এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪

এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪ | PDF (উত্তরসহ)

Advertisements

এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪ পিডিএফ উত্তরসহ ডাউনলোড করুন। পরিক্ষার আগে মডেল টেস্ট পরিক্ষা দিয়ে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন। তাই আমরা তোমাদের জন্য আয়োজন করেছি এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪ । এই মডেল টেস্টটি সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এখানে শুধু প্রশ্নপত্র গুলো দেওয়া আছে, উত্তরপত্র পিডিএফ ফাইলে আছে। তাহলে চলো, শুরু করি।


এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪

[দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। ক ও খ বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে এবং গ ও ঘ বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]

ক-বিভাগ: গদ্য (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪)

০১। রফিক সাহেব ও শফিক সাহেব দুইজন উচ্চপদস্থ কর্মকতা। রফিক সাহেব করুণার বশবর্তী হয়ে দান করাকে সমর্থন করেন না। বরং তিনি স্বাবলম্বী হতে আগ্রহী সহায়-সম্বলহীন জনগোষ্ঠীকে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের মর্যাদাপূর্ণ অবস্থানে উত্তরণ ঘটান। কারণ তিনি জানেন, ‘মানব-কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস।’ অন্যদিকে শফিক সাহেব ভিক্ষুককে কিছু অর্থ দান করে নিজেকে মানব কল্যাণের কর্মী মনে করেন।

(ক) মুক্তবুদ্ধি কী?
(খ) “মানব কল্যাণ অলৌকিক কিছু নয়-এ এক জাগতিক মানবধর্ম” বলতে কী বুঝানো হয়েছে?
(গ) উদ্দীপকের শফিক সাহেবের মধ্যে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? বর্ণনা কর।
(ঘ) “রফিক সাহেবের চেতনা ও কর্মকাণ্ডের মধ্যে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে”- মন্তব্যটি যাচাই কর।

Advertisements

০২। সড়ক দুর্ঘটনায় নিহত পিতা-মাতার একমাত্র মেয়ে হালিমা লালিত-পালিত হয় তার নিঃসন্তান খালার কাছে। গ্রামের বখাটে ছেলে মনজু হালিমাকে জোর করে বিয়ে করে। বিয়ের পরই শুরু হয় হালিমার উপর মনজুর অকথ্য অত্যাচার। হালিমার অসহায় খালা এর প্রতিকার করতে ব্যর্থ হলে হালিমা নিজ উদ্যোগেই অত্যাচারী স্বামীকে ত্যাগ করে নতুন উদ্যমে লেখাপড়া শুরু করে আত্মনির্ভরশীলতার পথে অগ্রসর হয়।

(ক) ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(খ) ঈষৎ তন্দ্রার ঘোরে আহ্লাদি শিউরে ওঠে কেন?
(গ) উদ্দীপকের হালিমা চরিত্রের সাথে ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
(ঘ) “হালিমার খালা যদি ‘মাসি-পিসি’র মতো হতেন তাহলে হালিমার জীবনের পরিণতি ভিন্ন হতো।” মন্তব্যটির সাথে তুমি কি একমত? মতামত দাও।

০৩। “একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে হলে প্রথমে তাদের ভাষা ও সংস্কৃতি কেড়ে নিতে হবে”- ১৯৪৭ এর দেশভাগের পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর এই নীতি প্রয়োগ করেছিল। কিন্তু বাংলার সাহসী ছেলেরা এই হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। আর এই আন্দোলনের মাধ্যমেই রোপিত হয়েছিল স্বাধীনতার বীজ।

(ক) কোন জেলে রাজবন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধু আত্মজীবনী লেখা শুরু করেন?
(খ) বঙ্গবন্ধু অনশন করেছিলেন কেন?
(গ) উদ্দীপকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার পূর্ণ প্রতিফলন ঘটেছে কি? উত্তরের স্বপক্ষে মতামত দাও।

০৪। ‘চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়,
সত্য যে কঠিন
কঠিনেরে ভালোবাসিলাম
সে কখনো করে না বঞ্চনা।’

(ক) কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে?
(খ) প্রাবন্ধিক নিজেকে অভিশাপ রথের সারথি’ বলে অভিহিত করেছেন কেন?
(গ) ‘আমার পথ’ প্রবন্ধের কোন বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) “সত্যের শক্তিতে বলীয়ান হওয়াই মানবজীবনের অভীষ্ট।”- উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

