৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি ও নামের তালিকা: মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশের সর্বোচ্চ পদক বীরশ্রেষ্ঠ। লাখো শহিদের মধ্য থেকে সাতজন ভূষিত হন বীরশ্রেষ্ঠ খেতাবে। যুদ্ধের ময়দানে সাতজন বীরশ্রেষ্ঠ দেশকে স্বাধীন করতে দেখিয়েছেন অতুলনীয় সাহস, উৎসর্গ করেছেন নিজেদের প্রাণ। নিচে দেওয়া ৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি ও নামের তালিকা কারেন্ট অ্যাফেয়ার্স (মার্চ ২০২৫ ) থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে চলো, শুরু করি।
৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি ও নামের তালিকা
১। মহিউদ্দিন জাহাঙ্গীর (Mohiuddin Jahangir)
• জন্ম: ৭ মার্চ ১৯৪৯
• জন্মস্থান: গ্রাম- রহিমগঞ্জ, ইউনিয়ন আগরপুর, উপজেলা বাবুগঞ্জ, জেলা বরিশাল
• পিতা: আব্দুল মোতালেব হাওলাদার
• মাতা: মোসাম্মাৎ সাফিয়া বেগম
• কর্মস্থল: সেনাবাহিনী (যোগদান ১৯৬৭ সালে)
• পদবী: ক্যাপ্টেন
• যুদ্ধের সেক্টর: ৭নং (চাঁপাইনবাবগঞ্জ)
• মৃত্যু: ১৪ ডিসেম্বর ১৯৭১
• মৃত্যুর স্থান: রেহায়চর, চাঁপাইনবাবগঞ্জন
• সমাধিস্থল: ছোট সোনা মসজিদ, ইউনিয়ন শাহবাজপুর, উপজেলা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ।
২। মোহাম্মদ হামিদুর রহমান (Mohammad Hamidur Rahman)
• জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৫৩
• জন্মস্থান: গ্রাম- খোদ্দ-খালিশপুর, ইউনিয়ন এসবিকে, উপজেলা মহেশপুর, জেলা ঝিনাইদহ
• পিতা : আক্কাস আলী মন্ডল
• মাতা : মোসাম্মাৎ কায়েদুননেসা
• কর্মস্থল : সেনাবাহিনী (যোগদান ২ ফেব্রুয়ারি ১৯৭১)
• পদবী: সিপাহী
• যুদ্ধের সেক্টর: ৪ নং (মৌলভীবাজার)
• মৃত্যু: ২৮ অক্টোবর ১৯৭১
• মৃত্যুর স্থান: ধলই চা বাগান, ইউনিয়ন মাধবপুর, উপজেলা কমলগঞ্জ, জেলা মৌলভীবাজার।
৩। মোহাম্মদ মোস্তফা কামাল (Mohammad Mostafa Kamal)
• জন্ম: ১৬ ডিসেম্বর ১৯৪৭
• জন্মস্থান: গ্রাম পশ্চিম হাজীপুর, ইউনিয়ন হাজীপুর, উপজেলা দৌলতখান, জেলা ভোলা
• পিতা: হাবিলদার মো. হাবিবুর রহমান (অব.)
