এসএসসি ভূগোল সাজেশন ২০২৫ পিডিএফ ডাউনলোড করুন। Eduquest24 ২০২৫ সালের এসএসসি ভূগোল ও পরিবেশ পরীক্ষার জন্য সহজ ও সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করেছে। এই সাজেশনটি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।
সাজেশনটি এতটাই সহজ এবং ছোট যে শিক্ষার্থীরা অল্প সময়ে এটি পড়ে শেষ করতে পারবে। এতে গুরুত্বপূর্ণ টপিকগুলো স্টার (*) দিয়ে চিহ্নিত করা হয়েছে।
যদি শিক্ষার্থীরা এই সাজেশন ভালোভাবে পড় এবং অনুশীলন করে, তাহলে তারা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। তাই, আর দেরি না করে, এখনই সাজেশনটি পিডিএফ আকারে ডাউনলোড করে প্রস্তুতি শুরু করুন!”
এসএসসি ভূগোল সাজেশন ২০২৫ (সকল বোর্ড)
অধ্যায় ০১: ভূগোল ও পরিবেশ
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. ভূগোল কাকে বলে?*****
২. অধ্যাপক ম্যাকনির ভূগোলের সজ্ঞাটি কি?
৩. অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোলের সজ্ঞা দাও*****
৪. প্রাকৃতিক ভূগোল কাকে বলে?*****
৫. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?*****
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. দূর্যোগ ব্যবস্থাপনা কি? ব্যাখ্যা কর।
২. প্রকৃতি ও পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তিত হ চ্ছে-ব্যাখ্যা কর।
৩. ভূগোলের পরিধির বিস্তৃতির কারন ব্যাখ্যা কর*****
৪. নগরের উৎপত্তি ও বিকাশ ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়েছে? ব্যাখা কর।*****
৫. প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কি বুঝায়?
৬. পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর***
অধ্যায় ০২: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী*****
এসএসসি ভূগোল সাজেশন
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. নক্ষত্র কাকে বলে?*****
২. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি?
৩. ছায়াপথ/আকাশ গঙ্গা কাকে বলে?*****
৪. গ্যালাক্সি/নক্ষত্রজগৎ কাকে বলে?*****
৫. উপগ্রহ কাকে বলে?*****
৬. অক্ষরেখা/মেরুরেখা কি?*****
৭. অক্ষাংশ কাকে বলে?*****
৮. নিরক্ষরেখা কাকে বলে?*****
৯. প্রতিপাদ স্থান কাকে বলে?*****
১০. কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. নক্ষত্র খালি চোখে দেখা যায়না কেন? ব্যাখ্যা কর।
২. মহাকাশের ছুটন্ত তারকা বলতে কি বুঝায়?
অথবা, উল্কাকে ছুটন্ত তারা বলা হয় কেন?*****
৩. মহাকাশের কোনটিকে লেজযুক্ত জ্যোতিষ্ক বলা হয়? ব্যাখ্যা কর*****
৪. কৃত্রিম উপগ্রহ বলতে কি বুঝায়?
৫. তথ্য আদান-প্রদান/গোয়েন্দা নজরদারিতে কোন উপগ্রহটি ব্যবহার হয়? ব্যাখ্যা কর*****
৬. মঙ্গল গ্রহে প্রানীর অস্তিস্ত থাকা সম্ভব নয় কেন?*****
৭. তারিখ বিভাজনকারী রেখা আকাবাকা কেন? ব্যাখ্যা কর*****
৮. রাত ও দিন ছোট বড় হয় কেন? ব্যাখ্যা কর***
৯. ৩০ জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ার কারন ব্যাখ্যা কর**
অধ্যায় ০৩: মানচিত্র গঠন ও ব্যবহার***
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. মানচিত্র কাকে বলে?*****
২. স্থানীয় সময় কাকে বলে?*****
৩. GIS এর পূর্ণরুপ লেখ।
৪. জি আই এস (GIS) কাকে বলে?*****
৫. প্রাকৃতিক মানচিত্র কাকে বলে?
৬. ঐতিহাসিক মানচিত্র কাকে বলে?
