ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস

ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস (১৭৫৭ – ১৯৪৭ খ্রিঃ)

Advertisements

ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস: ঔপনিবেশিক শাসনের সময় বাংলার ইতিহাসে ঘটে নানা গুরুত্বপূর্ণ ঘটনা—ইউরোপীয় আগমন, ব্রিটিশ শাসন, যুদ্ধ, প্রশাসনিক পরিবর্তন ও সংস্কার। এই অংশে ঐতিহাসিক প্রশ্নোত্তরের মাধ্যমে উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের ধারা সহজভাবে তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য।


ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস

১। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায়?

উত্তর: মায়ানমারে।

২। নবাব আবদুল গনি আহসান মঞ্জিল কত সালে প্রতিষ্ঠা করেন?

Advertisements

উত্তর: ১৮৭২ সালে।

৩। কার্জন হলের ভিত্তিপ্রস্তর কবে এবং কে স্থাপন করেন?

উত্তর: ১৪ ফেব্রুয়ারি ১৯০৪ সালে, লর্ড কার্জন।

৪। ঢাকা পৌরসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৬৪ সালে।

৫। বাহাদুর শাহ পার্কের পূর্বনাম কী ছিল?

উত্তর: ভিক্টোরিয়া পার্ক।

৬। কোন দেশের মানুষকে ওলন্দাজ বলা হয়?

উত্তর: হল্যান্ড (নেদারল্যান্ডস)।

৭। উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

উত্তর: লর্ড মাউন্টব্যাটন।

৮। ইউরোপীয় বণিকদের মধ্যে কে প্রথম বাংলায় আসে?

উত্তর: পর্তুগিজরা।

৯। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: জন চার্নক।

১০। ইংরেজরা কবে বাংলা আক্রমণ করে?

উত্তর: ১৬৮৬ সালে।

১১। নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দখল করেন কবে?

উত্তর: ২০ জুন, ১৭৫৬ সালে।

১২। নবাব আলীবর্দী খানের মৃত্যু কবে হয়?

উত্তর: ১৭৫৬ সালে।

১৩। ইংরেজরা কলকাতা কবে পুনরুদ্ধার করে?

উত্তর: ২ জানুয়ারি, ১৭৫৭ সালে।

১৪। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?

উত্তর: ২৩ জুন, ১৭৫৭।

১৫। নবাব সিরাজউদ্দৌলার জন্ম সাল কত?

উত্তর: ১৭৩৩ খ্রিষ্টাব্দ।

ঔপনিবেশিক শাসন

১৬। মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৭৬৪ সালে।

১৭। উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

উত্তর: লর্ড ক্লাইভ।

১৮। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড ক্লাইভ।

১৯। দ্বৈত শাসন চালু হয় কবে?

উত্তর: ১৭৬৫ সালে।

২০। এই ব্যবস্থায় শাসন কর্তৃত্ব ছিল কার ওপর?

উত্তর: নবাবের ওপর।

২১। রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল কার ওপর?

উত্তর: ইংরেজদের ওপর (প্রতিনিধিত্বে লর্ড ক্লাইভ)।

২২। দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

২৩। নিলামসূত্রে জমি বন্দোবস্তের প্রথা কে চালু করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

২৪। ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?

উত্তর: ১৭৭২ সালে।

২৫। চিরস্থায়ী বন্দোবস্ত কে ও কবে চালু করেন?

উত্তর: লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ সালে।

২৬। ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল?

উত্তর: ১১৭৬ বঙ্গাব্দ / ১৭৭০ খ্রিষ্টাব্দ।

২৭। পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল?

উত্তর: ১৩৫০ বঙ্গাব্দ / ১৯৪৩ খ্রিষ্টাব্দ।

২৮। ‘অন্ধ কূপ হত্যাকাণ্ড’ কবে ঘটে?