• মাতা: মালেকা খাতুন স্ত্রী: পিয়ারা বেগম
• কর্মস্থল: সেনাবাহিনী (যোগদান ১৬ ডিসেম্বর ১৯৬৭)
• পদবী: সিপাহী
• যুদ্ধের সেক্টর: ২নং (ব্রাহ্মণবাড়িয়া)
• মৃত্যু: ১৮ এপ্রিল ১৯৭১
• সমাধিস্থল: গ্রাম দরুইন, ইউনিয়ন মোগড়া, আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
৪। মোহাম্মদ রুহুল আমিন (Mohammad Ruhul Amin)
• জন্ম: ১৯৩৫
• জন্মস্থান: গ্রাম বাঘপাঁচড়া, ইউনিয়ন দেওটি, উপজেলা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী
• পিতা: মোহাম্মদ আজহার পাটোয়ারি
• মাতা: জোলেখা খাতুন
• কর্মস্থল: নৌবাহিনী (যোগদান ১৯৫৩ সালে)
• পদবী: ইঞ্জিনরুম আর্টিফিসার
• যুদ্ধের সেক্টর: ১০নং (নৌবাহিনী)
• মৃত্যু: ১০ ডিসেম্বর ১৯৭১
• মৃত্যুর স্থান: রূপসা, খুলনা (রূপসা হা নদীতে)
• সমাধিস্থল: বাগমারা, রূপসা, জেলা খুলনা।
৫। মতিউর রহমান (Matiur Rahman)
• জন্ম: ২৯ অক্টোবর ১৯৪১
• জন্মস্থান: ১০৯ আগা সাদেক রোড, ঢাকা
• পৈতৃক নিবাস: গ্রাম রামনগর, ইউনিয়ন মুছাপুর, উপজেলা রায়পুরা, জেলা নরসিংদী
• পিতা: মৌলভী আবদুস সামাদ
• মাতা: সৈয়দা মোবারকুন্নেসা খাতুন
• কর্মস্থল: বিমানবাহিনী (যোগদান ১৯৬১ সালে)
• পদবী: ফ্লাইট লেফটেন্যান্ট
• মৃত্যু: ২০ আগস্ট ১৯৭১
• মৃত্যুর স্থান: পাকিস্তানের সিন্ধু প্রদেশের থাট্টা জেলার বেদিনে।
- ২০ আগস্ট ১৯৭১ মতিউর রহমান করাচির মাশরুর বিমানঘাঁটিতে বেলা ১১টা ১৫ মিনিটে টি-৩৩ প্রশিক্ষণ বিমান ছিনতাই করে।
৬। মুন্সি আব্দুর রউফ (Munshi Abdur Rouf)
• ডাকনাম: রব
• জন্ম: ৮ মে ১৯৪৩
• জন্মস্থান: গ্রাম সালামতপুর, ইউনিয়ন কামারখালী, উপজেলা মধুখালী, জেলা ফরিদপুর
• পিতা: মুন্সি মেহেদি হাসান
• মাতা: মুকিদুন্নেসা
• কর্মস্থল: পূর্ব পাকিস্তান রাইফেলস (EPR) (যোগদান ৮ মে ১৯৬৩)
• EPR নম্বর: ১৩১৮৭
• পদবী: ল্যান্স নায়েক
• যুদ্ধের সেক্টর: ১ নং (রাঙ্গামাটি)
• মৃত্যু: ২০ এপ্রিল ১৯৭১ মতান্তরে ৮ এপ্রিল ১৯৭১
• সমাধিস্থল: বুড়িঘাট, উপজেলা নানিয়ারচর, রাঙ্গামাটি।
৭। নূর মোহাম্মদ শেখ (Nur Mohammad Sheikh)
• জন্ম: ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬
• জন্মস্থান : গ্রাম মহিষখোলা, ইউনিয়ন চন্ডিবরপুর, নড়াইল সদর, নড়াইল
• পিতা: মোহাম্মদ আমানত শেখ
• মাতা: জেন্নাতুন্নেসা মতান্তরে জেন্নাতা খানম
• কর্মস্থল: পূর্ব পাকিস্তান রাইফেলস (EPR) (যোগদান ২৬ ফেব্রুয়ারি ১৯৫৯)
• পদবী: ল্যান্স নায়েক
• যুদ্ধের সেক্টর: ৮ নং (যশোর)
• মৃত্যু: ৫ সেপ্টেম্বর ১৯৭১
• মৃত্যুর স্থান: গ্রাম গোয়ালহাটি, ইউনিয়ন গঙ্গানন্দপুর, উপজেলা ঝিকরগাছা, জেলা যশোর
• সমাধিস্থল: গ্রাম কাশিপুর, ইউনিয়ন ডিহি, উপজেলা শার্শা, জেলা যশোর।
- ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ শেষে তিনি ‘তকমা-ই-জং’ ও ‘সিতারা-ই-হারব’ মেডেল লাভ করেন।
জানা-অজানা তথ্য (৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি)
১। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ
২। বীরশ্রেষ্ঠ খেতাব আনুষ্ঠানিকভাবে ঘোঘিত হয় ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে
৩। বীরশ্রেষ্ঠ ৭জন প্রত্যেকেই মুক্তিযোদ্ধে শহিদ হন।
৪। বয়োজ্যেষ্ঠ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন
৫। সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান
৬। প্রথম শহিদ হন মোহাম্মদ মোস্তফা কামাল
৭। সর্বশেষ শহিদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি: পদবী, জীবনী ও নামের তালিকা | ৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি ও নামের তালিকা পিডিএফ ডাউনলোড কর।