এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩ (২০২৫) পিডিএফ ডাউনলোড করুন উত্তরসহ। বিগত সালের বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নপত্র বিশ্লেষণ করে, সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে আমরা তৈরি করছি এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩ । এইচএসসি ফাইনাল পরিক্ষার আগে নিজেকে যাচাই করার একটি অন্যতম মাধ্যম হলো মডেল টেস্ট পরিক্ষা দেওয়া। এখানে শুধু প্রশ্নপত্র দেওয়া আছে, পিডিএফ ফাইলে উত্তরপত্র আছে। তোমরা আগে নিজেরা চেষ্ঠা কর। তাহলে চলো, শুরু করি।
এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩
[দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। ক ও খ বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে এবং গ ও ঘ বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]
ক-বিভাগ: গদ্য (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩)
০১। কৃত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য নিজেকে জানা, নিজের সত্যকে চেনা এবং পরনির্ভরশীলতা থেকে নিজেকে মুক্ত করা। আত্মকে উপলব্ধি করতে পারলে মানুষ মানসিক দাসত্বের শৃঙ্খলমুক্ত হতে পারে; ভুলকে ভুল বলে স্বীকার করে তা থেকে শিক্ষা নিতে পারে, মনুষ্যত্ববোধে জাগ্রত হয়ে মানবের মহিমা ঘোষণা করতে পারে। তাইতো কবি বলেছেন-
নতুন পথের যাত্রা পথিক
চালাও অভিযান!
উচ্চকণ্ঠে উচ্চারো আজ-
‘মানুষ মহীয়ান।’
(ক) ‘কর্ণধার’ শব্দের অর্থ কী?
(খ) “যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।” উক্তিটি দ্বারা লেখক কী বুঝিয়েছেন?
(গ) ‘আমার পথ’ প্রবন্ধের আত্ম ও সত্যকে চেনার প্রাসঙ্গিকতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
(ঘ) “উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের মূল বক্তব্য প্রকাশিত।”- উদ্দীপক ও তোমার পঠিত প্রবন্ধের আলোকে মন্তব্যটি যাচাই কর।
০২। ৯৭১ সালের জুলাই মাস। দেশজুড়ে চলমান পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার। বদিউল আলম ও আশফাক হলো সহযোদ্ধা। তারা গেরিলা পদ্ধতিতে পাকিস্তানি সামরিক চেক পোস্টে আক্রমণ করে, পেট্রোল পাম্প উড়িয়ে দেয়। বদিউল আলমের শরীরে গুলি লাগলে আশফাক ডাক্তার ডাকতে যাওয়ার পথে মিলিটারির হাতে ধরা পড়ে। আশফাককে মিলিটারি বাহিনী তাদের আস্তানায় নিয়ে যায় এবং সঙ্গীদের ঠিকানা বলার জন্য তার উপর অত্যাচার চালায়। একে একে আশফাকের হাতের চারটি আঙুল ভেঙ্গে ফেলা হলেও সে কোনো ঠিকানাই দেয় না।
(ক) ‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
(খ) ‘চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না’ কার এবং কেন?
(গ) ‘রেইনকোট’ গল্পের পাকিস্তানি বাহিনীর নিপীড়নের দিক উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
(ঘ) “কর্মকাণ্ডে তৎপরতাগত ভিন্নতা থাকলেও দেশপ্রেমের চেতনায় নুরুলহুদা ও আশফাক অভিন্ন উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
০৩। স্বামীর মৃত্যুর পর সৌদামিনী মালো উত্তরাধিকারসূত্রে ধানি জমি, বসতবাড়ি, পুকুরসহ বিশাল সম্পত্তির মালিক হয়। এই সম্পত্তির উপর বদ নজর পড়ে সৌদামিনীর জ্ঞাতি দেবর মনোরঞ্জনের। সে কৌশলে সৌদামিনীর সম্পত্তি দখলের চেষ্টা করে। দুর্ভিক্ষের সময় কুড়িয়ে পাওয়া সৌদামিনীর পালিত পুত্র হরিদাসকে ব্রাহ্মণের পুত্র বলে প্রচার করে মনোরঞ্জন। নমঃশূদ্রের ঘরে ব্রাহ্মণ সন্তান পালনকে ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপকর্ম আখ্যা দিয়ে মনোরঞ্জন মালোসহ সমস্ত গ্রাম সৌদামিনী মালোর বিরুদ্ধে জুলুম শুরু করে।
(ক) ‘কামচাটকা’ দ্বীপটি কীসের দেশ নামে পরিচিত?
