HSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১:
প্রতিটি বিষয় অনুযায়ী পূর্ণাঙ্গ সিলেবাসের প্রস্তুতি নিতে মোট ৩০টি পরীক্ষা আমরা প্রস্তুত করেছি। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদের দেওয়া হবে, যা তুমি আমাদর কাছ থেকে সংগ্রহ করে বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার আগে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার জন্য এই মডেল টেস্ট গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হতে পারবে। আমরা আশা করছি, আমাদের এই উত্তরসহ মডেল টেস্ট তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরও শক্তিশালী এবং কার্যকরী করে তুলবে। তাহলে চলো, শুরু করি।
HSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১
[দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। ক ও খ বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে এবং গ ও ঘ বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]
ক-বিভাগ: গদ্য (HSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১)
০১। হৈমন্তী গল্পে যৌতুকের বলি হৈমন্তী। কিন্তু সে শিক্ষিত পিতার একমাত্র মেয়ে। রুচিশীলতা ও ব্যক্তিত্ব তার চরিত্রটিকে বিশেষত্ব দিয়েছে। বলিষ্ঠ এ চরিত্রের প্রভাবেই সে শাশুড়ির বিরোধিতা সত্ত্বেও সকলের কাছে নিজের সঠিক বয়স বলতে দ্বিধা করেনি কিংবা পিতার নামে সামান্য কটুবাক্যও সহ্য করেনি। কিন্তু হৈমন্তীর পিতা গৌরীশংকর মেয়ের মানসিক যন্ত্রণা বুঝতে পারলেও ধনী বেয়াইয়ের বিরুদ্ধে কিছু করতে না পেরে নীরবে চোখের জল ফেলেন। ফলে চরম বেদনাসিক্ত এক পরিস্থিতির মধ্য দিয়ে হৈমন্তীর শেষ পরিণতি হয় মৃত্যু।
(ক) ‘কন্সর্ট’ শব্দের অর্থ কী?
(খ) ‘মামা বিবাহ-বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না।’-কেন?
(গ) উদ্দীপকের হৈমন্তী ও ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকের গৌরীশংকর বাবুর ভূমিকা শম্ভুনাথ বাবুর মতো হলে হৈমন্তীর পরিণতি ভিন্ন হতে পারতো-উদ্দীপক ও ‘অপরিচিতা’ গল্পের আলোকে বিশ্লেষণ কর।
০২। কেউ মালা, কেউ তসবি গলায়,
তাইতে কি জাত ভিন্ন বলায়,
যাওয়া কিংবা আসার বেলায়
জেতের চিহ্ন রয় কার রে।
(ক) ‘বিলাসী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(খ) মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দিয়েছিল কেন?
(গ) উদ্দীপকটি ‘বিলাসী’ গল্পের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
(ঘ) ‘উদ্দীপকটি ‘বিলাসী’ গল্পের খণ্ডাংশের প্রকাশ মাত্র।” মন্তব্যটি বিচার কর।
০৩। সক্রেটিস বিশ্বাস করতেন সত্য প্রজ্ঞার প্রথম ধাপ হলো “নিজেকে জানা”। কারণ আত্মকে জানার মাধ্যমেই গড়ে ওঠে ব্যক্তিত্ববোধ। আর যে জন এই সত্য-সুন্দরকে অন্তরে ধারণ করে, সংগ্রামে অবতীর্ণ হয়ে টিকিয়ে রাখে অস্তিত্ব, সে-ই পায় যথার্থ জীবনের সন্ধান।
(ক) কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেয়া হয়?
(খ) “ও রকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক-অনেক ভাল”- লেখক এ কথার মাধ্যমে কী বুঝিয়েছেন?
(গ) উদ্দীপকের সঙ্গে ‘আমার পথ’ প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা কর।
(ঘ) “নজরুলের অন্তর্নিহিত চিন্তাই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।” উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের আলোকে মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর। ৪
০৪। ১ম অংশ:
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।
২য় অংশঃ
যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লভি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
(ক) অনশন ধর্মঘট কী?
