সমাস MCQ PDF : বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ 50 টি সমাস MCQ PDF। বিসিএস, ভর্তি পরীক্ষা ও যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক।
সমাস MCQ PDF (Update)
১. সমাস প্রধানত কত প্রকার?
ক. ৪ প্রকার
খ. ৮ প্রকার
গ. ৬ প্রকার
ঘ. ১০ প্রকার
উত্তরঃ গ (৬ প্রকার)
২. কোন সমাসে উভয় পদের অর্থই প্রধান থাকে?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. প্রাদি সমাস
উত্তরঃ ক (দ্বন্দ্ব)
৩. পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থপ্রাধান্যের ভিত্তিতে কোন সমাস গঠিত হয়?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. দ্বিগু
ঘ. তৎপুরুষ
উত্তরঃ ক (দ্বন্দ্ব)
৪. দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য কেমন থাকে?
ক. পূর্বপদের অর্থ প্রাধান্য পায়
খ. পরপদের অর্থ প্রাধান্য পায়
গ. উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ (উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে
৫. যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে কোন সমাস বলে?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. দ্বিগু
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ক (কর্মধারয়)
৬. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. উভয় পদ
ঘ. অন্য পদ
উত্তরঃ খ (পরপদ)
৭. দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. উভয়পদ
ঘ. অন্যপদ
উত্তরঃ খ (পরপদ)
৮. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে?
ক. কর্মধারয় সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. দ্বিগু সমাস
উত্তরঃ খ (তৎপুরুষ সমাস)
৯. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? (সমাস MCQ PDF)
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. অন্য পদ
ঘ. উভয় পদ
উত্তরঃ খ (পরপদ)
১০. অব্যয়ীভাব সমাসে ‘অব্যয়’ পদের অর্থ কেমন থাকে?
ক. পরিবর্তিত হয়
খ. প্রধান থাকে
গ. সংকুচিত হয়
ঘ. বৃদ্ধি ঘটে
উত্তরঃ খ (প্রধান থাকে)
১১. ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক. সংশ্লেষণ
খ. বিশ্লেষণ
গ. সংক্ষেপণ
ঘ. সংযোজন
উত্তরঃ গ (সংক্ষেপণ)
১২. পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কী?
ক. সন্ধি
খ. প্রত্যয়
গ. সমাস
ঘ. পুরুষ
উত্তরঃ গ (সমাস)
১৩. সমাস নিষ্পন্ন পদটির নাম কী?
ক. সমস্যমান
খ. সমস্তপদ
গ. ব্যাসবাক্য
ঘ. বিগ্রহ বাক্য
উত্তরঃ খ (সমস্তপদ)
১৪. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
ক. উত্তর পদ
খ. পরপদ
গ. দক্ষিণ পদ
ঘ. ক ও খ দুটিই
উত্তরঃ ঘ (ক ও খ দুটিই)
১৫. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. বিগ্রহবাক্য
ঘ. জটিল বাক্য
উত্তরঃ গ (বিগ্রহবাক্য)
১৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
ক. ব্যাসবাক্য
খ. সমস্যমান পদ
গ. সমাসবাক্য
ঘ. সমস্তপদ
উত্তরঃ খ (সমস্যমান পদ)
১৭. সমাস ভাষাকে কীভাবে প্রভাবিত করে?
ক. সংকোচন করে
খ. সংক্ষেপ করে
গ. অর্থবোধক করে
ঘ. বিস্তৃত করে
উত্তরঃ খ (সংক্ষেপ করে)
১৮. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? (সমাস MCQ PDF)
ক. আরবি
খ. ফারসি
গ. ইংরেজি
ঘ. সংস্কৃত
উত্তরঃ ঘ (সংস্কৃত)
১৯. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?
ক. প্রথম পদে
খ. শেষ পদে
গ. সর্বনাম পদে
ঘ. বিশেষ্য পদে
উত্তরঃ ঘ (বিশেষ্য পদে)
২০. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
ক. গাছপাকা
খ. বিদ্যালয়
গ. সিংহাসন
ঘ. দিলদরিয়া
উত্তরঃ খ (বিদ্যালয়)
২১. পূর্বপদ প্রধান সমাস কোনটি?
ক. দ্বন্দ্ব
খ. অব্যয়ীভাব
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ (অব্যয়ীভাব)
২২. ‘দ্বন্দ্ব’ বলতে কী বোঝায়?
ক. জোড়া
খ. দুই
গ. আগুনে পোড়া
ঘ. সংগ্রাম
উত্তরঃ ক (জোড়া)
২৩. সমাস সাধিত পদ কোনটি?
ক. চাষী
খ. মানব
গ. দম্পতি
ঘ. বোনাই
উত্তরঃ গ (দম্পতি)
২৪. ‘দম্পতি’ শব্দটি কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. দ্বিগু সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ ক (দ্বন্দ্ব সমাস)
২৫. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. দম্পতি
খ. মহাবীর
গ. নিটোল
ঘ. প্রতিদিন
উত্তরঃ ক (দম্পতি)
২৬. ‘জায়া ও পতি’ সমাস করলে কী হয়?