(খ) ‘কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়’ কথকের এরূপ অভিব্যক্তির কারণ কী?
(গ) উদ্দীপকের সৌদামিনী মালো কোন দিক থেকে ‘বিলাসী’ গল্পের বিলাসী চরিত্রের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
(ঘ) “অনুদারতা, রক্ষণশীলতা, নিষ্ঠুরতা ও অশুভ চেহারা প্রদর্শনের দিক থেকে উদ্দীপকের সমাজ ‘বিলাসী’ গল্পের সমাজের অনুরূপ।” -উদ্দীপক ও ‘বিলাসী’ গল্পের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
০৪। ধলেশ্বরী-নদীর তীরে পিসিদের গ্রাম।
তাঁর দেওরের মেয়ে, অভাগার’ সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল…
সেই লগ্নে এসেছি পালিয়ে।
মেয়েটা তো রক্ষে পেলে,
আমি তথৈবচ।
ঘরেতে এল না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া…
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
(ক) বরপক্ষ কী দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করেছিল?
(খ) অনুপমের মামা সেকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?
(গ) উদ্দীপকের ‘সে’ কোন দিক থেকে ‘অপরিচিতা’ গল্পের কল্যাণী চরিত্রের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
(ঘ) “অনুপমের ন্যায় অক্ষমতা উদ্দীপকের নায়ক চরিত্রে উপস্থিত থাকলেও কল্যাণী চরিত্রের প্রতিরোধ ও দেশচেতনার ঋদ্ধতা উদ্দীপকের নায়িকার চরিত্রে অনুপস্থিত।”- উদ্দীপক ও ‘অপরিচিতা’ গল্পের আলোকে বিশ্লেষণ কর।
খ-বিভাগ: কবিতা (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩)
০৫। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা আন্দোলনে ইতিহাস বদলে দেওয়া নাম মার্টিন লুথার কিং জুনিয়র। ১৯৬৩ সালের ২৮ আগস্ট এই কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী ‘আই হ্যাভ আ ড্রিম’ শীর্ষক ঐতিহাসিক ভাষণে বলেন- “ন্যায়বিচার যতদিন এই মাটিতে প্রতিষ্ঠা না হয়, ততদিন বিদ্রোহের আগুনে এই জাতিকে পুড়তে হবে। আমাদের আত্মিক শক্তি তথা দৈহিক শক্তি দিয়ে আমাদের জেগে উঠতে হবে। একদিন সব মানুষ এক সাথে বসবাস করবে, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে চলবে। যখন সব মানুষ এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে, তখনই প্রভুর মহিমা প্রকাশিত হবে। এটাই আমার আশা।”
(ক) অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কী ছিল?
(খ) কবি কোনো আইন মানেন না- কেন?
গ) উদ্দীপকের মার্টিন লুথার কিং জুনিয়র এর সাথে ‘বিদ্রোহী’ কবিতার কবির সাদৃশ্য ব্যাখ্যা কর।
(ঘ) “প্রেক্ষাপট ভিন্ন হলেও চেতনাগত দিক থেকে ‘বিদ্রোহী’ কবিতার কবি এবং উদ্দীপকের মার্টিন লুথার। কিং জুনিয়র একসূত্রে গাঁথা।”- মন্তব্যটির সাথে তুমি কি একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
০৬। ‘আমিত্ব’কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর পরের হিতের জন্য ভাব যদি নিরবধি! নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু-ঘুচালে পরের ব্যথা। আপনাকে বিলাইয়া দীনদুঃখীদের মাঝে, বিদূরিলে পর দূঃখ সকালে বিকালে সাঁঝে! তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি, যা রুপিবে-তাই পাবে, সংসার যে কর্মভূমি!
(ক) জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য কী?
খ) কবি কাটা পেয়ে ফুল দান করেন কেন?
(গ) উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) “পরার্থে আত্মনিবেদনে সাদৃশ্য থাকলেও উদ্দীপকের কবিতাংশের কবির চেয়ে ‘প্রতিদান’ কবিতার কবি বেশি উদার।”- উদ্দীপক ও কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
০৭। দৃশ্যকল্প-১: কলেজপড়ুয়া কিছু সংখ্যক তরুণদের সৃষ্ট গ্যাং ‘তুফান’। বল প্রয়োগের মাধ্যমে সর্বত্র তারা তাদের আধিপত্য বিস্তারে তৎপর। ‘তুফান’ গ্যাংটি ক্রমান্বয়ে অন্যায় ও অত্যাচারের সমার্থক হয়ে দাঁড়াচ্ছে।
দৃশ্যকল্প-২: আনন্দমোহন কলেজের শিক্ষার্থীদের তৈরি সংগঠন ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’। বন্যা, ঘূর্ণিঝড়, মহামারি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে তারা সর্বদা নিবেদিত প্রাণ। মানুষের কল্যাণ কামনায় তারা যেমন অগ্রগামী; তেমনি অন্যায়ের প্রতিবাদে তারা আপসহীন।
(ক) ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছিল?
(খ) “এ বয়স জানে রক্তদানের পুণ্য।”- এ কথার তাৎপর্য কী?
(গ) দৃশ্যকল্প-১ এ ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) “তারুণ্যশক্তির ইতিবাচকতাই পারে সমস্যাপীড়িত দেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে।” -দৃশ্যকল্প-২ ও ‘আঠারো বছর বয়স’ কবিতার আলোকে আলোচনা কর।
গ-বিভাগ: উপন্যাস (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩)
০৮। এনায়েতপুর গ্রামের মানুষ শিক্ষা-দীক্ষায় পিছিয়ে রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ভণ্ড আরেফ আলী গড়ে তোলে তার মিথ্যার সাম্রাজ্য। নিজেকে সে কামেল পির বলে সবার কাছে প্রচার করে। গ্রামের মানুষও তা বিশ্বাস করে সবার সামাজিক কর্তৃত্ব তার হাতে অর্পণ করে। বিচার, সালিশি থেকে শুরু করে ধর্মীয় উৎসব পালনে চলে তার একচ্ছত্র কর্তৃত্ব। কিন্তু ব্যতিক্রম স্বভাবের মানুষ হাশেম আলীর পরিবারের অভ্যন্তরীণ বিষয়ে আরেফ আলী কর্তৃত্ব খাটাতে গেলে হাশেম আলী বলে ওঠে, ‘আমার পরিবার আমি সামলামু, এহেনে কারো কতা কওন লাগব না।’
(ক) আক্কাসের বাবার নাম কী?
(খ) মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশকে নাটকীয় বলা হয়েছে কেন?
(গ) হাশেম আলী ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটেনি।” মন্তব্যটি মূল্যায়ন কর।
০৯। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম সখীপুর। সভ্য জীবনের আলো এখানে এখনো এসে পৌঁছায়নি। অসুখে-বিসুখে মনসুর আলীর স্বপ্নে পাওয়া তাবিজ, ঝাড়ফুঁক ও পানি পড়া-ই গ্রামবাসীর একমাত্র ভরসা। তাদের শিক্ষার একমাত্র উপকরণ হলো মনসুর আলীর পুরোনো মক্তব। কিন্তু এ গ্রামেরই সন্তান এসে স্বপ্ন বাস্তবায়িত হয় না। EduCare আu Care পারভেজ শহরে গিয়ে শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। তাই সে গ্রামবাসীদের মাঝে সে আলো ছড়িয়ে দিতে চায়। কিন্তু ভণ্ড মনসুর আলীর স্বার্থান্বেষী কোপানলে পারভেজের
(ক) ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম। কী?