খ-বিভাগ: কবিতা (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪)

০৫। ঢাকা মেডিকেল কলেজের সামনের কেন্দ্রীয় শহিদ মিনার ভেঙে ফেলার সময় পাকিস্তানি সেনারা দন্ত করে বলেছিল, ‘হার ঘর শহিদ মিনার বানা দেঙ্গে।’ অর্থাৎ প্রতিটি ঘরকেই শহিদ মিনার বানিয়ে দেব। হ্যাঁ, তারা প্রায় প্রতিটি ঘরেই কাউকে না কাউকে শহিদ করেছিল। ভেঙে ফেলেছিল দেশের সব শহিদ মিনার। স্বাধীন বাংলাদেশ এর জবাব দিয়েছে। প্রায় প্রতিটি নগর প্রাঙ্গণে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং একুশে দিবসের আগে আঙিনায়-মাঠে শহিদ মিনার বানিয়েছে, আমাদের প্রতিটি ঘরেই শহিদ, আমাদের প্রতিটি প্রাঙ্গণেই শহিদ মিনার।

(ক) ‘কমলবন’ শব্দের অর্থ কী?
(খ) “সেই ফুল আমাদের প্রাণ” বলতে কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার মূলভাবকে কতখানি প্রতিফলিত করতে পেরেছে? বিশ্লেষণ কর।

০৬। “আমায় নহে গো, ভালোবাস শুধু মোর গান
বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি-মাঝে।”

(ক) ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(খ) “শূন্য নদীর তীরে রহিনু পড়ি”- বলতে কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকের সাথে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) “মহাকালের কাছে কর্মী নয় কর্মই মুখ্য।”-উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার আলোকে মন্তব্যটি মূল্যায়ন কর।

০৭। দৃশ্যকল্প-১: কলেজপড়ুয়া কিছু সংখ্যক তরুণদের সৃষ্ট গ্যাং ‘তুফান’। বল প্রয়োগের মাধ্যমে সর্বত্র তারা তাদের আধিপত্য বিস্তারে তৎপর। ‘তুফান’ গ্যাংটি ক্রমান্বয়ে অন্যায় ও অত্যাচারের সমার্থক হয়ে দাঁড়াচ্ছে।
দৃশ্যকল্প-২: আনন্দমোহন কলেজের শিক্ষার্থীদের তৈরি সংগঠন ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’। বন্যা, ঘূর্ণিঝড়, মহামারি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে তারা সর্বদা নিবেদিত প্রাণ। মানুষের কল্যাণ কামনায় তারা যেমন অগ্রগামী; তেমনি অন্যায়ের প্রতিবাদে তারা আপসহীন।

(ক) ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছিল?
(খ) “এ বয়স জানে রক্তদানের পুণ্য।”- এ কথার তাৎপর্য কী?
(গ) দৃশ্যকল্প-১ এ ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) ‘তারুণ্যশক্তির ইতিবাচকতাই পারে সমস্যাপীড়িত দেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে।” -দৃশ্যকল্প-২ ও ‘আঠারো বছর বয়স’ কবিতার আলোকে আলোচনা কর।

গ-বিভাগ: উপন্যাস (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪)

০৮। শিক্ষিত, স্বাস্থ্যসম্মত, রুচিশীল সমাজ গড়ে তুলতে প্রতিনিয়ত পরিশ্রম করছেন চেয়ারম্যান ইউসুফ আলী। আর্থ-সামাজিক প্রেক্ষাপট যাই হোক না কেন, গ্রামের মানুষ সুস্থ-সুন্দর-উন্নত জীবনযাপন করবে-এই তার ইচ্ছা। তিনি উন্নয়নের সূচক হিসেবে প্রাথমিক শিক্ষা, স্যানিটেশন, নিরাপত্তা, নারীর অগ্রাধিকারকে নির্ধারণ করেছেন। এ গ্রামকে ধর্মীয় কুসংস্কার, পারিবারিক কলহ, সাম্প্রদায়িক বিবাদ মুক্ত রাখার চেষ্টা করেন তিনি। উন্নয়নশীলতার দিক থেকে এ গ্রামের চেয়ারম্যান সকলের অনুকরণীয় আদর্শ।

