BCS ICT Question Bank PDF: Download BCS ICT Question Bank PDF with free MCQs, solutions, and practice materials. Enhance your BCS exam preparation with this resource.
BCS ICT Question Bank PDF
১। Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক – এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম।
২। নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম – Register.
৩। নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না – Size of ROM.
৪। নিচের কোনটি অক্টাল সংখ্যা (২৪)৮ এর সঠিক বাইনারি রূপ – (010 100)2
৫। ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে – WWW.
৬। গ্রাহকের চাহিদা অনুযায়ী, ইউটিলিটি-ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি Distributed Computing এর একটি দৃষ্টান্ত – Cloud Computing.
৭। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় – WAN.
৮। নিচের কোন প্রযুক্তি Face Recognition সিস্টেমে ব্যবহার করা হয় – Applied AΙ.
৯। নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত ‘MbPS’ এর পূর্ণরূপ কী – Megabits per second.
১০। এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয় – ফ্লাশ মেমোরি।
১১। নিচের কোনটি Spyware এর উদাহরণ – Key loggers.
১২। IPv4-এ নিচের কোনটি Google DNS Server এর IP Adders – 8.8.8.8
১৩। ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী – আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
১৪। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী – TCP/IP.
১৫। নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয় – Physical. ownership of servers.
১৬। একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN-এর একাধিক ডিভাইসকে একটি WAN-এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি – রাউটার।
১৮। Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক – এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম।
১৯। নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম – Register.
২০। নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না – Size of ROM.
২১। একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারে সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে – Graphical User Interface.
২২। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক – এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে।
২৩। নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় – Google.
২৪। Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায় – General Packet Radio Service.
২৫। বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় – Firewall.
২৬। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় – Safari.
২৭। নিচের কোনটি অক্টাল সংখ্যা (২৪)৮ এর সঠিক বাইনারি রূপ – (010 100)2
২৮। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক – এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে।
২৯। প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়- Phishing.
৩০। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার-এর কাজ কোনটি – তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ, রোগী পর্যবেক্ষণ।
৩১। নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট – NOR.
৩২। নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?- ৬৭
৩৩। অ্যামাজন-এর ক্লাউড প্লাটফর্ম কোনটি? – AWS.
৩৪। নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাকি করা হয়? – Ransomware.
৩৫। নিচের কোনটি System software নয়? – Mozilla Firefox.
৩৬। নিচের কোনটি Structured Query Language নয়? – Java.
৩৭। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname- কে IP Address-এ অনুবাদ করে – DNS Server.
৩৮। নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না? – CaaS.
৩৯। নিচের কোন Protocol-টি ইন্টারনেট তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে? – HTTPS.
৪০। Piconet কী? – Bluetooth Network.
৪১। এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়? – SMTP.
৪২। যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে—বলে।- Worms.
৪৩। GPU- এর পূর্ণরূপ কী – Graphics Processing Unit.
৪৪। নিচের কোনটি ALU- এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় – Register.
৪৫। DBMS- এর পূর্ণরূপ কী – Database Management System.
৪৬। ২ কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার – 11.
৪৭। (2FA)16 এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন -(1372)8।
৪৮। SCSI-এর পূর্ণরূপ কী? – Small Computer System Interface.
৪৯। নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে? – Touch Screen.
৫০। নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত? – ITU.
৫১। নিচের কোনটি Open Source Software? – Google Chrome.
৫২। নিচের কোনটি output device নয়? – Microphone.
৫৩। নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে? – URL.
৫৪। নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে? – Cloud Computing.
৫৫। Keyboard এবং CPU- এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়? – Simplex.
৫৬। Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে? – উপরের সবগুলো।
৫৭। নিচের কোনটি Open Source DBMS? – MySQL.
৫৮। DNS সার্ভারের কাজ হচ্ছে—কে address-এ পরিবর্তন করা – Domain name, IP.
৫৯। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়? – Modem.
৬০। নিচের কোনটি multi-tacking operating system নয়? – DOS
৬১। RFID বলতে বুঝায় – Radio Frequency Identification.
৬২। কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে – @
৬৩। নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয় – Oracle.
৬৪। নিচের কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম – Registers.
৬৫। Apache এক ধরনের – Web Server.
৬৬। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? – অবকাঠামোগত, প্লাটফর্মভিত্তিক, সফটওয়্যার।
৬৭। কোন নেটওয়ার্ক টপোলোজি তে হাব (hub) ব্যবহার করা হয়? – স্টার টপোলজি
৬৮। একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে – operating system.
৬৯। মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি – ওয়েব সার্ভার
৭০। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? – ১০-১০০ মিটার
৭১। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম – Queue.
৭২। নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়? – Oracle.
৭৩। নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত? – Round-robin.
৭৪। নিচের কোন প্রযুক্তি Face Recognition System -এর সহায়ক ভূমিকা পালন করে? – Applied Artificial Intelligence (AI).
৭৫। যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত? – Denial of Service.
৭৬। নিচের কোনটি Bluetooth-এর IEEE standard? – IEEE 802.15.
৭৭। ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি? – ৪৬
৭৮। যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে – Machine language.
৭৯। API মানে – Application Programming Interface.
৮০। যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম – NAND গেইট
৮১। নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? – Bluetooth.
