HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২

এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২ (২০২৫) PDF

Advertisements

HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২ (২০২৫) পিডিএফ ডাউনলোড। এইচএসসি পরিক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে, তাই নিজের মান যাচাই ও নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করে নতুন করে প্রস্তুতি নেও। আমরা আজ তোমাদের জন্য নতুন সিলেবাসের নতুন মানবণ্টনের আলোকে HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২ তৈরি করেছি। পরিক্ষার আগে মডেল টেস্ট পরিক্ষা দেওয়া খুবই জরুরি। তাহলে চলো, শুরু করি।


HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২

ব্যাকরণ অংশ (HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২)

০১। (ক) উদাহরণসহ ‘এ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখ:

Advertisements

ধ্বনি, অসীম, স্বাগত, সৃজনশীল, যথাক্রমে, মন্তব্য, ভবিষ্যৎ, নিঃশর্ত।

০২। (ক) ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখ:

মধ্যাহ্ণ, দুরাবস্থা, জাজ্জল্যমান, দৈন্যতা, ঐক্যতান, শিরোচ্ছেদ, উদীচি, মুহুর্মুহ।

০৩। (ক) আবেগ শব্দ বলতে কী বোঝ? উদাহরণসহ এর শ্রেণিবিভাগ আলোচনা কর।

অথবা,

(খ) নিচের অনুচ্ছেদ থেকে নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:

সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেমলাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ আপিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল।

০৪। (ক)”উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে” আলোচনা কর।

অথবা,

(খ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখ: (যেকোনো পাঁচটি)

অনুধাবন, পসুরি, বজ্রকঠোর, ফুলকুমারী, মোহনিদ্রা, ঘোলাটে, উপবন, প্রভাত।

০৫। (ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণাবলি থাকা আবশ্যক উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যেকোনো পাচঁটি):

(i) দশ মিনিট অতিক্রান্ত হলো তারপর ট্রেন এলো। (সরল)
(ii) ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ। (নেতিবাচক)
(iii) ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল)
(iv) সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। (যৌগিক)
(v) সে মরবে কিন্তু তবু একথা বলবে না। (জটিল)
(vi) শম্ভুনাথ একথায় একেবারে যোগই দিলেন না। (অস্তিবাচক)
(vii) অনেক দিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই। (প্রশ্নবোধক)
(viii) রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার। (বিস্ময়বোধক)


আরো পড়ুন:


০৬। (ক) যেকোনো পাচঁটি বাক্য শুদ্ধ করে লিখ:

(i) অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
(ii) অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
(iii) তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন।
(iv) বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।
(v) অপমান হওয়ার ভয় নেই।
(vi) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
(vii) কন্যার বাপ সবুর করিতে পারতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।
(viii) গাছে কাঁঠাল মাথায় তেল।

অথবা,

(খ) অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর।

সেদিন স্যার রাগিয়া বললেন, “তোমরা এস.এস.সি. পাস করিলে কিভাবে? মণিষি, সমিচীন, লবন, আকাংখা, শান্তনা, বিদ্যান, সংস্কৃতিবান ইত্যাদি বানান পর্যন্ত ভুল করছ। এজন্য তোমাদের অনুতপ্ত হওয়া উচিত।

নির্মিতি অংশ (HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২)

০৭।(ক) পারিভাষিক শব্দ লিখ: (যে কোন দশটি)

Hypocrisy, Bureau, Millennium, Memorandum, Embargo, Cabinet, Copyright, By-election, Fact, Forecast, Museum, Invoice, Referendum, Password.

অথবা,

(খ) বাংলায় অনুবাদ কর:

Home is the first school where the child learns his first lessons. The first lessons are very important for the development of his mind. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made.

০৮। (ক) কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের ঘটনা নিয়ে একটি দিনলিপি রচনা কর।

অথবা,

(খ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও তার প্রতিকারের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।

০৯। (ক) সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে বন্ধুকে ই-মেইল (বৈদ্যুতিন চিঠি) প্রেরণ কর।

অথবা,

(খ) তোমাদের গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখ।

১০। (ক) সারাংশ লিখ:

অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেক বোকাই মরেছে। আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎকেও অতীতের মত দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। আজই তো ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল বলে কিছু নেই: মানুষের মুক্তির দিন তো আজই। আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তায় ও স্নায়বিক দুর্বলতায়। অতএব অতীতের ও ভবিষ্যতের দরজায় আগল লাগাও-আর শুরু কর দৈনিক জীবন নিয়ে বাঁচতে।

অথবা,

(খ) ভাব-সম্প্রসারণ লিখ:

দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ।

১১। (ক) শিশুশ্রম সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

অথবা,

(খ) নিচে প্রদত্ত উদ্দীপক অনুসরণে “আজ সফলতার সিঁড়িতে” এই শিরোনামে একটি খুদে গল্প রচনা কর:

জীবন বড়োই বিচিত্র। অনিকের এমন একদিন ছিল, যখন প্রতি বেলা খাবার খাওয়ার মতো অর্থ তার ঘরে ছিল না। জীবনে কঠোর পরিশ্রম করে আজ একটা ভালো চাকরি করে সে। বাবা বড়ো দুঃখে মানুষ করেছে……….

১২। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখ।

(ক) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
(গ) কৃষিকাজে বিজ্ঞানের প্রয়োগ
(ঘ) ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ
(ঙ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


HSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০২ (২০২৫) | HSC Bangla 2nd Paper Model Test 02 (2025) Question Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top