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. প্রতিভূ অনুপাত কেন কাজে লাগে? ব্যাখ্যা কর***
২. বৃষ্টিপাতের পরিমান কোন মানচিত্রে প্রদর্শন করা যায়? ব্যাখ্যা কর।
৩. ভূসংস্থানিক মানচিত্র বলতে কি বুঝায়? ব্যাখা কর।
৪. আয়োতনে বড় দেশসমূহে একাধিক প্রমান সময় থাকে কেন?*****
৫. জিপিএস কি? এর সুবিধা লেখ*****
অধ্যায় ০৪: পৃথিবীর অভ্যন্তরীন ও বাহ্যিক গঠন*****
এসএসসি ভূগোল সাজেশন
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. ভূত্বক কি?*****
২. খনিজ কাকে বলে?*****
৩. শিলা কাকে বলে?*****
৪. ভূমিকম্প কাকে বলে?*****
৫. লাভা কাকে বলে?*****
৬. বিচূর্ণীভবন কাকে বলে?*****
৭. অপসারণ কাকে বলে?
৮. দোয়াব কি?*****
৯. শাখা নদী কাকে বলে?
১০. নদী উপত্যকা কাকে বলে?
১১. পর্বত কাকে বলে?*****
১২. ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?*****
১৩. মালভূমি কাকে বলে?*****
১৪. সমভূমি কাকে বলে?*****
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. খনিজকে শিলা বলা যায় কি? ব্যাখ্যা কর*****
২. কয়লা কেন জৈব শিলা বলা হয়? ব্যাখ্যা কর***
৩. স্লেট কোন ধরনের শিলা? ব্যাখ্যা কর
৪. পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন?***
৫. সুনামি কি? সুনামি সৃষ্টির কারন ব্যাখা কর*****
৬. উপনদী কাকে বলে? ব্যাখা কর।
৭. মরুভূমিতে বায়ুর মাধ্যমের ক্ষয়সাধন বেশি দেখা যায় কেন?
৮. গম্বুজ আকার ধারন করে কোন পর্বত? ব্যাখ্যা কর*****
৯. ইতালির ভিসুভিয়াস পর্বত কীভাবে গঠিত হয়েছে? ব্যাখ্যা কর।
১০. তিব্বত কোন প্রকারের মালভূমি? ব্যাখ্যা কর।
অধ্যায় ০৫: বায়ুমন্ডল*****
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. বায়ুমন্ডল কাকে বলে?*****
২. আবহাওয়া কাকে বলে?******
৩. জলবায়ু কাকে বলে?*****
৪. বায়ুর আদ্রতা কাকে বলে?*****
৫. বায়ুপ্রবাহ কাকে বলে?*****
৬. মৌসুমী বায়ু কাকে বলে?*****
৭. বৃষ্টিপাতকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. ওজোন গ্যাস জীবজগৎ কীভাবে রক্ষা করে?*****
২. প্রানিজগতের জন্য ট্রপোমন্ডল কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
৩. বরফকুচি একসময় ভূপৃষ্ঠে নেমে আসে তার কারন ব্যাখ্যা কর।
৪. তিব্বতে কেন বৃষ্টিপাত হয়না? ব্যাখ্যা কর*****
অথবা, বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বুঝায়?
৫. গর্জনশীল চল্লিশা বলতে কি বুঝায়??*****
৬. পূর্বে বায়ু প্রবাহের উপর নির্ভর করে কেন ব্যবসা পরিচালিত হতো? ব্যাখ্যা কর।
৭. পশ্চিমা বায়ু বলতে কি বুঝায়?
৮. গ্রিনহাউজ প্রতিক্রিয়া বলতে কি বুঝ? ব্যাখ্যা কর*****
৯. জলবায়ু পরিবর্তনের ফলে কিছু দেশ লাভবান হবে কেন?
অধ্যায় ০৬: বারিমন্ডল*****
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. বারিমন্ডল কাকে বলে?*****
২. মহাসাগর কাকে বলে?*****
৩. উপসাগর কাকে বলে?*****
৪. হ্রদ কাকে বলে?*****
৫. মহীঢাল কাকে বলে?*****
৬. শৈলশিরা কাকে বলে?***
৭. সমুদ্রস্রোত কাকে বলে?***
৮. শীতল স্রোত কাকে বলে?