(খ) “জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়”- কেন এ কথা বলা হয়েছে?
(গ) উদ্দীপকের ১ম অংশ ‘বায়ান্নর দিনগুলো’ রচনার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের ২য় অংশ যেন ‘বায়ান্নর দিনগুলো’ রচনার অন্তর্নিহিত তাৎপর্যকেই ধারণ করছে” মন্তব্যটি মূল্যায়ন কর।
খ-বিভাগ: কবিতা (HSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১)
০৫। বসন্তের আগমনে প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়- গাছে গাছে নতুন পাতা গজায়। ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান; আমের মুকুলের মিষ্টি গন্ধে চারিদিক হয় মোহিত। শীতের রিক্ততা কাটিয়ে প্রকৃতি যেমন নবরূপ ধারণ করে, তেমনি মানব মনেও আসে পরিবর্তন। এ ঋতুতে বিরহী মন তাই প্রিয়জনের সান্নিধ্য খোঁজে; প্রিয়জনের স্মৃতি রোমন্থন করে; মন হয় আবেগ-আপ্লুত। কেননা, প্রকৃতির সঙ্গে মানবমনের রয়েছে ঘনিষ্ঠ যোগসূত্র।
(ক) মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে?
(খ) প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত এলেও কবির মন বিষণ্ণ কেন?
(গ) উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বর্ণিত প্রকৃতির রূপ বৈচিত্র্যের মধ্যকার সাদৃশ্য বর্ণনা কর।
(ঘ) প্রকৃতির সাথে মানবমনের সম্পর্ক উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে আলোচনা কর।
০৬। ১ম অংশঃ
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলই দাও,
তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
২য় অংশ:
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে।
(ক) ‘প্রতিদান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(খ) যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কেন?
(গ) উদ্দীপকের ১ম অংশে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
(ঘ) ‘প্রতিদান’ কবিতার কবির আকাঙ্ক্ষাই প্রতিধ্বনিত হয়েছে উদ্দীপকের ২য় অংশে।” তোমার মতের পক্ষে যুক্তি দাও।
০৭। উদ্দীপক-১: বাঙালির সংগ্রামী চেতনার বীজ অঙ্কুরিত হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। বাঙালির স্বাধিকার অর্জনের পরবর্তী সব আন্দোলন বায়ান্নর সে চেতনা থেকে প্রেরণা পেয়েছে।
উদ্দীপক-২: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা দেশমাতৃকার মুক্তির জন্য জীবন বিসর্জন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। তাঁদের আত্মত্যাগ আমাদেরকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে।
(ক) একুশের কৃষ্ণচূড়া আমাদের কীসের রং?
(খ) কমলবন তছনছ হওয়া বলতে কবি কী বুঝিয়েছেন?
(গ) উদ্দীপক-১ এ ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) “প্রেক্ষাপট ভিন্ন হলেও দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনায় উদ্দীপক-২ ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা একসূত্রে গাঁথা” মন্তব্যটি বিশ্লেষণ কর।
গ-বিভাগ: উপন্যাস (HSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১)
০৮। অত্যন্ত নাটকীয়তার সঙ্গে শিহরণ জাগানো রোমাঞ্চের আবহে জলিল মিয়া তার সর্বরোগের মহৌষধ, সকল আকাঙ্ক্ষা পূরণকারী অষ্টধাতুর আংটি বিক্রির বয়ান করতে থাকে বিভিন্ন গণপরিবহণে ঘুরে ঘুরে। যাত্রীদের অনেকেই জলিলের মন ভুলানো কথায় আংটি কেনে। যদিও জলিল মিয়া জানে এগুলো তামার তৈরি গুণহীন সাধারণ আংটি এবং মানুষজন এসব আংটি পরিধান করে কোনো উপকার পাবে না। তা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়েই এ পথ বেছে নিয়েছে সে।
(ক) ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ করেন কে?
(খ) ‘যেন বিশাল সূর্যোদয় হয়েছে’-কেন এ কথা বলা হয়েছে?