(খ) “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।” ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের সখীপুর গ্রামের মানুষের চেতনার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের মহব্বত নগর গ্রামের মানুষের চেতনার সাদৃশ্য বর্ণনা কর।
(ঘ) “ধর্মব্যবসায়ীদের কবলে পড়েই যুগে যুগে ব্যাহত হয় আক্কাস ও পারভেজদের মতো যুবকদের সমাজ বদলের প্রয়াস”- উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
ঘ-বিভাগ: নাটক (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩)
১০। বর্গি এলো খাজনা নিতে,
মারল মানুষ কত।
পুড়ল শহর, পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত।
হানাদারের সঙ্গে জোরে তাদের কথা দেশের মানুষ
লড়ে মুক্তিসেনা,
কখনো ভুলবে না।
(ক) নবাব সিরাজউদ্দৌলার ঘাতকের নাম কী?
(খ) বাংলার রাজনীতি ও অর্থনীতিতে ইংরেজরা কীভাবে একাধিপত্য প্রতিষ্ঠা করে?
(গ) উদ্দীপকের ‘বর্গি ও হানাদারেরা’ ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কাদের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সমগ্রভাবের প্রতিফলন ঘটেছে কি?- উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
১১। ‘মেঘনাদবধ কাব্যে রাম-রাবণের যুদ্ধে বিভীষণ স্বপক্ষ-ত্যাগী, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, অকৃতজ্ঞ ও স্বজন-বিমুখ। অপরদিকে বীরবাহু, কুম্ভকর্ণ ও মেঘনাদ দেশপ্রেমিক। নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা জীবন উৎসর্গকারী। মেঘনাদের চাচা বিভীষণের সহায়তায় লক্ষ্মণ নিকুন্তিলা যজ্ঞাগারে প্রবেশ করে অন্যায় যুদ্ধে অসীম সাহসী বীর মেঘনাদকে নিরস্ত্র অবস্থায় হত্যা করে।
(ক) পলাতক সিরাজউদ্দৌলা মির কাশেমের সৈন্যদের হাতে কোথায় বন্দি হয়?
(খ) “আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়।” নবাবের এরূপ উক্তির কারণ কী?
(গ) উদ্দীপকের মেঘনাদ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
(ঘ) “যুগে যুগে মিরজাফর ও বিভীষণদের তৎপরতাই দেশপ্রেমিকদের মাহাত্ম্যুকে ম্লান করে পরাধীনতার শৃঙ্খলকে দীর্ঘায়িত করে।” উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
আরো পড়ুন:
- এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১
- এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২
- এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ সৃজনশীল প্রশ্ন
বহুনির্বাচনী প্রশ্ন (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩)
১. কোন গল্প রচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে?
K অপরিচিতা
L হৈমন্তী
M দেনা-পাওনা
N ভিখারিনী
২. আঠারো বছর বয়সের সব থেকে বড় ধর্ম হলো-
K পরাধীনতা মেনে নিতে না পারা
L বিপদে ঝাঁপিয়ে পড়তে ভয় না পাওয়া
M প্রবল আবেগে উদ্দীপ্ত হওয়া
N আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া
৩. ‘আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম’ উক্তিটি থেকে বোঝা যায় অনুপম-
i. প্রতিবাদহীন
ii. বিবেকবোধহীন
iii. বাস্বাধীনতাহীন
নিচের কোনটি সঠিক?
K. iii L. i ও iii M. ii ও iii N. i, ii ও iii
৪. “নবাবের কোনো ক্ষমতা নাই”-‘সিরাজউদ্দৌলা’ নাটকে ক্লাইভের এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য হলো-
K নবাব দুর্বল শাসক
L নিকটস্থরা প্রতারক
M প্রজারা নবাববিরোধী
N অস্ত্রশস্ত্রে স্বয়ংসম্পূর্ণ নন
৫. ‘আমার পথ’ প্রবন্ধ পাঠে পাঠকের যা হয়-
i. আপন সত্য উপলব্ধি
ii. আত্মশক্তির জাগরণ
iii. স্বীয় সামর্থ্যের উদ্বোধন
নিচের কোনটি সঠিক?
K. i sii L. i ও iii M. ii ও iii N. i, ii ও iii
৬. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি রচিত হয়েছে কোন পটভূমিতে?
K ভাষা আন্দোলন
L শিক্ষা আন্দোলন
M গণ আন্দোলন
N স্বাধীনতা আন্দোলন
৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বর্ণিত “কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি”- কে কহিল?
K কবি
M মাঘের সন্ন্যাসী
L কবিভক্ত
N ঋতুরাজ
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
সাপের কামড়ে মৃতপ্রায় সুমনকে বাঁচানোর জন্য তার বাবা ওঝা ডেকে আনার উদ্যোগ নিলেও গ্রামের কলেজপড়য়া আকাশ তাতে বাধা দেয়। সে বন্ধুদের নিয়ে সুমনকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।
৮. উদ্দীপকের আকাশের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে?
K মতলুব খাঁ
M তাহের
L আক্কাস
N খালেক ব্যাপারী
৯. উক্ত চরিত্র ও উদ্দীপকের আকাশের মধ্যে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে-
K কুসংস্কারহীনতা
L স্বাস্থ্যসচেতনতা
M কূপমকতা
N প্রথাবিরোধিতা
১০ . “এ রঙের বিপরীতে আছে অন্য রং” -‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার এই পঙ্ক্তিতে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-
K সন্ত্রাসের রং
L বিপ্লবের রং
M অভিশাপের রং
N বেদনার রং
১১. “দশ দিকের দশটি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা।” -‘সিরাজউদ্দৌলা’ নাটকের এই উক্তিতে প্রতিফলিত হয়েছে-
K ইউরোপীয়দের উদারতা
L এশীয়দের দারিদ্র্য
M নবাবের পরিষদবর্গের লোভ
N নবাবের উদাসীনতা
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
সেবা-যত্ন এবং কাজে-কর্মে মুগ্ধ হয়ে অতনু প্রতিবেশী ইরাকে বিয়ে করতে চায়। ইরা সুন্দরী হলেও নিম্নজাতের হওয়ায় অতনুর আত্মীয় ও প্রতিবেশীরা এই বিয়েতে বাধা দেয়। অতনু অন্য শহরে গিয়ে বিয়ে করে ইরার সঙ্গে সংসার শুরু করে।
১২. উদ্দীপকের অতনু চরিত্রে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে?
K ন্যাড়া
M খুড়া
L মৃত্যুঞ্জয়
N বুড়া মালো
১৩. উদ্দীপকের ইরা চরিত্রের যেসব বৈশিষ্ট্য ‘বিলাসী’ গল্পে বিলাসীর মধ্যে পাওয়া যায়-
i. কর্মনিপুণতা
ii. রূপসৌন্দর্য
iii. সেবাব্রত
নিচের কোনটি সঠিক?
K. I sii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii
১৪. ‘মাসি-পিসি’ গল্পে খারাপ লোক হওয়া সত্ত্বেও জগু বাড়িতে এলে মাসি-পিসির তাকে আদর-যত্ন করার কারণ কী?
K সামাজিকতা
M মানবিকবোধ
L জামাইপ্রীতি
N দায়িত্ববোধ
১৫. ‘মাসি-পিসি’ গল্পে কৈলাশের হুমকি শুনে মাসি-পিসি মুখ চাওয়া-চাওয়ি করল কেন?
K আহ্লাদির জন্য চিন্তিত হয়ে
L নিজেদের ভাবনার আদান-প্রদান করতে
M জগুকে শায়েস্তা করতে
N কৈলাশকে শায়েস্তা করতে
১৬. “গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে”-‘সোনার তরী’ কবিতার এই উক্তিতে প্রকৃতপক্ষে কার আসার ইঙ্গিত করা হয়েছে?
K মৃত্যুদূত
M মাঝি
L মহাকাল
N নৌকা
১৭. “শূন্য নদীর তীরে রহিনু পড়ি” -‘সোনার তরী’ কবিতার এই উক্তিতে কী বোঝানো হয়েছে?
