5 Types of Sentence Example

English Grammar Types of Sentence (বাক্য) Example

Advertisements

5 Types of Sentence Example pdf: বিভিন্ন প্রতিযোগীতামূলক পরিক্ষায় 5 kinds of sentences থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এখানে 5 kinds of sentences with examples সুন্দর করে আলোচনা করা হয়েছে। এগুলো পিডিএফ ডাউনলোড করে অফলাইনেও পড়তে পারবে।তাহলে চলো, শুরু করি।


5 Types of Sentence Example

English Grammar শেখার জন্য শুরু করতে হবে একদম বাক্য দিয়েই। কীভাবে একটি sentence তৈরি হয়, বিভিন্ন ধরণের sentence কীভাবে চেনা যায়- এই সবগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে।

Sentence: যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা কোন বিষয়ের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত হয়, তাকে Sentence বা বাক্য বলা হয়। যেমন:

We go to school everyday. এখানে We- কর্তা/Subject এবং go- ক্রিয়া/Verb

Advertisements

Sentence কে অর্থ ও গঠনের উপর ভিত্তি করে আমরা দুইটি শ্রেণিবিভাগ করতে পারি:

অর্থ অনুসারে বাক্য ৫ প্রকারঃ Types of Sentence

1. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)

2. Interrogative Sentence (প্রশ্নসূচক বাক্য)

3. Imperative Sentence (আদেশ-অনুরোধ সূচক বাক্য)

4. Optative Sentence (ইচ্ছা-প্রার্থনাসূচক বাক্য)

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)


Read More:


1. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য): কোন সাধারণ বিবৃতি বা বক্তব্যকে assertive sentence বলে।

Structure: Subject+ verb+ object/complement/adverb.

Example: We love cricket.

আবার Assertive Sentence দুই প্রকার:

  • Affirmative Sentence (হ্যাঁ-বোধক বাক্য)
  • Negative Sentence (না-বোধক বাক্য)

(i) Affirmative Sentence: হ্যাঁ-বোধক বাক্যকে Affirmative Sentence বলা হয়।

    Examples: The bus is moving slowly.

    I have completed my work for the day.

(ii) Negative Sentence: না-বোধক বাক্যকে Negative Sentence বলা হয়।

   Examples: The bus is not moving fast enough.

   I have not completed my assigned tasks.

2. Interrogative Sentence (প্রশ্নসূচক বাক্য): যদি কোন বাক্যে কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাকে Interrogative Sentence বলে। এটি সবসময় প্রশ্নবোধক চিহ্ন দ্বারা শেষ হয়।

Example: Has he gone to school today?

Structures:

(i) Auxiliary verb (A.V) + Subject+ main verb+ object + extension+ question mark(?)

Examples: Did you complete your homework?

Was he writing a letter?

(ii) Wh. Question+ A.V.+ subject+ main verb + object + extension + question mark(?)

Examples: Where did you meet him?

Why haven’t you completed your assignment?

3. Imperative Sentence (আদেশসূচক বাক্য): যে বাক্য দ্বারা কোন কিছুর আদেশ, নিষেধ, উপদেশ, পরামর্শ, অনুরোধ ইত্যাদি বুঝায় তাকে Imperative Sentence বলে।

Structure:

Subject (invisible) + main verb + object + extension.

Examples: Do your homework. Go to school. Be honest.

4. Optative Sentence (প্রার্থনাসূচক বাক্য): যে বাক্য দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি বুঝায়, তাকে Optative Sentence বলে।

Structure:

May + Assertive.

Examples: May you live long.

