HSC Bangla 2nd Paper Model Test 01

এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১ (২০২৫) PDF

Advertisements

HSC Bangla 2nd Paper Model Test 01: আজ আমরা তোমাদের জন্য উপস্থাপন করছি এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১। এই মডেল টেস্টটি পরিক্ষার প্রস্তুতি নিতে তোমাদের সাহায্য করবে। পরিক্ষার আগে মডেল টেস্ট দিয়ে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোর ওপর আরো মনোযোগ দিয়ে প্রস্তুতি গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্রস্তুতি নিতে হলে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, সময় ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা খুবই প্রয়োজন। এই মডেল টেস্ট তোমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং পরীক্ষার সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাহলে চলো, শুরু করি।


HSC Bangla 2nd Paper Model Test 01 (2025)

ব্যাকরণ অংশ – ৩০ (HSC Bangla 2nd Paper Model Test 01)

০১। (ক) ম-ফলা (ম) উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখ:

Advertisements

অত্যাবশ্যক, বিজ্ঞপ্তি, অধ্যক্ষ, আবৃত্তি, ইতিহাস, চর্যাপদ, প্রায়শ্চিত্ত, বৈশাখ।

০২। (ক) বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখ:

পোষ্টমাষ্টার, সাতন্ত্র, পৈত্রিক, হীনমন্যতা, বীরম্বনা, দিবারাত্রি, সশঙ্কিত, কুজ্জটিকা।

০৩। (ক) যোজক কাকে বলে? যোজক কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:

(i) চলো কোথাও একটু ঘুরে আসি।
(iii) নদীর বুকে চর জেগেছে।
(iv) এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না।
(v) ধীরে ধীরে বায়ু বয়।
(vi) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।
(vii) আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে।
(viii) হে বন্ধু, বিদায়।

০৪। (ক) উপসর্গ কাকে বলে? বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? প্রত্যেক প্রকারের তিনটি করে উদাহরণ দাও।

অথবা,

(খ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখ: (যেকোনো পাঁচটি)

গ্রামান্তর, দেনা-পাওনা, আমরা, পৃষ্ঠপ্রদর্শন, অল্পপ্রাণ, কদাকার, আনত, চতুর্দশপদী।

০৫। (ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।

অথবা,

(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যেকোনো পাচটি):

(i) জীবনের জন্য বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। (অনুজ্ঞাবাচক)
(ii) সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। (জটিল)
(iii) যদিও তুমি নবমালিকা কুসুমকোমলা, তথাপি তোমায় আলবালজলসেচনে নিযুক্ত করিয়াছেন। (সরল)
(iv) বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক)
(v) উদ্যানলতা, সৌন্দর্যগুণে বনলতার নিকট পরাজিত হইল। (নেতিবাচক)
(vi) তুমি দীর্ঘজীবী হও। (নির্দেশক)
(vii) মরতে তো একদিন হবেই। (প্রশ্নাত্মক)
(viii) আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)

০৬। (ক) যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখ:

(i) বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
(ii) তারা শ্মশানে শব পোড়াচ্ছে।
(iii) মেয়েটি সুকেশিনী এবং সুহাসি।
(iv) আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
(v) পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।
(vi) আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।
(vii) সকল লোকেরাই সেখানে উপস্থিত ছিল।
(viii) বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।

অথবা,

(খ) অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর।

রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।


আরো পড়ুন:


নির্মিতি অংশ – ৭০ (HSC Bangla 2nd Paper Model Test 01)

০৭। (ক) পারিভাষিক শব্দ লিখ: (যেকোনো দশটি)

Concession, Paradox, Executive, Book-post, Green room, Manuscript, Annexation, Deputation, Surety, Banquet, Eye-wash, Honorarium, War-crime, Quarterly.

অথবা,

(খ) বাংলায় অনুবাদ কর:

Liberty does not descend upon a nation; a nation must raise themselves to it. It is a fruit that must be earned before it can be enjoyed. That freedom means freedom only from foreign rule is an outworn idea. It is not merely government that should be free, but people themselves should be free. And no freedom has any real value for the common man or woman unless it also means freedom from want, disease and ignorance.

০৮। (ক) একটি গ্রাম্যমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা কর।

অথবা,

(খ) ‘পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ’- এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।

০৯। (ক) বন্ধুর পিতৃবিয়োগে সান্ত্বনা জানিয়ে ই-মেইল (বৈদ্যুতিন

অথবা,

(খ) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।

১০। (ক) সারমর্ম লিখ:

একদা ছিল না জুতা চরণ যুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে।
গেলাম ভজনালয়ে ভজন কারণে।
অমনি জুতার খেদ ঘুচিল আমার।
পরের দুঃখের কথা করিলে চিন্তন নিজের অভাব ক্ষোভ থাকে কতক্ষণ।
সেথা দেখি এক জন পদ নাহি তার

অথবা,

(খ) ভাব-সম্প্রসারণ লিখ:

পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।

১১। (ক) বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।

অথবা,

(খ) “স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি” শিরোনামে একটি খুদেগল্প রচনা কর।

১২। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখ।

(ক) শীতের সকাল
(খ) মেট্রোরেল: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার নবদ্বার
(গ) রোহিঙ্গা সমস্যা ও সমাধানের উপায়
(ঘ) মাদকাসক্তি ও আমাদের যুবসমাজ
(ঙ) মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম।


HSC Bangla 2nd Paper Model Test 01 | এইচএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১ (২০২৫) PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top