(গ) উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
(ঘ) “পৃথিবীতে দু’বেলা খেয়ে-পরে বাঁচার জন্য প্রতারণার আশ্রয় নেয় মানুষ”- ‘লালসালু’ উপন্যাস এবং উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
০৯।’হাজার বছর ধরে’ উপন্যাসে বর্ণিত টুনি চরিত্রটি কিশোরীসুলভ চপলতার প্রতীক। স্বামী ও সংসার সম্পর্কে সে ছিল একেবারেই অনভিজ্ঞ। সমবয়সিদের সাথে খেলাধুলা ও হাসি-তামাশা করতেই তার বেশি ভালো লাগত। এই চপলা-চঞ্চলা টুনিকেই বিয়ে করে ঘরে আনে ষাট বছরের বুড়ো মকবুল। তাদের বয়সের বিস্তর ব্যবধান থাকায় সাংসারিক সুখ তার কপালে জোটেনি।
(ক) ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?
(খ) শস্যের চেয়ে) এটুপি বেশি, ধর্মের আগাছা বেশি।। ‘এ বাক্য দ্বারা ঔপন্যাসিক কী বুঝিয়েছেন?
(গ) উদ্দীপকের টুনির সাথে ‘লালসালু’ উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? ব্যাখ্যা কর।
(ঘ) “সামান্য সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মকবুল মজিদের প্রতিনিধি হয়ে ওঠেনি।”- উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।
ঘ-বিভাগ: নাটক (HSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১)
১০।
এই পবিত্র বাংলাদেশ
বাঙালির-আমাদের।
দিয়া প্রহারেণ ধনঞ্জয়
তাড়াব আমরা, করি না ভয়
যত পরদেশি দস্যু ডাকাত
রামাদের গামাদের।
(ক) নবাব আলিবর্দির প্রকৃত নাম কী?
(খ) ‘অগ্নিগিরির মতো প্রচণ্ড গর্জনে ফেটে পড়ার জন্য তৈরি হচ্ছি’-কে, কেন এ উক্তি করে?
(গ) উদ্দীপকের ‘পরদেশি দস্যু’ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কাদেরকে নির্দেশ করছে? বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সম্পূর্ণ প্রতিফলন লক্ষ করা যায় কি? মতামতের পক্ষে যুক্তি দাও।
আরো পড়ুন:
- এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৪
- এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩
- এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২
১১। মুঘল সম্রাট বাবরের মৃত্যুর পর তার বড়ো ছেলে হুমায়ুন মাত্র বারো বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। কিন্তু সিংহাসনে বসার পরই নানা দিক থেকে ষড়যন্ত্র হতে থাকে। এমতাবস্থায় যুবক হুমায়ুন দোর্দণ্ড প্রতাপের সঙ্গে শাসনকার্য পরিচালনা করেন। তার অন্যান্য ভাইসহ আত্মীয় স্বজনের অসহযোগিতার পরও হুমায়ুন কৌশল অবলম্বন করে দৃঢ় হাতে সবকিছু ধরে রাখেন।
(ক) ‘সিরাজউদ্দৌলা’ নাটক মোট কয়টি দৃশ্যে রচিত?
(খ) নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিলেন কেন?
(গ) নবাব সিরাজউদ্দৌলার সাথে মুঘল সম্রাট হুমায়ুনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
(ঘ) “নবাব সিরাজউদ্দৌলা যদি উদ্দীপকের হুমায়ুনের মতো কৌশলী ও দৃঢ় হতেন তাহলে নবাবের পরিণতিও ভিন্ন হত।” উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের আলোকে মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
বহুনির্বাচনী অংশ (HSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১)
১. ‘তিলার্ধ’ শব্দটি দিয়ে ‘বিলাসী’ গল্পে বোঝানো হয়েছে-
i. তিল পরিমাণ সময়ের অর্ধ
ii. মুহূর্তমাত্র
iii. পরক্ষণেই
নিচের কোনটি সঠিক?
K. I s ii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii
২. জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কোনটি?