৯. হিমশৈল কি?*****
১০. সমুদ্রস্রোতের প্রধান কারন কি?
আরো পড়ুন :
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. বঙ্গোপসাগরকে উপসাগর বলা হয় কেন? ব্যাখ্যা কর*****
২. পোর্টোরিকো খাত সৃষ্টির কারন ব্যাখ্যা কর।
৩. শৈলশিরা সৃষ্টির কারন ব্যাখ্যা কর*****
৪. সমুদ্র তলদেশে লাভা সঞ্চিত ভূমিরূপ কোনটি? ব্যাখ্যা কর।
৫. শীতল স্রোত বলতে কি বোঝ?*****
৬. কোন স্রোতের অনুকুলে জাহাজ চালানো নিরাপদ? ব্যাখ্যা কর***
৭. গ্রান্ড ব্যাঙ্ক সৃষ্টির কারন ব্যাখ্যা কর*****
৮. সমুদ্রপথে বড় জাহাজ দূর্ঘটনার কারন ব্যাখ্যা কর।*****
৯. সাগরের পানি বাড়ে কমে কেন? ব্যাখ্যা কর।
১০. জোয়ারভাটা সৃষ্টিতে চাদের প্রভাব ব্যাখ্যা কর*****
অধ্যায় ০৭: জনসংখ্যা*****
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ এসএসসি ভূগোল সাজেশন pdf
১. নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে?*****
২. অভিবাসন কি?
৩. অবাধ অভিবাসন কি?***
৪. উদ্বাস্তু কাকে বলে?
৫. কাম্য জনসংখ্যা কাকে বলে?*****
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. জনসংখ্যা পিরামিড বলতে কি বোঝায়?*****
২. শরনার্থী বলতে কি বোঝায়?
৩. পেশা কীভাবে জন্মহারকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর*****
৪. জন্মহার নির্ণয়ের সর্বাধিক ব্যবহ্রত পদ্ধতি কোনটি? ব্যাখ্যা কর*****
৫. বিবাহ কোন জাতীয় অভিবাসন ঘটায়? ব্যাখ্যা কর
৬. অবাধ অভিবাসন বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।
৭. জোরপূর্বক অভিবাসন কেন দূর্ভোগ বয়ে আনে? ব্যাখ্যা কর*****
৮. উৎসস্থলের ধাক্কা জনসংখ্যার ঘনত্ব হ্রাস করে-ব্যাখ্যা কর*****
৯. সমভূমিতে ঘন জনবসতি গড়ে ওঠে কেন? ব্যাখ্যা কর।
১০. মাটির উর্ভরতা হ্রাসে অতিরিক্ত জনসংখ্যার প্রভাব উল্লেখ কর।
অধ্যায় ০৮: মানব বসতি*****
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. আদ্র অঞ্চলের বসতি কাকে বলে?
২. মানব বসতি কাকে বলে?*****
৩. নগর বসতি কাকে বলে?*****
৪. গ্রামীন বসতি কাকে বলে?*****
৫. প্রশাসনিক নগর কাকে বলে?