Long live our prime minister. (অনেক সময় may উহ্য থাকে)

গঠন অনুসারে বাক্য আবার ৩ প্রকারঃ Types of Sentence

1. Simple Sentence (সরল বাক্য)

2. Complex Sentence (জটিল বাক্য)

3. Compound Sentence (যৌগিক বাক্য)

তবে তার আগে আমাদের clause চিনে নিতে হবে

Clauses

একটি Subject ও একটি Finite verb সহ যে শব্দগুচ্ছ একটি Sentence গঠন করে বা এর একটি অংশ হিসেবে বাক্যে ব্যবহৃত হয় ও একটি অর্থ প্রকাশ করে, সেগুলোকে Clause বলা হয়।

Clause 3 প্রকারঃ

1. Principle Clause

2. Subordinate Clause

3. Co-ordinate Clause

1. Principle Clause: একটি Subject ও একটি finite verb সহ যে Clause স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, সেটি Principle Clause হয়। একে Independent Clause ও বলা হয়।

2. Subordinate Clause: একটি Subject ও একটি finite verb থাকার পরেও যে Clause স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারেনা, সেটি Subordinate/Dependent Clause হয়।

Example:

I went to my office as I had to work that day.

এখানে I went to my office কে আলাদা করলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু as I had to work that day কে আলাদা করলে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারেনা, কারন তা পূর্বের Clause টির উপর নির্ভরশীল।

3. Coordinate Clause: Co-ordinating conjunction দ্বারা একই জাতীয় clause যুক্ত হলে তখন তাকে Coordinate Clause বলে।

Example:

Jowel goes to school and he plays cricket.

গঠন অনুসারে ৩ প্রকার বাক্য: Types of Sentence

1.Simple Sentence (সরল বাক্য): যে বাক্যে একটি subject এবং একটি finite verb থাকে, তাকে simple sentence বলে।

Structure:

Subject+ finite verb+ extension

Examples:

We have eaten lunch. He went to school.

2. Complex Sentence (জটিল বাক্য): Sub-ordinating conjunction দ্বারা একটি principal clause, এক বা একাধিক subordinate clause যুক্ত হলে, তাকে complex sentence বলে।

Subordinate clause beginner conjunctions: where, while, who, which, how, if, whether, as, since, because, although, so that, be-fore, after, unless, till, until, whatever, wherever, whoever, when-ever etc.

Examples: If you go on the trip, I will not accompany you. I went to the shop as I needed some groceries.

3. Compound Sentence (যৌগিক বাক্য): যে বাক্য একাধিক principal clause এর সমন্বয়ে গঠিত থাকে এবং principal clause গুলো ‘co-ordinating con-junction’ দ্বারা সংযুক্ত থাকে, তাকে compound sentence বলে।

Coordinating Conjunctions: and, or, but, nor, for, also, however, moreover, else, still, as well as, otherwise, yet, either….or, nei-ther……nor etc.

Examples: The man is rich but he is dishonest.

I have reached the venue and it is very crowded.

Practice Questions (Types of Sentence)

1. A sentence must have a—–

ক. group of words

খ. statement

গ. description

ঘ. subject finite verb

2. A subject means—–

ক. the agent of a sentence

খ. the preceding of the adjective

গ. the modifier of the sentence

ঘ. the syntax of the sentence

3. The boy has a book. What kind of sentence it is—–?

ক. assertive

খ. negative

গ. optative

ঘ. Imperative

4. Which one is Imperative sentence?

ক. I shall go.

খ. You did it.

গ. Go home.

ঘ. She is eating.

5. An optative sentence—-

ক. asks question

খ. expresses prayer

গ. expresses joy, sorrow

ঘ. expresses sudden feeling

6. Which one of the following is a complex sentence?

ক. Some students like to study in the morning.

খ. I hate running, but like walking.

গ. They are studying because they have a test in the afternoon.

ঘ. Too many cooks spoil the broth.

7. What type of sentence is ” If I knew this before!”

ক. assertive

খ. optative

গ. imperative

ঘ. exclamatory

8. A sentence is a—–

ক. group of words

খ. collection of words

গ. part of paragraph

ঘ. group of words that makes a complete sense

9. A sentence is a group of words that expresses a complete–

ক. thought

খ. paragraph

গ. predicate

ঘ. Fragment

10. Which conjunction is used to make a complex sentence?

ক. complex conjunction

খ. co-ordinating conjunction

গ. sub-ordinating

ঘ. non-ordinating conjunction


English Grammar Types of Sentence (বাক্য) Example | 5 Types of Sentence Example pdf lecture sheet download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top