ক. স্বামী-স্ত্রী
খ. পতি-পত্নী
গ. দম্পতি
ঘ. জায়া-পতি
উত্তরঃ গ (দম্পতি)
২৭. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. দ্বিগু
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ ঘ (দ্বন্দ্ব)
২৮. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. অন্যায়
খ. অনাসক্ত
গ. আমরণ
ঘ. অহিনকুল
উত্তরঃ ঘ (অহিনকুল)
২৯. ‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
ক. সাধারণ দ্বন্দ্ব
খ. অলুক দ্বন্দ্ব
গ. একশেষ দ্বন্দ্ব
ঘ. সমার্থক দ্বন্দ্ব
উত্তরঃ ক (সাধারণ দ্বন্দ্ব)
৩০. ‘গমনাগমন’ শব্দটি কোন সমাস?
ক. দ্বিগু
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. দ্বন্দ্ব
ঘ. তৃতীয়া তৎপুরুষ
উত্তরঃ গ (দ্বন্দ্ব)
৩১. ‘ঘর-দুয়ার’ কোন ধরনের সমাসবদ্ধ পদ?
ক. দ্বিগু সমাস
খ. সমার্থক দ্বন্দ্ব সমাস
গ. কর্মধারয়
ঘ. মিলনার্থক দ্বন্দ্ব
উত্তরঃ খ (সমার্থক দ্বন্দ্ব সমাস)
আরো পড়ুন:
দ্বিরুক্ত শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী?
বাক্য কাকে বলে? কত প্রকার ও কি কি?
গুরুত্বপূর্ণ বাংলা সমার্থক শব্দ ভান্ডার
৩২. কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?
ক. ঘরে-বাইরে
খ. ঘর-বাড়ি
গ. ভাই-বোন
ঘ. আমরা
উত্তরঃ ক (ঘরে-বাইরে)
৩৩. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
ক. কাগজ ও পত্র = কাগজ পত্র
খ. সাপে ও নেউলে = সাপে নেউলে
গ. কাগজ ও কলম = কাগজ-কলম
ঘ. যাকে ও তাকে = যাকে তাকে
উত্তরঃ ঘ (যাকে ও তাকে = যাকে তাকে)
৩৪. ‘কোলে ও পিঠে = কোলেপিঠে’ এটি কোন প্রকার সমাস?
ক. সমার্থক
খ. বহুপদী দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. অলুক দ্বন্দ্ব
উত্তরঃ ঘ (অলুক দ্বন্দ্ব)
৩৫. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
ক. দুধে-ভাতে
খ. মাতা-পিতা
গ. কম-বেশি
ঘ. সাত-পাঁচ
উত্তরঃ ক (দুধে-ভাতে)
৩৬. ‘দুধে-ভাতে’ কোন সমাসের উদাহরণ?
ক. অলুক তৎপুরুষ
খ. অলুক দ্বন্দ্ব
গ. সমার্থক দ্বন্দ্ব
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ (অলুক দ্বন্দ্ব)
৩৭. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
ক. মায়ে-ঝিয়ে
খ. ভাইবোন
গ. ঘরবাড়ি
ঘ. দম্পতি
উত্তরঃ ক (মায়ে-ঝিয়ে)
৩৮. দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাস কোনটি? (সমাস MCQ PDF)
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ঘ (বহুব্রীহি)
৩৯. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?
ক. ছাইভস্ম
খ. সাজসজ্জা
গ. গোলাগুলি
ঘ. লেনদেন
উত্তরঃ গ (গোলাগুলি)
৪০. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
ক. দ্বন্দ্ব সমাস
খ. কর্মধারয় সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. বহুব্রীহি সমাস
উত্তরঃ খ (কর্মধারয় সমাস)
৪১. ‘জমা-খরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. জমা ও খরচ
খ. জমাকে খরচ
গ. জমা থেকে খরচ
ঘ. জমার খরচ
উত্তরঃ ক (জমা ও খরচ)
৪২. পথে ও প্রান্তরে = পথে-প্রান্তরে- এটি কোন সমাস?
ক. দ্বিগু
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. কর্মধারয়
উত্তরঃ খ (দ্বন্দ্ব)
৪৩. দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ কোনটি?
ক. ঘি-ভাত
খ. নদী-নালা
গ. ভব-নদী
ঘ. কাঁচা-মিঠা
উত্তরঃ খ (নদী-নালা)
৪৪. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. সিংহাসন
খ. ভাই-বোন
গ. কানাকানি
ঘ. গাছপাকা
উত্তরঃ খ (ভাই-বোন)
৪৫. ‘আলোছায়া’ পদটি কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ ক (দ্বন্দ্ব সমাস)
৪৬. বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত?
ক. রবি-শশী
খ. অহি-নকুল
গ. খাওয়া-পরা
ঘ. ধনী-দরিদ্র
উত্তরঃ ঘ (ধনী-দরিদ্র)
৪৭. বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত?
ক. ভাই-বোন
খ. ধন-দৌলত
গ. আয়-ব্যয়
ঘ. দা-কুমড়া
উত্তরঃ গ (আয়-ব্যয়)
৪৮. কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. মধুকণ্ঠি
খ. রাতকানা
গ. গোমড়ামুখো
ঘ. হাট-বাজার
উত্তরঃ ঘ (হাট-বাজার)
৪৯. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব?
ক. মিলনার্থে
খ. সমার্থে
গ. বিপরীতার্থে
ঘ. বিয়োগার্থে
উত্তরঃ খ (সমার্থে)
৫০. কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. কোকিলকণ্ঠী
খ. রাতজাগা
গ. হাটেবাজারে
ঘ. মেনিমুখো
উত্তরঃ গ (হাটেবাজারে)
বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ 30 টি MCQ | সমাস MCQ PDF Download