Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি রেইনকোট গল্প | রেইনকোট গল্পের অনুধাবন প্রশ্ন ও গুরুত্বপূর্ণ নোটস ২০২৪ | PDF Download
    এইচএসসি বাংলা নোট

    এইচএসসি রেইনকোট গল্প | রেইনকোট গল্পের অনুধাবন প্রশ্ন ও গুরুত্বপূর্ণ নোটস ২০২৪ | PDF Download

    EduQuest24By EduQuest24August 30, 2024Updated:September 14, 2024No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    এইচএসসি রেইনকোট গল্প
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এইচএসসি রেইনকোট গল্প আমাদের এই লেকচার শীটটি এমন ভাবে প্রস্তুত করা হয়েছে যার মধ্যে অন্তর্ভুক্ত আছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি , মেডিকেল প্রস্তুতি নিতে পারবেন । রেইনকোট গল্প নোটটি পড়লে আর কোনো কোচিং সেন্টারে পড়তে হবে না ।।

    এইচএসসি রেইনকোট গল্প কন্টেন্ট টেবিল

    • রেইনকোট
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • ‘রেইনকোট’ গল্প সম্পর্কিত তথ্যাবলি : এইচএসসি রেইনকোট গল্প

    রেইনকোট

    আখতারুজ্জামান ইলিয়াস

    লেখক পরিচিতি ও এইচএসসি রেইনকোট গল্প

    জন্ম পরিচয়:

    ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি, গাইবান্ধার গোটিয়া গ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। পিতৃদত্ত নাম: আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। পিতৃনিবাস: বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে। পিতা: বি.এম ইলিয়াস । মাতা: মরিয়ম ইলিয়াস।

    শিক্ষাজীবন:

    প্রথমে বগুড়ায় ও পরে ঢাকায় তার শিক্ষাজীবন অতিবাহিত হয় ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

    কর্মজীবন/পেশা:

    কর্মজীবনে তিনি সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক; মিউজিক্যাল কলেজের উপাধ্যক্ষ, প্রাইমারি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক; মফিজউদ্দিন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন।

    পুরস্কার:

    ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৯৬ সালে আনন্দ পুরস্কারে ভূষিত হন।

    মৃত্যুবরণ:

    ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় পরলোকগমন করেন।

    উপন্যাস:

    চিলেকোঠার সেপাই (১৯৮৭) ও খোয়াবনামা (১৯৯৬)।

    গল্পগ্রন্থ:

    অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬), খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল (১৯৯৭)।

    প্রবন্ধ: সংস্কৃতির ভাঙা সেতু (১৯৯৮)

    লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

    ★ আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ ৫টি

    * আখতারুজ্জামান ইলিয়াসের ‘সংস্কৃতির ভাঙা সেতু’ প্রবন্ধগ্রন্থে সংকলিত প্রবন্ধ সংখ্যা – ২২টি।

    ★ তার রচিত ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি – ৬৯’র গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।

    ‘রেইনকোট’ গল্প সম্পর্কিত তথ্যাবলি : এইচএসসি রেইনকোট গল্প

    ★ ‘রেইনকোট’ গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ “জাল স্বপ্ন স্বপ্নের জাল’ (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়।

    ★ ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে।

    ★ বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবারে।

    ★ কলেজের উর্দুর প্রফেসরের নাম – আকবর সাজিদ।

    ★ বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপ্যালের পিওন।

    ★ ইলেকট্রিক ট্রান্সফর্মার কলেজের সামনের দেয়াল ঘেঁষে।

    ★ দেয়ালের পর বাগান ও টেনিস লন।

    ★ প্রিন্সিপ্যালের বাড়ির গেটে বোমা মারা অর্থ মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা।

    ★ ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওয়ানা হয় বেবি ট্যাক্সি চড়ে।

    ★ নূরুল হুদাকে এক্সট্রা ভটস্থ থাকতে হয় – মিন্টুর জন্য।

    ★ ‘ফওরন’ অর্থ – তাড়াতাড়ি।

    ★ ‘সেরাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ । ‘মিলিটারি কথাটি বলে – প্রিন্সিপ্যালকে।

    ★ মিন্টু মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকে চলে যায় – ২৩ জুন ।

