এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২

এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২ | PDF

Advertisements

এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২ উত্তরসহ পিডিএফ ডাউনলোড করুন। বিগত সালের বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় স্কুলের গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্টটি তৈরি করেছি আমরা। পরিক্ষার আগে শিক্ষার্থীরা নিজেদেরকে যাচাই এর একটি মাধ্যম হলো মডেল টেস্টের উপর পরিক্ষা দেওয়া। নিচে এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২ এর প্রশ্ন গুলো দেওয়া আছে। আগে তোমরা নিজেরা উত্তর করার চেষ্ঠা কর, এগুলোর উত্তর পিডিএফ ফাইলে দিয়ে দেওয়া হবে। তাহলে চলো, শুরু করি।


এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২ (২০২৫)

[দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। ক ও খ বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে এবং গ ও ঘ বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]

ক-বিভাগ: গদ্য (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২)

০১। হৈমন্তী গল্পে যৌতুকের বলি হৈমন্তী। কিন্তু সে শিক্ষিত পিতার একমাত্র মেয়ে। রুচিশীলতা ও ব্যক্তিত্ব তার চরিত্রটিকে বিশেষত্ব দিয়েছে। বলিষ্ঠ এ চরিত্রের প্রভাবেই সে শাশুড়ির বিরোধিতা সত্ত্বেও সকলের কাছে নিজের সঠিক বয়স বলতে দ্বিধা করেনি কিংবা পিতার নামে সামান্য কটুবাক্যও সহ্য করেনি। কিন্তু হৈমন্তীর পিতা গৌরীশংকর মেয়ের মানসিক যন্ত্রণা বুঝতে পারলেও ধনী বেয়াইয়ের বিরুদ্ধে কিছু করতে না পেরে নীরবে চোখের জল ফেলেন। ফলে চরম বেদনাসিক্ত এক পরিস্থিতির মধ্য দিয়ে হৈমন্তীর শেষ পরিণতি হয় মৃত্যু।

Advertisements

(ক) ‘কন্সর্ট’ শব্দের অর্থ কী?
(খ) ‘মামা বিবাহ-বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না।’-কেন?
(গ) উদ্দীপকের হৈমন্তী ও ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকের গৌরীশংকর বাবুর ভূমিকা শম্ভুনাথ বাবুর মতো হলে হৈমন্তীর পরিণতি ভিন্ন হতে পারতো-উদ্দীপক ও ‘অপরিচিতা’ গল্পের আলোকে বিশ্লেষণ কর।

০২। আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
বাতাসে লাশের গন্ধ ভাসে,
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুণ্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর
স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন,
স্বাধীনতা- আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।

(ক) ‘রেইনকোট’ গল্পের উর্দুর প্রফেসরের নাম কী?
(খ) “রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন” -উক্তিটি দ্বারা কী বুঝানো হয়েছে?
(গ) উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি ছাড়াও “মিলিটারিদের নির্যাতনের চিত্র আরও ব্যাপক তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।

০৩। জনাব আশরাফ সাহেব করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতকে মানব-কল্যাণ বলে মনে করেন না। মানব-কল্যাণ বলতে তিনি মানুষের মর্যাদাপূর্ণ অবস্থানে উত্তরণকেই মনে করেন। এ কারণে তিনি শিক্ষা-প্রতিষ্ঠান ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় নির্বাহে অর্থ প্রদান করেন। কেননা মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব।

(ক) সত্যিকার অর্থে মানব-কল্যাণ কীসের ফসল?
(খ) ‘রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক।’ উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে? ব্যাখ্যা কর।
(ঘ) “জনাব আশরাফ সাহেবের কর্মকাণ্ড যেন ‘মানব-কল্যাণ’ প্রবন্ধে অঙ্কিত প্রকৃত মানব-কল্যাণের স্বরূপ মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

০৪। আমি নিজ ভিটা-মাটি ছাড়িয়া অন্যের সংসার করি আলোকিত।
আমি সংগ্রামী নারী এতো সহজে হইনা ভীত।
আমি বটবৃক্ষর মতো উন্নত করিয়া শির,
আমি নারী আমি লড়াকু আমি মহা বীর।
সকাল থেকে সন্ধ্যা নিরলস করিয়া কর্ম,
আমি নারী আমি ভুলিনি নিজ নারী ধর্ম।
আমি সংগ্রামী আমি কখনো মাতৃরূপে মমতাময়ী।
আমি নারী আমি সকল কর্মে হতে পারি জয়ী।