৮২। নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট? – ০১১
৮৩। RFID বলতে বুঝায় – Radio Frequency Identification.
৮৪। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয়? – MICR.
৮৫। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে? – Compiler.
৮৬। নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? – Touch Screen.
৮৭। Social Networking Site- এ যোগাযোগ কোন media ব্যবহৃত হয়? – image/video, Audio, Text.
৮৮। Firewell কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়? – Unauthorized access.
৮৯। TV remote এর Carrier frequency-র range কত? – Infra-red range.
৯০। CPU কোন address generate করে? – Logical address.
৯১। H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? – VoIP.
৯২। 10101111 এর 1’s Complemenst কোনটি? – 01010000.
৯৩। কোন ধরনের bus ব্যবহৃত হয় না? – input-reader bus.
৯৪। Bluetooth কিসের উদাহরণ? – Personal Area Network.
৯৫। মোবাইল ফোনে কোন Mode এ যোগাযোগ হয়? – Full-duplex.
৯৬। Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল? – Round-robin.
৯৭। নিচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ? – 01010010(2)
৯৮। প্রথম Web browser কোনটি – Netscape Navigator.
৯৯। ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কী? – Firmware.
১০০। একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি – NAND.
১০১। কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? – MS DOS. DOS.
১০২। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? – উইকিপিডিয়া
১০৩। ক্লাইড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব-ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটার সেবা দেওয়া
১০৪। ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি – তারহীন সংযোগ
১০৫। কম্পিউটার সি.পি.ইউ (CPU)- এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? – এ.এল.ইউ (ALU).
১০৬। আই, ও, এস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? – অ্যাপেল
১০৭। Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত? – Queue.
১০৮। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নিদিষ্ট করা যায়? – ৬৫৫৩৬টি
১০৯। এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক? – এটির নির্মাতা গুগল, এটি লিনাক্স কার্নেল নির্ভর, এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি।
১১০। “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য? – NOR.
১১১। কোন সাইটিট কেনা-বেচার জন্য নয়? – google.com
১১২। কম্পিউটার নেটওয়ার্ক OST মডেমের স্তর কয়টি? – সঠিক উত্তর নেই
১১৩। কোন মাধ্যমে আলো পালস ব্যবহৃত হয়? – অপটিকাল ফাইবার
১১৪। ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি? – POP3.
১১৫। এক word বিট বিশিষ্ট হয়? – ৪.
১১৬। কোনটি অপারেটিং সিস্টেম নয় – С.
১১৭। IP-V6 এড্রেস কত বিটের? – ১২৮
১১৮। EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমরী ব্যবহার হতো? – ROM.
১১৯। TCP দিয়ে কোনটি বোঝানো হয়?- প্রোটোকল
১২০। নিচের কোন মেমোরীটি Non-volatile? – ROM.
১২১। নিচের কোনটি 3G Language নয়? – Machine Language.
১২২। নিচের কোন উক্তিটি সঠিক? – ১ কিলোবাইট=১০২৪ বাইট
১২৩। Wi MAX এর পূর্ণরূপ কি? – World wide interoperability Microwave Access.
১২৪। Boolean Algebra এর নিচের কোনটি সঠিক? – A+A=1
১২৫। কমিউনিকেশনের সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়? – দুই বা তার অধিক ভিন্ন নেটওয়ার্কের সংযুক্ত করার কাজে।
১২৬। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী? – Hard Disk
১২৭। ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৯৪ সালে
১২৮। ই-মেইল আদান-প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কী? – Simple Mail Transfer Protocol.
১২৯। Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে? – IEEE 802.11
১৩০। নিচের কোনটিতে সাধারণত ইনফ্রায়েড ডিভাইস ব্যবহার করা হয়? – TV রিমোর্ট কন্ট্রোল।
১৩১। 8086 কত বিটের মাইক্রো প্রসেসর? – 16.
১৩২। Mobile Phone- এর কোনটি input device নয়? – Power Supply.
১৩৩। নিচের কোনটি ডাটাবেজ Language? – Oracle.
১৩৪। Linkedln এর ক্ষেত্রে কোনটি সঠিক? – এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত, ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়।
১৩৫। কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র? – Input.
১৩৬। কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে? – সিলিকন।
১৩৭। নিচের কোনটি ছাড়া internet এ প্রবেশ করা সহজ নয়? – Web browser.
১৩৮। নিচের কোনটি স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম? – Windows Phone.
১৩৯। MICR এর পূর্ণরূপ কী? – Magnetic Ink Character Reader.
১৪০। সোস্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? – ২০০৬।
১৪১। Oracel Corporation এর প্রতিষ্ঠাতা কে? – Lawrence J.Ellison.
১৪২। Back up প্রোগ্রামে বলতে কী বোঝানো হয়? – নির্ধারিত ফাইল কপি করা।
১৪৩। একটি প্রষ্ঠিানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো – অর্থ সাশ্রয়, সময় সাশ্রয়, স্থানের সাশ্রয়।
১৪৪। কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনর পদ্ধতি কে কি বলে? – Read from.
১৪৫। নিচের কোনটি ডাটাবেস ল্যাংগুয়েজ? – Data Definition Language, Data Manipulation Language, Query Language.
১৪৬। মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? – ব্রডবেন্ড ইন্টারনেট সেবা।
১৪৭। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? – RAM.
১৪৮। পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা হয়? – Network.
BCS ICT Question Bank PDF Download (Update)