K মৃত্যুর অনিবার্যতা
L কালের প্রবহমানতা
M কৃষকের অসহায়ত্ব
N অপ্রাপ্তির হাহাকার
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও: “গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান/ কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান।”
১৮. উদ্দীপকের ভাব ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকের প্রতিফলন?
K পরনির্ভরতা
M প্রতিদান
L আত্মোৎসর্গ
N পরোপকার
১৯. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধ ও উদ্দীপকে যে বক্তব্য ফুটে উঠেছে, তা হলো-
i. মানবসেবা
ii. ন্যায়বোধ
iii. জীবে প্রেম
নিচের কোনটি সঠিক?
K. iii L. i ও iii M. ii ও iii N. i, ii ও iii
২০. ‘প্রতিদান’ কবিতায় কবি ‘বিষে-ভরা বাণ’-এর বিনিময়ে কী দিতে চেয়েছেন?
K ফুল মালঞ্চ
M মমতা
L ভালোবাসা
N বুকভরা গান
২১. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তাঁর সহকর্মীদের খবর দিতে বললেন?
K চায়ের দোকানের মালিক
L নৌকার মাঝি
M সুবেদার সাহেব
N গাড়ির ড্রাইভার
২২. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে ভাষা সৈনিকদের শহিদ হওয়ার খবর বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?
K রেডিও শুনে
L প্রহরীদের কাছে
M সিপাহিদের মাধ্যমে
N বন্দিদের কাছ থেকে
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও: “খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা”
২৩. উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার বিষয়বস্তুকে নির্দেশ করে?
K ফেব্রুয়ারি ১৯৬৯
L সোনার তরী
M বিদ্রোহী
N প্রতিদান
২৪. উদ্দীপকের বক্তব্যের সঙ্গে উপর্যুক্ত কবিতাটির অন্তর্গত মিল-
i. দ্রোহ চেতনার
ii. আপসহীন মনোভাবে
iii. বিচিত্র ভাবনার
নিচের কোনটি সঠিক?
K. iii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii
২৫. ‘রেইনকোট’ গল্পে ‘পাকিস্তানের শরীরের কাঁটা’ বলতে কী বোঝানো হয়েছে?
K গেরিলা
L মিসক্রিয়ান্ট
M মুক্তিযোদ্ধা
N শহিদ মিনার
২৬. “পিওনকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে।” -‘রেইনকোট’ গল্পে নুরুল হুদার এমন উক্তির কারণ কী?
K পিওনকে খুব স্নেহ করত বলে
L আকস্মিক বিপদ মুক্তির আনন্দে
M পিওনের দেশের প্রতি ভালোবাসা দেখে
N সুসংবাদ নিয়ে এসেছে বলে
২৭. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় “ভালোবাসা দিলে মা মরে যায়”- চরণটির তাৎপর্য কী?
K মায়ের ছেলেদের চলে যাওয়া
L মায়ের গল্প শুনতে না পারা
M সন্তানের জন্য মায়ের উৎকণ্ঠা
N দেশমাতৃকার জন্য সন্তানের মায়াত্যাগ
২৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় “তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল”- চরণটিতে কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে?
K কৃষিনির্ভর সমাজ
L অতীত ঐতিহ্য
M পূর্বপুরুষদের দারিদ্র্য
N প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম
২৯. “কলমা জানো মিঞা”- ‘লালসালু’ উপন্যাসে মজিদ কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিল?
K আক্কাসকে
L তাহের কাদেরের বাপকে
M ধলা মিঞাকে
L দুদু মিঞাকে
৩০. “আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে”-নবাব সিরাজউদ্দৌলার এই উক্তির কারণ কী?
K শাসন পরিচালনায় নিজের অযোগ্যতা
L প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা
M ইংরেজদের মোকাবিলা করতে না পারা
N সৈন্যবাহিনীতে শৃঙ্খলা আনতে না পারা
এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩ | HSC Bangla 1st Paper Model Test 03 (2025) PDF Answer Sheet Download.