কোষসমূহকে কী বলে?

K. ক্যাম্বিয়াম

L. এপিথেম

M. রক্ষীকোষ

N. বুলিফর্ম

২৪. নিচের কিনোট অন্তঃস্টিলীয় টিস্যুর অংশ নয়?

K. কর্টেক্স

L. পরিচক্র

M. মজ্জা

N. মজ্জারশ্মি

২৫. একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটি?

K. মূলত্বক কিউটিকল যুক্ত

L. ভাস্কুলার বান্ডল সংযুক্ত

M. অধঃত্বক অনুপস্থিত

N. ভাস্কুলার বান্ডলের সংখ্যা চার


এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র মডেল টেস্ট ০১ (উত্তরসহ) | HSC Biology 1st Paper Model Test 01 question with answer pdf download.

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top