উত্তর: ১৭৫৬ সালে।

২৯। বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন কে?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩০। কলকাতা শহর প্রতিষ্ঠিত হয় কবে? (ঔপনিবেশিক শাসন)

উত্তর: ১৬৯০ সালে।

৩১। ‘বর্গী’ নামে কারা পরিচিত ছিল?

উত্তর: মারাঠারা।

৩২। মীর কাশিম রাজধানী কোথায় স্থানান্তর করেন?

উত্তর: মুঙ্গেরে।

৩৩। মীর কাশিম ও ইংরেজদের যুদ্ধ কোথায় হয়?

উত্তর: বক্সারে।

৩৪। বক্সারের যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৭৬৪ সালে।

৩৫। ‘রেগুলেটিং অ্যাক্ট’ কবে পাশ হয়?

উত্তর: ১৭৭৩ সালে।

৩৬। প্রথম রাজস্ব বোর্ড কে গঠন করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩৭। ‘পাঁচশালা বন্দোবস্ত’ কে চালু করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩৮। প্রথম কাগজের মুদ্রা কে চালু করেন?

উত্তর: লর্ড ক্যানিং।

৩৯। সিপাহী বিদ্রোহ কবে ও কোথায় সংঘটিত হয়?

উত্তর: ৯ মার্চ, ১৮৫৭, ব্যারাকপুর, বঙ্গদেশ।

৪০। সিপাহী বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফর কোথায় নির্বাসিত হন?

উত্তর: মায়ানমারে।

৪১। আদালতে দেশীয় ভাষার প্রচলন করেন কে?

উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

৪২। সতীদাহ প্রথা কে ও কবে বিলুপ্ত করেন?

উত্তর: লর্ড বেন্টিঙ্ক, ১৮২৯ সালে।

ঔপনিবেশিক শাসন

৪৩। ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন?

উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

৪৪। বিধবা বিবাহ আইন কে ও কবে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড ক্যানিং, ১৮৫৬ সালে।

৪৫। প্রথম রেল যোগাযোগ চালু করেন কে ও কবে?

উত্তর: লর্ড ডালহৌসি, ১৮৫৩ সালে।

৪৬। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কে বাংলায় আসে?

উত্তর: পর্তুগীজরা।

৪৭। ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আগমন করেন কোন সালে?

উত্তর: ১৪৯৮ সালে।

৪৮। ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে যাওয়ার পথ আবিষ্কৃত হয় কবে?

উত্তর: ১৪৮৭ সালে।

৪৯। পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা শুরু করে?

উত্তর: ১৫৮০ সালে।

৫০। পর্তুগীজদের পর বাংলায় কোন ইউরোপীয় জাতি বাণিজ্যের জন্য আসে?

উত্তর: ওলন্দাজরা।

৫১। ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে, কবে গঠন করে?

উত্তর: ওলন্দাজরা, ১৬০২ সালে।

৫২। কোন পর্তুগীজ নাবিক বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করেন?

উত্তর: পেড্রো আলভারেজ কাব্রাল।

৫৩। ফরাসিরা কবে বাংলায় বাণিজ্য শুরু করে?

উত্তর: ১৬৬৮ সালে।

৫৪। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে?

উত্তর: ১৬৬৪ সালে।

৫৫। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়?

উত্তর: ১৬০০ সালে।


আরো পড়ুন:


৫৬। কোন যুদ্ধে ফরাসিদের ভারতীয় সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায়?

উত্তর: ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।

৫৭। বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজিত হন?

উত্তর: ফরাসি গভর্নর কাউন্ট লালী ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে পরাজিত হন।

৫৮। উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে?

উত্তর: ইন্দোনেশিয়ায়।

৫৯। প্রথম কর্ণাট যুদ্ধ কবে, কার মধ্যে সংঘটিত হয়?

উত্তর: ১৭৪৬ সালে, ইংরেজ ও ফরাসিদের মধ্যে।

৬০।  ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?

উত্তর: সুরাটে।

৬১। শান্তিপূর্ণ বাণিজ্যনীতি ত্যাগ করে কে বন্দর আক্রমণ করেন?