(ক) মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম কোন গল্প লিখে খ্যাতিলাভ করেন?
(খ) আহ্লাদি স্বামীর বাড়ি যেতে চায় না কেন?
(গ) উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকটি ‘মাসি-পিসি’ গল্পের একটি দিকের প্রকাশ মাত্র।” উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

খ-বিভাগ: কবিতা (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২)

০৫। উদ্দীপক ১: ঔপনিবেশিক শোষণ, সামন্ত-অত্যাচার এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সচেতন ও বিদ্রোহী রূপে বাংলা কবিতায় আত্মপ্রকাশ করেছেন নজরুল। রোমান্টিক অনুভববেদ্যতায় মানবতার সপক্ষে তিনি উচ্চারণ করেছেন বিদ্রোহের বাণী। সত্য-সুন্দর-মঙ্গলের আকাঙ্ক্ষায় তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন যাবতীয় অপশক্তি, ধর্মীয় শোষণ এবং জীর্ণ-পুরাতন মূল্যবোধের বিরুদ্ধে।

উদ্দীপক ২:

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু।
সাত-সাতশো নরক-জ্বালা জ্বলে মম ললাটে।
আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার-
আর মর্ত্যে সাহারা-গোবি-ছাপ,
আমি অশিব তিক্ত অভিশাপ!

(ক) কবি কার ‘বিদ্রোহী-সুত বলে নিজেকে ঘোষণা দিয়েছেন?
খ) কবি নিজেকে বেদুঈন বলেছেন কেন?
গ) উদ্দীপক-১ এর সাথে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য ব্যাখ্যা কর।
(ঘ) “উদ্দীপক-২ এর মতো বিদ্রোহী কবিতায়ও দ্রোহের স্বাক্ষর নিহিত।” কথাটি মূল্যায়ন কর।

০৬।
১ম অংশঃ

আমরা চলি সম্মুখপানে,
রইল যারা পিছুর টানে ছিঁড়ব বাধা রক্ত-পায়ে,
চলব ছুটে রৌদ্রে ছায়ে,
কাঁদবে তারা কাঁদবে।
কে আমাদের বাঁধবে। জড়িয়ে ওরা আপন গায়ে বাজিয়ে আপন তুর্য।
কেবলি ফাঁদ ফাঁদবে।
কাঁদবে ওরা কাঁদবে।

২য় অংশঃ

রুদ্র মোদের হাঁক দিয়েছে
মাথার ‘পরে ডাক দিয়েছে
মধ্যদিনের সূর্য।

(ক) “আঠারো বছর বয়স” কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
(খ) ‘আঠারো বছর বয়স জানে না কাঁদা।’-কেন?
(গ) উদ্দীপকের ১ম অংশের ভাবার্থের সাথে ‘আঠারো বছর বয়স’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
(ঘ) তারুণ্য ও যৌবনশক্তি জাতীয় জীবনের চালিকাশক্তিরূপে আবির্ভূত হলে জাতির অগ্রগতি অনিবার্য- তুমি কি একমত?-উদ্দীপকের ২য় অংশ ও ‘আঠারো বছর বয়স’ কবিতার আলোকে মতামত দাও। 8

০৭। উদ্দীপক-১: অব্যক্ত ইচ্ছাকথনই কবিতা; যা হৃদয়কে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উজ্জীবিত করে; দেখায় মুক্তির দিশা। আরও শেখায় দুর্দিনে কিংবা সংকটে কীভাবে অস্ত্র হাতে অভ্যুত্থান ঘটাতে হয়। যার সঙ্গে কবিতার সখ্য নেই, জীবন তার কাছে দাসত্ব সম।

উদ্দীপক-২: বাঙালি জাতি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। তিতুমীর, মাস্টার দা সূর্যসেন, ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখদের আত্মত্যাগ আমাদের অফুরন্ত প্রেরণার উৎস। তাদের অনুসরণেই আমরা মুক্তির পথ খুঁজি।

(ক) ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কেমন স্বপ্নের কথা বলেছেন?
(খ) ‘কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
(গ) উদ্দীপক-২ কোন দিক থেকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) “যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।”- ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতা ও উদ্দীপক-১ এর আলোকে পঙক্তিদ্বয় বিশ্লেষণ কর।

গ-বিভাগ: উপন্যাস (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২)

০৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে হোসেন মিয়া এক রহস্যময় চরিত্র। প্রথম জীবনে চালচুলোহীন অবস্থায় কেতুপুর গ্রামের জহর মাঝির বাড়িতে আশ্রয় নিলেও পরবর্তীকালে তিনি এই এলাকার বিশেষ একজন হয়ে ওঠেন। বিপদে-আপদে সবার পাশে দেখা গেলেও মনে তার অন্য চিন্তা। কেননা সবার অজান্তে অবৈধ ব্যবসা করে তিনি গড়ে তুলেছেন বিশাল প্রতিপত্তি। নিজের এই অবৈধ প্রতিপত্তি টিকিয়ে রাখতেই তার যত প্রতারণার আশ্রয়।

(ক) ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
(খ) “ঝালরওয়ালা সালুকাপড়ে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন।”- কেন একথা বলা হয়েছে?
(গ) উদ্দীপকের হোসেন মিয়া ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
(ঘ) ‘উদ্দীপকের হোসেন মিয়া এবং ‘লালসালু’ উপন্যাসের প্রধান চরিত্র উভয়ই স্বার্থপরতা, প্রতিপত্তি আর শোষণের প্রতিভূ।”- বক্তব্যটি ‘লালসালু’ উপন্যাস এবং উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

০৯। ‘হাজার বছর ধরে’ উপন্যাসে বর্ণিত টুনি চরিত্রটি কিশোরীসুলভ চপলতার প্রতীক। স্বামী ও সংসার সম্পর্কে সে ছিল একেবারেই অনভিজ্ঞ। সমবয়সিদের সাথে খেলাধুলা ও হাসি-তামাশা করতেই তার বেশি ভালো লাগত। এই চপলা-চঞ্চলা টুনিকেই বিয়ে করে ঘরে আনে ষাট বছরের বুড়ো মকবুল। তাদের বয়সের বিস্তর ব্যবধান থাকায় সাংসারিক সুখ তার কপালে জোটেনি।

(ক) ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?
(খ) শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।” এ বাক্য দ্বারা ঔপন্যাসিক কী বুঝিয়েছেন?
(গ) উদ্দীপকের টুনির সাথে ‘লালসালু’ উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? ব্যাখ্যা কর।
(ঘ) “সামান্য সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মকবুল মজিদের প্রতিনিধি হয়ে ওঠেনি।”- উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।

ঘ-বিভাগ: নাটক (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২)

১০। “ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত, এই বাংলার বুকে।
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়।”

(ক) সিরাজউদ্দৌলার মায়ের নাম কী?
(খ) “ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি।” কে, কাকে এবং কেন একথা বলেছে?
(গ) উদ্দীপকের ‘ওরা’ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কাদেরকে নির্দেশ করছে? বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের খণ্ডচিত্র মাত্র।” -মন্তব্যটির সাথে তুমি কি একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

১১। টিপু সুলতান মহীশূরের এক বীর চরিত্র। তার দরবারের উচ্চাভিলাষী প্রধান উজির নিজ স্বার্থ উদ্ধারের জন্য সুলতানের সব খবর ইংরেজদের কাছে পৌঁছে দিত। ইংরেজদের বিপক্ষে সুলতানের এক যুদ্ধে উজির তার বিশ্বাসঘাতকতার চরম রূপ প্রদর্শন করে। যুদ্ধের এক পর্যায়ে সে দুর্গের দরজা খুলে দিলে ইংরেজরা দুর্গে প্রবেশ করে। নিজ লোকের বিশ্বাসঘাতকতায় টিপু সুলতান প্রাণ হারান।

(ক) ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধান ছিলেন কে?
(খ) বিপুল সমর সামর্থ্য থাকা সত্ত্বেও পলাশির প্রান্তরে ইংরেজদের কাছে নবাবের পরাজয় হলো কেন?
(গ) উদ্দীপকের প্রধান উজিরের কর্মকাণ্ড ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
(ঘ) “উদ্দীপকের টিপু সুলতান ও নবাব সিরাজউদ্দৌলার জীবন পরিণতি একসূত্রে। একসূত্রে গাঁথা।” -মন্তব্যটির যথার্থতা বিচার কর।


Read More:


বহুনির্বাচনী প্রশ্ন (এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২)

১. ‘সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন।’-কোন জায়গার কথা বলা হয়েছে?

K. পশ্চিমে
M. কলকাতায়
L. কানপুরে
N. আন্ডামানে

২. ‘আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নাই।’ কথাটির মর্মার্থ নিচের কোনটিতে প্রকাশ পেয়েছে?

K. মদনদেবতার পঞ্চশরের প্রভাব
L. বিয়ের দেবতার সঙ্গে বিরোধ নেই
M. বিয়ের বিষয়ে কোনো বাধা নেই
N. বিয়ের উপযুক্ত সময় এখনই

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও: ‘ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে।’

৩.নিচের কোনটি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

K. আমার কর্ণধার আমি
L. আমার পথ দেখাবে আমার সত্য
M. মনে একটা ‘ডোন্ট কেয়ার’- ভাব আনে
N. আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত

৪. উদ্দীপকের মূলভাব নিচের কোনটিতে প্রকাশ পেয়েছে?

K. নিজের প্রতি অগাধ আস্থা ও অটুট বিশ্বাস
L. আগুনের ঝান্ডাসহ সত্যের পথে বেরিয়ে যাওয়া
M. সকল প্রকার পরাবলম্বন থেকে মুক্তি
N. নিজেকে চেনার মাধ্যমে আত্মশক্তি অর্জন

৫. ‘সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না তার মোকাবেলা করতে হবে’-

i. সাহস আর বুদ্ধিমত্তার সাথে
ii. র‍্যাশনাল ও সুবুদ্ধির দ্বারা
iii. নতুন দৃষ্টিকোণ থেকে

নিচের কোনটি সঠিক?
K. i L. iii M. ii ও iii N. i, ii ও iii

৬. আওয়ালপুরের পিরসাহেবের তুলনায় মজিদ কেন অন্তরে অন্তরে দীনতাবোধ করে?

K. তার মাজার নকল বলে
L. রুহানি তাগদ না থাকায়
M. নিজের প্রতি আস্থার অভাবে
N. আওয়ালপুরে জনসমুদ্র দেখে

৭. ‘লালসালু’ উপন্যাসে শেষ পর্যন্ত মজিদের টালমাটাল অবস্থার মূল কারণ কী?

K. জমিলার অবাধ্যতা
L. রহিমার বাৎসল্যপ্রেম
M. পিরসাহেবের আধিপত্য
N. প্রাকৃতিক দুর্যোগ

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

জুম্মান বেপারির চল্লিশ ঊর্ধ্ব ছেলের সঙ্গে বর্গাচাষি ছলিমের অষ্টাদশী মেয়েকে বিয়ে দেয়নি বলে রাতের অন্ধকারে তার ছনের ঘরখানা পুড়িয়ে দিল।

৮. ছলিমের ঘরের সাথে ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্যপূর্ণ ঘর কোনটি?

K. সোনাদের
M. আহ্লাদির
L. জনাদ্দনের
N. ওসমানের

৯. উক্ত ঘর পোড়ানোর কারণ কী?

K. প্রতিশোধ গ্রহণ
L. দৃষ্টান্ত স্থাপন
M. আক্রোশ
N. ভীতি প্রদর্শন

১০. ‘বিলাসী’ গল্পটি ‘ভারতী’ পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়?

K বৈশাখ
L কার্তিক
M আশ্বিন
N পৌষ

১১. মৃত্যুঞ্জয় যে ‘অন্নপাপ’ করেছে তার প্রধান কারণ কী?

K নিচুজাতের হাতে ভাত খাওয়া
L সেবাপরায়ণ বিলাসীর প্রতি কৃতজ্ঞতা
M ভূদেববাবুর ‘পারিবারিক প্রবন্ধ’
N পরস্পরের প্রতি অপরিসীম ভালোবাসা

উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:

রাশেদ বাবার হত্যাকারীকে ক্ষমা করায় মৃত্যুদাদেশপ্রাপ্ত ফাঁসির আসামি বাঘা যতিন কারাগার থেকে মুক্তি পেলো। এদিকে একদল দুর্বৃত্ত রাশেদকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে যতিন তাকে উদ্ধার করতে গিয়ে ঘোরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তার চিকিৎসার সকল ব্যয়ভার রাশেদই বহন করে।

১২. ‘প্রতিদান’ কবিতার মর্মার্থ অনুযায়ী রাশেদের ক্ষমা করাকে কী বলা যায়?

K উদারতা
L প্রতিদান
M পরোপকার
N মমত্ববোধ

১৩. যতিনের ভূমিকা বিদ্যমান সমাজে তৈরি করবে-

K শান্তিময় পরিবেশ
L সম্প্রীতির বন্ধন
M মানবিক পরিবেশ
N অনন্য দৃষ্টান্ত

১৪. ‘সোনার তরী’ কবিতার ক্ষেত্রেও নিচের কোনটি প্রযোজ্য?

K কৃতিমানের মৃত্যু নেই
L স্রষ্টার সৃষ্টি চিরঞ্জীব
M মানুষের আক্ষেপ চিরকালীন
N কালোত্তীর্ণ কীর্তি অবিনশ্বর

১৫. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?

K সুদৃঢ় সংকল্প ও মনোবল
L অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বোধের বিজয়
M সংগ্রামী জনতার প্রতি আস্থা
N অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ

১৬. বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

K ঐতিহাসিক ৭ই মার্চে
L ২৫শে মার্চ কালরাত্রিতে
M ২৬শে মার্চ প্রথম প্রহরে
N ২৬শে মার্চ গ্রেফতার হওয়ার পূর্বে

১৭. মিরকাসিমের সাথে মিরজাফরের কী ধরনের সম্পর্ক ছিল?

K মেয়ের জামাই
L ভাতিজা
M সেনাপতি
N উত্তরাধিকার

১৮. পলাশির প্রান্তর থেকে সিরাজউদ্দৌলা পালিয়ে প্রমাণ করলেন তিনি-

K অদূরদর্শী
L ভীতু
M পরনির্ভরশীল
N অপরিণামদর্শী

১৯. ‘চৌচির’ কোন জাতীয় রচনা?

K উপন্যাস
M গল্পগ্রন্থ
L প্রবন্ধগ্রন্থ
N নাটক

২০. ‘নিঃক্ষত্রিয় করিব বিশ্ব’- একথায় কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

K যুদ্ধবাজের অবসান
L অত্যাচারীর বিনাশ
M যুদ্ধ নয় শান্তি
N দুঃশাসনের পরিসমাপ্তি

২১. ক্ষত্রিয়কুলে জন্ম নিয়েও তপস্যাগুণে ব্রাহ্মণত্ব লাভ করে কে?

K দুর্বাসা
M পরশুরাম
L দুর্যোধন
N বিশ্বামিত্র

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও: ‘ঝিরে মেরে বউকে বোঝানো।’

২২. এই প্রবচনের প্রতিফলন ঘটেছে কোন কবিতায়?

K তাহারেই পড়ে মনে
L বিদ্রোহী
M আঠারো বছর বয়স
N ফেব্রুয়ারি ১৯৬৯

২৩. উক্ত কবিতায় প্রাধান্য পেয়েছে-

K বিরহ-বেদনা
L প্রকৃতির বর্ণনা
M স্মৃতিগন্ধের যাতনা
N নাটকীয়তা

২৪. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগ দেন?

K ১৯১৭
M ১৯৯৯
L ১৯১৬
N ১৯০৯

২৫. ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে’-চরণটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?

K জীবনের বিপর্যয়
L ব্যর্থতার গ্লানি
M সংবেদনশীল মন
N নিরন্তর অগ্রগতি

২৬. আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?

K যুক্তরাষ্ট্র
M জার্মানি
L যুক্তরাজ্য
N ফ্রান্স

২৭. প্রিন্সিপালের পিয়ন কবে থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে?

K মার্চ
M জুন
L এপ্রিল
N জুলাই

২৮. “রাত্রিদিন ভূলুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা, আধমরা কেউ”- এর পরের চরণটি হলো-

K মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ
L কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে ফেটে পড়া
M আবার সালাম নামে রাজপথে
N বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে

২৯. ‘যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।’ এখানে প্রতিপক্ষ সম্পর্কে মাসি-পিসির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

K প্রতিরোধ
L প্রতিহিংসা
M বিপদের আশঙ্কা
N সাবধানতা

৩০. নুরুল হুদাকে তলব করা হয় কেন?

K গ্যাং-এর সদস্য সন্দেহে
L মুক্তিযোদ্ধার স্বজন বলে
M প্রিন্সিপালের অভিযোগে
N কমান্ডারের নির্দেশে


এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২ (২০২৫) | HSC Bangla 1st Paper Model Test 02 Answer Sheet Download.

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top