৬. অন্ধকার যুগ কাকে বলে?*****
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. প্রাচীনকালে নদীর তীরবর্তী স্থানে বসতি গড়ে ওঠার কারন ব্যাখ্যা কর।*****
২. পদ্মা নদীর তীরে কোন ধরনের বসতি গড়ে ওঠে ব্যাখ্যা কর।
৩. মরুময় অঞ্চলে মানুষ সংঘবদ্ধ বসতি গড়ে তোলে কেন? ব্যাখ্যা কর*****
৪. যাতায়াত ব্যবস্থা বসতি গড়ে ওঠার গুরুত্বপূর্ণ নিয়ামক-ব্যাখ্যা কর।
৫. পানীয় জলের সহজলভ্যতা কীভাবে বসতি স্থাপনে সহায়ক? ব্যাখ্যা কর।
৬. মাটি কীভাবে বসতি স্থাপনে সহায়তা করে? ব্যাখ্যা কর*****
৭. প্রাথমিক উৎপাদক অঞ্চল কোন বসতির উপর নির্ভরশীল? ব্যাখ্যা কর*****
৮. নগরায়ন কি? ব্যাখ্যা কর।
৯. সমরকন্দ নগরের উৎপত্তির কারন কি? ব্যাখ্যা কর।
১০. আলেকজান্দ্রিয়া নগরের উৎপত্তির কারন ব্যাখ্যা কর।
১১. বাংলাদেশের কোন নগরকে বিনোদন কেন্দ্র বলা হয়?*****
অধ্যায় ০৯: সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি*****
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. সম্পদ কাকে বলে?*****
২. অর্থনৈতিক কার্যাবলি কাকে বলে?*****
৩. শিল্প কি?**
৪. মাঝারি শিল্প কাকে বলে?*****
৫. অভিবাসন কি?
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. কম মূলধন নিয়ে কোন ধরনের শিল্প গড়ে ওঠে ব্যাখ্যা কর।
২. মৃত্তিকা সংরক্ষনের উপায় ব্যাখ্যা কর।
৩. সৌরশক্তি একটি নবায়নযোগ্য সম্পদ-ব্যাখ্যা কর*****
৪. পানিশক্তি একটি নবায়নযোগ্য সম্পদ-ব্যাখ্যা কর*****
৫. বনজ সম্পদ রক্ষায় কয়লার ভূমিকা ব্যাখ্যা কর।
৬. ভ্যানচালক কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলির সাথে জড়িত ব্যাখ্যা কর।
৭. শিল্প গড়ে ওঠার পেছনে জলবায়ুর ভূমিকা ব্যাখ্যা কর*****
৮. ইঞ্জিরের গাড়ি কি ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর*****
৯. ডেইরি ফার্ম কারখানা কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর*****
১০. আমদানি-রপ্তানি বানিজ্য বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।
১১. বানিজ্য ঘাটতি বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।
অধ্যায় ১০: বাংলাদেশের ভৌগলিক বিবরন*****
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ এসএসসি ভূগোল সাজেশন 2025
১. টিলা কাকে বলে?*****
২. প্লাইস্টোসিনকাল কাকে বলে?*****
৩. প্লাবন কাকে বলে?
৪. নদীমাতৃক দেশ কাকে বলে?
৫. শক্তির অন্যতম উৎস কোনটি?
৬. শীতকাল কাকে বলে?
৭. বর্ষা ঋতু কাকে বলে?*****
৮. মৌসুমি জলবায়ু কাকে বলে?*****
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. বাংলাদেশের বরেন্দ্রভূমি ক্ষয়জাত সমভূমি রূপে গড়ে ওঠার কারন ব্যাখ্যা কর।
২. বাংলাদেশের সমুদ্রসীমা কীভাবে বৃদ্ধি পেয়েছে? ব্যাখ্যা কর।
৩. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহকে টিলা বলা হয় কেন? ব্যাখ্যা কর*****
৪. বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন?*****
৫. নদী নাব্যতা হারাচ্ছে কেন? ব্যাখ্যা কর।*****
৬. নদীতে চর জেগে ওঠার কারন ব্যাখ্যা কর।*****
৭. নদী ও জলাশয় ভরাটের কারন ব্যাখ্যা কর।*****
৮. নদীর মোহনায় চর জেগে ওঠে কেন? ব্যাখ্যা কর।*****
৯. কালবৈশাখি ঝড় কীভাবে সংঘটিত হয়?*****
১০. বাংলাদেশের জলবায়ু কি নামে পরিচিত? ব্যাখ্যা কর
১১. গ্রীষ্মকালে কাল বৈশাখি ঝড় হয় কেন?
অধ্যায় ১১: বাংলাদেশের সম্পদ ও শিল্প
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. অর্থকারী ফসল কাকে বলে?*****
২. বনজ সম্পদ কাকে বলে?*****
৩. পর্যটন শিল্প কাকে বলে?
৪. শিল্প কি?