    * পূর্বদিকের জানালা ধরে দাঁড়ালে বিল আর ধানক্ষেত চোখে পড়ে।

    আরো পড়ুন ঃ

    • এইচএসসি জাদুঘরে কেন যাব গল্পের নোট
    • এইচএসসি মাসি-পিসি গল্পের নোট
    • এইচএসসি মহাজাগতিক কিউরেটর গল্পের নোট

    ★ ‘রেইনকোট’ গল্পে উল্লেখকৃত ঋতুর নাম – হেমন্ত ও বর্ষা ।

    ★ মিলিটারির নেতৃত্বে আছেন – কর্নেল ।

    ★ প্রিন্সিপ্যাল পাকিস্তানিদের জন্য দিন-রাত দোয়া দরুদ পড়ছে।

    ★ সব স্কুল কলেজ থেকে শহিদ মিনার হটানোর পরামর্শ দেন প্রিন্সিপ্যাল ডা. আফাজ আহমদ।

    ★ ‘রেইনকোট’ গল্পে হাঁপানির টান আছে- নূরুল হুদার।

    * নূরুল হুদার স্ত্রীর নাম আসমা।

    * আসমা মিরপুর ব্রিজ থেকে গুলির আওয়াজ শুনতে পেয়েছে।

    ★ নুরুল হুদা জুলাইয়ের পয়লা তারিখে মগবাজার থেকে বাড়ি শিফট করে।

    ★ ‘এসব হলো পাকিস্তানের ইন্টার্নাল অ্যাফেয়ার’ উক্তিটি – কিসিনজার সাহেবর।

    ★ ওয়েলডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর সর্দার গোছের রাজাকার।

    ★ নুরুল হুদার মেয়ের বয়স আড়াই বছর আর ছেলের বয়স ৫ বছর।

    ★ ‘আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না।’ উক্তিটি নিচের তলার ভদ্রলোকের।

    * মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা চারবার বাড়ি বদল করে ।

    ★ প্রিন্সিপ্যাল আকবর সাজিদকে তোয়াজ করে।

    ★ দোকানদার ছেলেটা বাচাল টাইপের।

    ★ প্রথমে দুজন বাস থেকে নামে তারা একটা চোর আরেকটা পকেটমার।

    ★ আসাদ গেটে বাসস্টপেজে মানুষ অপেক্ষা করছে।

    ★ নুরুল হুদা বাস থেকে নিউমার্কেটে নামে।

    ★ প্রিন্সিপ্যালের সিংহাসন মার্কা চেয়ারে বসে আছে জাঁদরেল টাইপের এক মিলিটারি পান্ডা।

    ★ মোট ১০টি আলমারি কলেজে আনা হয়েছে।

    ★ ঘুষি মারার পর নুরুল হুদাকে পাউরুটি আর দুধ খাওয়ানো হয়।

    ★ নূরুল হুদার বেঁটেখাটো শরীরটাকে মিলিটারিরা ছাদে লাগানো আংটার সাথে ঝুলিয়ে দেয়।

    ★ নুরুল হুদাকে মিলিটারি দুটি ঘুষি দেয় ।

    ★ নুরুল হুদার কলিগরা স্টাফ রুমে বসে ফিসফিস করে।

    ★ ‘রেইনকোট’ গল্পে উল্লেখকৃত কলেজের ডিপার্টমেন্টের নাম বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু।

    ★ ‘রেইনকোট’ গল্পে উল্লেখকৃত মাসের নাম এপ্রিল, জুন, জুলাই।

    ★ রেইনকোট গল্প দরজায় ছিটকিনি – দুটি।

    * ‘রেইনকোট’ গল্পে উল্লেখকৃত সাপ্তাহিক বারের নাম শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার।

    এইচএসসি রেইনকোট গল্প লেকচার সীট ডাউনলোড করুন ঃ

    Download Lecture Sheet

    এইচএসসি রেইনকোট গল্প রেইনকোট mcq answer রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন রেইনকোট নোট pdf download
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ২য় পত্র রচনার পয়েন্ট (রচনা সমগ্র) PDF

    April 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ (PDF)

    March 12, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি

    March 11, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাক্যতত্ত্ব (বাক্য রূপান্তর) ২০২৫ PDF

    March 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা বানানের নিয়ম ২০২৫ (PDF)

    March 9, 2025

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)

    February 22, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.