(ক) মহব্বতনগর গ্রামে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?
(খ) ‘সালু কাপড়ে ঢাকা রহস্যময় চিরনীরব মাজারের পাশে তারা স্তব্ধ হয়ে যায়।’-কারা এবং কেন?
(গ) “লালসালু” উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের ইউসুফ আলীর প্রতিপত্তিগত সাদৃশ্য থাকলেও কর্মকাণ্ডগত বৈসাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) “ঔপন্যাসিকের অভিপ্রায়কে ধারণ করতে পারলেও উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের বিষয়বস্তু ধারণ করতে সক্ষম হয়নি।”- মন্তব্যটি মূল্যায়ন কর।

০৯। গাঁওদিয়া গ্রামের বেশিরভাগ মানুষই অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন। ধার্মিক ও অলৌকিক শক্তি সম্পন্ন ব্যক্তি হিসেবে গ্রামে রয়েছে যাদব পণ্ডিতের প্রসিদ্ধি। গৃহস্থ যোগী তিনি, সংসারী সাধক। মুখে তিনি সূর্যবিজ্ঞানের মাহাত্ম্য ঘোষণা করেন এবং আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসাশাস্ত্রের নিন্দা করেন। গ্রামের লোকেরা যাদব পণ্ডিতের প্রতি কুসংস্কারাচ্ছন্ন হয়ে অন্ধ ভক্তি দেখালেও যাদব পণ্ডিত নিজের অলৌকিক মাহাত্ম্যের অসারতা সম্পর্কে পূর্ণ সচেতন। তাই তিনি মৃত্যুর পূর্বে তার বাড়ি ও সঞ্চিত অর্থ গ্রামে হাসপাতাল প্রতিষ্ঠার জন্য উইল করে যান।

(ক) ‘লালসালু’ উপন্যাসের প্রধান উপাদান কী?
(খ) “গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।” লেখক এই উক্তি দ্বারা কী বুঝিয়েছেন?
(গ) উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের সাদৃশ্য ব্যাখ্যা কর।
(ঘ) “গ্রামের মানুষের কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে পুঁজি করলেও উদ্দীপকের যাদব পণ্ডিত ‘লালসালু’ উপন্যাসের মজিদের মতো স্বার্থপরতা, প্রতিপত্তি আর শোষণের প্রতিভূ হয়ে ওঠেনি।”- আলোচনা কর।

ঘ-বিভাগ: নাটক (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪)

১০। বর্গি এলো খাজনা নিতে,
মারল মানুষ কত।
পুড়ল শহর, পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত।
হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তিসেনা,
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না।

(ক) নবাব সিরাজউদ্দৌলার ঘাতকের নাম কী?
(খ) বাংলার রাজনীতি ও অর্থনীতিতে ইংরেজরা কীভাবে একাধিপত্য প্রতিষ্ঠা করে?
(গ) উদ্দীপকের ‘বর্গি ও হানাদারেরা’ ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কাদের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সমগ্রভাবের প্রতিফলন ঘটেছে কি?- উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

১১। শোনা যায় তিস্তাপাড়ে এখন আর ফসলি জমি নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জমিতে মেশিন বসিয়ে উত্তোলন করে নিচ্ছে ভূগর্ভস্থ পাথর। এই অঞ্চলে ফসলের তুলনায় পাথরের মূল্য বেশি। দিনে দিনে মেশিনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকার সচেতন জনগোষ্ঠী দেশের স্বার্থে এতে বাধা দিলে তারা সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ রাখে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তিনটি মেশিন বসানোর অনুমতি নিয়ে বাস্তবে তিনশ’ মেশিন বসিয়ে আবার পাথর উত্তোলন করে যাচ্ছে ব্যবসায়ীরা। এতে যেমন ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন, তেমনি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ব্যবসায়ীদের তাতে কিছু যায়-আসে না, অধিক মুনাফা অর্জনই যেন তাদের লক্ষ্য। এভাবে চলতে থাকলে একদিন হয়তো শোনা যাবে, মাটির নিচে তলিয়ে গেছে তিস্তাপাড়ের বিশাল জনপদ।

(ক) প্রথম সার্থক বাংলা নাটকের নাম কী?
(খ) “আমার নালিশ আজ আমার বিরুদ্ধে।” কে এবং কেন একথা বলেছে?
(গ) উদ্দীপকের সচেতন জনগোষ্ঠী ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে এবং কীভাবে? ব্যাখ্যা কর।
(ঘ) “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী আর ‘সিরাজউদ্দৌলা’ নাটকের ইংরেজ বেনিয়াদের চরিত্র অভিন্ন এই বিষয়ে তোমার অভিমত আলোচনা করো।


আরো পড়ুন:


বহুনির্বাচনী প্রশ্ন (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪)

১. ‘অপরিচিতা’ গল্পে সুপুরুষ কে?