উত্তর: ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।

৬২। বাংলায় ইংরেজদের সবচেয়ে সুরক্ষিত কুঠি কোনটি ছিল?

উত্তর: ফোর্ট উইলিয়াম।

৬৩। ইংরেজদের সঙ্গে মুঘল সম্রাটের সন্ধি হয় কবে?

উত্তর: ১৬৬০ সালে।

৬৪। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: ইংরেজ কর্মচারী জন চার্নক।

৬৫। ইংরেজরা বাংলায় কবে আক্রমণ চালায়?

উত্তর: ১৬৮৬ সালে।

৬৬। সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দখল করেন কবে?

উত্তর: ২০ জুন, ১৭৫৬।

৬৭। নবাব আলীবর্দী খানের মৃত্যু কবে হয়?

উত্তর: ১৭৫৬ সালে।

৬৮। ইংরেজরা কলকাতা পুনরুদ্ধার করে কবে?

উত্তর: ০২ জানুয়ারি, ১৭৫৭।

৬৯। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? (ঔপনিবেশিক শাসন)

উত্তর: ২৩ জুন, ১৭৫৭।

৭০। নবাব সিরাজউদ্দৌলার জন্মসাল কত?

উত্তর: ১৭৩৩ খ্রিষ্টাব্দ।

৭১। নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৭৬৪ সালে।

৭২। উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

উত্তর: লর্ড ক্লাইভ।

৭৩। ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?

উত্তর: ১৭৭২ সালে।

৭৪। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?

উত্তর: লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ সালে।

৭৫। ছিয়াত্তরের মঙ্গা কবে হয়েছিল?

উত্তর: ১১৭৬ বঙ্গাব্দ / ১৭৭০ খ্রিষ্টাব্দ।

৭৬। পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল?

উত্তর: ১৩৫০ বঙ্গাব্দ / ১৯৪৩ খ্রিষ্টাব্দ।

৭৭। ‘অন্ধ কূপ হত্যাকাণ্ড’ কবে ঘটে?

উত্তর: ১৭৫৬ সালে।

৭৮। কে মুর্শিদাবাদ থেকে কলকাতায় রাজধানী স্থানান্তর করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৭৯। কলকাতা নগরী কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৬৯০ সালে।

৮০। ‘বর্গী’ নামে কারা পরিচিত ছিল?

উত্তর: মারাঠারা।

৮১। দ্বৈত শাসনব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড ক্লাইভ।

৮২। দ্বৈত শাসনব্যবস্থা চালু হয় কবে?

উত্তর: ১৭৬৭ সালে।

৮৩। এই ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ছিল?

উত্তর: নবাবের ওপর।

৮৪। রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল কার?

উত্তর: ইংরেজদের, বিশেষ করে লর্ড ক্লাইভের ওপর।

৮৫। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

ঔপনিবেশিক শাসন

৮৬। নিলামে জমি বন্দোবস্ত প্রথা কে চালু করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৮৭। কে মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে স্থানান্তর করেন?

উত্তর: মীর কাশিম।

৮৮। মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ কোথায় হয়?

উত্তর: বক্সারে।

৮৯। বক্সারের যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৭৬৪ সালে।

৯০। ভারত শাসন আইন (রেগুলেটিং অ্যাক্ট) কবে পাশ হয়?

উত্তর: ১৭৭৩ সালে।

৯১। উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৯২। পাঁচশালা বন্দোবস্ত কাদের দ্বারা প্রবর্তিত?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৯৩। আদালতে ফরাসির বদলে দেশীয় ভাষা প্রচলন করেন কে?

উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

৯৪।  উপমহাদেশে সংস্কৃতির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তক কে?

উত্তর: লর্ড বেন্টিঙ্ক।


ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস (১৭৫৭ – ১৯৪৭ খ্রিঃ) লেকচার শীট পিডিএফ ডাউনলোড কর। ঔপনিবেশিক শাসন

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top