এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩ পিডিএফ ডাউনলোড । এইচএসসি শিক্ষার্থীদের জন্য এবছর আমরা আয়োজন করেছি এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। এই মডেল টেস্ট পরিক্ষা দিয়ে নিজের মান যাচাই ও নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করে নতুন করে প্রস্তুতি নেও। সম্পূর্ণ নতুন সিলেবাসে ও নতুন নিয়মে আজকে তোমরা এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩ পরিক্ষা দেও। তাহলে চলো, শুরু করি।
এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩ (২০২৫)
ব্যাকরণ অংশ (এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩ )
০১। (ক) উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখ:
সুখ্যাতি, উচ্চারণ, আহ্বান, চিহ্নিত, মর্যাদা, একটি, দরখাস্ত, মন।
০২। (ক) বাংলা বানানে ঈ-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখ:
শশ্মান, মনযোগ, ভাষন, রেজিষ্ট্রেশন, মহত্ব, দুঃস্ত, ক্ষুধপিপাসা, প্রতিকুল।
০৩। (ক) কর্মপদ অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:
(i) রবীন্দ্রনাথ তো আর দুটো হয় না।
(ii) সততা একটি মহৎ গুণ।
(iii) সে নিজে অঙ্কটা করেছে।
(iv) গাড়িটা বেশ জোরে চলছে।
(v) এ পুকুরের পানি স্বচ্ছ।
(vi) এবার ভাবতে থাক।
(vii) আমার সামনে দাঁড়াও।
(viii) বাঃ! বড় চমৎকার ছবি এঁকেছ তো।
০৪। (ক) উপসর্গ কাকে বলে? বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? প্রত্যেক প্রকারের তিনটি করে উদাহরণ দাও।
অথবা,
(খ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখ: (যেকোনো পাঁচটি)
দুর্ভিক্ষ, মহাজন, উদ্বাস্তু, দম্পতি, গৃহান্তর, সিংহাসন, রাজধানী, নিরর্থক।
০৫। (ক) খণ্ডবাক্য কাকে বলে? খণ্ডবাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যেকোনো পাচঁটি):
(i) শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
(ii) দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
(iii) অনুগ্রহ করে সব খুলে বলুন। (যৌগিক)
(iv) দেখি, সে বিছানায় নাই। (অস্তিবাচক)
(v) যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান। (সরল)
(vi) শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে। (জটিল)
(vii) ভুল সবার হয়। (প্রশ্নবোধক)
(viii) এখানে আসতেই হলো। (নেতিবাচক)
০৬। (ক) যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখ:
(i) তার পানিতে সমাধি হয়েছে।
(ii) বঙ্কিমের ভয়ঙ্কর প্রতিভা ছিল।
(iii) তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
(iv) তাকে এখান থেকে যাইতে হবে।
(v) মাদকাশক্তি ভালো নয়।
(vi) এ মামলায় আমি সাক্ষী দেব না।
(vii) মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।
(viii) সকল ছাত্ররা উপস্থিত আছে।
অথবা,
(খ) অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর:-
দারিদ্রতা আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। আমাদের দেশ এখন সমৃদ্ধশালী। কেবলমাত্র দুর্নীতিই আমাদের পেছনে টানে। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃচ্ছতা সাধন প্রয়োজন। প্রয়োজন দলমত নির্বিশেষ সখ্যতাও।
আরো পড়ুন:
- এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২
- এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১
- এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪
- এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩
নির্মিতি অংশ (এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩ )
০৭। (ক) পারিভাষিক শব্দ লিখ: (যে কোন দশটি)
Automatic, Extract, Lawful, Parity, Uniform, Acknowledgement, Broker, Feudal, Gazetted, Impeachment, Lease. Quarterly, Transparency, Subsidy.
অথবা,
(খ) বাংলায় অনুবাদ কর:
Nothing is useless in the world. Even the commonest things we see around us have also their uses. The rocks we have frequented, may hide a rich mine. A divine intention underlines creation. There is nothing low, nothing mean.
০৮। (ক) ঢাকার লালবাগ কেল্লা ভ্রমণের একটি দিনলিপি লেখ।
অথবা,
(খ) তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি কর।
০৯। (ক) বাংলা নববর্ষ উদ্যাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে পাঠানোর জন্য একটি ই-মেইল প্রস্তুত কর।
অথবা,
(খ) মাধ্যমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে চাকরির জন্য একটি আবেদনপত্র রচনা কর।
১০। (ক) সারাংশ লেখ:
স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতা। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হবে, দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে, সে কষ্ট সহ্য না করে কোনো উপায় নেই।
অথবা,
(খ) ভাব-সম্প্রসারণ লিখ:
রাতে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা,
সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা।
১১। (ক) উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর।
অথবা,
(খ) “সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন” বিষয়ক একটি খুদে গল্প লেখ।
১২। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখ।
(ক) বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ
(খ) স্বদেশপ্রেম
(গ) বাংলাদেশের অগ্রযাত্রায় কুটির শিল্পের অবদান
(ঘ) জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন
(ঙ) নাগরিক অধিকার ও কর্তব্য।
এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০৩ | HSC Bangla 2nd Paper Model Test 03 (2025) PDF Question Download.