K. রাষ্ট্র
L. সরকার
N. পরিবার
M. সমাজ
৩. মজিদ আক্কাসের স্কুল স্থাপনের প্রচেষ্টাকে বানচাল করে দেয়, কারণ-
K. মজিদের প্রতিপত্তি কমে যাবে
L. মক্তব শিক্ষা ব্যাহত হবে
M. শিক্ষা অন্ধবিশ্বাস দূর করবে
N. ধর্মশিক্ষা হ্রাস পাবে
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও: স্বার্থপর ক্লডিয়াস রানির সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে।
৪. উদ্দীপকের রাজা হ্যামলেট ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
K. আলিবর্দি খাঁ
M. মোহনলাল
L. সিরাজ
N. মিরমর্দান
৫. উদ্দীপকের ক্লডিয়াস ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মিরজাফর উভয়ই-
i. ক্ষমতালোভী
ii. সুযোগসন্ধানী
iii. ব্যক্তিত্ববান
নিচের কোনটি সঠিক?
K. i s ii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
K. ১৯৫২ L. ১৯৫৫ M. ১৯৬৭০ N. ১৯৬৮
৭. “কোটরাগাত নিমীলিত সে চোখে একটুও কম্পন নেই”- ‘লালসালু’ উপন্যাসের উক্ত বাক্যে প্রকাশ পেয়েছে-
K. দৃষ্টির একাগ্রতা
L. অপরাধবোধ
M. মানসিক দৃঢ়তা
N. ধর্মান্ধতা
৮. ‘এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল’- ‘অপরিচিতা’ গল্পের এ বাক্যে ‘লক্ষ্মীর মঙ্গলঘাট’ দ্বারা বোঝানো হয়েছে-
i. ঐশ্বর্যের দেবীর ঐশ্বর্যের প্রতীক
ii. কল্যাণী দেবীর বংশলক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যে পূর্ণ ছিল
iii. লক্ষ্মীর মঙ্গলঘট স্থাপন করেন
নিচের কোনটি সঠিক?
K. i s ii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
খোকারা সব জেগে ওঠে আঁতকে ওঠে মা লড়াই লড়াই লড়াই শুরু- শহর পাড়া গাঁ বীরের মতো রুখে দাঁড়ায় বিজলি হয়ে ছোটে মারের চোটে বর্গিরা সব ধুলো কাদায় লোটে।
৯. উদ্দীপকের বর্গিরা ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোনটির সাথে সংগতিপূর্ণ?
K. ঘাতক
L. সংগ্রামী জনতা
M. শহিদ মুক্তিযোদ্ধা
N. শোষক
১০. উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার যে ভাবগত বৈশিষ্ট্য তুলে ধরে-
i. সংগ্রাম
ii. মিছিল
iii. মহামারি
নিচের কোনটি সঠিক?
K. i L. i g ii M. iii N. i, ii ও iii
১১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ফরাসিদের অধিকৃত একমাত্র দুর্গের নাম কী?
K. কাশিমবাজার
L. আলিনগর
M. ফোর্ট উইলিয়াম
N. চন্দননগর
১২.’অপরিচিতা’ গল্পে অনুপমের বর্ণনায় কল্যাণীকে কীভাবে মূল্যায়ন করা হয়েছে?
K. রজনিগন্ধার শুভ্রতায়
L. গোলাপের স্নিগ্ধতায়
M. মাধবীলতার শুভ্রতায়
N. নারীরূপের মরীচিকায়
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
১৩. উদ্দীপকের সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার বৈসাদৃশ্য হলো-
i. শব্দ ব্যবহারে
ii. ছন্দ ব্যবহারে
iii. চিত্রকলা ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
K. i s ii L. i ও iii M. ii ও iii N. i, ii ও iii
১৪. বৈসাদৃশ্য থাকলেও উভয়ের যোগসূত্র কোনটি?
K. ঐতিহ্য নির্মাণে
L. আত্ম স্বীকারোক্তিতে
M. জীবনের প্রকাশে
N. গভীরতা সঞ্চারে
১৫. কী করলে আত্মনির্ভরতা আসে?