K বিনুদা
M মামা
L অনুপম
N শম্ভুনাথ

২. ‘আমি সৎপাত্র!’ অনুপমের এ উক্তির পক্ষে যুক্তি হিসেবে গ্রহণযোগ্য-

i. তার কোনো বদ-অভ্যাস নেই
ii. সে একান্ত ঘরকুনো ছেলে
iii. সমাজের সাতে-পাঁচে সে অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?
K. i sii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii

৩. লেখকের মতে, আগুনের সম্মার্জনা প্রয়োজন কেন?

K দেশকে শত্রুমুক্ত করতে
L দেশকে সুন্দরভাবে গঠন করতে
M দেশকে অসাম্প্রদায়িক করতে
N দেশকে সমৃদ্ধিশালী করতে

৪. খরিশ গোখরাটি ধরতে মৃত্যুঞ্জয়ের কত সময় লেগেছিল?

K দশ মিনিট
L মিনিট পাঁচেক
M মিনিট সাতেক
N মিনিট দশেক

৫. ‘রেইনকোট’ গল্পে কোন বারের উল্লেখ নেই?

K শনি
M মঙ্গল
L রবি
N বৃহস্পতি

৬. অন্তর-জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য কী?
K পারস্পরিক সংযোগ-সহযোগিতা
L পারস্পরিক ভেদ-বুদ্ধি
M পারস্পরিক সহমর্মিতা
N পারস্পরিক বৈষম্য জ্ঞান

৭. দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

K স্বাধীনতা কামনা
L দেশপ্রেম
M মানবতাবোধ
N স্বাধিকার চেতনা

৮. পাকিস্তানের জন্য দিন-রাত কে দোয়া-দরুদ পড়ে?

K নুরুল হুদা
L আকবর সাজিদ
M প্রিনসিপ্যাল
N ইসহাক

৯. ‘মাসি-পিসি’ গল্পে ‘দু-পা এগোয় তারা দ্বিধাভরে।’- এখানে ‘তারা’ বলতে কাদের বোঝানো হয়েছে?

K কানাইরা
L মাসি-পিসি
M ওসমানরা
N কৈলাশরা

১০. ‘মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে’- এই বাক্যে বোঝানো হয়েছে-

K মাসির অধিকারহীনতা
L মাসির উড়নচণ্ডী স্বভাব
M মাসির অধিকার ফলানো
N মাসির দায়িত্বপ্রবণতা

উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও: এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪

সারাক্ষণ অনিবার্য মৃত্যুর প্রতীক্ষায় প্রহর গুনলেও মৃত্যুকে এড়ানো দায়! মানুষ মৃত্যু নিয়ে অকারণ চিন্তার বদলে কর্ম করলে কর্মই তাকে মরতে দেয় না।

১১. উদ্দীপকের সাথে ‘সোনার তরী’ কবিতার সাদৃশ্য নেই কোন দিক হতে?

K গূঢ় রহস্যে
L গভীর জীবন-দর্শনে
M ঘনঘোর আশঙ্কায়
N মৃত্যুর অনিবার্যতায়

১২ . উদ্দীপকের ভাবনাটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?

K এখন আমারে লহো করুণা করে
L ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোটো সে তরী
M আমারি সোনার ধানে গিয়েছে ভরি
N শূন্য নদীর তীরে রহিনু পড়ি

১৩. ‘এ বয়সে প্রাণ…’ পঙক্তির শূন্যস্থানে নিচের কোনটি বসবে?

K তীব্র ও খরতর
L প্রখর ও ভয়ংকর
M তীব্র আর প্রখর
N তীক্ষ্ণ আর প্রখর

১৪. কবি সব ভেঙেচুরে চুরমার করেন কেন?