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. একই জমিতে একই ফসল বারবার চাষ করা ক্ষতিকর কেন? ব্যাখ্যা কর*****
২. বৈচিত্র্যময় কৃষি-কৃষক, জমি ও পরিবেশের সহায়ক-ব্যাখ্যা কর।
৩. পাটকে উষ্ণ অঞ্চলের ফসল বলা হয় কেন? ব্যাখ্যা কর*****
৪. শস্য বহুমুখীকরণ বলতে কি বোঝায়?*****
৫. একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষ কৃষকের জন্য সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর*****
৬. বিলিয়ন ডলার শিল্প কি? ব্যাখ্যা কর*****
অধ্যায় ১২: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বানিজ্য*****
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. যাতায়াত ব্যবস্থা কাকে বলে?*****
২. বাংলাদেশে মোট কতটি রেল স্টেশন আছে?
৩. অভ্যন্তরীন বানিজ্য কাকে বলে?*****
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. যাতায়াত ব্যবস্থা বলতে কি বুঝ? ব্যাখ্যা কর*****
২. পরিবহন বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
৩. দেশের দক্ষিনাঞ্চলে রেলপথ গড়ে না ওঠার কারন ব্যাখ্যা কর।
৪. যাতায়াতে সাশ্রয়ী পথ কোনটি? ব্যাখ্যা কর।
৫. পোতাশ্রয় গুরুত্বপূর্ন কেন? ব্যাখ্যা কর।
৬. বিশ্বের সংগে যোগাযোগের জন্য কোন যোগাযোগ মাধ্যমটি গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর*****
৭. আমদানির চেয়ে রপ্তানি বেশি হলে কি ঘটে? ব্যাখ্যা কর।
অধ্যায় ১৩: বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. উন্নয়ন কি?*****
২. বনভূমি কাকে বলে?
৩. বাংলাদেশের শতকরা কতভাগ বনভূমি রয়েছে?*****
৪. জীববৈচিত্র্য কাকে বলে?*****
৫. বাস্তুসংস্থান কি?
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।*****
২. পরিবেশ সংরক্ষন বলতে কি বোঝায়?
৩. ব্যাপক পরিবেশ অবক্ষয়ের কারন ব্যাখ্যা কর।
৪. বায়ু কীভাবে দূষিত হয়?
৫. পুকুরে বাস্তুসংস্থান কীভাবে সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
অধ্যায় ১৪: বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ*****
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. দূর্যোগ কাকে বলে?*****
২. বাংলাদেশের নদীর সংখ্যা কত?
৩. নদীভাঙ্গন কাকে বলে?*****
৪. প্রশমন কাকে বলে?*****
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. বিপর্যয় বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।*****
২. ঘূর্ণিঝড় কেন হয়? ব্যাখ্যা কর*****
৩. গৃহহীন মানুষ কেন সরকারের বোঝা হয়ে দাঁড়ায়?
৪. বাংলাদেশ ক্রমেই ভূমিকম্পে ঝুকিপূর্ন হয়ে উঠছে কেন? ব্যাখ্যা কর।
৫. সুনামি কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা কর*****
৬. দূর্যোগ ব্যবস্থাপনা কেন প্রয়োজন ব্যাখ্যা কর*****
৭. দূর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর*****
৮. দূর্যোগের পরপরই সাড়াদানের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর।
অধ্যায় ১৫: টেকসই উন্নয়ন অভীষ্ট
জ্ঞানমূলক প্রশ্নের জন্যঃ
১. এসডিজি এর পূর্নরুপ লেখ*****
২. জলবায়ু কার্যক্রম কি?
অনুধাবনমূলক প্রশ্নের জন্যঃ
১. পরিবেশের ভারসাম্যহীনতা বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।
২. কীভাবে এমডিজি অর্জনে সাফল্য এসেছে? বর্ণনা কর।
৩. বাংলাদেশকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল বলা হয়েছে কেন?
এসএসসি ভূগোল সাজেশন ২০২৫ (সকল বোর্ড) | এসএসসি ভূগোল ও পরিবেশ চূড়ান্ত সাজেশন ২০২৫ PDF Download