K. নিজ সত্যকে মানলে চিনলে
L. আত্মাকে
M. অবিনয়ী হলে
N. ভুল স্বীকারের ক্ষমতা থাকলে
১৬.’আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করেছেন যেটির সঙ্গে, সেটি হলো-
i. কর্ণধার
ii. পথপ্রদর্শক
iii. কান্ডারি
নিচের কোনটি সঠিক?
K. iii L. i ও iii M. ii ও iii N. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
রোজগার করে কিছু উপার্জন করলেই মানিক দোকানে যায়। চা-সিগারেট খায়, আড্ডা দেয়, আবার বিপদগ্রস্ত মানুষকে দেখলে তাকে আরও বিপদে ফেলে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়।
১৭. উদ্দীপকের মানিক ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
K. কানাই
M. জগু
L. গোকুল
N. কৈলেশ
১৮. সাদৃশ্যপূর্ণ চরিত্রটির বৈশিষ্ট্য হচ্ছে তারা উভয়ই-
i. নেশাগ্রস্ত
ii. কৌশলী
iii. অমিতব্যয়ী
নিচের কোনটি সঠিক?
K. i L. i g ii M. i ও iii N. i, ii ও iii
১৯. ‘আঠারো বছর বয়স’ কবিতার তরুণরা স্বাধীনভাবে চলার ইচ্ছা পোষণ করে, কারণ তারা-
i. আত্মপ্রত্যয়ী
ii. স্বাধীনচেতা
iii. সংশয়হীন
নিচের কোনটি সঠিক?
K. i s ii L. i ও iii M. iii, ii N. i, ii ও iii
২০. ‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’-কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?
K. ইতিবাচক
M. বয়স
L. দুঃসাহস
N. তারুণ্য
২১.কবি ‘ছোটো খেত’ বলতে কী বুঝাতে চেয়েছেন?
K. আয়তনে ছোটো খেত
L. নদীর ছোটো চর
M. মানুষের জীবনপরিধি
N. অজানার দেশ
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও: আমি এখন রিক্ত শূন্য/মন পড়ে আছে তাহার জন্য।
২২. উদ্দীপকের ‘তার’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন বিষয়কে স্মরণ করায়?
K. ভক্ত
L. শীত
M. বসন্ত
N. সন্ন্যাসী
২৩. উদ্দীপকের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ভাবের মিল পাওয়া যায়?
i. রিক্ততার হাহাকার
ii. দুঃসহ বিষণ্ণতা
iii. উদাসীনতা
নিচের কোনটি সঠিক?
K. i s ii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii
২৪. ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন?
K. নিজেকে
L. মাঝিকে
M. নেতাকে
N. তরুণকে
২৫. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
K. ধূমকেতু
L. সমাচার দর্পণ
M. সবুজপত্র
N. সমকাল
২৬.’বিদ্রোহী’ কবিতার নত শিরের সঙ্গে কীসের সম্পর্ক রয়েছে?
K. বৃক্ষের
M. হিমাদ্রির
L. কবির
N. পাষাণের
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও: মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।
২৭. উদ্দীপকে মোরা ‘রেইনকোট’ গল্পটির যে চরিত্রগুলোকে উপস্থাপন করে-
i. নুরুল হুদা
ii. মিন্টু
iii. আবদুস সাত্তার মৃধা
নিচের কোনটি সঠিক?
K. i s ii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii
২৮. উদ্দীপকে ‘রেইনকোট’ মনোভাবটি প্রকাশ পেয়েছে? গল্পের কোন
K. উগ্র স্বাজাত্যবোধ
L. নির্মল দেশপ্রেম
M. স্বজনপ্রীতি
N. সাম্প্রদায়িক চেতনা
২৯. জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
K. ১৯৭৪ L. ১৯৭৫ M. ১৯৭৬০ N. ১৯৭৭
৩০. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’- পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
K. ক্ষমাশীলতা
L. মানবপ্রীতি
M. আন্তরিকতা
N. আত্মতুষ্টি
HSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট – ০১ (২০২৫) উত্তরপত্র ডাউনলোড করুন: