HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৪ পিডিএফ ডাউনলোড করুন। এইচএসসি শিক্ষার্থীদের জন্য এবছর আমরা আয়োজন করেছি এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। এই মডেল টেস্ট পরিক্ষা দিয়ে নিজের মান যাচাই ও নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করে নতুন করে প্রস্তুতি নেও। সম্পূর্ণ নতুন সিলেবাসে ও নতুন নিয়মে আজকে তোমরা এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৪ পরিক্ষা দেও। তাহলে চলো, শুরু করি।
HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৪ (২০২৫)
ব্যাকরণ অংশ (HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৪)
০১। (ক) আদ্য ‘অ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখ:
অকৃতজ্ঞ, নিষিদ্ধ, অনিঃশেষ, অধ্যক্ষ, অতি, একা, স্মর্তব্য, ব্রাহ্মণ।
০২। (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে ই, উ, ক্ষ, শ এবং রেফ (‘) ব্যবহারের নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখ:
ক্ষুন্ন, ততধিক, পংতি, ইতিমধ্যে, জিনিষ, স্বাক্ষরতা, ঘনিষ্ট, সামর্থ।
০৩। (ক) বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) নিচের যে কোন ৫টি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:
(i) আমি রহিমকে চিনি।
(ii ) করিম সৎ তাই সে মহৎ।
( iii) সে নিয়মিত স্কুলে যায়।
(iv ) জ্বলন্ত আগুনে লোকটার ঘরবাড়ি পুড়ে গেছে।
(v) এখন যেতে পার।
(vi) আজ নয় কাল সে আসবেই।
(vii) এখানে বস।
(viii) মরি মরি! কী রূপমাধুরী।
০৪। (ক) “উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে”-আলোচনা কর।
অথবা,
(খ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখ: (যেকোনো পাঁচটি)
মহাজন, জাদুকর, কানাকানি, দেশ-বিদেশ, জনৈক, আরক্তিম, ষড়ঋতু, ছায়াশীতল।
০৫। (ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণাবলি থাকা আবশ্যক উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যেকোনো পাঁচটি):
(i) দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
(ii) বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক)
(iii) বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক)
(iv) আমি এ সাক্ষী চাই না। (জটিল)
(v) আমরা বাধা দিতে পারলাম না। (অস্তিবাচক)
(vi) বিড়ালকে বুঝানো দায় হইল। (নেতিবাচক)
(vii) যে পরিশ্রম করে, সে সুখী হয়। (সরল)
(viii) মরতে তো একদিন হবেই। (নেতিবাচক)
আরো পড়ুন:
- এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩
- এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২
- এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১
- এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১
০৬। (ক) যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখ:
(i) তাকে বাড়ি যাইতে দাও।
(ii) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
(iii) ছেলেটি ভয়ানক মেধাবী।
(iv) পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।
(v) চোরে চোরে চাচাতো ভাই।
(vi) আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।
(vii) গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
(viii) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
অথবা,
(খ) অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর:
মাননীয় রাষ্ট্রপতি আসছে আমাগীকাল সন্ধ্যা ৮ ঘটিকার সময় সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমাদের বন্ধুমহলের সকলের মধ্যে কিন্তু সাজ সাজ উত্তেজনা শুরু হলো।
নির্মিতি অংশ (HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৪)
০৭। (ক) পারিভাষিক শব্দ লিখ: (যে কোন দশটি)
Autocracy, Envoy, Leading. Paradox, By-order, Cess, Diplomatic, Epitaph, Feudalism, Hypocrisy. Terminology, Parole, Revenue, Tribunal.
অথবা,
(খ) বাংলায় অনুবাদ কর:
Bengali language has a glorious tradition. In this country, students and people laid down their lives to keep the honor of our language. Those martyrs are the pride of our nation and history.
০৮। (ক) তোমার এস.এস.সি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) ‘ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশের অবস্থা উপস্থাপন করে একটি প্রতিবেদন রচনা কর।
০৯। (ক) মনে কর, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও। উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর
অথবা,
(খ) বিনা বেতনে অধ্যয়নের অনুমতি প্রার্থনা করে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।
১০। (ক) সারমর্ম লেখ:
অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-
প্রীতি নেই-করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
অথবা,
(খ) ভাব-সম্প্রসারণ লিখ:
সবলের পরিচয় আত্মপ্রসারে, আর দুর্বলের স্বস্তি আত্মগোপনে।
১১। (ক) “সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা” এই শিরোনামে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
অথবা,
(খ) প্রদত্ত উদ্দীপক অনুসরণে ‘আমার শৈশব স্মৃতি’ শিরোনামে একটি খুদে গল্প রচনা কর:
হারানো সে দিনের কথা বলব কী হায়… জ্যোৎস্নাশোভিত রাতের মতোই স্মৃতিচারণময় মধুর সময় ও স্মৃতি হচ্ছে শৈশব স্মৃতি…………
১২। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখ:
(ক) একুশ শতকে পল্লি উন্নয়ন ও বাংলাদেশ
(খ) বই পড়ার আনন্দ
(গ) কিশোর অপরাধ: কারণ ও প্রতিকার
(ঘ) তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ
(ঙ) খাদ্যে ভেজাল ও প্রতিকার।
HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৪ | HSC Bangla 2nd Paper Model Test 04 (2025) PD\F Question Download.