K নতুনের আবাহনে
L তিনি উচ্ছৃঙ্খল বলে
M ক্ষমতা প্রদর্শনের জন্য
N তিনি অভিশপ্ত হওয়ায়

১৫. নিচের কোনটি দ্বারা শিবকে বোঝায় না?

K শূল-পাণি
M চক্র-পাণি
L পিণাক-পাণি
N ডমরু-পাণি

১৬. কবি তাঁর ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কীসের পরিচয় দিয়েছেন?

K ক্ষমার
L কৃতজ্ঞতার
M প্রতিশোধপরায়ণতার
N মহত্ত্বের

১৭. জাহিদ কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি জাহিদের মধ্যে লক্ষণীয়?

K ভালোবাসা
M দয়া
L ক্ষমা
N উদারতা

১৮. ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’-আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্য বোঝানো হয়েছে?

K সংবেদনশীলতা
L নেতিবাচকতা
M ইতিবাচকতা
N গতিশীলতা

১৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কবির কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

K নিজ বাসভূমে
L বন্দিশিবির থেকে
M বুক তার বাংলাদেশের হৃদয়
N নিরালোকে দিব্যরথ

২০. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় শুদ্ধতার প্রতীক কোনটি?

K পলিমাটি
M আগুন
L পর্বত
N দুধ

২১. জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?

K যে প্রতিরোধ গড়ে তোলে
L যে কর্ষণ করে
M যে গাভির পরিচর্যা করে
N যে মৎস্য লালন করে

নিচের উদ্দীপকটি পড়ে ২২নং প্রশ্নের উত্তর দাও: এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪

তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।

২২. উদ্দীপকের কবিতাংশের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাববস্তুতে সাদৃশ্য-

i. প্রিয় হারানোর বেদনায়
ii. ব্যথাতুর হৃদয়ের আকুলতায়
iii. প্রকৃতি বর্ণনা ও সমাজ বাস্তবতায়

নিচের কোনটি সঠিক?

K. isii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii

২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রধান দিক কোনটি?

K প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
L বসন্তের প্রতি বিমুখতা
M অতীত স্মৃতি ও উদাসীনতা
N নাটকীয়তা ও সংলাপরীতি

২৪. জসীমউদ্দীন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

K গোবিন্দুপুর
L তাম্বুলখানা
M ঢাকা
N ফরিদপুর

২৫. সিরাজউদ্দৌলা নাটকে ‘এ যুগের সেরা বিশ্বাসঘাতক’ কে?

K মিরজাফর
L মির মিরন
M উমিচাঁদ
N মোহাম্মদি বেগ

২৬. যে ঘটনার মধ্য দিয়ে মিরমর্দানের দেশপ্রেমের প্রমাণ মেলে-

i. মিরজাফরদের সাথে হাত মেলাননি
ii. শেষ পর্যন্ত নবাবের পক্ষে লড়াই
iii. দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট ছিলেন

নিচের কোনটি সঠিক?

K. isii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii

২৭. পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি পাবে কত টাকা?

K এক কোটি
M তিন কোটি
L দুই কোটি
N চার কোটি

২৮. মজিদের আত্মবিশ্বাসের কারণ হলো-

i. গাঁয়েব মাতব্বর তার অনুগত
ii. ধর্মের শক্তিশালী তুরুপ তার হাতে
iii. শিকড় হিসেবে মাজার তার বড় আশ্রয়

নিচের কোনটি সঠিক?

K. isii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও: এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪

আরবপুর গ্রামে একজন চিকিৎসক এসে উপস্থিত হন। বিপদে-আপদে গ্রামের সাধারণ মানুষেরা তাঁর কাছে আসতে শুরু করলে গ্রামের অন্য একজন চিকিৎসক নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন।

২৯. উদ্দীপকের ‘অন্য চিকিৎসক’-এর সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?

K খালেক ব্যাপারী
L আক্কাস
M আওয়ালপুরের পির
N মজিদ

৩০. উক্ত মিলের কারণ নয়-

i. প্রভাববিস্তারকারীর ক্ষমতা চিরস্থায়ী হয়
ii. ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা
iii. সবলের অত্যাচার ও নিষ্পেষণ চিরস্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?

K. isii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii


এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪ (২০২৫) | HSC Bangla 1st Paper model test 04 PDF Answer Sheet Download.

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top