এসএসসি আইসিটি মডেল টেস্ট

এসএসসি তথ্য ও যোগযোগ প্রযুক্তি মডেল টেস্ট ২০২৫ PDF

Advertisements

এসএসসি আইসিটি মডেল টেস্ট ২০২৫ উত্তরসহ পিডিএফ ডাউনলোড: আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এসএসসি আইসিটি মডেল টেস্ট। এসএসসি আইসিটিতে কোনো সৃজনশীল প্রশ্ন নেই , শুধুমাত্র ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন। তাহলে চলো, শুরু করি।


এসএসসি আইসিটি মডেল টেস্ট ২০২৫

বহুনির্বাচনী প্রশ্ন (এসএসসি আইসিটি মডেল টেস্ট)

১. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?

K কম্পিউটার
L ইন্টারনেট
M তথ্য
N উপাত্ত

২. কত সালে জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?

Advertisements

K ১৯৮২
L ১৮৯২
M ১৮৯৩
N ১৮৯৫

৩. স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকে কোনটিতে?

K ই-সার্ভিসে
L সুশাসনে
M ই-কমার্সে
N ইন্টারনেটে

৪. সরকারি সেবাসমূহকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য কোনটি প্রয়োজন?

K এনালগ ব্যবস্থা
L হাইব্রিড ব্যবস্থা
M কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ
N ডিজিটাল ব্যবস্থা

৫. ICT-তে সামাজিক যোগাযোগ বলতে বোঝায়?

i. নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়া
ii. ভাব প্রকাশ ও বিনিময়
iii. ভাব আদান-প্রদান

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

৬. দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বাড়ছে? কোনটির ব্যবহার

K তথ্য-প্রযুক্তি
L মোবাইল ব্যাংকিং
M ইন্টারনেট ব্রাউজিং
N মোবাইল গেইমস

৭. কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারের তারিখ ঠিক থাকে না?

K MOSC
L CMOS
M RAM
N BIOS

৮. কম্পিউটার ঘন ঘন হ্যাং করার কারণ-

i. প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমত কাজ না করা
ii. কম্পিউটারে ভাইরাস থাকা
iii. CMOS ব্যাটারি সমস্যা

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

৯. হার্ডডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কী প্রয়োজন?

K ডিস্ক রিমুভার
L ডিস্ক রিডআপ
M ডিস্ক ক্লিনআপ
N ডিস্ক ভিজিট আপ

১০. কোনটি ভাইরাস?

K Avira
L SIH
M CIH
N Avg

১১. কোনটি পাসওয়ার্ডকে দুর্বল করে?

K দর্শনীয় স্থানের নাম
L সংখ্যার সমষ্টি
M ব্যবহারকারীর নাম
N অন্যকে জানালে

১২. হার্ডডিস্ক নষ্ট হলে দেখায়-

K Hard Disk Failure
L Hard Disk at Risk
M Boot Disk Failure
N Failure Boot Disk

১৩. ডিজিটাল কনটেন্ট কীভাবে সম্প্রচারিত হতে পারে?

K ই-মেইল আকারে
L এনালগ পদ্ধতিতে
M ব্রডকাস্ট পদ্ধতিতে
N ফাইল আকারে

১৪. ইন্টারনেটে প্রচারিত কোন ঘটনার সরাসরি ভিডিওকে কী বলে?

K ভিডিও কাস্ট
L ভিডিও স্ট্রিমিং
M ব্রডকাস্ট
N গ্রাফিক্স

১৫. ডিজিটাল কনটেন্ট তৈরিতে ব্যবহৃত উপাদান হলো-

i. ভিডিও
ii. চিত্র
iii. কিন্ডল

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

১৬. বাংলাদেশে কোনটির ব্যবহার বেশি?

K Google docs
L Oracle office
M Microsoft office
N Adobe Reader


আরো পড়ুন:


১৭. কোনটি Insert ট্যাবের অন্তর্গত?

K নম্বর আইকন
L বুলেট আইকন
M পেজ নম্বর
N মার্জিন আইকন

১৮. নিচের কোনটি স্প্রেডশিটের ফাংশন?

K SUM
L ADD
M MUL
N DN

১৯. ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কোনটি?

K শব্দ রচনা
L বাক্য রচনা
M শব্দ প্রক্রিয়াকরণ
N শব্দ লিখন

২০. পাওয়ার পয়েন্ট স্লাইডে ভিডিও যুক্ত করার জন্য কোন মেন্যু ব্যবহৃত হয়?

K Insert
L Design
M Animation
N View

২১. ছবি ছেঁটে ফেলার কাজ কোন টুলের মাধ্যমে করতে হয়?

K লেসো
L ক্রপ
M লেয়ার
N মার্ক

২২. সংগৃহীত উপাত্তের ভাণ্ডারকে কী বলে?

K ডেটা
L গ্রাফ
M ডেটাবেজ
N প্রোগ্রাম

২৩. ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করা যায়-

i. তথ্য সংরক্ষণ
ii. তথ্য বিশ্লেষণ
iii. তথ্য ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
রানা প্লাজায় প্রায় ৩০০০ শ্রমিক কাজ করত। ভবন ধ্বসে ১৩০০ শ্রমিকের মৃত্যু হয়।

২৪. কোনটির মাধ্যমে মৃত ব্যক্তির তথ্য সরবরাহ করা যাবে?

K কুয়েরি
L কর্ম
M রিপোর্ট
N মডিউল

২৫. শ্রমিকের মৃত্যুর তথ্য সম্বলিত রিপোর্ট তৈরির জন্য-

i. কুয়েরি ফাইল তৈরি করতে হবে
ii. ফিল্ড সুবিন্যস্ত করতে হবে
iii. রিপোর্টের উপর ডবল ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক?

K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii


এসএসসি আইসিটি মডেল টেস্ট ২০২৫ | এসএসসি তথ্য ও যোগযোগ প্রযুক্তি মডেল টেস্ট পিডিএফ প্রশ্নপত্র ডাউনলোড কর।

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top